এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১২:০৭459244
  • আমার আনন্দবাজারে প্রকাশিত লেখাটা নিয়ে একটু পরিষ্কার করে বলা দরকার ।

    এ লেখাটা কিন্তু আমি নিজে লিখি নি, আমাকে বহু দিন ধরে আনন্দবাজারের এক সাংবাদিক (নাম করছি না), ফোন আর WhatsApp  এ মেসেজ পাঠিয়ে নিউ জিল্যান্ডের ব্যাপার জানতে চাইতেন। যেহেতু নিজে থেকে প্রশ্ন করতেন, আমার পক্ষে না করা উচিত ছিল না । তিনি নিজের নাম  দিয়ে প্রতিবেদনটি ছাপাতেই পারতেন, কিন্তু আমার নাম দিয়েছেন, আমাকে জানিয়েই করেছেন । 

    কাজেই বোধিসত্ত্ব'র কাছে আমার নম্বর কাটা যেতে পারে, কিন্তু তাতে আমার কিছু করার নেই  ।  

  • S | 2405:8100:8000:5ca1::e2:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১২:০৬459243
  • ভারতে কি বেকার ভাতা আছে?
  • S | 2405:8100:8000:5ca1::1fe:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১২:০১459242
  • দুটো প্রস্তাব দিচ্ছি।

    ১) ভারতে মিনিমাম ওয়েজ করা হোক ৩০০ টাকা ৮ ঘন্টার ফুল টাইম কাজের জন্য। আর যেখানে দিনে আংশিক সময় ধরে কাজ করতে হয়, সেখানে হোক ঘন্টায় ৫০ টাকা।

    ২) ২০ লাখ টাকার বেশি আয়ের উপর ৪০%, এবং ৩০ লাখের বেশি আয়ের উপর ৫০% ট্যাক্স বসানো হোক। কর্পোরেট ট্যাক্স করা হোক ৩৫%।
  • অরিন | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১২:০০459241
  • Amit: মানে গভর্নেন্স র ডিফারেন্স গুলো এইভাবে আমার অন্তত আগে চোখে পড়েনি

    ব্যাপারটা আজ নয় , ২০০৯ সাল  থেকে ভারতের অবস্থা  এশিয়ার মধ্যেওনিকৃষ্ট ,

    Table  টা  দেখুন, এশিয়ার বহু গরিব দেশ ও সামাজিক সুরক্ষার খাতে ভারতের থেকে বেশি ব্যয় করতো, এখন আরো খারাপ দশা!

    করোনা  এসে যাকে বলে খোলনলচে বের করে দিয়েছে ।

  • PT | 203.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৮459240
  • মোবাইল, নহায়, মোবাইল। চোখ আর কান ঐ যন্ত্রের কাছে বন্ধক রাইলে জীবন থেকে তো সব দেখাশোনা বাদ। শুধু গন্ধ দিয়ে কি সব চেনা -বোঝা যায়?
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৭459239
  • এই সারদা নারদা র জন্য এই সময় কখনো ক্ষমা চাইবে বলে মনে হয়? কোনদিন চাইবে না। মেডিয়া র একটা ইউনিক স্ট্রাকচারাল চরিত্র হল, সে আত্মানুসন্ধান টাও পাবলিকলি করতে পারে, সেটা কি হয়েছে? লিটল ম্যাগ তো আত্মানুসন্ধান করে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে তুলে দিয়ে মেডিয়া হয়ে যাবার লড়াই তে রয়েছে।
    কর্পোরেট গভরনেন্স পন্থীরা কোন দিন কর্পোরেটে আর টি আই বসুক চেয়েছেন বলে শুনেছেন? গ্লোবালাইজেশনের প্রথম দিকে আমরা কর্পোরেট নিয়ে চোখ ধাঁধিয়ে গেছিলাম, মনে মনে সমর্থন ও করেছিলাম, মারোয়ারি দোকানের থেকে বাথরুম টা অন্তত পরিষ্কার বলে, আর ৮০০ টাকা মাইনেতেও এসি টা ফ্রি বলে, সেই মুগ্ধতা কে প্রশ্ন করার বয়স তো সকলেরি হল। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • Abhyu | 47.39.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৫459238
  • "অহঙ্কারী, ঔদ্ধত্য, পাষণ্ড, নির্লজ্জ, নৃশংস, শোষণের দল।"

    ভারি ভালো লাগল কমেন্টটা, বিশেষ্য বিশেষণের বেশ একটা মিলিজুলি ব্যাপার :)
  • S | 2405:8100:8000:5ca1::260:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫২459237
  • জোড় ধাক্কাটা যে আসবেই সেটা কোরোনার আগে লোকে বুঝতে পারেনি কেন? ও রাইট। তখন তো অফিস-মল-মাল্টিপ্লেক্স ছিল।
  • PT | 203.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১459236
  • আনন্দবাজারের সমর্থন ছ্ড়া ২০১১-র বিপ্লব হত নাকি? আর নিছক খ্যাতি চাইলে আনন্দবাজারে র কাছে যাওয়াই ভাল। কতজনের আর মহাশ্বেতার মত কোমরের জোর থাকে!!
  • sm | 42.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১459235
  • #আছে

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১459234
  • গনশক্তি কোন কাগজ ই না। এটা একটা পার্টির মুখপত্র। তার সমস্ত বোকামো এবং অবস্থান কে ডিফেন্ড করা ছাড়া তার কোন কাজ নেই। এবং একই সংগে পার্টির কর্মসূচী প্রচারে কনসিস্টেন্সি আনার প্রচেষ্টা করা ছাড়া তার আর কোন কাজ থাকার কথা না।
    এবার পার্টি এবং সরকারের ব্লারিং, এবং সরকার চলে যাবার পরেও শ্যাডো ক্যাবিনেট গোছের পার্সপেক্টিভ থেকে কথা বলা হবে না হবে না, সেটা একটা বিতর্ক, এবং সেটা পার্টির মধ্যে চলে বলে জানি, তবে তাতে আমরা যারা চোদু প্রাক্তন অ্যাকটিভিস্ট তাদের ভূমিকা নেই। আমি চাই ও না থাকুক। আমি মনেই করি না, একজন নাগরিক হিসেবে সেটা নিয়ে আমায় মাথা ঘামাতে হবে। এবং এই বিতর্ক যে কোনো পার্টির মধ্যেই থাকবে, তার পাবলিক পলিসি এনগেজমেন্ট অনুযায়ী। আমি তো নিজে ২০১৪ র আগে জীবনে ভাবি নি মাইরি বিশঅবিদ্যালয় ছাড়ুন মায় আর বি আই এর ইন্ডিপেন্ডেন্স এর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো, আমার শুধু না, লিবেরাল দের র‌্যাডিকালিজম এর একটা বিচিত্র টার্ন আনতে হয়েছে, যেখানে ওয়েলফেয়ার স্টেট আমলের স্টেট এজেন্সী কেই আমি ডিফেন্ড করছি। ডেমোক্রাট রা বলছে রাশিয়া না এফ বি আই চাই, মানে সেটা অনেকটা সাপে মরবেন না কুমির ই ভালো সেরকম প্রশ্ন নয় কি?

    পৃথিবীর যে কোনো কাগজের এজেন্ডা থাকে, এটা আমরা জানি। এবং সেটাকে ক্রোনি ক্যাপিটালিজম এর প্রোজেকশন হিসেবে দেখতে পারেন। এর পরের স্টেজ হল, নতুন যেটা মডেল সেটা হল, প্ল্যাটফর্ম হয়ে ওঠার, কারণ অপিনিয়ন এর জগতে মোনোপোলি টা উদ্দেশ্য। হার্ড নিউজ করলাম পোলিটিকাল ফান্ডিং অনুযায়ী, বা আমার জল মাপা অনুযায়ী, এবং অপ-েড বা সফ্ট নিউজ টা ভিষণ লিবেরাল করলাম। ওয়েলফেয়ার স্টেট এবং এমনকি গ্লোবালাইজেশন এর পরের প্রথম দিকে ও মেডিয়া বুমের পরেও এটাও মডেল ছিল। সেদিক থেকে আনন্দবাজার, রবি বাসরীয় প্রতিদিন এর যে ফর্মাট, সেই ফর্মাট সারা পৃথিবীর ব্রডশীটের মডেল।
    এর পরে দুটো চেঞ্জ আসছে। একটা হল, ট্যাবলয়েডাইজেশন আর অবশেষে এই পোস্ট ডেমোক্রাসি, (বিসি) চীন প্রভাবিত মডেল, যেখানে যে কোনো স্তরেই, ইম্প্লিমেন্টেশন এফিসিয়েন্সি র অজুহাতে, সিংগল কম্যান্ড স্ট্রাকচাঅরের অজুহাতে আসলে অপিনিয়নের স্কুইজিং, গলা টিপে হত্যা।

    এবার এই পরিস্থিতে যে খানে যতটুকু বাতাস আছে, সেখানে লিবেরাল ইনটেলকচুয়াল রা চাইবেন ভাবনা চিন্তা করতে, সর্বত্র বিশেষতঃ পাবলিক পলিসি, রাজনীতি বিষয়ে, যেখানে ম্যাক্স অডিয়েন্স সেখানে যাব। এতে আপত্তি সংক্ষিপত ছাগল ছাড়া কেউ আপত্তি করবে না।

    কিন্তু এই ট্রানজিশন গুলোয় আমার মনে হয় যে দুটো জিনিসকে একটু ক্রিটিকালি দেখা উচিত। সেটা হল, মেডিয়া সেলিব্রিটিহুড এর চাপ, একটা কন্টিনিউয়াস রেটিং স্কিম, এ লিস্ট বি লিস্ট ইত্যাদি, এবং এটার দআরা আলোচনা পদ্ধতি ই অ্যাফেকটেড। আর আরেকটা হল, চিন্তাশীলতার একটা রক্তক্ষরণ অথচ ইম্প্যাক্ট সচেতনতার একটা অ্যাকিউট এবং ডিসপ্রোপোরশনেট বৃদ্ধি, সিম্পলি বিকজ ইট ওয়ার্ক্স, এক ধরণের যশপ্রার্থনা এবং চিন্তার দৈন্যের মধ্যেই একটা প্রতিযোগিতা।
    এই বিতর্কের শেষ নেই, কোন অ্যাপ্রোপিয়েট উত্তর ও নেই। মানে থাগলেও আমার কাছে নেই। আমার যেহেতু মূল ইন্টারেস্ট সঅল্প পঠিত সাহিত্য এবং সঅল্পালোকিত চেতনা, তাই কোনো বিশেষ মেডিয়া কোন বিশেষ প্রতিষ্ঠান বলে না, সংস্কৃতি বিষয়ে যে কোনো মোনোপোলাইজেশন এর প্রচেষ্টার বিরুদ্ধে আছি ও থাকবো। বামপন্থী রা প্রচুর দুঃখপ্রকাশ করেন, সব বামপন্থী ই করেন, আনন্দ বাজার কোন দিন ক্ষমা চেয়েছে ১৯৪৬, ১৯৬২-৬৫ তে ১৯৬৯-৭৫ এ তার ভূমিকার জন্য? সুতরাং ইত্যাদি। আপনার মনে হয় বিজেপি র চ্যাংড়ামোর জন্য টাইম্স অফ ইন্ডিয়া, এবিপি আনন্দ কোন দিন ক্ষমা চাইবে? জি ক্ষমা চাইবে? মেডিয়া কে শুধুই রাজনৈতিক এজেন্ডার ধারক হিসেবে দেখা আর শুধুই মোনোপোলি ক্যাপিটাল এর ধারক হিসেবে দেখার জিনিসটা নিউ মেডিয়া তে মার্জ করছে, এটা তাত্বিক ভাবে ভেবে দেখতে পারেন।

    পোস্টের পোলিং টা হল না এখনো, তবু লিমিট পন্থী দের কাছে ক্ষমা চেয়ে রাখলাম, ১৬ পাতার কাগজের সাড়ে পনেরো পাতা বিজ্ঞাপনের জন্য , বাংলার রেডিও তে কন্টি হিন্দি এফ এম করার জন্য, ফেডেরালিজম এর রাজনীতি কে ভাষা শভিনিজম এ পরিণত করার জন্য আসামে মহারাষ্ট্রে বিহারে উত্তর্প্রদেশে দিল্লী তে, ভাষা কে বাজার হিসেবে দেখার জন্য কোন মেডিয়া দৃষ্টান্ত সঅরূপ ক্ষমা চেয়েছেন, খবর পাবা মাত্র টেলি করিবেন ঃ-)))

    নো পাসারান।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • sm | 42.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৫০459233
  • করোনার আগেও দারিদ্র্য ছিলো। করোনা অতিমারী চলাকালীন সেটা বহুগুণে বেড়েছে।সেটা অবশ্যই চিন্তার কথা। দেশের জিডিপি বৃদ্ধি -২৪ শতাংশ হয়েছে গত ত্রৈমাসিকে।চাকরী ছাঁটাই লাগাম ছাড়া।খালি স্টেট ব্যাংক ই, ভি আর এস দেবে তিরিশ হাজার লোক কে।সরকার থালা বাজাচ্ছে বা মোমবাতি জ্বালানোর কাজ করছে।

    বাজারে জিনিষ পত্রের দাম লাগাম ছাড়া।যে চা ৭০ টাকা প্যাকেট ছিলো,সেটা ৯২ টাকা হয়েছে।পেট্রল ডিজেল এর দাম প্রায় পঁচিশ শতাংশ বেড়েছে। কি আর করা যাবে!

    কিন্তু প্যানডে মিক একটা জিনিষ করেছে,সেটা হলো ডিগনিটি নষ্ট করে দিয়েছে।যে মধ্যবিত্ত টেনে টুনে সংসার চালাতে পারতো,সে রেশনে লাইন লাগিয়েছে।গরীব লোকজন দেদার সঞ্চিত সোনা বিক্রি করছে বা বন্ধক দিচ্ছে।রাস্তায় দুধের গাড়ি উলটে গেলে পট হোল থেকে দুধ তুলে নিচ্ছে।আত্মহত্যা করছে।রেল লাইনে কাটা পড়ছে।

    যার একটু বেশি টাকা আছিস আয়েশ করে টিভিতে সুশান্ত সিং এপিসোড দেখছে।সংবাদ মাধ্যমের চ্যানেল গুলো দিবারাত্র সার্কাস শো চালাচ্ছে। এক কথায়,গরীব মানুষ ও নিন্মবিত্ত লোকজন নাম্ব হয়ে গেছে। প্রতিদিন একলাখ লোক আক্রান্ত হলো কি দেড় লাখ কোনো ভ্রুক্ষেপ নেই। মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে গেলো কি না,কোন আগ্রহ নেই।ভ্যাকসিন এলো কি না এলো কিস্যু এসে যায় না।

    খুউব খারাপ লাগে!

  • | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৫459232
  • ওহ আকাও আগেই দেখেছে। :-)

    যাঁরা কোভিড পরিস্থিতিতে অর্থনীতির হাল নিয়ে লিখছেন তাঁরা আগেও লিখেছেন লিখেই চলেছেন। জিনাত রেহনা, স্বাতী ভট্টাচার্য্য মৈত্রীশ ঘটকের মত নামী লোকেরা ছাড়াও আরো বহু লোক বহুদিন ধরে লিখে আসছেন। অনামাদের মধ্যে অভিজিৎ মজুমদার, দেবরায়া, কৃশানু, পুরন্দর ভাট ইত্যাদি বিভিন্ন শ্রমিকিদের দুর্দশা ধারাবাহিক অর্থনীতির অবনমন লিখেই যায়/যান। এবার আপ্নারা সেগুলো দেখতে পান নি অর্থাৎ প্লেটে তুলে সামনে এনে সাজিয়ে না দিলে আপনাদের পড়ার অভ্যেস নেই।
    আর কোভিডের ফলে যে অর্থনৈতিক অবস্থার হঠাৎ অবনমন হয়েছে সেটা এরকম অ্যাফেকটেড লোকজনের সাথে কথা বললে মিশলে জানতে পারতেন। আপনারা যথেষ্ট ডিসকানেকটেড তাই হঠাৎ জোর ধাক্কাটা বুঝতে পারছেন না।
  • | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:২৭459231
  • অ্যাঁ বোধি সার্ভে চাইছে!! ওরে আকা রেএএএ দ্যাখোসে এদিকে! সেই ২০০৯-১০ এ কাগুজে গুরু শুরু হবার সময় সাইটের মাথায় একটা সার্ভে রাখা হয়েছিল আর বোধির সে ক্ষি ট্যান্ট্রাম!!
    আচ্ছে দিন কি এসেই গেল?
  • Amit | 121.2.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১১:২২459230
  • S- এর ০৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৯ কমেন্ট এ একটা বক্তব্য আছে আমার, আপনার কথা মেনে নিয়েও.

    সত্যি যে গরিব লোক আগেও ছিল, এবং আমাদের মতো তথাকথিত ভদ্দরলোকেরা যে তাদের নিয়ে বেশি মাথা ঘামাইনা এটাও খুবই সত্যি কথা. কিন্তু এই প্যান্ডেমিক এবং ডিফারেন্ট দেশের সরকারের রিঅ্যাকশন বা হ্যান্ডলিং অনেক কিছু জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যেটা এতদিন এভাবে নেকডলি চোখে পড়েনি.

    ফার্স্ট ওয়ার্ল্ড র দেশগুলো যেখানে আরো বেশি সোশ্যাল সিকিউরিটি দিয়ে, প্রাইভেট হসপিটাল টেক ওভার করে, ইনফ্রা প্রজেক্ট এ ইনভেস্ট করে, সরকারি এক্সপেন্ডিচার বাড়িয়ে এই বিপদ সামলানোর চেষ্টা করছে, লক ডাউন করতে হলে অনেক প্ল্যান করে স্টেজ wise করছে উইথ এ প্রপার আনলক প্ল্যান যাতে লোকে সামলাতে পারে, সেখানে ইন্ডিয়াতে এক্কেবারে সব কিছু 180° উল্টোপানে যাচ্ছে. কোনো প্ল্যান ছাড়া ফেকুর তিন ঘন্টার নোটিশ এ দেশ শুদ্ধু লক ডাউন, সোশ্যাল সিকিউরিটি র কোনো মা-বাপ নেই, সরকার মাসে কয়েক কিলো চাল দিয়ে খালাস, কয়েকশো লোকের বাড়ি ফিরতে গিয়ে মরা, থালা বাজানো , এই পান্ডেমিক এর মধ্যেও পাঁচটা রাফাল কেনা নিয়ে মাতামাতি, মাইনোরিটি ব্যাশিং , চীনের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া (এটা অবশ্য দু দিকেই হয়তো তালি বাজাচ্ছে), বলিউড র একটা নেশাখোর হিরো র সুইসাইড নিয়ে মিডিয়ার নোংরামো - সব মিলিয়ে চরম লেভেলে পৌঁছেছে সব.

    মানে গভর্নেন্স র ডিফারেন্স গুলো এইভাবে আমার অন্তত আগে চোখে পড়েনি. আমরা যে আদতে এক্কেবারে স্বার্থপর এবং এখানে পাতি ভাট মারতে আসি, এতে কোনো সন্দেহ ই নেই, কিন্তু অবজারভেশন গুলো অন্তত রাখা থাক. সমাধান কিচ্ছু নেই, সেটাও জানা, তবুও.
  • এলেবেলে | 202.142.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৪৩459229
  • , আনন্দবাজার নিয়ে আমার তেমন উলুতপুলুতও নেই আবার শ্রেণিশত্রু ঠাউরানোও নেই। তবে কোন কাগজটা হিপোক্রেসি করে না বলতে পারেন? আজকালে বুদ্ধকে তুলে আর সুভাষকে ফেলে এখন কী দশা! প্রতিদিন সব তাড়ানো সাংবাদিকদের আশ্রয় দেয় কিন্তু মালিক তার টুটু বোস। একই হাল এই সময়েরও, সুমন চাটুজ্যে থাকলেও - না থাকলেও। তবে সবচেয়ে ওঁচাটে বোধহয় গণশক্তি (ছাত্রজীবনে এবং এখনও যে কাগজকে গনোরিয়াশক্তি বলে থাকি বন্ধুমহলে!)।

    একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করি তাহলে। লকডাউন চলাকালীন নির্মলা সীতারামন যখন এক লাখ সত্তর হাজার কোটি টাকার জালি প্যাকেজটা ঘোষণা করেন, তার দু-একদিনের মধ্যে তার কারচুপি নিয়ে প্রথমে ফেসবুকে একটি পোস্ট করি। তখনও এ বিষয়ে জঁ দ্রেজ এবং প্রভাত পট্টনায়কের লেখা চোখে পড়েনি। সেই পোস্ট বন্ধু ও বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক সমর ভট্টাচার্যের (চেনেন কি?) চোখে পড়েছিল। পরে সেটা গুরুতে লিখলে তার লিঙ্ক তিনি একটি ইংরেজি পোর্টালে তাঁর প্রবন্ধে দেন। পরে গণশক্তিতে প্রকাশিত তাঁর অন্য একটি প্রবন্ধে সেই একই লিঙ্ক শেয়ার করলেও তাঁর 'বাচ্চুদা' (চেনেন কি?) শুধু সেটা বাদ দিয়ে বাকি প্রবন্ধটি হুবহু ছাপেন।

    আমার নিজের ইচ্ছে ছিল ফেসবুকের লেখাটি আরও সুবিন্যস্ত করে গণশক্তিতে প্রকাশ করার। এমনকি সেক্ষেত্রে সম্মানদক্ষিণার কথাও মাথায় ছিল না। সমরবাবু বিস্তর চেষ্টাও করেছিলেন। পরে অসহায়ভাবে আমাকে জানান, আগামী ৬ মাসের জন্য নাকি গণশক্তির চারের পাতার যাবতীয় প্রবন্ধ 'বুকড'। কারণ আমার পেচুনে ওই কাগজে লেখা প্রকাশ করার প্রয়োজনীয় স্ট্যাম্পটি বিস্তর খুঁজেও পাওয়া যায়নি!

    অবশেষে লেখাটি আনন্দবাজারে দিলে তারা তা সানন্দে প্রকাশ করে। রাজ্য থেকে প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়ার ক্ষেত্রে জ্যোতি বোসের যে কোনও সক্রিয় ভূমিকা ছিল না, সে সম্পর্কিত চিঠি অবিকল প্রকাশ করার হিম্মত আনন্দবাজার ছাড়া অন্য কারও হবে? বিশেষত যে আনন্দবাজার সে ব্যাপারে ১৮০ ডিগ্রি বিপরীত অবস্থান নিয়েছিল? আমি জানি না, আপনার জানা থাকলে জানাবেন।

    অর্জুন, আন্দামানের ফলক থেকে বিপ্লবীদের নাম বাদ পড়ার প্রসঙ্গে এই বাঙালি-অবাঙালি বিভাজনটা আসছে কেন সেটা আদপেই বুঝতে পারছি না। আমারই অক্ষমতা। খারাপ কোনটা? বিপ্লবীদের নাম বাদ যাওয়া? নাকি বাঙালি বিপ্লবীদের নাম বাদ যাওয়া?

  • সুকি | 165.225.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৪১459228
  • আমি S এর নীচের মন্তব্যকে সর্বান্তকরণে সমর্থন করলাম। 

  • S | 2405:8100:8000:5ca1::1fd:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৯459227
  • ভারতের গরীবদের নিয়ে ভদ্দরলোকেরা বেশ ভালই নেকামো করে চলেছে। কোরোনার আগে কি এদের অবস্থা খুব ভালো ছিল? যে আজ হঠাত উতলা হয়ে উঠেছে। অর্থনীতি যখন তুঙ্গে, মানে আমরা যখন পিজা খেতে খেতে শেয়ার মার্কেটের সূচক দেখে হাই ফাইভ করছিলাম আর স্মার্টফোনে পোর্টফোলিয়াটা চেক করে নিচ্ছিলাম, তখনও তাদের অবস্থা মার্জিনাল ছিল। একটা ধাক্কা আসলেই যে একদম পথে বসবে, সেটা জানার কথা। তবে এখন কোরোনার সময় ঝাঁ চকচকে অফিস, শপিং মল, মাল্টিপ্লেক্স, ভ্যাকেশান বন্ধ - তাই হয়ত নতুন বিনোদন শুরু হয়েছে গরীবদের নিয়ে আহা উহু করা।

    আজকের এই অবস্থার জন্য কোরোনা দায়ী নয়, কোরোনা পূর্ববর্তী সময়ের অর্থনৈতীক অবস্থা দায়ী। কোরোনা জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। আমরা তবুও চোখ বুজেই আহারে বলে পাশ ফিরবো।
  • সুকি | 165.225.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৭459226
  • একটা প্রশ্ন আছে - এই যে প্রবন্ধ কেমন হওয়া উচিত তাই নিয়ে গাইডলাইনের আলোচনা চলছে, সেই অনুযায়ী আমাদের মত পাবলিকের প্রবন্ধ কি ছাপানো হবে গুরুতে?  

  • b | 14.139.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ১০:২২459225
  • ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৭
    গুরুচনন্ডা৯ আবার ক্যাডা।
  • S | 2405:8100:8000:5ca1::2e3:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৫৪459224
  • ট্রাম্প তো আমেরিকার মৃত সৈন্যদের গুছিয়ে অশ্রদ্ধা করেছে। কিন্তু তাতে মাগাদের কিছু পরিবর্তন হবে বলে মনে হয়্না। ট্রাম্প আমেরিকার রেসিস্ট বেসকে একদম দারুন কব্জা করে ফেলেছে।
  • গুরুচনণ্ডা৯ | 182.66.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৭459223
  • সিরিয়াস৯-র নতুন ইস্যু এসে গিয়েছে। এবারের রয়েছে গৃহপরিচারিকাদের নিয়ে মৌসুমী বিলকিসের লেখা

    https://www.guruchandali.com/comment.php?topic=18772

    করোনার সময়ে আইটি সেক্টরের হাল নিয়ে দময়ন্তীর লেখা

    https://www.guruchandali.com/comment.php?topic=18773

    লকডাউনে হকারদের পরিস্থিতি নিয়ে বিশ্বেন্দু নন্দর লেখা

    https://www.guruchandali.com/comment.php?topic=18774

    অনির্বাণ মুখোপাধ্যায়ের একটি বিশেষ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে করোনা সংক্রমণ দেখা

    https://www.guruchandali.com/comment.php?topic=18787

  • lcm | 2600:1700:4540:5210:9d2d:f85:9fa8:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪০459222
  • S | 2405:8100:8000:5ca1::29:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:২২459221
  • এই গিলেন ম্যাক্সওয়েল হল এপস্টিনের পিম্প। ট্রাম্প, যে কিনা তার চারপাশের সব মহিলাদের (নিজের মেয়েও বাদ যায়্না) সম্বন্ধে নোংরা এবং অশ্লীল মন্তব্য করে, এই গিলেন ম্যাক্সওয়েলের সম্বন্ধে বলেছে "আই জাস্ট উইশ হার ওয়েল"। ভয়ে আছে যে কিছু বলে টলে না দেয়। ঃ))
  • দীপাঞ্জন | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৪459220
  • অনেকগুলো গুরুত্বপূর্ণ কেস ক্লাইম্যাক্স এর দিকে এগোচ্ছে | পরিণতি , বা এমনকি কোর্ট প্রসিডিংস আর ডকুমেন্ট দেখলেও বোঝা যাবে জল কোনদিকে গড়াচ্ছে | টেনশন, ফ্রিকশন, অন্তর্দ্বন্দ্ব রয়েছে বিভিন্ন লেয়ারে - মিলিটারি, এফবিআই, সিআইএ, ডিওজে, কিন্তু আমার ধারণা বোঝাপড়া হয়ে যাবে - এভরিওয়ান হ্যাস টু মেনি স্কেলিটনস এন্ড টু মাচ টু লুস |
    1) আসাঞ্জের এক্সট্রাডিশন ট্রায়াল 2) ডারহামের তদন্ত যাতে ক্লাইনস্মিথ গিল্টি প্লি করেছে, আরও অভিযোগ আসছে মনে হয় 3) গিলেন ম্যাক্সওয়েল বনাম ইউএসজি - সেক্স ট্রাফিকিং / পেডোফিলিয়ার ক্রিমিনাল কেস 4) ম্যাক্সওয়েল বনাম ভার্জিনিয়া জুফ্ৰে 5) ডারসোউইচ বনাম ভার্জিনিয়া জুফ্ৰে 6) মাইকেল ফ্লিন এর বিরুদ্ধে তদন্ত 7) সেথ রিচ এর পরিবার বনাম ফক্স নিউজ 8) কার্টনি ওয়াইল্ড বনাম এপস্টিন / ইউএসজি
  • Atoz | 151.14.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:১৩459219
  • ডীপ স্টেটের খবরগুলো পাওয়া যাচ্ছে না। দীপাঞ্জন, দ্রি, আপনারা কোথায় গেলেন?
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৫459218
  • উৎকুন মৎকুন মশক মূষিক
    পেলেই তাদের একটু পুষিক
    ঘরের ভিতর চায়না - রুশিক
    (শুধু) বাড়িওলাটি নয়কো খুশিক ঃ(
  • Atoz | 151.14.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:৫৭459217
  • উৎকুন মৎকুন মশক মূষিক ইত্যাদি
  • প্রিজারভেশন-যোগ্য স্পেসিস | 151.197.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:৫৩459216
  • মানবজাতির যাই হোক উকুন ও আর্শোলা নিশ্চিহ্ন হলে ধরিত্রীর সাড়ে সর্বোনাশ।
    যাকে বলে সর্বনাশের মাথায় বাড়ি (বা বারি)
  • Atoz | 151.14.***.*** | ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৭459215
  • টিম, দানবজাতির মদ জিনিসটা কেমন হবে বলো দেখি! ঃ-) জলহস্তীর রোস্টের সঙ্গে হয়ত পরিবেশন করা হত, কে বলতে পারে? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত