"আজকে মিলিটারিও জানিয়ে দিয়েছে যে পীসফুল ট্রানজিশান না হলে তারা কিছুই করবে না।"
সে কি? তার মানে পিসফুল ট্রানজিশান হলে আমেরিকায় মিলিটারি কিছু করতে পারে? তার মানি কি ক্যু? এ খবর কোথায় পেলেন?
"এই মেটিরিয়লিস্টিক জাগতিক চিন্তাভাব্নার অনুপ্রবেশ কি আপনাদের সূক্ষ্মচিন্তার ক্ষমতায় নেগেটিভ প্রভাব ফেলেছে? না কি পজিটিভ?"
সেটা নির্ভর করে আপনার মাইণ্ডসেটের ওপর, আপনার মেন্টাল মডেলের বিকাশের ওপর। ক্যারল ডয়েকের ভিডিওটা দেখতে পারেন,
https://www.ted.com/talks/carol_dweck_the_power_of_believing_that_you_can_improve?language=en
"বয়েসের সাথে সাথে আপনাদিগের অন্কচিন্তার স্কিলের উত্কর্ষ বৃদ্ধি পেয়েছে না উল্টো? "
ধরা যাক, আপনার গ্রোথ মাইণ্ডসেট, সেক্ষেত্রে নিউরোপ্লাস্টিসিটির একটা ভূমিকা থাকে। নিম্নলিখিত রিভিউ আর্টিকেলটা পড়ে দেখতে পারেন:
:-))
অভ্যুকে দেখে শোক উথলে উঠল। আমার ফাউন্টেন পেনটা অভিমান করে হারিয়ে গেছে।
"সে এক কেমিস্ট্রির মাষ্টারমশাই সবাইকে খুব মুখস্ত করতে বলতেন। একটা টোল ছিলো ওনার, সন্ধেবেলা সেখানে বসে বসে পাখির মত বলে যেতেন "পড়ে পড়ে লেখ, আর লিখে লিখে পড়"।"
আমার এই মাস্টার মশাইটিকে খুব চেনা চেনা লাগছে।
আপনাদের অনলাইন ক্লাস নেবার অভিজ্ঞতা পড়ছি।
এখন আমাদের এখানে সমস্ত ক্লাসই অনলাইন। সেদিন এক বয়স্ক কলিগ দু:খ করে বললেন, সেদিন গিয়াছে রে ভাই, আজকাল আর মুখোমুখি ক্লাসের ধারে কাছে কেহ নাই | যাঁদের কেলাসে থাকার কথা তাঁরা কফিশপে বসে "লেচকারের জুম" খুলে ফেসবুক কচ্চেন।
আমার যদিও ওপেন বুক অনলাইন মালটিপল চয়েস পরীক্ষা নেবার অভিজ্ঞতা বেশ ভাল। জনতাকে দেদার টোকার (গ্রুপে প্রবলেম সলভ করার), গুগল করার সুযোগ দেওয়া আছে, তার পরেও আমি দেখেছি (উত্তরের Data Analysis করে), কে কতটা জানে দিব্যি বোঝ যায়। শুধু প্রশ্নগুলো সাজাতে আর পরীক্ষা সেট আপ করতে আমার প্রায় একটা গোটা দিন লেগেছিল।
আমার ক্লাসরুম ফ্লিপড, আমার গ্রেডিংও ফ্লিপড | ছাত্রগণ, নিজেদের নম্বর নিজেরাই দিন। এতে করে আপদের শান্তি, আমি শুধু রুব্রিক লিখে খালাস, ;-)