এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ২১:২৮461421
  • *মাওবাদ থাকুক বা দুর্গা বাহিনী। 

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ২১:২৫461420
  • অভিজ্ঞানের লেখায় যে পয়েন্ট একদম ঠিক লেগেচে, সেটা হল গনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকেই যে খাপ উঠে এসেচে সেটা নিরদিস্ট করা। হুইচ ইয ভেরি কারেক্ট। 


    গন আদালতের সমর্থন টা দাঁড়ায় নি,  সে তার পেছনে মাওবাদ থাকুক দুর্গা বাহিনী।  মূল গল্প সেই, ভয়ের রাজত্ব কায়েম করে স্থানিক মরালিটির জয়।       

  • পিনাকী | ২৪ সেপ্টেম্বর ২০২০ ২১:১১461419
  • অভিজ্ঞানের লেখাটা কিন্তু খুবই প্রাসঙ্গিক আমার মতে। খাপও হনার কিলিংএর নিদান দেয়। আবার সব মাওবাদী গণ আদালত বিচার মোটেও মেরে ফেলার নিদান দেয় না। দুটোই সো কলড 'পিপলস কোর্ট' - মানে পাবলিকের পারসেপশনে। কাজেই মাত্রার দিক দিয়ে সবসময়েই বিশাল আলাদা কিছু নয়। প্যারালাল টানা খুবই লজিকাল। এবং এই পার্সেপশনটা বাজারে চালু। অভিজ্ঞানের মতামত অবশ্যই ওর নিজস্ব। আমি পুরোটার সাথে একমতও নই। কিন্তু লেখাটা খাপ বিষয়ের সাথে যায়। এবং অভিজ্ঞান ওর মত করে খেটে খুটে সিনসিয়ারলিই লিখেছে। প্রতীকের লেখা আমার ভালই লেগেছে। লেখার লজিকাল ফ্লো ভাল। আর এই অ্যাঙ্গেলটা কিন্তু খুব জোরেসোরেই উঠে আসছে এখন। 

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৩461418
  • আমার ও সেরকম কিছু হার্ড হিটিং লাগেনি লেখাগুলো। বল্লরী সমস্যাকে ভালো তুলেছেন, সমাধানে এসে ঘোলাটে।  তাতিনের লেখায়,  সিদ্ধান্ত আগে ঠিক করে,  যুক্তিক্রম সেখানে ফিট করানো মনে হয়েচে।  খাপের বাস্তবিক স্বরূপ কার্ভের বাইরে রয়ে গেছে।  শোসাল মিডিয়া সংক্রান্ত লেখায় কোন এনালিসিস নেই।  ফেবু স্টেটাস এর মত লেখা। 


      

  • r2h | 73.106.***.*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৩461417
  • খাপ নিয়ে সিরিয়াস৯ পড়ছিলাম, পোটেনশিয়াল বিষয় কিন্তু বেশিরভাগ লেখাই ভালো লাগলো না। টু মী অর নট টু মী পড়ছিলাম, কঠিন লেখা, আমি বেশি কঠিন লেখা বুঝি না তাই কোন বক্তব্য নেই, কিন্তু শেষে গিয়ে 'গোটা বিশ্বে আজও মেয়েরাই সবচেয়ে বড় শিক্ষক, পরের প্রজন্মের সামনে সত্যে নিজেকে স্থিত করার শক্তির চেয়ে যে আর কিছু বড় নয়, এটাই কি রক্তমাংসমজ্জায় ঢুকিয়ে দেওয়া দরকার নয়?'-তে চোখ আটকে গেল। সিরিয়াস৯? এটাও একরকমের চাপিয়ে দেওয়া নয়? মেয়েরা মায়ের জাত ইত্যাদি টাইপ? খাপ পেতেছেন গোষ্ঠমামা-তে চন্দ্রিল অনুপ্রাণিত ভাষার কারুকার্য ছাড়া কী আছে বুঝতেই পারলাম না। সোশ্যাল মিডিয়ায় লোকজন 'সম্ভবত' কিছু একটা গল্প লিখবেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া হওয়াটা প্রচন্ড খারাপ ব্যাপার, - এতো আমরা সবাই জানি। কিন্তু তার কারনটা কী? খাপ আর গণ আদালত, তফাৎ অনেক - আবার, সিরিয়াস৯? খাপের থেকে ক্যাঙারু কোর্ট? একঘরে থেকে সোজা কড়াক পিং? বলিউডের লেখার মূল বক্তব্যের সঙ্গে দ্বিমত নই, কিন্তু মাঝে মাঝে বড্ড প্রিকনসিভ্ড লেগেছে।
    তাতিনের লেখার অবশ্য আমি ফ্যান, এটিও ব্যতিক্রম হয়নি।

  • aka | 2600:1005:b15f:b2b2:899d:a3a5:6b44:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৫461416
  • বিগেস, এতো এস্টাবলিশড অর্থনীতির কথা। 

  • S | 2405:8100:8000:5ca1::10a:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৪461415
  • ওসব চলবেনা। সেই একই লোক বলেছিল যে ফেয়ার ট্যাক্স হল যেটা তোমাকে দিতে হবে, কিন্তু আমাকে দিতে হবেনা। ভক্তগণকে খুব বোঝানো হয়েছে যে বিগ গভ ইজ ব্যাড, ট্যাক্স বাড়ালে তোমারই ক্ষতি, অর্থনীতির উন্নতির একমাত্র উপায় হল ট্যাক্স কমানো, আর সব দোষ ঐ ওদের। একটু খোলস ছাড়ালেই অবশ্যি ভক্তগণের আসল মোটিভেশানটা পাওয়া যায়। তাদের সেই চিন্তাভাবনাকে ব্যবহার করে একদল লুটপাট করে নিচ্ছে।

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৭461414
  • নোয়া ত বিনেপয়সাতে সবাইকে নৌকাতে জায়গাও দিয়েছিল।  এরা এই কোভিড মহাপ্লাবনের মাঝে এক্টু নোয়া সেজে দেখাক না!  


    যেমন সব নেতা তেমন তাদের ভক্তগন।    

  • S | 2405:8100:8000:5ca1::29:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৩461413
  • আমার রাজ্যের পরবর্তি গভর্ণর একসময় বলেছিলো যে বাইবেলে রিটায়ারমেন্টের কনসেপ্টই নেই। নোয়া ৬০০ বছর বয়েসে আর্ক বানিয়েছিল। কই নোয়া তো সোশাল সিকিউরিটি বেনিফিট নেয়নি, সে কাজ করে যাচ্ছিল। এই লোক আবার দেড় বিলিয়ন দিয়ে নিজের একটা সফ্টওয়ার কোম্পানি বিক্রি করেছিল।

    কাদের দিসে রাজার পার্ট।

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৯461412
  • হ্যাঁ, ওই প্রশ্নত্তর পর্ব দেখেচিলুম।  হাস্যকর বল্লে কম বলা হয়। কোন চাপ সৃষ্টি করার চেষটাই নেই। খালি হাবিজাবি কোশ্চেন ঃঃ(  

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৬461411
  • কখনো এটা নিয়ে এক্টু ডিটেইল এ লিখুন না।  কারন এই সমস্যা সমস্ত উন্নতিকামী সমাজের সমস্যা। সবাই চায় সার্ভিস কোয়ালিটি বেটার করতে। তাই প্রচুর আইন, আইনের হাত ধরে এডভোকেটরাজ আসে।  তারপর সার্ভিস টাই সাধারনের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কঠিন ফাঁদ।        

  • S | 2405:8100:8000:5ca1::52:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৪461410
  • এইযে বিগ গভমেন্ট ইজ ব্যাড বলে একদল আমেরিকাতে লাপায়, অথচ বিগ কর্পোরেশানগুলো যে কি পরিমাণ অপদার্থ সেকথা কেউ বলেনা।

    সিলিকন ভ্যালী থেকে ফেসবুক, গুগল, অ্যাপেলের সিইওকে কঙ্গ্রেসে ডাকলো টেস্টিমনি দিতে। একদল জিগ্যেস করে গেল "কেন স্টুপিড সার্চ করলে ট্রাম্পের ছবি আসে", "কেন কনস্পিরেসি থিয়োরিস্টদের বক্তব্য সেনসর করছো" এইসব হাবিজাবি প্রশ্ন। কোথায় রিয়েলি এইসব ডেটা ব্রীচ, পার্সোনাল সিকিউরিটি, রেভিনিউ মডেল নিয়ে প্রশ্ন তুলবে। সেসবে কোনই ইন্টারেস্ট নেই।

  • অর্জুন | 103.17.***.*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:০২461409
  • @Icm আমি ল্যাপটপ থেকে ব্যবহার করি। ব্রাউজার গুগল ক্রোম। 

  • S | 2405:8100:8000:5ca1::23:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৮461408
  • উপায় তো আছেই। যেমন আরো ভালো রেগুলেশান। কিন্তু উল্টে একদল এসেই একগাদা রেগুলেশান তুলে দেয়। তাছাড়া যেখানে কারোর জীবন নিয়ে সমস্যা, সেখানে শুধুমাত্র ফাইনান্সিয়াল লায়াবিলিটি না রেখে অন্য উপায়ও এক্সপ্লোর করা হোক।

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৩461407
  • গ্র‍্যান্ড জুরি ত খাপ ঃঃ) অন্তত তাই মনে হয়।  

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:৫১461406
  • সেটার বিকল্প কী? 


    সর্বত্র চেক্স এন্ড ব্যালান্স আনতে গেলেই উকিলদের রাজত্ব বাড়বে।  উকিলদের বাড়বাড়ন্ত হলে, যে যত টাকা ঢেলে মামলা চালাতে পারে, তত জেতার সম্ভাবনা বেশি।


    তাহলে চেকস এন্ড ব্যালান্স তুলে দেওয়া উচিত?  এই যে প্রথম বিশ্বে প্রচুর পরিষেবা উন্নত মানের হলেও এক্সেসিবল নয়। এবার এই উন্নতির কারন  ও প্রচুর চেকস এন্ড ব্যালান্স।  কথায় কথায় ল্য স্যুট খাওয়ার ভয়।  আবার মুল্য বেড়ে এক্সেসিবলিটি কমে যাওয়ার অন্যতম কারন ও অই চেকস এন্ড ব্যালান্স এর কস্ট গ্রাহকের ঘাড়ে এসে পড়া।  মাঝখান থেকে এডভোকেট ক্লাস দেশ চালাচ্চে। 


    এই, বজ্র আঁটুনি জনিত ফস্কা গের থেকে বেরনর রাস্তা কোন পলিটিকাল পারটির কাছে আছে?  ইনডিয়া ও ভবিষ্যতে এরকম হবে। বিপদ আসন্ন।                 

  • S | 2405:8100:8000:5ca1::29:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৮461405
  • আমেরিকার এই গ্র্যান্ড জুরির ব্যাপারটাও বুঝিনা। বাকি আর কোনও দেশেও নেই।

  • S | 2405:8100:8000:5ca1::23:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:৩১461404
  • আমেরিকাতে অন্তত সব আইনকানুন বিগ কর্পোরেশানদের রক্ষা করার জন্য। আপনি বিগ কর্পোর সামান্য ক্ষতি করে দেখুন, হাজারটা আইন রয়েছে আপনাকে ধরার। বিগ কর্পো আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেললেও আপনি কিস্যু করতে পারবেন না। প্রথমত ভালো লইয়ারই অ্যাপয়েন্ট করে উঠতে পারবেন না। সেই লইয়ার যে আপনার ইন্টারেস্ট দেখবে, তারও কোনও গ্যারান্টি নেই। সিনেমা-টিভি দেখে এসব বুঝবেন না।

  • অরিন | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:২০461403
  • @dc @একক, কার  ডাটা  নিয়ে কে ব্যবসা করছে? 

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:১৫461402
  • * সাপোর্ট 

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:১৪461401
  • "বরং এরকম হতে পারতো যে ওএস১৪ বললো তোমার জিওলোকেশান কালেট করতে চাই, তার বদলে কি তুমি ১ পয়সা পার ডেটা পয়েন্ট নিতে চাও? ভেবে দেখো ভুল বললাম কিনা।"


    কালেক্ট করছি তোমাকেই পরিষেবা দেওয়ার জন্যে। তার জন্যে আবার পয়সা কেন ঃঃ)


    একটা জিনিস তুমি ঠিক বলছ, যে আমার এই লোকেশন ডেটা বিক্রি করলে আমার পয়সা চাওয়ার হক আসে। সেখেত্রে আমাদের চাপ সৃষ্টি করা উচিত যে, সবাই যেন আলাদা করে ডেটা বিক্রিকে ইউসার এগ্রিমেন্ট এর মধ্যে রাখে স্কোরিং অপশন হিসেবে।  অরথাত, যদি আমি বিক্রির জন্যে দিই, তাহলে পয়েন্ট ধরে পয়সা চাইব। আই উড সাপোয় সাচ মুভ ঃঃ)  

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:০৬461400
  • প্রথমে ইয়েলো পেজের সাহাজ্য নিতুম। তারপর দেখি, দোকানে যে লোকেরা বসে ওরা কেও ডিশিশন মেকার না সফটওয়্যার কেনার ব্যাপারে। পুরো খাটনি বেকার হচ্চে। তারপর এই দালালের সন্ধান ঃঃ)) এর লিস্টে, গদির মালিকের ইনফরমেশন ছিল। কাজেই, কত দামি ডেটা বুঝতেই পারছ ঃঃ)         

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১২:০২461399
  • কোডিং শেখার প্রথম দিকে,  রিটেল বিলিং সফটওয়্যার বানিয়ে নিজেই বিক্রি করতুম। একটা প্রোপায়টারি ফারম ও খুলি দুহাজার দুই নাগাদ। সেই সময়ের বাজারে,  একজন বারোশ টাকায়, আমাকে,  বাছাই কিছু রিটেলারস লিস্ট বিক্কিরি করে। 

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৫461398
  • "মুদি আমার বাইং বিহেভিয়ার অন্য কাউকে বিক্রি করছে না।  ওদিকে ফেবু আর গুগলের বিজনেস মডেলই হলো ইউজার ইনফরমেশান বিক্রি করা। "


    মুদির বিজনেস মডেল ইনফরমেশন বিক্রি করা নয়, এটা ঠিক। 


    কিন্তু বিক্রি করছে না এটা ঠিক না। ডিস্ট্রিবিউটর রিটেলার নেটওয়ার্ক এ, বহু বছর হল, কন্সিউমার ডেটা বিক্রি হয়।  বেশ ভালো দামেই।  তুমি যদি আজ এক্টা প্যাথলজি ল্যাব খোল, বাজারে তার কঞ্জিউমার ডেটার জন্যে দালাল আছে, পয়সা ফেল্লেই লিস্ট পেয়ে যাবে।  এগুলো শুরু হয়েচে আধুনিক মারকেটিং  নেটওয়ার্ক পত্তনের শুরু থেকেই।  হাতে হাতে লিস্ট ঘোরে। এখন কম্পিউটার আসায়, ব্যাপারটা অনেক বিস্তৃত এবং পার্ট অফ রেভেনিউ মডেল। তা বলতে পারো।     

  • lcm | 2600:1700:4540:5210:5c5d:c31f:99ee:***:*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৫০461397
  • মুদি ইনডাইরেক্টলি করছে। আমি যে জিনিস/ব্র্যান্ড বেশি কিনছি সেটা সে স্টকে রাখছে, তার সাপ্লায়ার সেই বুঝে জোনাল ডেলিভারি/সেল স্কেডিউল বানাচ্ছে, এবং সেই ডেটা নিয়ে অ্যাড এজেন্সি প্রাইম টাইমে আমার এলাকায় টিভি অ্যাড ছুঁড়ছে।

  • dc | 103.195.***.*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৫461396
  • আর মুদির সাথে পার্থক্য আছে। মুদি আমার বাইং বিহেভিয়ার অন্য কাউকে বিক্রি করছে না।  ওদিকে ফেবু আর গুগলের বিজনেস মডেলই হলো ইউজার ইনফরমেশান বিক্রি করা। 


    এটা বলা যায় যে আমরা এই ইনফর্মেশানের বদলে ওদের সার্ভিস আর অ্যাপগুলো ফ্রিতে ব্যবহার করতে পারছি, মানে ইনফরমেশান বিক্রি করে আমার ফোনে অ্যানড্রয়েড ১১ বা ওএস১৪ পাচ্ছি। রাতের দিকে এ নিয়ে আবার লিখবো। 

  • dc | 103.195.***.*** | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৪০461395
  • "উচিত কেন" সেটা বলছি। 


    তুমি বলছো আমি কোন সার্ভেতে অংশগ্রহন করছি না, তাই পয়সা পাওয়া বা চাওয়া উচিত না। কিন্তু দেখ, আমার থেকে যে ইনফরমেশান নেওয়া হচ্ছে সেটা তো আমার বিনা অনুমতিতে নেওয়া হচ্ছে। আমি চাই বা না চাই, ফেবু আমার জিওলোকেশান ডেটা কালেক্ট করছে, এমনকি আমি আমার ফোনে ফেবু অ্যাপ ইনস্টল না করলেও কালেক্ট করছে। অ্যানড্রয়েডও তাই। আমার পারমিশানের তোয়াক্কা করছে না, তার মানে কি আমার পয়সা পাওয়া বা চাওয়া অনুচিত? বরং এরকম হতে পারতো যে ওএস১৪ বললো তোমার জিওলোকেশান কালেট করতে চাই, তার বদলে কি তুমি ১ পয়সা পার ডেটা পয়েন্ট নিতে চাও? ভেবে দেখো ভুল বললাম কিনা। 

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:২৩461394
  • এখানে বলে রাখি,  দেওয়া " উচিত " কেন, সেইটা প্রশ্ন।  চাইতে কোন বাধা নেই।  কারো কানের পাশে শিস দিয়েও পয়সা চাওয়া যায়।  যদি দেয় ত একটা বিজনেস হল। দেবে কিনা মারকেট ডিসাইডস।  


    কিন্তু, এখানে একটা মরাল পজিশন থেকে " উচিত" বলা হচ্চে বলে, প্রশ্ন।       

  • একক | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:১৯461393
  • উচিত কেন, এটাই বুঝতে চাইছি ঃঃ) 


     আমি কি কোনো সার্ভে তে অংশ নিচ্ছি?  তাহলে পয়সা চাইতে পারি।  এরকম অনেক ফোরাম করে, ফ্রি তে এক্সেস করো, তার বদলে হপ্তায় চারটে সারভে ফরম ফিলাপ।


    কিন্তু ধরা যাক, আমি আমার পাড়ার মেডিসিনের  দোকানে নিয়মিত যা কিনি, মুদি সে সব একটা খাতায় লিখে রাখে। প্রতি মাসে আমার ইন্সুলিন লাগে বলে সেই বুঝে স্টক আপডেট করে। আমি কি তাকে বলি, যে ভাই এই যে আমার বাইং প্যাটার্ন তুমি ইউজ করছ, এর জন্যে ছাড় দাও বা পয়সা দাও?        

  • অরিন | ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:১৬461392
  • dc,  ভালো  বলেছেন । আপনি পয়সা ঢাললেও আপনার ডাটা বিক্কিরি করা হবে, না ঢাললেও বিক্কিরি করা হবে । যারা এই কাজ করে লাভ করছে তাদের যারা ডাটা দিচ্ছে, তাদের দু পয়সা দেওয়া উচিত বৈকি । 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত