ইজ অলওয়েজ নেক্সট টাইম মানে তো গোদা বাংলায় যাকে খুড়োর কল বলে :-)
কিন্তু তবু রেখে গেলাম এক বাস্কো টিস্যু পেপারাদি। ;)
নানা সান্ত্বনা দেবার কি আছে! আপনি তো জানেনই দেয়ার ইজ অলওয়েজ নেক্সট টাইম।
:|:, ও মহায় গেলেন কোথায় ? আমাকে একটু সান্ত্বনা দেবেন না আজকে ? :-) :-)
আসলে আমার মত এম্পটি ভেসেল সাউন্ডস মাচ। প্ৰসঙ্গত পল ডিরাকের নাতি আমার বন্ধুবিশেষ তবে ব্যাটাকে প্ৰথম আলাপেই অজানতে চটিয়ে ফেলেছিলাম।
মিতভাষণ তো খুব ভালো জিনিষ। এই ডিরাক টাইপের হওয়া তো আমার খুব পছন্দের। কেন, আপনারা 'সাইলেন্স অফ দা মাইন্ড' পড়েননি? থিক ন্যাট হান এর?
দুই পক্ষই দুই পক্ষকে রেসিপ্রোকেট করতে না পারলে কলহ জমে না। মল্লযুদ্ধ কি একজনে লড়লে হয়? দুইজনকেই ভীমের মতন লড়তে হয়।
আমাদের রবীন্দ্রনাথ কবি হলে কী হয়, তিনি নাকি সকালে উঠে মুখ ধুয়ে ছোলা-গুড় খেয়ে কুস্তি করতেন কানা পালোয়ানের সঙ্গে। ঃ-)
যখন দাম্পত্য কলহ হয় তখন একজন নির্বাক শ্রোতা আর অপরজন নির্ভেজাল বক্তা। একেবারে আইডিয়াল কম্বিনেশন :-)
আপনাদের মত জাত ফিজিসিস্টদেরকে এসব জিগানো বাতুলতা
এঁদের যখন দাম্পত্য কলহ হয়, তখন সেই "পেন্ডুলাম" সিনেমার মতন কেস হয় নির্ঘাত। সেই সিনেমায় ছিল, মেয়েটা ইটিমিটিকিটি করে অসংখ্য গালাগাল দিয়ে যাচ্ছে, ছেলেটা কিছুই বলতে পারছে না। তারপরে ব্রেকাপ করে মেয়েটা চলে যাবার পর ছেলেটা বলল, স্স্সাল্লা।
ঃ-)
ঠিক ধরেছেন , লিঙ্কটি দেখুন
https://ideaisaacjoking.blogspot.com/2010/01/unit-dirac.html
ঘন্টায় একটি শব্দ বলা?
না না ওই মৌনী বাবার অর্ধাঙ্গীনী বেশ চ্যাটি। একই বোধ হয় internal compensation বলে
মিতভাষণের?
ডিরাক কিসের ইউনিট জানেন কি ? :-)
হ্যাঁ b, হকিং নোবেল ছাড়াই চিরকালের মুকুটহীন সম্রাট, ব্ল্যাক হোল গবেষণা বলতে গেলে একা হাতে চাঙ্গা করে তুলেছিলেন, ওঁর নাম হল অব ফেমে আছে। উনি আর্কিমিদিস, ইউক্লিড,নিউটন, আইনস্টাইন ইত্যাদিদের স্তরের। ওঁর নামে তো একটা রেডিয়েশনই নাম পেয়ে গেল হকিং রেডিয়েশন, ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের পাশ থেকে যে বিকিরণ আসে। যার ফলে ব্ল্যাক হোল আস্তে আস্তে ভর হারায়। ঐ প্যারাডক্সের এখনও সত্যিকার সমাধান হয় নি, চেষ্টা চলছে। ব্ল্যাক হোল ইনফর্মেশন প্যারাডক্স।
কী কুইজ স্যান্ডি?
আর ঐ মিতভাষী লোকটির স্ত্রীপুত্রকন্যাদের অবস্থাটা চিন্তা করুন একবার। ভাবলেও অন্ত পাওয়া যায় না। ঃ-)
কঠিন নাম তো একেবারে 'তেজস্বী সূর্য'! সব পুড়িয়ে ছারখার করে দেবে বোধ হয়।
ও হ্যাঁ, ওই পোলিশ ছেলেটি সত্যি সত্যি খুব কম কথা বলত , কিন্ত তার মানে এই নয় যে ৫ টা সেন্টেন্স /ডে ওর লিমিট ছিল। গরুপ মিটিঙ এও খুব কম কথা বলত।
অটোজ, আপনাকে একটা ক্যুইজ দিয়েছিলাম গতকাল।
অনেকগুলোয় সত্যি ফন্ট ছোট
'বাঘাযতীন মোড়ে একটা গয়নার দোকান ছিল, মুনমুন সেন তার বিজ্ঞাপন করতেন, শেষে বলতেন - 'শুক্রবার (না মঙ্গল বৃহস্পতি বা যাই হোক) যাবেন না কিন্তু, বন্ধোও'!'
ঃ)
আচ্ছা আগে উত্তর দেওয়ার কোট করলে আলাদা বাক্স মত আসছিল, এখন তো আর আসছেনা!
আর খেরোর খাতার ফন্ট কি আমিই ছোট দেখছি?
মজার কথা হল এই কেমিস্ট্রির নোবেল গুলোও এবার বায়োলজি তে যাচ্ছে।
যাহ। বন্ধ নবান্ন ঘেরাও করবে?
বাঘাযতীন মোড়ে একটা গয়নার দোকান ছিল, মুনমুন সেন তার বিজ্ঞাপন করতেন, শেষে বলতেন - 'শুক্রবার (না মঙ্গল বৃহস্পতি বা যাই হোক) যাবেন না কিন্তু, বন্ধোও'!
এদিকে নাকি কাল থেকে দু'দিন জীবাণুমুক্ত করার জন্য নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে! :
পদার্থবিজ্ঞানের উনিও তো ৫৫।
চিঠি দিয়েছে পড়েছিলাম, লাথিটা ফাইনাল হয়েছে কি?
তেজুকে জার্মানরা লাথিয়েছে বলে?
কেমিস্ট্রি নোবেল পেলেন ইউ সি বার্কলি এর জেনিফার ডুডনা আর ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটি, বার্লিনের ইমানুয়েল শাপনটিয়ে। প্রথমজন ৫৬ অন্যজন ৫১ বছর বয়স্কা। এত কমবয়সে নোবেল পাওয়াটা বেশ এক্সেপশনাল আজকের যুগে।