এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সম্বিৎ | ২৮ আগস্ট ২০২০ ১১:২৪453863
  • ভাল। ইঞ্জিনিয়ারিং কাজের সংখ্যা সিটের তুলনায় কমলে ইঞ্জিনিয়ারিং পড়ার হিড়িক কমলে, কিছু ছেলেমেয়ে পিওর সায়েন্সে যাবে। সেটা করলে পিওর সায়েন্সে ফান্ডিং বাড়বে। তাতে অবশ্য কাজকর্মর কদর বাড়বে না। কাজকর্মর কদর বাড়াতে গেলে গোটাকতক হাই প্রোফাইল কাজ, অ্যাওয়ার্ড এসব চাই। আমাদের সময়ে - অল্প আগে-পরে - একদম টপের লোকেরা প্রেসিডেন্সিতে ফিজিক্স পড়তে যেত। আমার এক বন্ধু, অনেকেই তাকে এখানে নামে ছিনবে বলে নাম বলছি না, আই-আই-টি এন্ট্রান্সে প্রথম পাঁচ না দশে ছিল, কিন্তু শেষ পর্যন্ত পড়েছে ফিজিক্স, সেন্ট স্টিফেন্সে।

  • S | 2405:8100:8000:5ca1::9e:***:*** | ২৮ আগস্ট ২০২০ ১১:২২453862
  • কতজন আন্ডারগ্র্যাড পড়াশুনা করলো সেই হিসাব দিয়ে কি আর কোনও ফিল্ডের রিসার্চের আলোচনা হয়? দেশে ইন্জিনিয়ারিং বেশি পড়ে কারণ চাকরি পেতে সুবিধা হয়। এখনও।
  • অরিন | 161.65.***.*** | ২৮ আগস্ট ২০২০ ১১:১৬453861
  • সেটা কি পিওর থিওরিটিকাল কাজকর্মর কদর হয়েছে বলে না তার অন্য কোন কারণ আছে?

  • Amit | 121.2.***.*** | ২৮ আগস্ট ২০২০ ১১:১৬453860
  • বায়ার্ন এর ম্যাচ টা পুরো যাতা হয়ে গেলো, কিন্তু যাই বলেন , মেসির মতো সুন্দর প্লেয়ার 100 বছরে 1-2-টো ই আসে. খেলা তো নয়, মাঠে যেন কবিতা লেখে. চোখ জুড়িয়ে যায় দু একটা ছোট্ট টাচ বা পাস দেখে.

    সবসময় শুধু স্কোর দিয়ে কি সৌন্দর্য বোঝা যায় ? আমার কাছে যেমন ফেডেরার এর টেনিস বা শচীনের ব্যাট, তেমন ই মেসির ফুটবল, হারুক বা জিতুক- যাই হোক.
  • Amit | 121.2.***.*** | ২৮ আগস্ট ২০২০ ১১:০৫453859
  • গত দু তিন বছরে কিন্তু যেটুকু শুনেছি বা পড়েছি দেশে ইঞ্জিনিয়ারিং এর ঝোক কমেছে একটু, অনেক কলেজ এর ই সিট্ ফাঁকা যাচ্ছে. হয়ত সেগুলো একদম টপ নোচ কলেজ নাও হতে পারে.
    কিন্তু অনেকেই পিওর সাইন্স এর দিকে যাচ্ছে. আমার চেনা শোনা সার্কলে ই কয়েকজন এর ছেলে মেয়ে ম্যাথস বা কেমিস্ট্রি নিয়ে পড়ছে এখন ইঞ্জিনিয়ারিং এ না ঢুকে.
  • সম্বিৎ | ২৮ আগস্ট ২০২০ ১০:৫৪453858
  • > পিওর থিয়োরেটিকাল কাজকর্মের, যেকোনও ফিল্ডেই, খুব কদর। অন্কে তো বটেই।

    তাহলে দেশে সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে চায় কেন? এখন তো ইঞ্জিনিয়ারিঙে শুনি চাকরি পাবার চান্স পিওর সায়েন্সের থেকে খুব বেশি কিছু নয়।

  • S | 2405:8100:8000:5ca1::1dc:***:*** | ২৮ আগস্ট ২০২০ ১০:৪৯453857
  • মেসির ট্রান্সফারটা কি বায়ার্ণের সাইড এফেক্ট?
  • অরিন | 161.65.***.*** | ২৮ আগস্ট ২০২০ ১০:৪৭453856
  • পিওর থিয়োরেটিকাল কাজকর্মের, যেকোনও ফিল্ডেই, খুব কদর। অন্কে তো বটেই।

    সেটা নির্ভর করে কে কদর করছেন বা কারা সেই কাজের অডিয়েন্স। কখনো কখনো পরিস্থিতির গতিকে থিওরিটিকাল কাজ কদর পায়, যেমন ইদানীং থিওরিটিকাল এপিডেমিওলজি এবং অসুখ মডেলিং ।

  • সঙসোধন | 145.239.***.*** | ২৮ আগস্ট ২০২০ ১০:৪৪453855
  • " ব্রিটেনের বামপন্থী কাগচ" লিবেড়াল হাগচ বলুন। ঘার্ডিয়ান বামত্ব হারিয়েছে অনেক আগে।

  • S | 2405:8100:8000:5ca1::74d:***:*** | ২৮ আগস্ট ২০২০ ১০:২৫453854
  • পিওর থিয়োরেটিকাল কাজকর্মের, যেকোনও ফিল্ডেই, খুব কদর। অন্কে তো বটেই।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8802:c7b5:bc63:ddbb:5a29:***:*** | ২৮ আগস্ট ২০২০ ১০:২২453853
  • ঠিক ই, অনেক সময় ই দেখা যায়, টই বা নতুন কলাম খুলে লোকে ভাটে এসে দুঃখ করে যাচ্ছে, সে আলোচনা তো দেখি না, বা কেউ তো শেয়ার করে না। ইত্যাদি ঃ-)))))) কত দেখলাম ঃ-)

    যদিও এলেবেলে ও যে কেউ যেখানে যা খুশি বলতেই পারেন, কিন্তু তবু মাইরি টই তে পোস্ট কপি কে কেন হাপিশ বলছেন সেটা বুঝিনি, হায়্তো অন্য কমেন্ট যায় নি, বলে ভাবছেন, বলে ওনার উষ্মা আলাদা রেকর্ড করা হচ্ছে, এরকম কিসু নেই, তবে এখানে বকবেন, ওখানে গিয়ে বকুন গোছের নির্দেশিকা তে যে কোনো লোকের ই ইরিটেটিং লাগবে।

    আমি এলেবেলের কাছে আরো আরো তথ্য সমৃদ্ধ পোস্ট ভাটেই পেলে অবাক হব না, কিন্তু উনি কেন আদৌ ভাট, টই ইত্যাদি তে লং টার্ম প্যাশনের স্কলাস্টিক রিসার্চে র ব্যাপারে গুরু চন্ডালির ইউজার দের কাছে তার ভ্যালিডেশন চাইছেন জানি না। লিখতেই পারেন, লোকে রিয়াক্ট ও করতেই পারে, কিন্তু তাতে আদৌ পত্তা দেবার কিসু নেই। আমি যদি বলি এলে , অল্ল্প দিনে ভালো বন্ধুত্ত্ব হয়ে গেলো বলে বলছি, মাইরি আমি তোমার রিসার্চ কে বহুত সম্মান করছি, কিন্তু এই আর্গুমেন্ট ফাইন টিউন করুন। বা ওমুকটা ভাট লিখেছেন, হাউ ডাজ ইট ম্যাটার? আমার তো কোনো যোগ্যতাই নেই এই বিষয়ে কথা বলার ঃ-)))))

    ভাটে কনভারসেশন, ফোকাসের লোভ নিয়ে নানা কথা বলছেন অনেকে, কিন্তু আমি মাইরি এই ভাট কে প্রায় অগ্নি সাক্ষীর মত রেখে কত মন কি বাত টাইপ করে গেছে পনেরো বছরে কোনো হিসাব নেই। শেক্সপিয়ার এর সলিলকি লজ্জা পাবে।

    মানে সেটা দেবার জায়্গায় তো বেশির ভাগ লোক ই নেই। এটা তো কারো বিষয় না। এটা ওনার বিষয়। ট যদি এসে বলে এই বোধিদা মাইরি আমার রকেট টা কিউট কিনা বলো, তাহলে উৎসাহ দেবার জন্য আমি যদি সিনসিয়ারলি ই বলি, দাঁড়া বুড়িমা র চকলেটে জিগ্যেস করে বলছি, সেটা কি শিষ্টতা হবে ঃ-)))))))

    ব্রিটেনের বামপন্থী কাগচ আর দক্ষিন পন্থী কাগচ বলছে, মেসি সিটি তে যাচ্ছে। পেপ এর সংগে কথা হয়ে গেছে।

    https://www.theguardian.com/football/2020/aug/26/the-end-of-the-affair-after-messi-barcelona-will-never-be-the-same

    https://www.thesun.co.uk/sport/football/12371286/lionel-messi-transfer-news-live-man-utd-city-guardiola-barcelona/

    স্পেনের কাগচ, অ্যাজ রিপোর্টেড বাই ডেইলি মেল, পুরো যুদ্ধ ঘোষণা করেছে, মেসির যাওয়ার সম্ভাবনার বিরুদ্ধে। ফিগো বলেছে, মেসি কে নেবার মত টাকা কারো নেই। বড় রোনালডো বলেছে, মেসি কে একটু বোঝালেই থেকে যাবে, বার্সার লাভ হবে না, মেসি গেলে।

    এটা সেটল না হলে আর কিছুতে মন দেবা মুশকিলঃ-)))) মদ কনজাম্প্শন বেড়ে যাবে, ইকোনোমি চাংগা। মেসি বেরিয়ে গেলে ক্যাটালুনিয়া স্বাধীন হয়ে যেতে পারে, নর্থ ওয়েস্ট ব্রিটেন হঠাত প্রো ইমিগ্রান্ট হয়ে যেতে পারে, এমনি তেই তো লোকে মো সালা কে নিয়ে গান গাইছেঃ ঃ-)))))))

    if he is good enough for you,
    he is good enough for me,
    sitting in a mosque
    where I want to be



    সত্যি একেক টা কোচ এর কি সাংঘাতিক প্রভাব থাকে বড় বড় প্লেয়ার এর উপরে। মেসি যদি প্রিমিয়ার লিগে যায়, শুধু পেপ এর জন্য যাবে।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত

    বড় এস কে যেটা বলার, মেসেজ দেখেছি, থ্যাংক ইউ, ভালো আছি রে ভাই, দিকে দিকে চোর ও মানুষ কে ঘৃণা করা দক্ষিনপন্থী আর বাড়ি ভর্তি মৃত্যু পথযাত্রী ম্বুড়ো বুড়ি থাকলে যেরকম থাকা যায় সেরকম ই আছি, দিব্যো ঃ-))))
  • সম্বিৎ | ২৮ আগস্ট ২০২০ ১০:১২453852
  • কে যেন বলল বন্দিত বন্দিশে নাকি গুপি চট্টোপাধ্যায়ের ভাইপো-কাটিং এক পিস অভিনেতা আছে। 

  • Tim | 174.102.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:৫৭453851
  • অমিত,
    :-))
    মামী, হ্যাঁ হ্যাঁ বেশ করে :-)
  • | 2601:247:4280:d10:25f1:f43b:af2e:***:*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:২৭453850
  • আমাকে যে রেকো দিয়েছিলো সে আবার বলেছে মরুতে সুরের ইসে আর নাইকা নাকি ফাটিয়ে দিয়েছে- দেখা হলে তার কানের গোড়ায় টিক না দিয়েছি!! উফ্

  • | 2601:247:4280:d10:25f1:f43b:af2e:***:*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:২৪453849
  • অমিত,গঙ্গাজল দুই ঢোঁক। 

  • Tim | 174.102.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:২৩453848
  • হ্যাঁ সবাই উলুতপুলুত। একজন ক্রিটিক একটু খারাপ বলেছে, তাকে পাবলিক কমেন্ট সেকশনে প্রায় পিটিয়েই দিতেই বাকি রেখেছে। ঃ-)
  • | 2601:247:4280:d10:25f1:f43b:af2e:***:*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:১৯453847
  • দ্বাপরযুগে কিছুলোক আবার ভাটে হাহাহিহি দেখলেই শুচিতা রক্ষার্থে গুরুগম্ভীর বিষয়ে আলোচনা শুরু করে দিতো :-) 

    কত বয়েস হয়ে গেল...

  • Amit | 121.2.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:১৮453846
  • ইয়ে আপনেরা আলো আর চোনা এরকম আলাদা করে লিখছেন, তাড়াহুড়োয় আবার কিসব উল্টোপাল্টা পড়ে ফেলছি. একেই দিনকাল ভালো নয়. কোথা থেকে কি হয়ে যায়.
  • | 2601:247:4280:d10:25f1:f43b:af2e:***:*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:১৪453844
  • তাও ভালো তিমি, লোকে যেমন উলুতপুলুত হয়ে গেলো, ভাবলাম আমিই একমাত্র যে ঐ চোনার স্বাদ পেয়েছে:-) শেষ আর হয় না, মনে হচ্ছিলো মহাকাশে ল্যাজ ঝুলিয়ে বসে আছি!

  • আসলে | 2a0b:f4c2::***:*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:১২453843
  • ইনারা ভাটকে সেন্টার স্টেজ ভাবেন তাই সেখান থেকে সরে টোয়িতে যেতে বললে বেদম খচে যান। ভাবেন তিনাদের সেন্টার স্টেজ থেকে সরানো হচ্ছে। নিজের সমানাধিকার নিতে সোচ্চার হলে কি হবে ভাট টোয়ির সমানাধিকারে মোটে বিষ্বাস কিরেন না।
  • Tim | 174.102.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৯:০২453842
  • হ্যাঁ আমি দেখেছি। একটুও ফরোয়ার্ড না করে। আলো তেমন নেই, শুধুই চোনা। দাঁত নড়ে গেল দেখতে দেখতে। ঃ-)
  • | 2601:247:4280:d10:25f1:f43b:af2e:***:*** | ২৮ আগস্ট ২০২০ ০৮:৫৯453841
  • আমি না এই অংকের মধ্যে একটু বন্দিশ ব্যান্ডিট নিয়ে আলো-'চোনা' করতে চাই। কেউ দেখলেন সিরিজটা? 

  • dc | 103.195.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৮:৩৩453840
  • Atoz কাজের চাপে অন্য একটা প্রোজেক্ট অবধি শুরু করতে পারছি না ঃ-( নিজের একটা কপি তৈরি করতে পারলে খুব ভালো হতো।
  • dc | 103.195.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৮:৩২453839
  • এমনিতেও, ম্যাথামেটিক্সে বিউটি, গণিতের সৌন্দর্য্য - এর থেকে বেশী ইন্টারেস্টিং প্রশ্ন কি আর কিছু আছে? যেদিন এই রহস্য ভেদ করতে পারবো সেদিন আমরা ভগবান হয়ে যাবো।
  • Atoz | 151.14.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৮:২৯453838
  • ডিসি, আপনার কিন্তু এশার আর পেনরোজের কাজ নিয়ে অনেক অনেক অনেক লেখার কথা ছিল! সেই টইটা টেনে তুলুন প্লীজ।
  • dc | 103.195.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৮:২৪453837
  • aka র কয়েকটা পোস্ট পড়ে ভারি ভাল্লাগলো ঃ-) এটা আমিও মানি, থিওরেটিকাল কাজের যে বিউটি আছে সেটা অনেক সময়ে অ্যাপ্লায়েড ম্যাথে থাকে না। ন্যাশ ইকুইলিব্রিয়াম এর একটা ভালো উদাহরন। ইনফর্মেশান অ্যাসিমেট্রিও কাছাকাছিই আসবে, তাই না? সেই যে মার্কেট ফর লেমনস? তবে ইকোনমিক্সে স্ট্যাট্স অ্যাপ্লিকেশান পড়তেও তো ভালোই লাগে।

    ডিসক্লেমার দিয়ে দি বাবাঃ এইসব পেপারের অনেকাগুলোই বুঝি না, মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়।
  • T | 146.196.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৮:০০453836
  • আর সমকালীন ভাট পড়ে বুঝলাম, হুতোদা আমাদের আং সাং হিরো। বাকিটা সেই ইউজুয়াল তুই নাকি সাদাকে বলেছিলি লাল!

    এবাদে যেইটি চিন্তার কথা তা হ'ল, ডেডলক সিচ্যুয়েশনে কর্ত্তৃপক্ষের প্রস্তাব কীরূপ? মানে আমি বললাম আকাদা না বললে আর লিখব না, আর আকাদাও বলেদিল টি না বললে ইত্যাদি ইত্যাদি। তকোন?

  • T | 146.196.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৭:৫২453835
  • ঠিকই। সেরম বিউটি নাই।

    তবে পিওর স্ত্র্যাতেজি ন্যাশ ইকু টি দরকারের সময় পাওয়া যায় না। ওর থেকে কোরিলেটেদ ইকু বরম ভালো।

  • Atoz | 151.14.***.*** | ২৮ আগস্ট ২০২০ ০৭:৫২453834
  • অমিতাভ বচ্চনের কথাটাও ভুলবেন না। উনিও দীর্ঘজীবন ধরে কাজ করেই চলেছেন, করেই চলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত