ম | 2601:247:4280:d10:4c44:784a:654f:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৯459516কল্পতরু উৎসব কি শুরু হয়েছে? আমাকে কেউ শ পাঁচেক দিলেই হবে। উকিলের ফি লাগবে:-)
সম্বিৎ | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৭459515আমিও দু হাজার ডলারটা পেলেই কুকুর পুষতে পারি।
ম | 2601:247:4280:d10:4c44:784a:654f:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৬459514ডগ আর বিস্কুটের চোখধাঁধানো রূপকে হারিয়ে গেলাম- এদিকে আমি ল্যাব্রাডুডুল পুষতে চলেছি, ওদের তো পাতি ব্রিটানিয়া মারি খাওয়াব ভাবছিলাম, এখন তো মনে হচ্চে রেগে আমাকে লাত্থি দেবে! :-(
lcm | 2600:1700:4540:5210:ccca:1277:b493:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৫459513
সম্বিৎ | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৭459512আমার দু হাজার ডলার পাওনা ছিল স্যার।
Atoz | 151.14.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৯459511
lcm | 2600:1700:4540:5210:ccca:1277:b493:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৭459510
মসল্লা ভাবনার ঋদ্ধ এক বৌদ্ধিক দলিল | 165.225.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৫459509
অব্যর্থ | 165.225.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৭459508
Atoz | 151.14.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৬459507
Atoz | 151.14.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৩459506
horidintogelosondheholo | 37.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:২২459505hi! Hari here,
bolchilum ze ami to haridas pal e lekha dei ni ,
direct toi pottorer notun alochona + e giye postu korchi
so, Ami ei sreni ved er side e kharaya achi
:D =))
:|: | 174.254.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৬459504ইদানীং সমুদ্র মন্থন করেন গুরু ও চণ্ডালগণ!
সে কি ৩০শে এপ্রিল ২০১২ র আগের কথা?
"ভাটিয়ালি কেই আদি ও অকৃত্তিম গুরু ভেবে রইলো"
ভেবে রইল?!!
ভাটিয়ালি কি আদি ও অকৃত্রিম গুরু নয়?
ইকি? নতুন ভাবে ভাবা প্র্যাকটিস করতে হবে?
Atoz | 151.14.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৯459501
anandaB | 50.125.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৫459500
বুকমার্ক | 165.225.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৪459499
পরেন | 165.225.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৫২459498
সরাসরি ভাটিয়ালি | 165.225.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৫১459497"বুলবুলভাজার নিচে হরিদাস পাল টা ধরুন এভাবে এল।"
আপনার এই ডিজাইন কি শুধু প্রথম পাতার জন্য না অন্য সব পাতার ক্ষেত্রেও একই রকম থাকবে?
আপনার এই সো কলড হরিদাস পালদের (এবং অন্যান্য লেখারও বা বিভাগেরও) পর পর লিস্টিং এর সিকোয়েন্স টা কিভাবে নির্দিষ্ট হবে? সময়ানুযায়ী? মানে যিনি যে সময়ে আপডেট করছেন বা লিখছেন সেই অনুযায়ী, না পাঠকসংখ্যা অনুযায়ী, নাকি কোন লেখায় কতটা কমেন্ট পড়েছে সেই অনুযায়ী, না অন্য কোন এলগোরিদম থাকবে? সময়ানুযায়ী করলে সেটা কি ভারতীয় সময়ানুযায়ী হবে না অন্য কোন দেশের সময়ানুযায়ী না UTC না আমার টাইম জোন অনুযায়ী?
তারপর ধরুন, আমি যদি লগ ইন করি, আমি যাদের ফলো করি, তাঁদের লেখা প্রথমে দেখতে পাব কি? না, একটি Random লেখা আসবে?
কিভাবে লেখাগুলো পরপর আসছে সে ব্যাপারটি কিন্তু তুচ্ছ নয়। কারণ আমার গুরু পড়ার হ্যাবিট কিন্তু সেইভাবে গড়ে উঠবে কালক্রমে |
তাছাড়া, আমি কি লেখা বুকমার্ক করতে পারব, যাতে পরে ফিরে এসে পড়তে পারি?
লেখার আর এস এস ফিড বা অন্তত ইমেলে সামারি পাওয়া যাবে?
যাঁরা সরাসরি পাতা বুকমার্ক করেন (প্রথম পাতা দেখেন না), তাঁরা কনটেন্ট কি উপায়ে ফিল্টার করবেন?
ব্লগারের বাংলা হরিদাস পাল | 165.225.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৭459495
anandaB | 50.125.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৮459494
2k20 | 115.114.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৩২459493গুরুর প্রকাশনা বইগুলো দাম দিয়ে বা প্রকাশকাল দিয়ে নানাভাবে সর্ট করার অপসন রাখবেন কিন্তু। তারপর ধরুন ডিসকাউন্ট + শিপিং চার্জ (পিনকোড ও বইয়ের ওজনের বেসিসে) ভার্সেস নো ডিসকাউন্ট + ফ্রি শিপিং এর কম্পারিজন ইত্যাদি। বইগুলো ওজন করে নিয়ে পোস্টাপিসের বুকপোস্ট রেট জেনে এটা করতে হবে ইত্যাদি। বা অপশন হিসেবে কুরিয়ার সার্ভিস রাখলে তার এপিয়াই ইউজ করতে হবে হয়তো।
একটা rfe টই ছিল। সেটা তুলে দেখে নিতে পারেন জনতা কত কত ফিচারের রিকোয়েস্ট দিয়েছিল। সব চেক করা হয়েছিল কিনা। ওটা হাতের কাছে থাকলে ওটাতেই লেখা যেত এসব।
2k20 | 115.114.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:২১459492অর্থাৎ আপনারা যে ব্লগের বাংলা করেছেন খেরোর খাতা, ব্লগারের বাংলা হরিদাস পাল, চ্যাটরুমের বাংলা ভাটিয়ালি আর আর্টিকেলের বাংলা বুলবুলভাজা, রিভিউয়ারের ও বাংলা হরিদাস (যে বুলবুলভাজা সাপ্লাই দেয় আর যে খেরোর খাতায় দুপয়সা দেয় তারা আবার আলাদা হরিদাস) - এ সমস্ত পড়ে টড়ে একসময় তো লোকে বুঝবেই, (যেমতি আপনারা এক্সপেক্ট করছেন) কিন্তু ভিশুয়ালি যতটা বোঝানো যায় আর কি।
2k20 | 115.114.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:১৩459491বুলবুলভাজার নিচে হরিদাস পাল টা ধরুন এভাবে এল। হ্যাঁ সব খোপই অনন্ত স্ক্রলেবল ভাবছি। সাজেস্টেড টপিক তো ওই সাবজঁর ধরে কিছু সংখ্যক লেখা। আমি ভাবছি সমস্ত।
lcm | 99.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:১১459490
সম্বিৎ | ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:০১459489ডিজাইন-ডিজাইন করে মাথা খারাপ করবেন না। এস-ই-ও মাথায় রাখুন। শুধু এই আ্যডভাইসের জন্যেই আমি ক্লায়েন্টকে দু-হাজার ডলার চার্জ করি। আপনাদের আর কী বলব। যা সামর্থ্য, তাইই দিন।
মোবাইল ভিউটা | 151.197.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৭459488
lcm | 99.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৬459487