আলোর পার্টিকল নেচার বোঝাতে এই গানটা বাজানো উচিত :)
ইউটিউব চ্যানেলের নামটা দেখুন।
আমি তো প্রথমে ভাব্লাম এ হেইল ট্রাম্প কচ্ছে! কে ইনি ?
হোয়াইট হাউসে এখন কোরোনার কেস নিউজিল্যান্ডের থেকে বেশি।
"হাইড্রক্সোক্লোরোকুইন দেওয়া হচ্ছে তো?"
ভাই, দু সপ্তাহ ধৈর্য ধরুন, ফিরে এসে বলবে ওই হাইড্রকসিক্লোরোকুইনের জন্যেই এ যাত্রা বেঁচে গেলাম।
ব্রাইটবার্টে গিয়ে কমেন্ট সেকশানটা একবার দেখে আসুন।
এই তালে ট্রাম্প কে এক বোতল স্যানিটাইজার গেলানো হোক ।ওর নিজের রেকো ছিল.
যেদিন ওরা গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস্কে পুড়িয়ে মারলো,
আমি খবরের কাগজের পাতা উল্টিয়ে গেছি।
যেদিন ওরা আখ্লাক আহমেদকে পিটিয়ে মেরেছিলো,
আমি একটি কথাও বলিনি।
যেদিন রোহিত ওদের জন্যেই ঝুলে পড়লো,
আমি অন্যদিকে তাকিয়ে ছিলাম।
যেদিন ওরা চাষা-মজুরের মুখের ভাত কেড়ে নিলো,
আমি ঠান্ডা ঘরে টিভির পর্দায় চোখ রেখেছিলাম।
একটি মূহুর্তে হাজার হাজার লোকের ভিটেমাটি কেড়ে নেওয়ার দিনে
আমি মনে মনে ভেবেছিলাম, 'বেশ হয়েছে'।
আজ যখন ওরা আমার দরজায় কড়া নাড়ছে,
তাকিয়ে দেখি আমার হয়ে বলবার জন্যে
একটি মানুষও দাঁড়িয়ে নেই।
অনুপ্রেরণাঃ মার্টিন নিমোয়্লার
হাইড্রক্সোক্লোরোকুইন দেওয়া হচ্ছে তো?
President Obama has a personal responsibility to visit & embrace all people in the US who contract Ebola!
https://twitter.com/realDonaldTrump/status/522394479429689344
ভিপি ডিবেটটা হয়ত হবে। দুপক্ষই চাইবে। ডেমরা চাইবে কমলা হ্যারিস বেশ করে বকে দিক জিওপি আর পেন্সকে। বাইডেণের পক্ষে ট্রাম্পকে সামলানো সম্ভব নয়। অন্যদিকে জিওপিও এগজ্যাক্টলি সেটাই চাইবে। তাহলে ট্রাম্পের ডিবেট পারফর্মেন্সের বদনাম একটু কমে। দেখেছো একজন কালো মহিলা বেচারা সাদা পুরুষকে কেমন অপমান করলো।
প্রেসিডেনশিয়াল ডিবেট আর হবেনা মনে হয়। পরেরটার তো কোনও চান্সই নেই। থার্ড ডিবেটটা বোধয় ট্রাম্প এমনিতেও কাটিয়ে দিত। এমেসেনবিসির মডারেটার, যার কাছে থাকবে মাইক্রোফন অফ করার বাটন।
তাছাড়া বেশিরভাগ ভোট লক্ড অ্যান্ড লোডেড। যারা নিজেদের আনডিসাইডেড বলছে, তারা বেশিরভাগই ডিসাইডেড, কিন্তু লজ্জায় বলতে পারছেনা। অনেকেই প্রথম ডিবেট, ভীপ ডিবেট, সুপ্রীম কোর্ট নমিনেশান, আগামী একমাসের নাটক দেখেই ঠিক করে নেবে কাকে ভোট দেবে। আর কিছু সামান্য লোক আনডিসাইডেড থেকেই ভোট দেবে।
সেকেন্ড ডিবেট বোধহয় ১৪ তারিখে। তবে না হওয়ার চান্স ই বেশি। সামনের সপ্তাহে ভিপি ডিবেট আছে। সেই নিয়ে আবার ঝামেলা লেগেছে। প্রথমে ঠিক হয়েছিল দুজনে সাত ফুট দূরে থাকবে। এখন বাইডেন ক্যাম্পেন বলছে মিনিমাম ১২ ফুট ডিস্ট্যান্স রাখতে হবে। দেখা যাকে কত ফুটে রফা হয়।
পাদুকা ছাড়া জুতোর আর কোনো বাংলা আছে?
এই ওয়াল্টার রিড হাসপাতালের উল্টোদিকে হচ্ছে এনাইএইচ এর মেন ক্যাম্পাস। ওখানে ফুচকাওলা বসলে ফাউচি এখুনি এসে বকুনি দেবে।
ওয়াল্টার রিডে অবশ্য একটা মেস আছে, সস্তায় খাবার দাবার পাওয়া যায়। এনাইএইচের আইডি কার্ড দেখালে ওখানে ঢুকতে দিত।
ট্রামপ আর বাইডেনের পরের ডিবেট টা কবে? তার মধ্যে এঁর চোদ্দ দিন কোয়ারানটিন সমাপ্ত হবে?
" ওদিকে হাসপাতালের সামনে কিছু সমর্থক এই শুক্কুরবারের রাত নটায় জোরে জোরে পতাকা নাড়িয়ে চলেছে- কটা বাদাম আর ফুচকাওলার অভাব বড় বেশি করে অনুভব করছি:-( "
:-)))))))))))))))))))))))))))))))))))
টু মেক দ্য জার্নি অ্যান্ড নট ফল ডিপলি ইন লাভ...ইউ হ্যাভন্ট লিভড দ্য লাইফ অ্যাট অলঃ এই হলো আজ সকালে আমার বানী
হোক্স কোরোনা।
এখন আবার এক্সপেরিমেন্টাল থেরাপির ভালোমন্দ নিয়ে আলোচনা চলছে...
যে চারটে দেশে সবত্জেকে বেশি ভাইরাস সংঅক্রমণ হয়েছে ঃ আমেরিকা, ভারত, ব্রাজিল, রাশিয়া।
বিকেলবেলা সে লনে চপার এসে নামলো- ওনাকে বোঁ করে হাসপাতালে নিয়ে গেল। কোন পথে গেল, যেসব বিখ্যাত জায়গার উপর দিয়ে উড়ে গেল, কোন গাছের ফাঁকে দিয়ে সে কপ্টারদ্বয় ( অন্যটা পাহারাদার) দেখা গেল - সব ফলাও করে টিভির পর্দায় দেখা গেল। ওনাকে দেখে অসুস্হ লাগলো কিনা নিয়ে চুলচেরা আলোচনা চলছে।বিখ্যাত সাংবাদিক এবং তাদের বিশেষজ্ঞ গলায় যে উদ্বেগ ধরা পড়ছে মনে হচ্ছে আজ সারারাত টিভির সামনেই কাটবে।ওদিকে হাসপাতালের সামনে কিছু সমর্থক এই শুক্কুরবারের রাত নটায় জোরে জোরে পতাকা নাড়িয়ে চলেছে- কটা বাদাম আর ফুচকাওলার অভাব বড় বেশি করে অনুভব করছি:-(
চীনের ভেতরেরই বা কী খবর? ভাইরাস কি ওদের ভাই? কিছু করে না কেন?
ওদিকে খবর খুলেই দেখি আজারবাইজানকে নাকি হু হু হুমকী দিয়েছে আর্মেনিয়া যে দু উ উম ফট করে দেবে। নিউক।
লাদাখেই বা কী হচ্ছে?
আচ্ছা, এই বাজারে আমাদের দিদিপিসি কোথা? কী করছেন? কী বলছেন?
দীপাঞ্জন, তাহলে এখন দেখতে হবে কী হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, নাকি ঘুমখুন। কড়া নজর রাখুন।
@অটোজ , কিউ / ষড়যন্ত্র মহলে দুটো থিওরি ঘুরছে |
প্রথমটা আশাবাদী | ডিপ স্টেটের যে ফ্যাকশন , মূলত মিলিটারি , রাশিয়া আর কিছু ওল্ড ইন্ডাস্ট্রি বিলিওনেয়ার , ট্রাম্পের পিছনে তারা ট্রাম্পকে দু সপ্তাহ একটা নিরাপদ ক্লাসিফায়েড আশ্রয়ে লুকিয়ে রেখেছে | অনেক এরেস্ট আসন্ন - কেভিন ক্লাইনসমান এর গিলটি প্লি দিয়ে শুরু হয়েছে বটে কিন্তু শেষ হবে কোমি , ব্রেনান সবার এরেস্ট দিয়ে | এদের মাধ্যে যারা খুবই উচ্চাশী , তারা ওবামা বাইডেন কেও ইমপ্লিকেট করতে চায় | এই "হান্ট ফর রেড অক্টোবর" থিওরি অনুযায়ী এই টার্বুলেন্ট সময়ে ট্রাম্পকে লুকিয়ে না রাখলে ট্রাম্প খুন হয়ে যেতে পারেন | এরেস্ট সব হয়ে গেলে মাঠে ফিরবেন |
দ্বিতীয়টা নিরাশাবাদী | ট্রাম্প বিরোধী ডিপ স্টেট্ ট্রাম্প কে হাউস এরেস্ট করেছে | ভোট থেকে উইথড্র করার চাপ দিচ্ছে | ঘুমখুন করে কোভিড বলে চালিয়ে দেবে | তারপর ডাইরেক্ট ডিপ স্টেট্ রুল , ভোট হবে না , সিভিল ওয়ার ইত্যাদি | এই থিওরিতে বিশ্বাসীরা গ্রসারি স্টক করছে , আরও বন্দুক কিনছে |