টিম, ঐ আছি আর কি। তোমরা ভালো তো?
বরফের পাহাড়টা একদম নিকোলাই রোয়েরিখের পেনটিং র মতন।
আহা, কি ছবি!
এই পাহাড়গুলো কত উঁচু?
সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এই দৃশ্য দেখে ব্রতীনের ভাষা। দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল।
অ্যাঞ্জেলা ডেভিস
গত ৫০ বছরে Noam Chomsky, Allen Ginsberg, Edward Said দের পৃথিবীতে যতটা কদর, অ্যামেরিকায় কি ততটা দর এঁদের ?
Chomskyকে আজকাল অনলাইন লাইভ অনুষ্ঠানে যতটা দেখা যায় ততটা সি এন এন বা অ্যামেরিকার অন্য টেলি মিডিয়ায় কি দেখা যায় ?
আপলোড যে করেছে সে এই কপিরাইট লঙ্ঘন করেছে ধরা পড়লে শাস্তি পায়। আমি যতদূর জানি ইউটিউব এসব ক্ষেত্রে কনটেন্ট ডিলিট বা ব্লক করে । অন্যের আপলোড করা জিনিস শেয়ারে শাস্তি নাই ।
বিগত ৩০ বছরে আমেরিকার জিডিপি বেড়েছে ১৫ ট্রিলিয়ন ডলার (৫+ থেকে ২০+)। চীনেরও তাই (০.৫ থেকে ১৫+)। ইন্ডিয়ার বেড়েছে মাত্র ২.৭ ট্রিলিয়ন ডলার (০.৩ থেকে প্রায় ৩)।
এই একই সময়ে আমেরিকার পপুলেশান ২৫ কোটি থেকে বেড়ে হয়েছে ৩৩ কোটি। চীনের ক্ষেত্রে ১১৩ কোটি থেকে ১৪০ কোটি। ভারতের ৮৭ কোটি থেকে বেড়ে হয়েছে ১৩৫ কোটি।
জিডিপি পার ক্যাপিটাঃ আমেরিকার ক্ষেত্রে ২৪,০০০ ডলার থেকে বেড়ে হয়েছে ৬৩,০০০ ডলার।
চীনের ৩১৭ থেকে প্রায় ১০০০০ ডলার।
ভারতের ৩৭০ ডলার থেকে ২০০০+।
কপিরাইট লঙ্ঘিত হওয়ার কথা, টেকনিকালি। কিন্তু ব্যাপারট এরকমই হয়ে গেছে :)
আচ্ছা, এটার কায়দাটা এই? বেশ একই অ্যালবাম থেকে আমার ঈশ্বরীর আরও তিনটে।
আচ্ছা এতে কপিরাইট লঙ্ঘিত হয় না? মানে গান বস্তুটা আজকাল এমন হয়ে গেছে?
এইযে লোকে বলে যে ষাটের, সত্তরের দশকে আমেরিকাতে বামপন্থা ছিল, এখন আর নেইকো - এটা রোম্যান্টিসিজমের বেশি কিছু নয়। ভিয়েতনাম নিয়ে অপ্রিয় কথা লিখতে চাইনা। ইরাক যুদ্ধের সময়েও দেখা গেছিল যে প্রথমে যারা ইরাক যুদ্ধের বিরোধীতা করলেই তাদেরকে টেররিস্ট, কম্যু, দেশোদ্রোহী বলে গাল পেড়েছে, তারাই পরে ইরাকে গিয়ে আমরা ভুল করেছি বলেছে। ক্রাইসিসে পরে আমেরিকানরা অনেকসময়ই মত পাল্টায়। এই এখন যেমন সব্বাই একেবারে গ্লোবালাইজেশনের বিরুদ্ধে হয়ে উঠেছে, এরাই দুহাত তুলে গ্যাট চুক্তির সমর্থন করেছিল।
কেকে কে (কত কে !) অনেকদিন পর দেখলাম। ভালো আছো তো ? :)
পশ্চিমের আ্যন্টি এস্টাবলিশমেন্ট লোকজনের সঙ্গে ভারতীয় বিক্ষুব্ধ দের যোগাযোগ ও আদান-প্রদান নতুন বিষয় কিছু না। ষাটের দশকে ওটুকু ই নতুন যে সেখানকার আন্দোলন গুলি ও ইউরোপের কলোনিয়াল অতীতকে বেশি করে প্রশ্ন করে , আমেরিকা র যুদ্ধ গুলি কে প্রশ্ন করে এবং সে দেশের লিবেরাল দের অসোয়াস্তিতে ফ্যালে। এটা ঠিক শুধু ই কালচারাল ট্যুরিজমের বিষয় না। পশ্চিমে যেরকম আর্বান গেরিলা রা গড়ে ওঠে এবং তার অনুপ্রেরণা হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে প্যালেস্তাইন, চীন, ভিয়েতনাম, কিউবা র নাম জুড়ে রায়, সেরকম এখানেও বামপন্থার কিছু আর্টিকুলেশন বদলাতে থাকে। যুদ্ধবিরোধী রা জোর পায় আবার অল্পবয়সীদের মধ্যেই অনেকে সরাসরি সংঘর্ষ থেকে সরে আসে কেউ সেখানে নতুন করে কলসোলিডেট করে। ইত্যাদি।
এখনকার পশ্চিমি বামপন্থী রা যেমন বাজে জ্ঞান দেন আইডেন্টিটি ইত্যাদি নিয়ে, আন্দোলনকে পপুলার করা নিয়ে, তখন ষাটের দশকে সত্তরের দশকে পশ্চিমি যুব নেতাদের স্ট্রীট ক্রেড বাড়তো না, তৃতীয় বিশ্বের কানেক্ট দেখাতে না পারলে। তখনো নতুন রাস্তা র খোঁজে অনিন্দ্য চট্টোপাধ্যায় সম অনুবাদক এর সংক্ষিপ্ত অনুদিত নোট পড়তে হতনা আর তার রিভিউ এর পোসোংসা করতে হতনা,:--))))))
হয়েছে হয়েছে ! নতুন লে আউটে এই প্রথম লিংক :)
পাই,
ও, আচ্ছা আচ্ছা, বুঝলাম। অনেকদিন আসিনি তো, সব গুলিয়ে গেছে। লেখকের নাম নীল দিয়ে লেখা দেখে ভাবছি বুঝি আগে থেকে প্ল্যান করে তোলা লেখা!
#বরফ এবং #টিউলিপ। ব্রেভ মোবাইল ব্রাউজারে সরাসরি #ছবি তুলে পোস্ট করা যাচ্ছে অবশ্য।
আরেকটা ব্যাপার হচ্ছে, লিখে বোঝান মুশকিল। সার্চ বক্সে কার্সার রাখলে সে সাজেসন ড্রপ বক্স আসছে তার z ভ্যালুর জন্যে সেটি সবার ওপরে চলে আসছে।
যেমন ওই সাজেশন বক্স থাকলে আমি যদি আমার কীবোর্ড লে-আউট চেঞ্জ করতে চাই, তার যে সিস্টেম পপ-আপ আসছে, সেটি সাজেশন বক্সে ঢাকা পড়ে যাচ্ছে।
দুহাজার ডলার পেপ্যাল করে দিলেও চলবে।
@পিনাকী, নোটিফিকেশন এসেছে, তবে হাইপারলিঙ্ক ঠিক পোস্টে পয়েন্ট করছে না, মনে হয় পেজ বা কার্ড ব্রেক হবার কারণে। এই ব্যাপারটা নিয়ে সার্চের প্রেক্ষিতে মনে হয় @সম্বিৎ একবার লিখেছিলেন সম্প্রতি। ট্যাগ যখন হচ্ছে, টপিকের #হ্যাশট্যাগ চালু করার আবদার রইল।
অ্যাল, 'পূর্ণ'। হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল। স্যারের দৌলতে।
হৃদয়বাসনা পুর্ণ হল - কণিকা - অ্যালবাম গান গেয়ে কেটেছে মোর দিন
মুরোদ থাকলে কম্পুতে জমিয়ে রাখা গানটির লিঙ্ক দিতাম। ও মুরোদও আর এ জীবনে হবে না!
স্যার, এরপরেও আপনি যদি আমার সর্বস্ব সুবিনয়কে নিয়ে একটা লম্বাআআআ লেখা না উপহার দেন, তাহলে আমরা বঞ্চিত হব। মফস্সল তো, অনেক খামতি, অনেক না পাওয়ার দুঃখ আছে। একটু না হয় আমাদের মতো বঞ্চিতদের জন্যই লিখতেন যা হোক। দুটো গান শুনলাম, দুবারই চোখ ভিজে উঠল। সেম অভিজ্ঞতা হয়েছিল 'রেসিস্ট' গান্ধী নিয়ে তুমুল বাওয়ালের সময়ে খ হঠাৎই ইন্টারভেন করায়।
আমার আর এ জীবনে গুরু হওয়া হল না।
টাটা
কিন্তু সেতো একলা, মোচাবিহীন হাঁটা
তারপরে হাঁটা?
না না বাটার পরে পাঁটা, ঘাঁটা তারপর চাটা :))
বাক আপ অভ্যু ,
কতদিন বাদে শুনলাম "হৃদয়বাসনা আজি মম" নীলিমা সেনের স্বর্গীয় কন্ঠস্বরে।
:))
পরেরটা মোচাচাটা