Atoz | 151.14.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০৪:৩৪462353এই যে রঞ্জনদা, জেনেছি জেনেছি তারা গানটা। সার্চ দিয়ে এই পেলাম, হয়তো কিছু টাইপো থাকতে পারে। নিজগুণে মাফ করে দেবেন। ইচ্ছাময়ী তারা ভরসা। ঃ-)
"জেনেছি জেনেছি তারা,
তুমি জান ভোজের বাজি।।
যে তোমায় যেনামে ডাকে
তাতেই তুমি হও মা রাজি।।
জেনেছি জেনেছি তারা।
মগে বলে ফারা তারা,
গড বলে ফিরিঙ্গি যারা।।
খোদা বলে ডাকে তোমায়।।
মোঘল পাঠান সৈয়দ কাজি
তুমি জান ভোজের বাজি
জেনেছি জেনেছি তারা।
শাক্তে বলে তুমি শক্তি,
শিব তুমি শৈবের আর্তি,
সুরী বলে সূর্য্য তুমি
বৈরাগী কয় রাধিকাজী।
গাণপত্য বলে গণেশ
যক্ষ বলে তুমি ধনেশ
শিল্পী বলে বিশ্বকর্মা
বদর বলে নায়ের মাঝি.
শ্রী রামদুলাল বলে,
বাজি নয় এ যেন ফলে।।
এক ব্রহ্ম দ্বিধা ভেবে
মন আমার হয়েছে পাজি।
তুমি জান ভোজের বাজি
জেনেছি জেনেছি তারা,
তুমি জান ভোজের বাজি
যে তোমায় যেভাবে ডাকে
তাতে তুমি হও মা রাজি
জেনেছি জেনেছি তারা।
Atoz | 151.14.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০৪:২৬462352ভিভেক কা মুন্ডা অর্থাৎ কিনা বিবেকের মুন্ড। ঃ-)
S | 2405:8100:8000:5ca1::255:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০৪:১৫462351ডোলান্ড ট্রাম্পটা উত্তেজনার চোটে বলে দিয়েছে।
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:৩৮462350কলম সর্দারে গল্প আমার পড়া নেই। তবে একটি অতি সরল ব্যাখ্য়া হাজির করতে পারি। আর Occam’s razor বলছে সরলতম ব্যাখ্য়াটিই সর্বাপেক্ষা গ্রহণযোগ্য :-)। সর্দার পদবীধারি এক ফ্য়ামিলিতে একটি শিশু ভূমিষ্ট হল। শিশুর 6 মাস বয়সে অন্নপ্রাশনের সময় শিশুর সামনে যখন শিশু ভবিষ্যতে কি হতে চায় তা জানার জন্য থালায় করে মাটি, কলম, টাকা ইত্য়াদি রাখা হল তখন শিশু হৃষ্টচিত্তে কলম ধরল। সেদিন থেকেই শিশুটি কলম সর্দার নামে পরিচিত হল।
r2h | 73.106.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:৩০462349ওহ আচ্ছা, এক্কেবারে মনে পড়ছে না, শিগ্গিরি আরেকবার লীলা মজুমদার পড়তে হবে। থ্যাঙ্কিউঃ)
রঞ্জন | 122.176.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:২৯462348একবার টিভিতে শান্তিনিকেতনের বাল্মীকিপ্রতিভাতে ডাকাত দলের একজনের বেতালা নাচ দেখে ভাইবৌকে জিজ্ঞেস করার খানিকক্ষণ হাসলো। তারপর বলল - ভিসি দিলীপ সিনহা।
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:২৫462347রঞ্জন দা ,'ভোজের বাজি' মানে হল গিয়ে বাজি ধরে খাওয়া।
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:২৩462346অরিন, এটা ঠিক বলেছেন। এর আগে জর্জ বুশ 'আবু ঘ্রাইব 'বলতে গিয়ে ছড়িয়েছিল
kk | 97.9.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:২৩462345হুতো,
লীলা মজুমদারের একটা গল্প আছে না 'কলম সর্দার' বলে? সে ডাকাতের দলের এক সর্দার ছিলো।
রঞ্জন | 122.176.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:২০462344স্যান্ডি
" ভরা তারার মানে নিয়ে কোন কথা হবেনা:))।। তবে গো বলযে ভোজরাজকে বাজিগর/ জাদুকর ধরা হয়। ভোপালের কাছে ভোজরাজের কয়েক শতাব্দী প্রাচীন বিশাল শিবমন্দির আছে
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:১৮462343কারো নাম একটা ফর্মাল এনভায়রণমেন্টে ভুল উচ্চারণ করাটা খুব অসম্মানজনক বলে আমার ধারণা। ফিজিক্সের অন্যান্য প্রফেসর যারা ছিলেন যেমন অসীমদা, প্রীতমদা এদের কাওকে নিয়ে জিজ্ঞাসা করে নেওয়াটা অনেক ভাল ছিল দিলীপ সিনহার জন্য। আর পেনরোসের নাম উচ্চারণ করাটা তো কিছু কঠিন নয়। আমি সাধারণত কোনো নাম উচ্চারণ করার আগে ঐ নামের মালিককে জিজ্ঞাসা করে নি যে আমি তার নাম ঠিকঠাক উচ্চারণ করতে পারছি কিনা। নন ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোর বিশেষত পূর্ব ইউরোপের কিছু নাম বানান দেখে উচ্চারণ করা কঠিন। কিন্তু রজার পেনরোজ ব্রিটিশ এবং নামের বানান দেখলে উচ্চারণ করাটা অতি সহজ।
"স্পিকারের নামোল্লেখ করার সময় উনি প্রফ পেনরোজ বলার পরিবর্তে একেবার প্রফ রোজ বলে উল্লেখ করেন। লোকগুলো একটু হোমওয়ার্ক করে যে কেন আসে না কে জানে। "
বড় বড় মানুষদের কথা বলার সময় ওরম হয় |
ডোলান্ড ট্রাম্প, ভিভেক-কা-মুণ্ডা, যেমতি |
r2h | 73.106.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০১:০২462341কলম সর্দারের গল্পটা কী?
kk | 97.9.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০০:৫৯462340দিলীপ বাবু হয়তো ভেবেছিলেন 'পেন' হলো ফার্স্ট নেম। কলম সর্দারের মত। এত লেখাপড়া জানা মানুষের নাম 'পেন' হওয়া কিছু অস্বাভবিক নয়।
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০০:৫১462339kk, আসলে আমিই একটু বিবেক দংশন ভুগছিলাম 'তুমি ' বলা শুরু করার পর থেকে
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০০:৪৯462338ওখানে আমাদের তখনকার ভিসি দিলীপ সিনহা একটু ছড়িয়েছিলেন। স্পিকারের নামোল্লেখ করার সময় উনি প্রফ পেনরোজ বলার পরিবর্তে একেবার প্রফ রোজ বলে উল্লেখ করেন। লোকগুলো একটু হোমওয়ার্ক করে যে কেন আসে না কে জানে।
lcm | 2600:1700:4540:5210:903c:2ebf:5324:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০০:৪০462337না, সেরকম মুশকিল। লেখা না পড়ে, বা লেখার পেজে না গিয়ে, শুধু ঐ লেখার কমেন্টগুলো দেখার উপায় নেই ।
kk | 97.9.***.*** | ০৭ অক্টোবর ২০২০ ০০:৪০462336স্যান্ডি,
নাইন্টি সেভেনেই আমি বেরিয়ে গেলাম পাশ করে। ডিসেম্বারে ছিলাম না।
আহা, দিদি বলতে বারণ করেছি বলে কি 'তুমি' বলতেও বারণ করেছি নাকি? :)
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৭ অক্টোবর ২০২০ ০০:২১462335রঞ্জন দা, মানে অতি সহজ। 'ভরা তারা' মানে full of স্টার্স আর 'ভোজ ' মানে ভুরিভোজ :-)
আতোজ,
প্লীজ, ওই গানখানির অন্য লাইনগুলো জানা থাকলে দিন । ওই যে " জেনেছি জেনেছি তারা, তুমি জান ভোজের বাজি"।
কারণ আমার গুবলেট স্মৃতিতে এমন কিছু লাইন ঘুরপাক খাচ্ছেঃ
"মগে বলে ভরা তারা,
গড বলে ফিরিঙ্গি যারা,
খোদা বলে ডাকে তোমায়
মোগল-পাঠান-সৈয়দ-কাজি।
জেনেছি জেনেছি তারা, তুমি জান ভোজের বাজি।।
এই 'ভরা তারা'র মানে কোনদিন বুঝিনি।
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৬ অক্টোবর ২০২০ ২৩:৪৫462333১৯৯৭ এর ডিসেম্বরে পেনরাজের লেকচার শোনার সৌভাগ্য হয়েছিল, কিন্ত বুঝিনি কিছুই । আমাদের ইউনিভার্সটির ফিজিক্স অডিটোরিয়ামে উনি টক দিয়েছিলেন। kk, আপনি হয়ত উপস্থিত ছিলেন।
:))
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৬ অক্টোবর ২০২০ ২৩:৩৯462331π, ফেরার সময় প্ৰতিবেশীদের জন্য উপহার কিনে আনুন , তাহলে হয়ত আর আপত্তি নাও করতে পারে। ভাল আইডিয়া দিলাম। কাজে দিলে একনলেজ করে দেবেন।
থ্যানকু স্যানডি!
ডোমেস্টিক ট্রাভেল করে এলে কি কোন অফিসিয়াল কাজের জন্য পাড়ার লোক হোম কোয়ারান্টাইন থেকে বেরতে টেরতে দিচ্ছে নাকি এখন আর এসব নিয়ে কেউ মাথাই ঘামাচ্ছে না?
b | 14.139.***.*** | ০৬ অক্টোবর ২০২০ ২২:৫৩462329পেনরোজ নোবেল পেলেন। ডিসি, লেখাটা ..........
@LCM | 115.114.***.*** | ০৬ অক্টোবর ২০২০ ২২:৪৬462328@lcm , কোনো লেখা টইপত্তর এর লিস্ট বা ডানদিকের "সর্বশেষ লেখাগুলি" র লিস্ট থেকে "মন্তব্য" বা "সর্বশেষ ৫ টি মন্তব্য " বা "লিখছেন" এরকম কিছু তে ক্লিক করে, পুরো লেখাটা না খুলে শুধু শেষ কয়েকটা মন্তব্য পড়ে নেব, এমন করা যায়?
syandi | 2a01:c22:cc6e:6900:4d09:18be:917:***:*** | ০৬ অক্টোবর ২০২০ ২২:২৫462327π , এটা দেখুন
কোলকাতায় গেলে কি বাধ্যতামূলক কোয়ারান্টাইন করছে এখন?
b | 14.139.***.*** | ০৬ অক্টোবর ২০২০ ২১:৪০462325আরেন্টি স্যারের এই কবতে-তে আছে আম্লোরি সর্সার বলে একটা জায়গার নাম। কোথা থেকে জায়গাটার নাম খুঁজে পেয়েছিলেন কে জানে!
https://indiarailinfo.com/train/thawe-siwan-passenger-55108/7249/4969/703
b | 14.139.***.*** | ০৬ অক্টোবর ২০২০ ২১:৩৪462324ইতিমধ্যে যোগিনদাদা হাতরাশ জংশনে
লেগে গেছেন চায়ের সাথে পাঁউরুটি দংশনে।
ট্রেনে করে দিল্লি গেলে হাতরাস এমন কিসু অগম্য জায়গা নয়, কালকা মেলের স্টপেজ ছিলো।