ভুট্টা সিরিজে কারুর নতুন দীক্ষা হয়েছে নাকি?
ভুট্টা বেচার প্রচুর ঝাম
ধম্মতলায় সবুজ ট্রাম
শেষ কামরায় ঝন্ডু বাম
বিড়ির ভাগটি চাইতে মানা।
যাক্কলা, আ্যন্ড্রয়েডও দেখছি ৩০%। তালে কি আমি ধনী হবনা, হবনা আমি ধনী?
হ্যাঁ, এইটে আমারও অভিযোগ। গত শুক্কুরবারও আশা করেছিলাম।
শুক্কুরবারের পদ্য এলো না কেন হে হুতো? গুরুর কবিগণ দেকচি এক্কেবারে কুঁড়ের বাদশা!
আমি একটা আ্যপ তৈরি করছি। বাজারে ছাড়লেই মিলিওনেয়ার তো বটেই, চাই কি বিলিওনেয়ার হয়ে যাব। আ্যপল ট্র্যানস্যাকশিনের ৩০% নিয়ে নেবে বলে মাই বিজিনেস প্ল্যান ইজ আন্ডার থ্রেট।
বিঃদ্রঃ বড়লোক হইবার পরে পয়সা চাহিয়া লজ্জা দিবেন না।
এই গিজিগিজে সাম্রাজ্যবাদী প্রলেতেরিয়াদের মধ্যেও আইফোন ব্যবহারকারীরা ডবল-ক্যাফিনেটেড সাম্রাজ্যবাদী। এদের অল্ট-রাইট হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।
একসময়ের মানে লোকে আইফোং কিনে ওঠার আগে। মানে ইকনোমিপ্রজন্ম বিচারে এখনও যথেষ্টই জনপ্রিয়। লেয়াউটটা অভ্রঘেঁষা।
হুতোর কাজটার জন্য, সেটিংসে গিয়ে কিবোর্ডে যাও, বাংলা সিলেক্ট করেও করতে পার।
সব কিবোর্ড অ্যাপ পাসোয়ার্ড স্টোর করে মনে রাখবেন। ফোং থেকে নেট ব্যাংকিং করার সময় সাবোধান থাকবেন।
ল্যাদোশদা, রিদমিকও একটা অ্যাপ। একসময়ের বাংলা লেখার জন্য খুব জনপ্রিয় ছিল, স্পেশালি অ্যান্ড্রয়েডে।
মাংস।
হুতো যেটা বলল, সেটা কর স্পেশাল কিছু লেখার জন্য। আর indic keyboard অ্যাপ ইন্সটল কর। বাকিসব ভুলে যাও বিন্দাস।
রিদমিক ফিডমিক এসব আইফোন চার'এর সময়ের গল্প। এখন কিসু লাগেনা, গুরুর লেআউটও লাগেনা।
রিদমিক ব্যবহার করা যায় বাংলা লিখতে কিনতু ঝামেলি
আরে হানুদা, তোমায় খুঁজছিলাম। চার্বাক'দার কোনও খবর জানা আছে? দীপান্বিতা'দির? স্বরূপ দত্ত'র বেটার?
নবদ্বীপের দোকানে আমিও যেতাম মাঝেসাঝে। সাইকেল না চালিয়ে তাকে পাশে নিয়ে হাঁটতে হাঁটতে হানুদাও আসত। কাল এক বন্ধুর সঙ্গে পুরোনো গল্প হল অনেক, সে গল্পে ব দাশগুপ্তও ছিলেন।