এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন | 182.69.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২৩:১১454404
  • উঃ ,এ একেবারে "কে প্রথম কাছে এসেছি,------   ভালবেসেছি। কে আগে?"

    --সরি! মাঝখানে ভাট বকার লোভ সামলাতে পারলাম না।

  • Tapas Das | ৩১ আগস্ট ২০২০ ২৩:০১454403
  • বোধি, আমি তোমায় অপছন্দ করি বললে? একবার আটকাল না? তুমি সিপিএম জেনেও তো তোমায় ভালোটি বেসেছি। 

  • aka | 162.44.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:৫১454402
  • কে বেশি হাঁটে? মাথা না পা?
    মাথাই বেশি পা একটু কম
  • aka | 162.44.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:৫০454401
  • পরের লাইনগুলো

    পা ই সই / মাথা কই
    হাঁটতে গেছে / রাস্তা কই
    আটকে গেছে / মেয়র কই
    শোভন আছে / তাই সই
    পাঁচতলায়? না এক তলায়?
  • বোধিসত্ত্ব | 42.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:৫০454400
  • এত বড় একটা ভাবী ট্রিডি টক (পান ইন্টেনডেড), ট ই টপকাতে পারে পোস্ট টপকাতে পারেনা। এতো শুধু কটি ইংরেজি ভজন দিয়ে পুনরায় ঘোর সংসারী হবে।
    স্যা:।:-)))))))
  • বোধিসত্ত্ব | 42.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:৪৪454398
  • ট,‌বাঃ গুড। ঈশ এটার সঙ্গে অল্প নিরুপম সেন আর একটু কন্টিনেন্টাল লাগার ব্র্যান্ডি়ং লাগালে আজ তারপীঠে, আইন্ডোভেনের বেস ক্যাম্প
    হয়।:-))))

    সি এস , :--))))) দ্যাখো জীবনানন্দ ইশতক, রোগা বাঙালি র 'বোধ' দুর্বলতা সুবিদিত, আমি তো আর এলের মত ওভার দ্য টপ নই, পথিকের জন্য পাতা সুরের সোফারুপী আসনখানি মাত্র :---))))

    বাই দ্য ওয়ে আমার মনে হয় ইন্দ্রাণীদি আর গুরু দেখে নি, অভ্যু এল , সময় ও দিল, গান ও দিল, কিন্তু ইন্দ্রাণীদি গান চাইল না
  • b | 14.139.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:৪৩454397
  • ঘুঘু সই/পুত কই
    হাটে গেছে/হাট কই
    পুড়ে গেছে/ছাই কই
    সোনাকুঁড়ে না ছাইকুঁড়ে?
    এই ছড়াটার আর কোনো লাইন আছে? কয়েকটা মিস করছি??
  • হায়দ্রাবাদ | 151.197.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:৪১454396
  • বীরভূমেও হায়দ্রাবাদ? মরি হায়
  • T | 146.196.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:২৭454395
  • :)

  • aka | 143.59.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:২১454394
  • ডিঃ ইহা একটি আবেদন মাত্র। শোনা না শোনা ব্যক্তিগত ব্যপার।
  • aka | 143.59.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২২:১৮454393
  • যে যেখানে যা ইচ্ছে তাই লিখবেন, কিন্তু আমাদের মতন সাধারণ বেত্তা (কথাটার মানে জানি না যদিও) কথা ভেবে দয়া করে যদি ইতিহাস চর্চা টইতে নিয়ে যান তাহলে আপনাদের ভালো হবে।
  • T | 146.196.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:৫৯454392
  • আমি অ্যাকচুয়ালি পচ্চিলাম বীরভূমের ইতিহাস। খনুদা শোনো। রুজি রোজগার নেই, শিক্ষা দীক্ষাও নেই। কিন্তু আছে অঢেল দেশী মদ আর পচুই। ১৭৯৩ সালে সরকারি মদের লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকান দুটো, আর পচুইয়ের তিনটে। কিন্তু এর বাইরে আরো বহু অনুমোদিত পচুইয়ের দোকান। বেশ সস্তা। কালেক্টর সায়েব স্মৃতিচারণ করেচেন...'ভাত পচিয়ে, তার সঙ্গে সুগন্ধ আনার জন্য কিছু শেকড়বাকড় আর ঝাল লঙ্কা মিশিয়ে তৈরি হয় যে পচুই তা এত সস্তা যে দরিদ্রতম নেটিভরাও কিন্তে পারে; আর তা এত মৃদু যে আমি...বেশ জোর করে বলতে পারি এই হায়দ্রাবাদ গ্রামে এমন একটি লোক দুর্লভ যে তিন কোয়ার্ট পরিমাণ দৈনিক টানে না...

    ওরেঃ। ব্ল্যানকি এসব শুনলে খুশি হ'ত খুব।

  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:৫৮454391
  • জ্যোতিষশাস্ত্রে জ্যোতির্বিদ্যাও ছিল মানে অ্যাস্ট্রোনমি। সমাচার দর্পণের খবরটা ফালতু। মিশনারিদের কাগজে তো এইরকম প্রচার করাই হবে।

  • সিএস | 2405:201:8803:bf86:965:62b3:196f:***:*** | ৩১ আগস্ট ২০২০ ২১:৫৭454390
  • তাও ভালো বোধের কথা বলেছ, বেত্তা বলনি। ঃ-) কিছু লেখার আছে, একটু সময় লাগবে।
  • T | 146.196.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:৪৩454389
  • জ্যোতিষশাস্ত্রে ঠিক কী পড়ানো হ'ত সেইটে নিয়ে শিওর হওয়া যায় না। ১৮১৯ এ যখন কেরি সাহেব শ্রীরামপুরে টোল খুলছেন, তখন সমাচার দর্পণে লেখা হচ্ছে যে এই বাঙ্গালা দেশে অন্য ২ শাস্ত্রের টোল চোউপাড়ী সর্বত্র বাহুল্যরূপে আছে এবং অনেক লোক ব্যবসা করিয়া বিদ্যবান হইতেছেন কিন্তু প্রকৃত জ্যোতিষশাস্ত্র লীলাবতী ও বীজ ও সূর্যসিদ্ধান্ত ও সিদ্ধান্ত শিরোমণি প্রভৃতি ভাস্করাচার্য্যাদির প্রণীত গ্রন্থের পাঠ ও ব্যবসায় এই বাঙ্গালা দেশে নাই...ইত্যাদি। এখন হেইডা ফেক নিউজ কিনা জানি না। ঃ)

    কোথায় যেন পড়লাম, পরীক্ষার সময়, মিশনারি স্কুলে স্কোয়ার আর কিউব রুট জিজ্ঞেস করা হ'ত। মনে হয় না পাঠশালায় এর বেশী অঙ্ক দরকার ছিল বা পড়ানো হ'ত। শাস্ত্রী মশাই একেই জটিল বলেছেন কিনা কে জানে। 

  • s | 100.36.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:৩১454388
  • S,
    ভরসা রাখার কি না রাখার দরকার কি? ২০ শে জানুয়ারি দুপুর বারোটায় ট্রাম্পের টার্ম শেষ হবে, যদি না ইনগারেশন হয়। ট্রাম্পের টার্ম শেষ হবার সাথে সাথেই পেলোসি উইল বি অ্যাক্টিং প্রেসিডেন্ট, যদি কোনো ক্লিয়ার উইনার না থাকে। এবার পেলোসি প্রেসিডেন্ট হলেই DHS, DOD এরা সবাই পেলোসির আন্ডারে। ট্রাডিশনালি পলিটিকাল অ্যাপয়েন্টিরা সবাই রিসাইন করেন। যদি কেউ নাও করেন, তাহলেও নতুন প্রেসিডেন্ট ইমিডিয়েটলি সব পলিটিকাল অ্যাপায়েন্টিকে ফায়ার করতে পারেন। তাই প্রাক্তন প্রেসিডেন্টকে এস্কর্ট করাটা কোনো সমস্যা নয়। তবে ট্রাম্প দেশ জুড়ে ভায়োলেন্স ইন্স্টিগেট করবে, সেটা একটা সমস্যা বটে।
  • bodhisattva dasgupta | 202.142.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:৩০454387
  • অর্জুন, ম (মিঠু) এটা একদম ই ঠিক বলেছেন, আমাকে আরো অনেকে ফেসবুকের নানা গ্রুপের কথা বললো, কিন্তু আমি ফেসবুকে নেই। ১৯৫০ এর পরের স্টুডেন্ট মাষ্টার মশাই যাঁরা বেঁচে আছেন উত্তর সরাসরি দিতে পারবেন।
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:২৬454386
  • রঞ্জনবাবুকে আমার সোজা কথা, বোতাম লাগান। তাই বলে হাতার বোতামটাকে ছিঁড়ে রাস্তায় ফেলে দেবেন না। মনে রাখবেন যিনি জামাটা বানিয়েছেন তিনি জামার বোতামের ক্ষেত্রে হাতার বোতামটা কমা কোম্পানির তো লাগানইনি, উল্টে যথেষ্ট যত্ন করেই লাগিয়েছেন। কাজেই সেটাকে অবজ্ঞা বা অবহেলা করা খুব কাজের কথা নয়।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:২০454385
  • সৈকত (দ্বিতীয়), যুক্তি দিয়ে বুঝিয়ে কথা বললে তোমার কাছে বকুনি খেতে আপত্তি নেই। থাকার কোন কারণ ও নেই। তোমার পড়াশুনো ও বোধ স্ট্রেট আমার থেকে অনেক বেশি গভীর ও ব্যাপ্ত। আমার মত খাবলিং না।

    গোপন কথা ,নিজেদের মইদ্যে বলে বলছি, ;-)) যেটা পোস্ট টার কথা বলছো, এটা ঠিক ই বলেছো। আমরা ওজ্জিনাল মাকু গণ, যারা কিনা ভোটে দাঁড়াবো না, যাদের কিনা তুমি ও মিঃ টাপোশ ডাশ (আমার ক্লোজেট নকু শোভন) মনে প্রাণে অপসন্দো করো [মজা করে];-) , তারা এটা গোপনে আজকাল বলেই থাকি, ওয়েলফেয়ার স্টেট এর নেসেসারি কারেকশন শুধু না, ইউটিলিটারিয়ান লিনিয়ার প্রগতির ধারণা হিসেবে এর সমাজতান্ত্রিক স্টেট এর ফেলিয়োর, এবং প্রগতিশীল স্টেট(তুরস্ক, মিশর ইত্যাদি) এর ব্রুটালিটি ই মানুষ কে পোস্ট কলোনিয়াল থিয়োরী সন্ধানে ব্যাস্ত করেছে। কথাটা খুব অনৈতিহাসিক না, ভেবে দেখো, আমরা নানা মতাদর্শের একটা চার্নিং এ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেকার পরিস্থিতিতে, অসংখ্য শহীদ আর দুর্ভিক্ষে মরা বা ফ্যান চাইতে বাধ্য হওয়া মানুষের বিনিময়ে ফস করে ১৯৪৭ এ স্বাধীন হয়ে গেছি বটে, এবং তার পরে মাও এর ম্যাজিক ১৯৪৯ এ , কিন্তু উপরে যে ফেলিওর এবং কারেকশনের প্রয়োজনীয়তা গুলো বলছিলাম সেগুলো ধরো রিয়ালাইজ হতে শুরু করছে, এই এক ই ওয়েভ এর স্বাধীনতা সংগ্রাম গুলো তে বা রাজনৈতিক পতপরিবর্তন গুলো তে, (৪৮-কলাম্বিয়া, ৫০স-৬০্স এর ত্রিনিদাদ, মিশর, ইন্দোনেসিয়া , আলজেরিয়া) কি, বা রাজনৈতিক পট পরিবর্তন গুলোতে। সাম্রায্যবাদ ধ্বসছে, ধ্বসিয়েও দিছে, ১৯৪৭ (ভারত) থেকে ১৯৭৯ (নিকারাগুয়া, রোডেশিয়া - জিম্বাবাওয়ে) পর্যন্ত এই রেঞ্জ। এবার দেখো তোমার সব কটা পড়া বই গুলো, মিগুয়েল আস্তুরিয়াস (১৯৩৬) , সি এল আর জেম্স এর ব্ল্যাক জ্যাকোবিন্স (১৯৩৬), ফ্রান্জ ফ্যানো (১৯৫০-৬২ র মধ্যে পর পর), সি এল আর এর ই ১৯৬৪ র বিয়ন্ড বাউন্ডারি , ইত্যাদি গুলো নতুন ভাবে কলোনী কে দেখছে, রেস এলিমেন্ট কে এক্সপোজ করছে, এবং তার দ্বারা আমাদের দেশে প্রগতিশীলেরা প্রভাবিত হচ্ছেন তাদের একটা অংশ কলোনির থিয়োরাইজেশন করছেন কনশাসনেস , মতাদর্শ র ইতিহাস এর দিক থেকে, তাই এই সব উচ্চ শিক্ষা র কথা আসছে।
    সুতরাং এই বিচার নতুন তো না। সুতোরাং আমি এই আলোচনায় অনেক রিয়াকশনেই অবাক হয়েছি। আমাদের দেশে একটা প্রজন্মের লোকেরা বাম সহ বাংআলির উনবিংশ শতক এর শেষ ভাগ কে গ্লোরিফাই শব্দটা ঠিক হবে না, প্রগতি র সূচক হিসেবে দেখছেন, পরে র সিরিয়াস ঐতিহাসিক রা অনেকেই সেটা দেখছেন না। ফ্রাগমেন্টেড নেশন না হলে, শিক্ষার বিচিত্র স্তর গুলি শারপেন্ড না হলে, হতেই পারে থিয়োরাইজেশন এর গতি প্রকৃতি অন্য হত, কিন্তু কোন না কোন সময়ে কলোনীর রেস এলিমেন্ট , বাজার কনসোলিডেশন অনুযায়ী পারসোনাল ল এর স্ট্যান্ডার্ডাইজেশন প্রশ্নের মুখে পড়তো কখনো না কখনো।

    এবার পোকো থিয়োরাইজেশন ইত্যাদি হয়ে সামাজিক পরিবর্তন এর র‌্যাডিকাল এবং ইনক্লুসিভ শক্তির ক্ষতি হয়েছে না শক্তি বৃদ্ধি হয়েছে, নাকি প্রগতিশীল ফোর্সের শক্তিবৃদ্ধি না হলেই একটা থিয়োরী
    তার আনালিটিকাল স্কোপ থেকে সরেই বা আসবে কেন, ইত্যাদি প্রশ্নের ব্যাপার। সেসব প্রশ্ন হলে এলে সহ পোকো তত্ত্ব চর্চার লোক দের উত্তর দিতে হবে, এক্সচেঞ্জ হবে। তথ্যের সার্ভের দিক দিয়ে আমার এলের বক্তব্যে আমরা এখনো অব্দি কিছুটা কমপ্লিটনেস পাচ্ছি। ওভার দ্যা টপ শব্দ এক্স্প্রেশন ও পাছি এগুলো না এলে বক্তব্য সহজে গ্রহণযোগ্য হত।
    বাকি বক্তব্য জেনেরাল ....
    এটা র রিয়াকশন হয়তো হয়েছে, কিন্তু তথ্য যা এসেছে, এখনো টোটালি ঢপ বানানো কিসু না।
    এবার শেষ পর্যন্ত সেটা র কি হবে সেটা এলে উত্তর দেবে। আমি এখনো পর্যন্ত এলে যা বলেছে , যে বই গুলো পেপার গুলো রিপোর্ট গুলো রেফার করেছে, তার সম্পর্কে আমার অবস্থান (কখনো সমর্থন সূচক, কখনো ডিসএগ্রিমেন্ট) এর একটা তালিকা দিতেই পারি, কিন্তু সেটার প্রয়োজন আছে বলে মনে হয় না, মানুষ এই বিষয়ে একটা প্রবন্ধ পড়বে না, আর কিছু টেক্স্ট এর সঙ্গে পড়লে এই বিষয়ে যে আলোচনা যা অলরেডি আছে, সেটা এগোলো না পেছোলো সেটা তো পরে বোঝা যাবে, আপাতত জাজমেন্ট ইজ সাসপেন্ডেড।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২১:১৪454384
  • আচ্ছা যা দেখলাম, আলোচনাগুলো মোটামুটি ভদ্রজনেরাই করছেন। তো অ্যাডাম, মুনরো এবং পাঞ্জাব নিয়ে আমার দু'পহা। খাটতে হচ্ছে না, কপি-পেস্ট করলেই হবে!

    অ্যাডাম- দেশজ প্রাথমিক শিক্ষার বিদ্যালয়গুলির সংজ্ঞা ঃ যে সব বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় এবং যেগুলি দেশীয় লোকের সাহায্যে দেশীয় লোকের দ্বারা স্থাপিত অর্থাৎ যেগুলি কোনও ধর্মীয় সংস্থা বা দাতব্য সংস্থার সাহায্যে গড়ে ওঠেনি, সে সব বিদ্যালয়কে দেশজ প্রাথমিক বিদ্যালয় বলা হচ্ছে।

    আমার করা বাংলা, চাইলে ইংরেজি দেওয়া যাবে।

    এল লাখ 'ইস্কুল' : A distinguished member of the General Committee of Public Instruction in a minute on the subject expressed the opinion, that if one rupee per mensem were expanded on each existing village school in the Lower Provinces, the amount would probably fall little short of 12 lakhs of rupees per annum. This supposes that there are 100,000 such schools in Bengal and Behar, and assuming the population of those two Provinces to be 40,000,000, there would be a village school for every 400 persons.

    অ্যাডামের নিজস্ব বিশ্লেষণ : The estimate of 100,000 such schools in Bengal and Behar is confirmed by a consideration of the number of villages in those two provinces. Their number has been officially estimated at 150,748, of which, not all, but most have each a school. If it be admitted that there is so large a proportion as a third of the villages that have no schools, there will still be 100,000 that have them.

    এটা যে খুব একটা ভুল ছিল না, তার প্রোজেকশনও আছে। মানে পাঠশালা+ গৃহশিক্ষা মিলিয়ে। ছবি আছে, চাইলে দেওয়া যাবে।

    একে সমর্থন করেছেন মুনরো : তিনি বলেছিলেন ‘there is one school to every 1,000 of the population; but as only a very few females are taught in school, we may reckon one school to every 500 of the population’।

    একই কথা বোম্বে এডুকেশন কমিটির ১৮১৯ সালের একটি রিপোর্টে: ‘There is probably as great a proportion of persons in India who can read, write, and keep simple accounts, as are to be found in European countries’। ওই রিপোর্টে আরও বলা হয়, ‘Schools are frequent among the natives, and abound everywhere’।

    আর অ্যাডামের প্রায় ৪৫ বছর পরে, লাহোর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও পাঞ্জাব শিক্ষাসংসদের অস্থায়ী কার্যকারী সভাপতি লিটনার (Dr G. W. Leitner) পাঞ্জাবের দেশজ শিক্ষাব্যবস্থার ওপর সমীক্ষা করে জানান যে, ব্রিটিশের পাঞ্জাব দখলের সময়ে ‘3,30,000 pupils in the schools of the various denominations who were acquainted with reading, writing and some method of computation’ অথচ ১৮৮২ সালে এই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ‘little more than 1,90,000’।

    টোলে কী পড়ানো হত : ব্যাকরণ, ন্যায়শাস্ত্র , স্মৃতিশাস্ত্র ও সাহিত্য। এছাড়াও তারা পড়ত পুরাণ , জ্যোতিষশাস্ত্র , শব্দবিজ্ঞান বা Lexicology, অলঙ্কার, চিকিৎসাশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, বেদান্ত, মীমাংসা ও সাংখ্য (ছাত্রসংখ্যা অনুযায়ী দিলাম)। শিক্ষার মেয়াদকাল, শিক্ষা শুরু ও সমাপ্তির সময় ইত্যাদি বিষয়ে শিক্ষার বিষয় অনুযায়ী ও জেলা অনুযায়ী তারতম্য ছিল। পাঠ্যপুস্তক হিসবে শিক্ষার্থীদের পড়তে হত ব্যাকরণে সভাষ্য মুগ্ধবোধ, পতঞ্জলির মহাভাষ্য, সিদ্ধান্তকৌমুদী ইত্যাদি; ন্যায়শাস্ত্রে সিদ্ধান্ত মুক্তাবলী; স্মৃতিতে রঘুনন্দনের বিভিন্ন তত্ত্ব; সাহিত্যে ভট্টিকাব্য, হিতোপদেশ, রঘুবংশ, নৈষধচরিত, শকুন্তলা, কুমারসম্ভব, মাঘ ও ভারবি; শব্দবিজ্ঞানে অমর কোষ; অলঙ্কারে কাব্যপ্রকাশ, কাব্যচন্দ্রিকা, সাহিত্যদর্পণ প্রভৃতি।

    পাঠশালার পাঠক্রম নিয়ে শিবনাথ শাস্ত্রী ঃ পাঠশালে পাঠনার রীতি এই ছিল যে, বালকেরা প্রথমে মাটিতে খড়ি দিয়া বর্ণ পরিচয় করিত; তৎপরে তালপাত্রে স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ, যুক্তবর্ণ, শটিকা, কড়াকিয়া, বুড়িকিয়া প্রভৃতি লিখিত; তৎপর তালপাত্র হইতে কদলীপত্রে উন্নীত হইত; তখন তেরিজ, জমাখরচ, শুভঙ্করী, কাঠাকালী, বিঘাকালী প্রভৃতি শিখিত; সর্বশেষে কাগজে উন্নীত হইয়া চিঠিপত্র লিখিতে শিখিত। সে সময়ে শিক্ষা-প্রণালীর উৎকর্ষের মধ্যে এইটুকু স্মরণে আছে যে, পাঠশালে শিক্ষিত বালকগণ মানসাঙ্ক বিষয়ে আশ্চর্য পারদর্শিতা দেখাইত; মুখে মুখে কঠিন কঠিন অঙ্ক কষিয়া দিতে পারিত।

    এবারে চাইলে টোমাসনের স্কুলের পাঠ্যসুচী ও সেই বিষয়ে মোয়াটের রিপোর্ট কপি-পেস্ট করা যাবে!

  • রঞ্জন | 182.69.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২০:৫৭454383
  •   ইতিহাস চর্চায় আমার একটা প্রশ্নঃ  জামায় বোতাম লাগাব? নাকি হাতে একটা বোতাম রয়েছে তাতে জামা সেলাই করব?

  • রঞ্জন | 182.69.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২০:৫৩454382
  • @বোধি,

       রজত হচ্ছে জন্ম বুড়ো, আমার উলটো। খালি অধ্যাপক-অধ্যাপিকা (যেমন অশীন দাশগুপ্ত , সৌরীন্দ্র মিত্র , পবিত্র সেনগুপ্ত আদি ) দের সঙ্গে আড্ডা! বাবা-কাকাদের চেনে, ছেলেদের চেনেনা। শিব,কুকুল, নির্মলাংশু, শোভন ব্যতিক্রম।

    অর্জুন, 

      ভালো আছি। একটা পাতি গল্প বলি। আমার পিসতুতো দাদা ষাটের দশকে শান্তিনিকেতন বেড়াতে গিয়ে তান চামেলিকে দেখে আর ফেরার নাম করেনা। এদিকে রেস্ত ফুরিয়ে আসছে। সাহস করে এক সকালে ওনাকে বলেই ফেলল-- আমার স্ক্র্যাপবুকে কিছু লিখে দেবেন?

    তান চামেলি অবাক। ভুরু কুঁচকে বললেন--আমাকে কেন ?

    --না  মানে ক'দিন ধরে ভাবছি আপনাকেই বোলব।

    চামেলি একটু ভেবে খাতায় খসখস করে লিখে দিলেন-- "কত অজানারে জানাইলে তুমি ------- পরকে করিলে ভাই"।

    ভাই? সেদিনই ফিরতি ট্রেনে কোলকাতায়।

    বুড়ো বয়সে চুঁচড়োর বাড়িতে আমায় দেখাল-- সেই লেখাটি যত্ন করে রাখা!

  • PM | 27.13.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২০:৩১454381
  • On Sunday, U.S. Food and Drug Administration Commissioner Stephen Hahn said in an interview with the Financial Times that the FDA would be willing to bypass the normal approval process to authorize a coronavirus vaccine before Phase 3 trials are completed, provided the benefits outweighed the risks.

    খমোখই জনগন
    রাশিয়া কে গাল দিলো।

    ডিসি কি এই ৩ ফেস টেস্ট না হওয়া ভ্যাকসিন থুরি ক্যন্ডিডেট ফর ভ্যাকসিন নিতে রাজি হবেন ?
  • S | 179.43.***.*** | ৩১ আগস্ট ২০২০ ২০:২৩454380
  • ট্রাম্পের তো ভোটে জেতার প্রয়োজন নেই। মিডিয়ার একাংশের সাহায্যে যথেষ্ট লোককে যদি বিশ্বাস করাতে পারে যে ভোটে জেতার আসল দাবীদার হল ট্রাম্প তাহলেই হবে। এরপর গন্ডগোল শুরু হলে ট্রাম্পই বেনিফিটেড হবে। আগেরবার তো যতদুর মনে পড়ছে ফ্লোরিডা সুপ্রীম কোর্ট বুশের ফেবারে রেজাল্ট দিয়েছিল। এবারে যে সেরকম হবে, তার প্রচুর সম্ভাবনা রয়েছে। এই কারণেই ট্রাম্প বলেছে যে ইলেকশনের রাতেই রেজাল্ট চাই। মানে তারপর রিকাউন্ট ইত্যাদি সে মেনে নেবেনা। ফক্স আর ওএনেনের রেজাল্টই আমেরিকার বহু লোকজন ফাইনাল ধরে নেবে।

    সুপ্রীম কোর্টের রুলিংটা দেখেছিলাম। সেখানে ফেইথলেস ইলেক্টোরেটকে ক্যানসেল করতেই হবে, এরকম কোনও বাধ্যবাধকতা নেই। পানিশ আগেরবারও করা হয়েছিল - সামান্য জরিমানা। যেসব স্টেটগুলোতে ডেমরা জিততে পারে কিন্তু সেক্রেটারি অব স্টেট রিপাব্লিকান সেখানে সমস্যা হবে।

    হ্যাঁ সিক্রেট সার্ভিস চাইলে প্রাক্তন প্রেসিডেন্টকে এসকর্ট করতে পারে। বাইডেণ সেটাই বলেছিল। কিন্তু সিক্রেট সার্ভিস ডিএইচএসের আন্ডারে। দুদিন আগে কঙ্গ্রেসকে তো ডিওডি বলে দিয়েছে যে পীসফুল ট্রানজিশনের জন্য তারা কিছুই করবেনা। সেখানে সিক্রেট সার্ভিসের উপর ভরসা রাখা যাচ্ছেনা।
  • | 2601:247:4280:d10:24e0:1973:dbe0:***:*** | ৩১ আগস্ট ২০২০ ২০:০৭454379
  • অর্জুন, ফেসবুকে শান্তিনিকেতন বলে একটা গ্রুপ আছে। আপনি সেখানে আপনার প্রশ্নটা রেখে দেখতে পারেন। আশাকরি সহজেই সাহায্য পাবেন। 

    সাবধানে থাকবেন।দ্রুত সেরে উঠুন এই  শুভেচছা রইলো। 

  • s | 100.36.***.*** | ৩১ আগস্ট ২০২০ ১৯:৪৮454378
  • "এর মানে হল ফ্লোরিডাতে ভোট কাউন্টে বাইডেণ এগিয়ে থাকলেও ফক্স নিউজ ডিক্লেয়ার করে দেবে যে ট্রাম্প জিতে গেছে। এইরকম ঘটনা আগেও একবার হয়েছে। ইলেকটোরাল কলেজের প্রচুর ডেলিগেটস ইলেকশান রেজাল্টের উল্টোদিকে ভোট দেবে। আগের ইলেকশানে ৭ জন ছিল, এবারে ১৭ জন হলেও অবাক হবনা। এতকিছু করার পর ট্রাম্প হারলেও ট্রাম্প হোয়াইট হাউস থেকে সড়বে কিনা সন্দেহ। আর যদি ট্রাম্প এবারে জিতে যায় তাহলে গড ব্লেস আমেরিকা অ্যান্ড রেস্ট অব দ্য ওয়ার্ল্ড স্যানস রাশা অ্যান্ড চায়্না।"
    ফক্স নিউজ ডিক্লেয়ার করলেও কিছু যায় আসে না যতক্ষণ স্টেট ইলেকশান বোর্ড সেটা সার্টিফাই করছে। বাইডেন কনসিড না করলেই হল। আর আশা করি ডেমোক্রাটরা ২০০০ থেকে শিক্ষা নিয়েছে। এবার আর তাড়াতাড়ি কনসিড করবে না। এই বছরেই জুন মাসে সুপ্রীম কোর্ট ফেথলেস ইলেক্টরদের নিয়ে একটা রায় দিয়েছে। তাতে বলা হয়েছে ইলেক্টোরাল কলেজ মেম্বারদের স্টেটের পপুলার ভোট অনুসারে ভোট দিতে হবে। তা না হলে স্টেট সেই মেম্বারের ভোট নালিফাই করতে পারে। মানে উইসকনসিনে বাইডেন পপুলার ভোট জিতলে ইলেক্টোরাল কলেজকে বাইডেনকে ভোট দিতে হবে। আর ট্রাম্পের টার্ম শেষ হবে জানুয়ারি ২০, ২০২০। তার মধ্যে ইলেক্টোরাল কলেজ যদি কোনো ডিসিশান না নিতে পারে তাহলে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন ন্যান্সি পেলোসি। টার্ম শেষ হবার প্র‌্যাক্টিকাল ইম্প্লিকেশান হল সিক্রেট সার্ভিস ডিটেল চেঞ্জ হওয়া। কারেন্ট প্রেসিডেন্ট থেকে প্রাক্তন প্রেসিডেন্ট। কারেন্ট প্রেসিডেন্ট তখন সিক্রেট সার্ভিসকে অর্ডার দিতে পারেন প্রাক্তন প্রেসিডেন্টকে হোয়াইট হাউস থেকে বেরে করে দিতে। তাই ২০ জনুয়ারির মধ্যে উইনার ডিক্লেয়ার না হলে ট্রাম্প হোয়াইট হাউসে থাকছে না। বাইডেনের লিগাল টিমকে ঐ সময় পর্যন্ত টেনে যেতে হবে।
  • সিএস | 2405:201:8803:bf86:e527:5a63:aa23:***:*** | ৩১ আগস্ট ২০২০ ১৯:৪৩454377
  • আর একবার পড়ে দেখতে হবে, কিন্তু গতকাল যেন দেখলাম যে কলকাতায় স্কুলে যারা পড়ত তাদের অনেকের বাড়ীতে পড়ানোর মাস্টার থাকত, সেরকম রিপোর্টে আছে !

    বাঙালী শুধু স্কুলের পড়ানোতে কোন দিনই বিশ্বাস করেনি । ঃ-)
  • সিএস | 2405:201:8803:bf86:e527:5a63:aa23:***:*** | ৩১ আগস্ট ২০২০ ১৯:৪১454376
  • আর অ্যাডামস সাহেবের রিপোর্ট অনুযায়ী, গ্রামের দিকে পড়শোনার বয়স ছিল পাঁচ-্ছয় থেকে দশ- এগারো বছর অবধি, অর্থাৎ সব মিলিয়ে পাঁচ-্ছয় বছর এবং এমন একটা সময়ে শিক্ষা শেষ হয়ে যাচ্ছে যখন বোধবুদ্ধি ভাল করে তৈরী হচ্ছে সবে। ফলে অপচয় হচ্ছে, নিতান্তই এইটুকু পড়ে বা পড়িয়ে বিশেষ লাভ নেই, এসবও ছিল।
  • T | 146.196.***.*** | ৩১ আগস্ট ২০২০ ১৯:৩৭454375
  • না গুরু, অপমানিত ক্যানো হব! আমি কী রাইজ্যপাল নাকি! ঃ))) স্প্যানিশ সাইত্য আমি কিছু অনুবাদ পড়ে বোর হয়ে গিশলাম। আর জীবনের মাহেন্দ্রক্ষণে কেউ স্প্যানিশ সিনেমা নিয়ে একটি যাদবপুর তুলনামূলক সাহিত্য বা সংস্কৃতি বা ঐরকম কিছুর খেতাবধারীর বই পত্তে দিয়েছিল। এই দুইয়ের গুঁতোয় ব্যাপারটা বেশিদূর এগোয় নি, লজ্জায় নীল হয়ে পাঁচ পার্সেন্ট হয়ে গেশি। তাই ভিয়া মাতাস ইত্যাদি বলে দিয়েছ মানে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে একযুগ বাদে ফের তোমাকে ধরতেই হচ্চে। এবাদে, লা লিগা থেকে মেশি সরে যাওয়া মানে রিবিল্ড বার্সেলোনা জাতীয় কাতালান অভিমানের চোটে ওঁদের অ্যাক্টিভিতি ফের মেন ট্র্যাকে ফিরবে, এই আশা রাখি।  ঃ)

  • dc | 103.195.***.*** | ৩১ আগস্ট ২০২০ ১৯:২৮454374
  • খ দা কি একটা নামের লিস্ট দিয়েছে দেখলাম, পুরো ট্যান গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত