এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 203.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৪:০০454734
  • অর্ণব শুনে মনে পড়লো ফেবুতে দেখি কে লিখেছে "জাতীয় পক্ষী ময়ূর, জাতীয় কুকুর অর্ণব গোস্বামী".

    :) :)
  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৮454733
  • বিবাদভঙ্গার্ণব শুনেই মনে পড়েছিল অর্ণব গোস্বামীকে। বিবাদভঙ্গ করবে কী, সে তো শুনেছি উল্টো করে। ঃ-)
  • ভুট্টানাশ | 165.225.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৯454732
  • ঐ দ্যাকো! সাদে বলেচে সৃজনশীলতা ইত্যাদি
  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৬454731
  • ওটা ভুট্টানাশ। অর্থাৎ কিনা ভুট্টা পুড়িয়ে খেয়ে ফেলা। ঃ-)
  • অভাবের সৃজনশীলতা | 165.225.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪৪454730
  • নেহাত আপনাদিগের মত পড়াশুনা নাই, নচেত এ প্রমাণ করাই যেত যে জেন্ডার পলিটিক্সের মাধ্যমে নারীর পরিচিতি যেভাবে এতোদিন চাপা দেওয়া হয়েছে (বহু ক্ষেত্রে এখনো হচ্ছে) সেরকম সৃজনশীলতায় ভারতীয়দের প্রকাশ এতদিন চাপা দিয়ে ভুট্টিনাশ থিউরির মাধ্যমে তা জাস্টিফাই করা হচ্ছে!
    কিন্তু হায়...
  • বিগ্গ্যান্সম্মত খিস্তি | 165.225.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৭454729
  • এইখানে মারদাঙ্গার হদ্দমুদ্দ করে চলেছেন আপনার, এদিকে একটি টইতে যে বলা হচ্ছে যে আপনাদের কোন সৃজনশীলতা নেই - সেই নিয়ে তো কেউ কাউন্টার করছেন না! কেবল কঠিন ভাষা বলে কেটে যাচ্ছেন! ভাবাই যাচ্ছে না এরকম একটা ডিরেক্ট গালাগালি বিগ্গ্যান্সম্মতভাবে প্রমান করে দেওয়া হল আর আপনারা তা খেয়েও নিলেন!
    সে তুলনায় বিদ্যাসাগর তো মুচকি হাসিমাত্র!
  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৫454728
  • আকা, না না, সেই অঙ্কের ছাত্র পেপার উপর থেকে ছুঁড়ে নিচে দিল, কারণ তাড়াতাড়িও হল, আবার মাধ্যাকর্ষণকেও কাজে লাগানো গেল। উইন উইন। ঃ-)
    আমাদের পাড়ায় একটা বাড়িতে দোতলার বারান্দা থেকে দড়ি দিয়ে একটা ব্যাগ ঝুলিয়ে রাখতো। সকালে দুধওয়ালা এসে সেই ব্যাগে দুধের প্যাকেট দিয়ে যেত। ওঁরা দড়ি ধরে টেনে তুলে নিতেন। একেও উইন- উইন বলা যায়। ঃ-)
  • সম্বিৎ | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৬454727
  • পিয়ার রিভিউয়ে প্রচুর জালি আছে। পপিচুর হদ্দ। তাও এর থেকে ভাল সিস্টেম আর নেই। ভাল পত্র-পত্রিকার প্রবন্ধও, স্রেফ বহুসংখ্যক পাঠকের কারণে, কিঞ্চিৎ রিভিউড ধরা যেতে পারে। যদিও রিভিউয়ারের জ্ঞানগম্যির চৌহদ্দির হদিশ নেই। তবে বহুপাঠের জন্যে ধরা যেতে পারে কজন সাবজেক্টের এক্সপার্ট আছেন।

    এর বাইরে যেসব প্রবন্ধ, প্রান্তিক পত্রিকা, লিটিল ম্যগাজিন ইনক্লুডিং আমার-আপনার গভীর মননশীল গুরুতে প্রকাশিত প্রবন্ধ মূলতঃ not worth the paper it is printed on. 

  • aka | 162.44.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৭454726
  • আর এক বিখ্যাত ইন্সটিউটের এক পাগলাটে কিন্তু অংকে অতি পারদর্শী ছাত্রকে এক আরও বিখ্যাত ভাটনগর অ্যাওয়ার্ড পাওয়া অধ্যাপক তার কোন এক পেপার হয়েছে কিনা জানতে এয়েছে হস্টেলে। অধ্যাপক নীচে দাঁড়িয়ে, ছাত্র দোতলার ব্যালকনি থেকে কয়েকটা লুজ পেপার ছুঁড়ে দিল, অধ্যাপক সহাস্যে সেই পেপার কুড়িয়ে টুড়িয়ে রিভিউ করতে গেল। ছাত্র ঠিক রেলা দেখাতে করে নি বলেই মনে হয়, অমন পাগলাটে, ব্রেণের কিছু অংশ এত বেশি অ্যাক্টিভ যে অন্যান্য অংশ ঠিক কাজ করে না। ব্যালান্সড নয়।
  • aka | 162.44.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:১২454725
  • গবেষণার স্বীকৃতি পেতে গেলে তাকে রিভিউড হতেই হবে, আর সঠিক রিভিউ করানোর দায়িত্ব গবেষকের নিজের। রামানুজমের মতন অতিমানব হলে আর হার্ডির মতন সহৃদয় মেন্টর থাকলে ব্যপারটা অন্যরকম।
  • অরিন | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৭454724
  • "কমিউনিকেশন অতি বিচিত্র বস্তু। বহুব্যবহৃত কথা - নো ইওর অডিয়েন্স --"

    ১০০% সত্যি!

  • Tim | 2607:fcc8:ec45:b800:dd43:a6ba:db94:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:০০454723
  • গবেষণা তো সিরিয়াসই। অ-সিরিয়াস গবেষক আর কে?
    আমজনতা ও সিরিয়াস কাজের সম্পর্কে নানা দিক আছে। অনেক কাজ আমজনতার কাছে ঠিকঠাক কমিউনিকেটেড না হওয়ার জন্য হারিয়ে যায়। ডকুমেন্টেড থাকলে একেবারে চিরদিনের মত হয়ত হারায় না, তবে গবেষকের জীবদ্দশায় হয়ত তেমন কেউ জানলো - এরকম হতে পারে।
    অন্যদিকে, অনেক কাজ এমন আছে যা গুণগত মানের জন্যই হয়ত টিঁকলো না।
    আবার এমনও হতে পারে সমকালের থেকে এগিয়ে থাকা কাজ বলে কেউ আগ্রহী হলোনা। এগুলোর মধ্যে কোন কারণে (এর বাইরেও অনেক কারণ আছে) নিন্দে হলো কি কি হলো সে নিয়ে গবেষকের সত্যিই তেমন কিছু করার নেই। চুপচাপ আগ্রহের জিনিস নিয়ে কাজ করে যাওয়া ছাড়া।

    কমিউনিকেশন অতি বিচিত্র বস্তু। বহুব্যবহৃত কথা - নো ইওর অডিয়েন্স -- আমার এক প্রফেসর প্রেজেন্টেশনের আগে বারবার বলতেন।
  • aka | 143.59.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৯454722
  • না ঠিকঠাক পিয়ার রিভিউড গবেষণার দাম প্রচূর।

    তবে আগে সিদ্ধান্তে উপনীত হয়ে তার সপক্ষে তথ্য ও তত্ত্ব সাজানোর জন্য যে গবেষণা তার জন্য খাটনি প্রচূর হয় কিন্তু সঠিক গবেষণায় পৌছন অসম্ভব।
  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:৪২454721
  • আম জনতার কাছে গবেষণার মূল্য খুব কম। সিরিয়াস গবেষণা আম দরবারে সবচেয়ে thankless job। কপালে দুর্নাম ও লাথি জোটে । বইও ব্যান হয়। 

  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৯454720
  • কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবনী বেরিয়েছে। আনন্দ থেকেই। মালা দত্ত রায়ের লেখা। প্রামাণ্য কিনা জানিনা। 

    কাদম্বিনী ও দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে নিয়েও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কয়েক বছর ধরে। কবে বই  বেরুবে জানিনা! 

  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৫454719
  • Dip, সেইজন্যেই তো রায়মশাই শুরুতেই ওই চন্ডীমন্ডপটা দেখিয়ে নিয়েছেন। ওটা যে আমাদের সমাজে ডাইনে বাঁয়ে সামনে পিছে উপরে নিচে নানা রূপে নানা ছলে রয়েছে, সেটাই আরকি দেখিয়ে নিয়েছেন। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:৩২454718
  • ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির একটা প্রামাণ্য জীবনীগ্রন্থ নেই, ভাবা যায়? অথচ প্রথম মহিলা ডাক্তার, বিলেত থেকে পাশ করে আসা ডাক্তার। এরকমও না যে পাশ টাশ করে এসে ডাক্তারি করলেন না, ঘরে রইলেন। তা তো নয়। সক্রিয়ভাবে ডাক্তারি করেছেন সারাজীবন। অথচ এই এতকাল বাদেও তেমন কিছুই প্রায় লেখাপত্র নেই ওঁর সম্পর্কে।
  • Dip | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:৩২454717
  • এখনো এদের দেখা মেলে! চায়ের দোকানে, রকের আড্ডায় সবার পিণ্ডি চটকে এরা বিপ্লব করেন! নিজের কোনো মুরোদ নেই, অপরের সমালোচনা করে হামবড়াগিরি দেখানো!
  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:২৯454716
  • *And that leads to further contestation

  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:২৭454715
  • Dip,
    গুপীগাইন বাঘাবাইনের শুরুর দিকের সেই চন্ডীমন্ডপ মনে পড়ে? সেইখানের সেই মাতব্বর বৃদ্ধ সমাজপতিদের? ঃ-)
  • অর্জুন | 113.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:২৭454714
  • সেদিন ইতিহাসবিদ সুপ্রিয়া গান্ধীর একটি কথা এখানে উল্লেখ করেছিলাম। Critical biographies র বিশেষ প্রয়োজনীয়তা আছে। সময়ের সঙ্গে সঙ্গে, সমাজ বিবর্তনের সাথে সাথে, এক, একটা প্রজন্ম বিগত যুগের মানুষদের নূতন করে অ্যানালিসিস করবে সেটাই স্বাস্থ্যকর ও স্বাভাবিক। সেগুলোই রিফেশিং চিন্তা ভাবনা। And the it leads to further contestations. জীবনী বানিয়ে বানিয়ে তো আর লেখা হয়না। ৪০ র দশকে একজন জীবনীকারের কাছে যে সব রিসোর্সেস  ছিল, পরে আরও বেড়েছে। অনেক তথ্য এসেছে। 

    নিবেদিতার প্রথম জীবনী বেরুল ১৯৩৫ এ। শঙ্করী প্রসাদ বসুর 'লোকমাতা নিবেদিতা' র কয়েক খণ্ড বেরিয়েছে তাও চল্লিশ বছরের বেশী হবে। 

    নিবেদিতার গবেষণামূলক নূতন জীবনী আরেকটি দরকার। 

    তবে বাংলায় নিবেদিতাকে নিয়ে লেখালেখিতে এখনো শঙ্করীপ্রসাদ বসুকে ধুয়েই চলছে। নূতন কাজ খুব কম। 

    রবীন্দ্রনাথের সঙ্গে নিবেদিতার পরিচয় হয়েছিল নিবেদিতা কলকাতায় আসার অল্প সময় পরেই। 

    'বেঙ্গল স্কুল'(আর্ট)  পর্বে নিবেদিতার বিশাল ভূমিকা আছে। 

  • Dip | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:২২454713
  • AtoZ, আজো সেই মাতব্বররা মাতব্বরি করে চলেছে!
    "প্রলয়ের ঐ শুনি শৃঙ্গধ্বনি
    মহাকাল আসে লয়ে সম্মার্জনী! "
  • S | 2405:8100:8000:5ca1::15d:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:২১454712
  • ইউটিউবের এই কমেন্টটা শেয়ার না করে পারছিনা।
    Particles and their discoverers:
    1. Proton = Rutherford
    2. Neutron = James Chadwick
    3. Electron = J J Thompson
    4. Mitron = Narendra Modi
  • S | 2405:8100:8000:5ca1::22b:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:১৮454711
  • দেখে জীবন ধন্য করুনঃ
  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:১৭454710
  • বিদ্যাসাগর ঠিকই স্বমহিমায় থেকে যাবেন। বরং আরও উজ্জ্বল হবেন কিছু ধূলো উড়ে গিয়ে। তাঁর যা অবদান, সেই মূল্যায়ণ মহাকালই করছে, করেছে, করবে। উনি যখন জীবিত ছিলেন, তখনও অকথ্য নিন্দা শুনেছেন, এমনকি ওঁর উপরে সরাসরি আক্রমণও হয়েছিল শোনা যায়। কিন্তু কিছুই ওঁকে দমাতে পারে নি। অনেক বাধাবিঘ্ন পার হয়েই তিনি কাজ করেছেন।
  • Dip | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:১০454709
  • সাগরে কাদা ছুঁড়ে কি সাগরকে মলিন করা যায়, পণ্ডিত মহোদয়? 

  • Atoz | 151.14.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:০৬454708
  • লক্ষ্য করুন, এসব উনিশশো তেরোর আগের কথা। রবীন্দ্রনাথের লেখাপত্র লোকে কিনত খুব কম, তাছাড়া সমালোচনাও খুব হত। তখনও তিনি প্রতিষ্ঠা পান নি। নিজের সমস্ত রচনার কপিরাইট নাকি অল্প দামে বিক্রি করে দেবার উদ্যোগ নিয়েছিলেন।
    সেই "অপ্রতিষ্ঠ" রবীন্দ্রনাথের সঙ্গেই নিবেদিতার দেখাসাক্ষাৎ হয়েছিল। বিশ্বকবি প্রতিষ্ঠা পাওয়া রবীন্দ্রনাথকে নিবেদিতা দেখে যান নি।
  • Diptangshu | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০২:০৬454707
  • আর বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত বেশ কিছু স্কুল এখনো আছে।দেড়শ বছর ধরে তারা সমাজে শিক্ষাবিস্তারে সহায়তা করে চলেছে। আর আমরা ফেসবুকে বাকতাল্লা মেরে সমাজ পরিবর্তনের খোয়াব দেখছি! 

  • Diptangshu | 103.77.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৮454706
  • বিদ্যাসাগরের সময় দেশে প্রতি 100 জন মানুষের মধ্যে 10 জন‌ও সাক্ষর ছিলেননা। মূলত উচ্চবর্ণের মধ্যেই বিদ্যাচর্চা সীমাবদ্ধ ছিল। স্বাভাবিক ভাবেই স্কুল গুলি প্রতিষ্ঠিত হবার পর উচ্চবর্ণের ছাত্ররাই সেখানে ভর্তি হতে আসে। শিক্ষকদের মধ্যেও অধিকাংশ উচ্চবর্ণের। এতে বিদ্যাসাগরের দোষ কোথায়? একজন মানুষ একা সব সমস্যার সমাধান করে ফেলবেন? ‌আর আমরা ফেসবুকে বা ব্লগে বুলি কপচাব?

    আর এই লেখাগুলিকে বলা হবে নির্মোহ বিশ্লেষণ! 

  • পি. আচার্য | 202.142.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৮454705
  • মানে পদত্যাগপত্র অফিসিয়ালি অ্যাসেপ্টেড হওয়ার পরেও যে ফের 'নিজের আত্মমর্যাদা' (পরের আত্মমর্যাদা যে হয় এটা জানতাম না) বিসর্জন দিয়ে কলেজের অধ্যক্ষ পদে থাকার আবেদন করেছিলেন লিখিতভাবে - সেটা যে আমার রচনা বইতে আপডেট করেছি কিছুদিন আগে - সেটা কিনে ফেলুন এবং পড়ে নিন। পুরনো রচনাবই থেকে লাগাতার ঝেড়ে গেলে আমার বিক্কিরি কমে যাবে সে খ্যাল আছে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত