কমেন্ট হাইড করার অনুরোধ আমিও জানিয়ে রাখলাম। যেহেতু চিরকাল স্পষ্টভাষী, তাই কার কমেন্ট কখন হাইড করছি সেটা হাইড করেই জানিয়ে দেব। শুধু হাইড করার কায়দাটা শিখিয়ে দেবেন।
মনোরঞ্জন ব্যাপারীর কাঁধে রাখা নিপাট গামছাটাকে কেবল খাবলা মেরে নিয়ে সাব-অল্টার্ন সাজার শখ থাকলে চলবে না। নিলে গোটা মনোরঞ্জন ব্যাপারীকে নেওয়ার মানসিকতাটাকে অর্জন করতে হবে। নতুবা ডিজাইনার আংটির আচাভুয়া ব্যাপার হবে আর কি।
একটু কুছোঁওয়া লাগে, একটু কুকথা শুনি :))
আমি তো 'তোমারে দেখেছিই 'হৃদ মাঝারে' কে 'দিঘী মাঝারে' শুনতাম ছোটবেলায়। আমার ধারণা বিদেশিনী জলার ভূত টাইপের কিছু হবে।
লসাগুদা, অ্যাত কিছুই যখন হ'ল তখন কোনো কমেন্ট হাইড বা ফিল্টার করার ব্যবস্থাও থাকা উচিত মনে হচ্ছে। এইটা করা উচিত বলে মনে করতাম না, কিন্তু ক্রমশঃ মনে হচ্ছে না হলেই নয়। এরজন্য কি লগিন কত্তে হবা?
০৪:১৮
যে লোক বিচার করে অন্যে তাহাকে বিচার করিবার অধিকারী। সে অধিকারটা ছাড়িতে পারিব না।
আপনার অসংখ্য চিড়বিড়ানির জন্য এই দু'টি বাক্যের ব্রেভিটি ও ক্ল্যারিটিই যথেষ্ট।
এলসিএম
কোনো একটা জাতিকে অনাবশ্যক আক্রমণ করিয়া পীড়া দেওয়া আমাদের দেশের লোকের স্বভাবসংগত নহে, ইহা আমরা ক্রমাগত ঘা খাইয়া ইংরেজের কাছ হইতেই শিখিয়াছি। নিতান্ত গায়ের জ্বালায় আমাদিগকে যে অশিষ্টতায় দীক্ষিত করিয়াছে তাহা আমাদের দেশের জিনিস নহে।
'নো চেঞ্জ নিডেড' লেখার পরে চেঞ্জ যে করতে হবে, তার জন্য আর সাড়ে তিন ঘন্টা সময় আপনার আছে।
বিদেশিনীদের পাশবালিশ ভাবতেন! ছি ছি ছি।
ছি ছি ছি ছি।
অভ্যু উহা দাদুর পাশবালিশ সম্বন্ধে অভিব্যক্তি।
প্রাতে, রাতে বুকে জড়িয়ে শুয়ে থাকতেন।
অনার কিলিং বা শেমিং কিলিং যেখানে বাচ্ছাদের সাথে পেরেন্ট নিজেকেও খুন করেছে বা করবে ভাবছে - এমন কোন গল্প কোন ভাষাতেই কি পড়েছেন? মনে হয় ইউরোপিয়ান ভাষাগুলোয় বা মার্কিন দেশে এমন গল্প পাওয়া শক্ত - এ সব কেবল পূর্বের ব্যাপার!
আপনারা আবার ফ্রেঞ্চ জানেন না bodhahay.
"পড়িয়া কালের ফেরে মোরা কী হনু রে
কোথায় বা সে যাজ্ঞ্যবল্ক্য কোথায় বা সে মনু রে?" ঃ-)
ব্রাহ্মণের সে তেজ নাই শিং নাই লেজ নাই
Madhabi Domine,
quare dubitant?
Madhabi Domine, quare dubitant?
আপনাদের রন্ধ্রে রন্ধ্রে ব্রাহ্মণ্যবাদ । ওমনি মুখার্জি না চক্কত্তি এই নিয়ে শুরু করেছেন।
কিন্তু কবিদাদুর কি অনিদ্রা ছিল? সকালেও ঘুমুতেন না রাতেও না
কেবল 'তোমাকে' দেখে বেড়াতেন
আর সেই 'তোমার' ও বলিহারি যাই। রাত্তিরে সকালে - সর্বদাই দেখা দিচ্ছেন!
ঐ যে - কৃষ্ঞ করলে লীলা আমরা করলে বিলা
হে মাধবী, দ্বিধা কেন?
ভীরু মাধবী তোমার দ্বিধা কেন?
এগুলোরও অনুবাদ করে ফেলুন। ঃ-)
হে মাধবী, দ্বিধা কেন? ঃ-)
মাধবীর মুখার্জী হওয়া ঠিক খাপ খাচ্ছে না
সেই যেমন বাঞ্ছারামের বাগানে ছিল। রাতের বেলা পুজো করছে আর ভূত আসছে।
এ মা, মাধুরী না, মাধবী মুখাজ্জী
ছিঃ
মাধবী চক্কোত্তির কথা হচ্ছে
আরে এ আর কঠিন কি, জলের মত সোজা
আই সি ইউ শারদপ্রাতে
আই সি ইউ মাধবীরাতে
মাধবীরাতে মানে কী? মাধুরী দিক্ষীতের নাইট সিন?
ত্রৈরাশিক না তবে . ভগ্নাংশ মনে হয়।
ওয়েবিনারে না গিয়ে খেরোর খাতা বোঝা যাবে না বলছে৷ এ কী গেরো! আমি এলসিএম, জিসিএম, ত্রৈরাশিক সবই তো ওয়েবিনারে না গিয়ে বুঝেছিলাম। এটা পারব না কেন?
"ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়" শুনে এক লোক খুব ক্ষেপে গেছিল। বলেছিল ভোরের বেলা উঠে ফুল তুলেছি না কাঁচকলা করেছি, চুরির ব্যাপার থাকলে নাহয় কথা ছিল! ঃ-)
ওর আর দোষ কি । আমাকেও সকাল বললে অনেক সময় আমি বুঝতে চাইনা
প্রাতে ও বোঝে নি। শুধু অটাম করে ছেড়ে দিয়েছে। :-)