এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৮459094
  • গুগুলের বাংলা স্পিচ-টু-টেক্সট তো আ্যন্ডয়েড কীবোর্ডে বছর তিনেক আগে থেকেই ইমপ্লিমেন্টেড। এপিআই পাবলিক করেছে কিনা জানিনা।

  • সম্বিৎ | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৬459093
  • গাঙ্গুলি-গঙ্গোপাধ্যায় হবে না, কিন্তু খবর-বখর আ্যলগো দিয়ে হবে কি? মানে সার্চ ইঞ্জিন যেটা "did you mean" বলে দেয়।

    তো যদি ধর 'খবর' কীওয়ার্ডের ফোনেটিক নেবার (প্রতিবেশ)   পাও এগুলো - বখর, খবার, খরাব - তাহলে এই সেটটা সিকুয়েল সার্চে ইনপুট দেওয়া সম্ভব কিনা। তাহলে, বাংলায় টোকেনাইজেশন না করলেও এককের ইউজকেসটা স্যাটিসফাই করা সম্ভব। থিওরেটিকালি।

  • Abhyu | 47.39.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০২:৪১459092
  • ল্যাদোশদা, এখানে একটা টুল ছিল, যাতে কথা বললে বাংলায় টাইপ করে দেবে। একটু আসতে কথা বললে এটা ভালো কাজ করে দেখেছি। এই রকম কিছু এমবেড করা যায়?

    https://www.agnichakra.org/voicerecognition/index.php

    এটা ক্রোমে ভালো কাজ করে, ফায়ারফক্সে ঝোলায়।
  • lcm | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৯459091
  • অ্যালগো তো একটা ব্যাপার। মাইসিকোয়েল ডেটাবেস একটা স্পেশাল টেক্সট ইন্ডেক্সিং অপশন দেয়, sql সাপোর্টও আছে, এই যেমন -

    SELECT * FROM table1
    WHERE MATCH (column1)
    AGAINST ('তাজা খবর' IN NATURAL LANGUAGE MODE)

    বেসিক্যালি ইনডেক্সে টেক্সটগুলো টোকেনাইজ করে রাখে - ngram পার্সার দিয়ে ইত্যাদি। মোটামুটি, লার্জ টেক্সট ইন্ডেক্সিং টুলগুলো - যেমন, ইলাসটিকসার্চ বা সোলার (লুসিন বেসড) ইঞ্জিনগুলো যেমন করে।

    এখন, এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মোড, এটা ইংরেজিতে যতটাফিচার /ফাংশানালিটি রিচ, যেমন ধরো - সাউন্ডেক্স - ইংরেজিতে 'Bob' দিয়ে সার্চ করলে ম্যাচিং 'Robert' ও এনে দেয়। এরকম বাংলা প্রতিশব্দ ডেটাবেস ব্যবহার করে সার্চ, 'গাঙ্গুলি' দিয়ে সার্চ করলে 'গঙ্গোপাধ্যায়' ধরে নেবে - এসব করে কি না জানি না, বা, থাকলেও কোথায় আছে ভাল জানি না।
  • সম্বিৎ | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:২৫459090
  • Knuth-এর আ্যলগো স্টেমিঙে আ্যপ্লাই করে তারপরে সিকুয়েল সার্চ করলে হবে? ইমপ্লিমেন্টেশন ডিটেল কিছু না জেনেই জ্ঞান দিলাম যদিও। লিংক দেখে মনে হচ্ছে সিকুয়েল সার্চ চালাচ্ছ। 

  • lcm | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:২০459089
  • একক,
    হ্যাঁ, আছে এখন কিছুটা। কিন্তু ইউনিকোডে মুশকিল, সাউন্ডেক্স বা ফোনেটিক্স টুলগুলো - সেগুলো ইউনিকোডে কাজ করে না, বাংলা তো দেখি নি তেমন। এখানে ইউজ হচ্ছে, ngram Full-Text Parser - https://dev.mysql.com/doc/refman/8.0/en/fulltext-search-ngram.html
  • tester | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:১২459088
  • না, না -- আনন্দর কমেন্ট, তোমাদের সবার কমেন্ট জরুরি --- ওখান থেকেই আইডিয়া আসে --- এককও যেটা বলছিল ইউজারকে যতটা এক পাতায় রাখা যায়, সেটাও একটা ব্যাপার তো বটেই।

    সম্বিৎ তো অ্যাডভান্সড সার্চ এর ইঁট পেতে রাখল
  • একক | 103.124.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:০৯459087
  • সার্চ নিয়ে যখন হচ্চেই,  দাবি রইলো,  ফনেটিক সারচ যেন আনা হয়। মানে বানান এক্টু এদিক ওদিক হলেও, নিয়ারেস্ট ম্যাচ খুঁজে আনতে পারে।  দুরকম ন, তিনরকম স যেন ম্যাটার  না করে। 

    সোজা কতা, আমার মত বানান লিক্লেও সারচ কাজ করা চাই ঃঃ)  

      

  • anandaB | 50.125.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:০৭459086
  • একদম একমত, ভাটিয়ালি যেহেতু পুরোপুরি comment বেসড, এখানে কনটেক্সট টা ভীষণ জরুরি এবং সেইজন্য ইমপ্লিমেন্ট করা ট্রিকি

    কিন্তু এই সমস্যা অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, actually আরও বেশি হবার চান্স, নির্ভর করেছে user কি সার্চ করতে চাইছেন তার ওপর

    সেই ওয়ান সাইজ ফিটস অল প্রব্লেম যেটা খুব সম্ভবত আমি নিজেই সাজেস্ট করে ফেললাম :)

    ইগনর করুন
  • সম্বিৎ | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০১:০৫459085
  • গুরু টেক টিম যখন পোলাওয়ে ঘি ঢালছেই, তাহলে উইশলিস্ট দিই - স্ট্রাকচার্ড সার্চ। এই হল আমার ইউজকেস - "২০১২ সালে ১৫-ই সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ২৮-শে ফেব্রুয়ারি সময়ের মধ্যে একক ভাটিয়ালিতে হ্যালু নিয়ে যা যা বলেছে সব দেখতে চাই।"

  • tester | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৮459084
  • হ্যাঁ, গুরুসন্ধান (সার্চ) এ কিছু ইম্প্রুভমেন্ট করা হচ্ছে।
    আসলে, মন্তব্য/কমেন্ট সার্চ একটু ট্রিকি। ধরো, ভাটে কিছু সার্চ করলে শুধু একটা ম্যাচিং মন্তব্য এনে দেওয়া যায়, সেটা হয়ত এক-দু লাইনের একটা কমেন্ট (যেটা এতদিন ছিল), কিন্তু সেটা কাজের কিছু না - সেদিনের ঐ পাতাটি যেখানে মন্তব্যটি হয়েছিল, তার আগের পরে প্রাসঙ্গিক মন্তব্যগুলো না আসলে ব্যাপারটা খুব ইউজলেস হয়ে যায়। অর্থাৎ, ইউজারকে সার্চ রেজাল্টে সেদিনের ঐ পাতায় যাবার অপশন দিতে হবে। সেখানে গেলে ঐ পাতার পেজিনেশনে তার আগের ও পরের পাতাগুলোর লিংক এমনিই আসবে, সেসব পড়ে ইউজার কনটেক্সটটা ধরতে পারবেন।

    আর্টিকল/লেখার কনটেন্ট সার্চে এই ঝামেলা নেই। বা লেখক দিয়ে সার্চেও নেই।
  • anandaB | 50.125.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৩459083
  • actually, আগের পোস্ট টা পুরোপুরি ঠিক বলি নি, কারণ এই মাত্র খেয়াল করলাম গুরুসন্ধান রয়েছে অলরেডি

    সুতরাং সেটাকেই enhance করার কথা ভাবা যায়
  • একক | 103.124.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৯459082
  • হ্যাঁ, ফিট করানো মুশকিল। মানে সেই ক্লিক ক্লিক করেই যেতে হবে আর কী। তাহলে ওই পাতাতেই যাওয়া বেটার।
  • anandaB | 50.125.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৯459081
  • ফীচার হিসেবে এই সার্চ অপশনের লং টার্ম গোল হওয়া উচিৎ part of global navigation menu, মানে ওই "প্রথম পাতা, ভাটিয়ালি..." ওই ব্যান্ড টার ঠিক নিচে এবং function করা উচিৎ কোন কন্টেক্সট এ ইউসার আছে তার ভিত্তিতে

    তবে যা হয়েছে তাও ব্যাপক :)
  • tester | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৬459080
  • :-) "অনন্তকাল" টা পাল্টে গুরুর নিজস্ব ভাষায় "আদিগন্তকাল" করে দিতে হবে
  • tester | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৩459079
  • ভাট সার্চ করলে তার রেজাল্ট আপাতত সার্চ পাতাতেই যাক। তার কারণ, ধরো কেউ ভাটে কোনো শব্দ দিয়ে সার্চ করল, এর ম্যাচ ধরো পাওয়া গেল গত ১০/১৫ বছর ধরে ছড়িয়ে কিছু পোস্টে, যেগুলো বিভিন্ন সময়ের বিভিন্ন পাতায় ছড়িয়ে আছে। সেগুলোকে এই কারেন্ট ভাটের পাতায়, যেখানে পাতাগুলো ক্রনোলজিক্যালি অ্যারেঞ্জ (পেজিনেশন) করা আছে সেখানে ফিট করানো ঝামেলা।
  • রঞ্জন | 122.162.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৩459078
  • পাই,

      লিংকগুলোর জন্যে অনেক ধন্যবাদ। সত্যি বলতে কি পরিবেশ রক্ষা এবং উন্নয়নের ইউরোপীয় স্টিরিওটাইপের দ্বন্দ্ব এবং তার মধ্যে একটা অপ্টিমাম রাস্তা খুঁজে বের করা আমার কাছে এখনও বেশ প্রবলেম্যাটিক। আমি খুব ক্লিয়ার নই । ট্রড়্যাডিশনাল কমিউনিস্টরা পরিবেশ, লিঙ্গ -বৈষম্য এবং জাতপাতের প্রশ্ন এড়িয়ে চলেন।

     সমাজতন্ত্র এলে সব মিটে যাবে। অর্থনৈতিক অসাম্য দূর হওয়াটা আসল। (যদিও মার্ক্স গোথা প্রগ্রামের ক্রিটিকে জার্মান কমিউনিস্টদের এই প্রশ্নে তুলোধোনা করেছিলেন)। আরেকটা চলত-- এনজিওরা হল সাম্রাজ্যবাদের থার্ড ফ্রন্ট। এরা  মলম লাগিয়ে শ্রেণীসংগ্রামকে ভোঁতা করে দেয় ! যদিও বঙ্গে ক্ষমতায় আসার পর অনেক নামকরা বামনেতাদের স্ত্রী  ও কন্যারা এনজিও খুলেছিলেন।

    এই প্রেক্ষিতে আমার বন্দনা শিবা, মেধা পাটকর,  সুনীতা নারায়ণ ভাল লাগত।  ডাউন টু আর্থ ম্যাগাজিন ছত্তিশগড়ে রাখতাম। এখন একটু ক্লান্তি লাগে, সত্তর ছুঁয়েছি বলে হয়ত। বোধি ও অর্জুনের লেখা পড়ে বন্দনা শিবার দুটো বই (১%, ডেমোক্রাসি) আজ বুক করেছি। তিনদিনে এসে যাবে।

    তোমার লিংকগুলো ডাউনলোড করেছি।কাল পড়ব।

  • Tapas Das | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:৩১459077
  • সার্চের ব্যাপ্তিতে অপশন হিসেবে 'অন্তন্তকাল' দেখাচ্ছে, এ কি আমার চোখের ব্যারাম, নাকি টেক টিম অন্য কোনও কালের ইশারা দিচ্ছে? 

  • tester | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:২৩459076
  • আপাতত সার্চ রেজাল্ট পেজে যাবে - পরে এটা দেখতে হবে। তবে পাতার নম্বর, বা তারিখ (অখনও হয় নি) - এই দুটো সার্চ - এই পেজেই রেজাল্ট আসবে ।
  • রঞ্জন | 122.162.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:২০459075
  • অর্জুন,

    হ্যাঁ ওয়েবসাইট আছে। CARMDAKSH  নামে সার্চ করলে দেখতে পাবে। আমরা হাতি-ঘোড়া কিছু নই ।

    কাজ করেছি ট্রাইবাল ব্লকে মেয়েদের সেলফ হেল্প গ্রুপ বানিয়ে তাদের মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়া, স্কুলে মেয়েদের আলদা ইকো-ফ্রেন্ডলি বাথ্রুম, ল্যাভোটরি বানিয়ে দেওয়া, তাদের দিয়ে লাইভলিহুড প্রজেক্টে বার্মিকম্পোস্ট তৈরি করে কমার্শিয়ালি বিক্রি করা, লাক্ষা চাষ এবং সংগ্রহণ (মিডলম্যানদের সরিয়ে দিয়ে), শ্রী-পদ্ধতিতে চাষ করা । ছত্তিশগড় লেভেলে সয়েল, ক্লাইমেট ইত্যাদি স্টাডি করে শ্রীপদ্ধতির হ্যান্ড বুক বানানো, অরগানিক পেস্টিসাইড বানানো এবং কৃষকদের ট্রেনিং দেওয়ানো।

    শহরে মেয়েদের স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়ে মোটরবাইক রিপেয়ার শিখিয়ে টোটো গাড়ি চালক বানানো। আর্বানা লাইভলিহুড নিয়ে আরও কাজ শুরু হয়েছে। আমরা কাজ করেছি নাবার্ড, দোরাবজি টাটা ফাউন্ডেশন, আজিম প্রেমজি ফিলান্থ্রপিক , ইংল্যান্ডের ওয়াটার-এইড, আরো দুয়েকটি ন্যাশনাল ফান্ডিং এজেন্সির সঙ্গে।

    বড় কাজ হয়েছিল   শিবনাথ নদীর পাড়ে দুটি গ্রামে ৫০০ একড় জমিতে  ১৭০  কৃষকের সেলফ হেল্প গ্রুপ বানিয়ে (অধিকাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক) লিফট ইরিগেশনের মাধ্যমে একফসলী জমিকে তিন ফসলী করিয়ে ক্যাশ ক্রপ চাষ করিয়ে কাজের খোঁজে পলায়ন রোখা। আমির খানের একটি ফিল্মে যেমন ছত্তিশগড় থেকে দিল্লি এলাকায় কন্সট্রাকশন মজদূর হওয়া দেখিয়েছে। আমি এদের সঙ্গে ২০০৫ থেকে আছি।

    বোর্ডে দিল্লির আজাদ ফাউন্ডেশনের মিনু বড়েরা আছেন। দিল্লি স্কুল অফ ইকনমিক্সের মাস্টার্স, নব্বইয়ের দশকে উগান্ডা সরকারে ফিনানশিয়াল অ্যাডভাইসরিতে কাজ করেছেন। এঁর একটি ইউনিট কোলকাতায় এডুকেশন নিয়ে কাজ করছে ।

    আমরা জোর দিই স্টাফ এবং টার্গেট গ্রুপের স্কিল ডেভেলপমেন্ট এবং ডেমোক্রাটিক কালচার ও লীডারশিপ গড়ে তোলার দিকে । সেলফ হেল্প গ্রুপকে ডেমোক্র্যাটিক কালচার গড়ে তোলার (হেজিমনির উলটো হিসেবে) জন্যে বেসিক ইউনিট মনে করি, এইটুকুই।

    লকডাউনে গ্রামে কাজ হারানো লোকজনের মধ্যে (৭০০ জন) তিনমাস নিয়মিত খাবার পৌঁছে দেওয়ার জন্যে আজিম প্রেমজী ফিলান্থ্রপিকের থেকে একটা প্রোপোজাল দিয়ে আর্থিক সাহায্য নেওয়া হয়েছিল।

    নিজেদের কথা বেশ সাতকাহন করে বললাম-- একটু নুন মিশিয়ে নিও।ঃ))

  • একক | 103.124.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:১৯459074
  • ফাইনালি আর গুরুসন্ধানে যেতে হবে না ত ভাটি তে বসে ভাটি সারচের যন্যে? 

     মানে,  সারচ করলে এই ওপরে পেজ নাম্বারের সেকশন টাই আপডেট হয়ে আউটপুট পেজ নাম্বার গুলো দেখায় যদি। ত বেশ। এক দান খাটনি কমে পাঠকের। 

     খুব কাজের জিনিস হচ্চএ এটা।  গুরু টেক টিম জিও!  

  • tester | 2600:1700:4540:5210:fd08:f3fb:decf:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:১৩459073
  • সরি! এখন ঠিক হওয়া উচিত। "তারিখে যান" টা এখনও হয় নি, পরে আসছে। তবে, ওপরের হেডার মেনু থেকে গুরুসন্ধানে গিয়ে তারিখ রেঞ্জ দিয়ে সার্চ কাজ করা উচিত।
  • একক | 103.124.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:০৫459072
  • যাহ!  উড়ি গেলা!!  টেস্ট হচ্চে ঃঃ)) গুড গুড 

  • একক | 103.124.***.*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:০৩459071
  • ভাটিয়ালির সারচ ভাটির মাথায় দেখানো ভেরি গুড স্টেপ। ক্লিক করলে গুরুসন্ধানে না গিয়ে এখানেই এক্সিকিউট করলে ভালো হয়।
  • রথীন্দ্রদেব ঠাকুর | 2401:4900:3149:60a0:c64:f825:5eb8:***:*** | ০৭ সেপ্টেম্বর ২০২০ ০০:০২459070
  •  মহীরুহ

    - রথীন্দ্রদেব ঠাকুর

    ______________________________

    তুমি তাকে যতই মারো

    কাটো বা আগুনে পোড়াও .

    তার কোন প্রতিবাদ নেই,

    সে শুধুই কাঁদে---

    আর তার চোখের জলে ভিজে যায়

    পায়ের তলার রুক্ষ মাটি...

    যখন ভারী হাতুড়ির আঘাতে

    তুমি তার দেহে গেঁথে দাও

    সূচালো পেরেক,

    সে তখনও নির্বিকার চলচ্ছক্তিহীন

    বোবা কান্নায় নিজেকে দীর্ণ করে...

    তার সতেজ প্রত্যঙ্গ কেটে

    তুমি যখন অরণ্য উৎসবের হোর্ডিং টাঙাও

    সে অস্ফুটে উচ্চারণ করে... হে পিতা,

    তুমি আমাকে আরও সহিষ্ণু করো...

    তুমি আমাকে পুনর্জন্ম দাও...

    তোমার অমৃতের সন্তানকে যেন আমি

    আমৃত্যু লালন করতে পারি।

    ঘাতকের রূপোলী কুড়ুল যখন তাকে

    ছিন্নভিন্ন করে

    মাটিকে শেষবারের মত আলিঙ্গন করে

    সে বলে ওঠে ঘাতককে

     - তোমার শেষ সময়ের জন্য

    আমার এ শরীর অপেক্ষায় থাকবে

    হে মানুষ...

      

  • b | 14.139.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৫459069
  • আমরা কি ব্রাজিলকে টপকে গেলাম?
  • ডঃ এন কে সাহূ | 151.197.***.*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪২459068
  • দেখলাম, য়্যাকম্প্লিশড ব্যক্তি।
    মানুষ কেমন বুঝতে চাইছিলাম আর কি!
    তবে ঐ আর কি, দোষে গুণে মানুষই হবেন নিশ্চয়ই
  • syandi | 2a01:c22:c871:5900:3d30:395:4d3:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৭459067
  • BARC- এ আভাস মিত্র বলে একজন অ্য়াস্ট্রফিজিসিস্ট আছেন যার কাজ নিয়েও অনেক বিতর্ক শোনা যায়।

  • syandi | 2a01:c22:c871:5900:3d30:395:4d3:***:*** | ০৬ সেপ্টেম্বর ২০২০ ২২:৩২459066
  • আচ্ছা IISC-এর সেই হাই টেম্পারেচার সুপার কন্ডাকটিভিটি দাবীর শেষ পর্যন্ত কি হল কেউ কি জানেন?
     

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত