আমার আনন্দবাজারে প্রকাশিত লেখাটা নিয়ে একটু পরিষ্কার করে বলা দরকার ।
এ লেখাটা কিন্তু আমি নিজে লিখি নি, আমাকে বহু দিন ধরে আনন্দবাজারের এক সাংবাদিক (নাম করছি না), ফোন আর WhatsApp এ মেসেজ পাঠিয়ে নিউ জিল্যান্ডের ব্যাপার জানতে চাইতেন। যেহেতু নিজে থেকে প্রশ্ন করতেন, আমার পক্ষে না করা উচিত ছিল না । তিনি নিজের নাম দিয়ে প্রতিবেদনটি ছাপাতেই পারতেন, কিন্তু আমার নাম দিয়েছেন, আমাকে জানিয়েই করেছেন ।
কাজেই বোধিসত্ত্ব'র কাছে আমার নম্বর কাটা যেতে পারে, কিন্তু তাতে আমার কিছু করার নেই ।
Amit: মানে গভর্নেন্স র ডিফারেন্স গুলো এইভাবে আমার অন্তত আগে চোখে পড়েনি
ব্যাপারটা আজ নয় , ২০০৯ সাল থেকে ভারতের অবস্থা এশিয়ার মধ্যেওনিকৃষ্ট ,
Table টা দেখুন, এশিয়ার বহু গরিব দেশ ও সামাজিক সুরক্ষার খাতে ভারতের থেকে বেশি ব্যয় করতো, এখন আরো খারাপ দশা!
করোনা এসে যাকে বলে খোলনলচে বের করে দিয়েছে ।
#আছে
করোনার আগেও দারিদ্র্য ছিলো। করোনা অতিমারী চলাকালীন সেটা বহুগুণে বেড়েছে।সেটা অবশ্যই চিন্তার কথা। দেশের জিডিপি বৃদ্ধি -২৪ শতাংশ হয়েছে গত ত্রৈমাসিকে।চাকরী ছাঁটাই লাগাম ছাড়া।খালি স্টেট ব্যাংক ই, ভি আর এস দেবে তিরিশ হাজার লোক কে।সরকার থালা বাজাচ্ছে বা মোমবাতি জ্বালানোর কাজ করছে।
বাজারে জিনিষ পত্রের দাম লাগাম ছাড়া।যে চা ৭০ টাকা প্যাকেট ছিলো,সেটা ৯২ টাকা হয়েছে।পেট্রল ডিজেল এর দাম প্রায় পঁচিশ শতাংশ বেড়েছে। কি আর করা যাবে!
কিন্তু প্যানডে মিক একটা জিনিষ করেছে,সেটা হলো ডিগনিটি নষ্ট করে দিয়েছে।যে মধ্যবিত্ত টেনে টুনে সংসার চালাতে পারতো,সে রেশনে লাইন লাগিয়েছে।গরীব লোকজন দেদার সঞ্চিত সোনা বিক্রি করছে বা বন্ধক দিচ্ছে।রাস্তায় দুধের গাড়ি উলটে গেলে পট হোল থেকে দুধ তুলে নিচ্ছে।আত্মহত্যা করছে।রেল লাইনে কাটা পড়ছে।
যার একটু বেশি টাকা আছিস আয়েশ করে টিভিতে সুশান্ত সিং এপিসোড দেখছে।সংবাদ মাধ্যমের চ্যানেল গুলো দিবারাত্র সার্কাস শো চালাচ্ছে। এক কথায়,গরীব মানুষ ও নিন্মবিত্ত লোকজন নাম্ব হয়ে গেছে। প্রতিদিন একলাখ লোক আক্রান্ত হলো কি দেড় লাখ কোনো ভ্রুক্ষেপ নেই। মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে গেলো কি না,কোন আগ্রহ নেই।ভ্যাকসিন এলো কি না এলো কিস্যু এসে যায় না।
খুউব খারাপ লাগে!
খ, আনন্দবাজার নিয়ে আমার তেমন উলুতপুলুতও নেই আবার শ্রেণিশত্রু ঠাউরানোও নেই। তবে কোন কাগজটা হিপোক্রেসি করে না বলতে পারেন? আজকালে বুদ্ধকে তুলে আর সুভাষকে ফেলে এখন কী দশা! প্রতিদিন সব তাড়ানো সাংবাদিকদের আশ্রয় দেয় কিন্তু মালিক তার টুটু বোস। একই হাল এই সময়েরও, সুমন চাটুজ্যে থাকলেও - না থাকলেও। তবে সবচেয়ে ওঁচাটে বোধহয় গণশক্তি (ছাত্রজীবনে এবং এখনও যে কাগজকে গনোরিয়াশক্তি বলে থাকি বন্ধুমহলে!)।
একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করি তাহলে। লকডাউন চলাকালীন নির্মলা সীতারামন যখন এক লাখ সত্তর হাজার কোটি টাকার জালি প্যাকেজটা ঘোষণা করেন, তার দু-একদিনের মধ্যে তার কারচুপি নিয়ে প্রথমে ফেসবুকে একটি পোস্ট করি। তখনও এ বিষয়ে জঁ দ্রেজ এবং প্রভাত পট্টনায়কের লেখা চোখে পড়েনি। সেই পোস্ট বন্ধু ও বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক সমর ভট্টাচার্যের (চেনেন কি?) চোখে পড়েছিল। পরে সেটা গুরুতে লিখলে তার লিঙ্ক তিনি একটি ইংরেজি পোর্টালে তাঁর প্রবন্ধে দেন। পরে গণশক্তিতে প্রকাশিত তাঁর অন্য একটি প্রবন্ধে সেই একই লিঙ্ক শেয়ার করলেও তাঁর 'বাচ্চুদা' (চেনেন কি?) শুধু সেটা বাদ দিয়ে বাকি প্রবন্ধটি হুবহু ছাপেন।
আমার নিজের ইচ্ছে ছিল ফেসবুকের লেখাটি আরও সুবিন্যস্ত করে গণশক্তিতে প্রকাশ করার। এমনকি সেক্ষেত্রে সম্মানদক্ষিণার কথাও মাথায় ছিল না। সমরবাবু বিস্তর চেষ্টাও করেছিলেন। পরে অসহায়ভাবে আমাকে জানান, আগামী ৬ মাসের জন্য নাকি গণশক্তির চারের পাতার যাবতীয় প্রবন্ধ 'বুকড'। কারণ আমার পেচুনে ওই কাগজে লেখা প্রকাশ করার প্রয়োজনীয় স্ট্যাম্পটি বিস্তর খুঁজেও পাওয়া যায়নি!
অবশেষে লেখাটি আনন্দবাজারে দিলে তারা তা সানন্দে প্রকাশ করে। রাজ্য থেকে প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়ার ক্ষেত্রে জ্যোতি বোসের যে কোনও সক্রিয় ভূমিকা ছিল না, সে সম্পর্কিত চিঠি অবিকল প্রকাশ করার হিম্মত আনন্দবাজার ছাড়া অন্য কারও হবে? বিশেষত যে আনন্দবাজার সে ব্যাপারে ১৮০ ডিগ্রি বিপরীত অবস্থান নিয়েছিল? আমি জানি না, আপনার জানা থাকলে জানাবেন।
অর্জুন, আন্দামানের ফলক থেকে বিপ্লবীদের নাম বাদ পড়ার প্রসঙ্গে এই বাঙালি-অবাঙালি বিভাজনটা আসছে কেন সেটা আদপেই বুঝতে পারছি না। আমারই অক্ষমতা। খারাপ কোনটা? বিপ্লবীদের নাম বাদ যাওয়া? নাকি বাঙালি বিপ্লবীদের নাম বাদ যাওয়া?
আমি S এর নীচের মন্তব্যকে সর্বান্তকরণে সমর্থন করলাম।
একটা প্রশ্ন আছে - এই যে প্রবন্ধ কেমন হওয়া উচিত তাই নিয়ে গাইডলাইনের আলোচনা চলছে, সেই অনুযায়ী আমাদের মত পাবলিকের প্রবন্ধ কি ছাপানো হবে গুরুতে?
সিরিয়াস৯-র নতুন ইস্যু এসে গিয়েছে। এবারের রয়েছে গৃহপরিচারিকাদের নিয়ে মৌসুমী বিলকিসের লেখা
https://www.guruchandali.com/comment.php?topic=18772
করোনার সময়ে আইটি সেক্টরের হাল নিয়ে দময়ন্তীর লেখা
https://www.guruchandali.com/comment.php?topic=18773
লকডাউনে হকারদের পরিস্থিতি নিয়ে বিশ্বেন্দু নন্দর লেখা
https://www.guruchandali.com/comment.php?topic=18774
অনির্বাণ মুখোপাধ্যায়ের একটি বিশেষ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে করোনা সংক্রমণ দেখা