@এলেবেলে,
যা বলছেন বুঝলাম--ঢিলটি মারলে পাটকেল খেতে হবে।
ভেবে দেখুন, এটা কিন্তু আদিম কৌম সমাজের ন্যায়ের ধারণা-- দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ! উগ্র ধর্মধ্বজীদেরও একই আর্গুমেন্ট। ওরা করলে আমরা ছেড়ে দেব? চম্বলের ডাকাতেরও একই কথা--খুন কা বদলা খুন! রণবীর সিং কা ওহী কানুন! যারা জনতার হাতে ইন্সট্যান্ট জাস্টিসের পক্ষে তাদেরও একই কথা।
তুমি আমাকে শা- বললে আমি তোমাকে বা- বোলব। তুমি বা- বললে আমি মা- বোলব। এ তো অ্যাড ইনফিনিটাম চলতেই থাকবে। আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে আলোচনার খেই হারিয়ে ফেলবেন, ট্রোলিং যারা করছে তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। ওদের গেমে ক্যান খেলবেন? ফাঁদে ক্যান পা দেবেন?
@তুমুল বই
"একটা?"
--হা-হা-প-গে!
পারিশ্রমিক নিয়েও ভাবনা নেই। এরকম মহৎ উদ্যোগে সামিল হতে পারলেই নিজেকে ভাগ্যবান মনে করব। শুধু ডলারে হাগতে দিলেই হবে। সেই সঙ্গে 'ডলারে কী করে হাগিতে হয়' শীর্ষক প্রবন্ধের একটা কপি পাঠাবেন।
তবে আমাকে কানা পঞ্চুর ভূমিকায় ভাবতে পারেন। আমি আমার দীর্ঘ নাট্যজীবন শুরুই করেছিলাম নাম-ভূমিকায় অভিনয় করে। 'গাধা পিটিয়ে মানুষ' নাটকে গাধা ও 'কালো কুকুর' নাটকে কুকুরের ভূমিকায় আমার অভিনয়ের কথা এখনও রসিক দর্শকদের মনে আছে। নটসূর্য হতে কি কম পথ পাড়ি দিতে হয়েছে?
বেশ, বাবলু আর বিলুর চরিত্রাভিনেতাদের পাওয়া গ্যালো।
আর, b দেবজ্যোতি গুহ-র কাছেও পাবেন। ফেসবুক, সৌম্যেন পাল এর বন্ধুবৃত্তে বা কল্পবিশ্বের বা ঘনাদা গ্রুপে ইত্যাদি নানা জায়গায় আছেন।
এমনিতে কি এই আর্কাইভটা দেখেছেন উলটে পালটে? https://www.caluniv.ac.in/digital-lib-dev/ebook/ebook_catalog.php?cat=33&page=1
চন্দ্রাহত উট। শুক্কুরবার হলে পদ্য শুরু করা যেত।
আমিও বছর তিরিশ আগে ছাত্র সেজেছিলাম।