S | 2a0b:f4c1::***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৫৩453443
সিএস | 2405:201:8803:be5f:fc94:69a7:daaa:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৫২453442
Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৫০453441
সিএস | 2405:201:8803:be5f:fc94:69a7:daaa:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৪৫453440
r2h | 73.106.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৪৫453439
T | 146.196.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৪৩453438হ্যাঁ, হুতোদাকে মানিয়ে যাবে। ঃ)
aka | 162.44.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৪০453437
T | 146.196.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩৭453436না না, বাংলা ভাষা যে মোটের উপর খুব শক্ত তা বোঝাই যাচ্ছে। ঃ)))
Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩৭453435
এলেবেলে | 202.142.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩৬453434এলসিএম, ঘোতনা একা নয়। এদের একটা টার্গেট আছে। বেছে বেছে এই কাজ করে । হাওয়া গরম দেখলে চম্পট দ্যায়। কিন্তু প্রতিবাদ করাটা জরুরি বলে মনে করি। বলছি তো সবাইকে লগ ইন করে মন্তব্য করার নিয়ম চালু করুন। খিল্লি আর অসভ্যতা যে এক নয় এই বোধ এদের নেই। কোনও সলিড কন্ট্রিবিউশন নেই। কেবল কাঠি দিয়ে কান খুঁচিয়ে সুখ পায় এই অন্ধকারের জীবরা। আগে আলোচনার পরিবেশ ফিরিয়ে আনুন।
সিএস | 2405:201:8803:be5f:fc94:69a7:daaa:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩৫453433
T | 146.196.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩৫453432পেয়েছি। ঃ)
T | 165.69.109.92 | ২০ জুলাই ২০১৭ ১৩:০৪367589
এই 'বনাম সত্যজিত' পালা অভিনয় হয়ে চলেছে কারণ যেটা দিয়ে শুরু হয়েছিল সেই নাচের দৃশ্য বা গুগাবাবা নিয়ে কিছু বক্তব্য রাখার ইচ্ছে সম্ভবতঃ কেচ্ছাকারীদের নেই। এদিকে আমজনতা দুচার কলি সত্যজিত গেয়ে ফেললেই হৈ চৈ শুরু হয়ে যায়। 'অ্যাই দ্যাকো, স্বয়ং ডেভিড হেয়ারবার্নার যা বলেছেন তা এরা মানছে না'। কিংবা হুতোদা যেমন লিখেছে গলার হার ও গোবর, দ্যাখো সেই সরল সরস সংযোগ। এঁরা জোর করে ঋত্বিক ঘটককে টেনে আনবেনই, যেভাবেই হোক, সেই সঙ্গে বনাম ইত্যাদি। ডিডিদা এই ট্র্যাডিশনের কথা জানিয়েছেন।
এই ঋত্বিক মিলিশিয়ার মোডাস অপারেন্ডি খুবই মার্কামারা। কেউ কিছু বলার আগেই প্রথমে তেড়ে গাল দিয়ে দাও, তাপ্পর পালটা দুচার কথা এলেই, গুঁরুঁপুঁজোঁ হঁচ্চেঁ বলে চীৎকার, অভিমান ও বৈষ্ণবীয় ভাবধারায় অবগাহন করে দ্রিঘাংচু স্ট্যান্স ইত্যাদি প্রভৃতি। নিক্তি মেপে কিন্তু।
তো এই এই বীরেরা আনন্দ সহকারে একটি ঋত্বিক টই খুলে কে কোথায় কি বলেচে সব একত্র করে রাখতে পারেন তো। কিছু না, আমজনতা এই ইন্ডেক্সিং এ কিছু স্বস্তি পায় আর কি।
এই সেই লিংক
https://www.guruchandali.com/comment.php?topic=8650&page=1
সুধী, নিজের চোখেই সব দেখে নেবেন।
মাইরি।
সিএস | 2405:201:8803:be5f:fc94:69a7:daaa:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩৪453431
এলেবেলে | 202.142.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩২453430ওসব লিঙ্ক দেওয়ার জন্য গুরুতে একজন থাকেন। এককের কথা ওঠামাত্রই সাঁটিয়ে দিয়েছিলেন। কে জানি না। আমি অত লিঙ্ক-ফিঙ্ক মনে রাখি না। দেখুন তিনি যদি এখানে সাঁটিয়ে দেন পরম যত্নে।
lcm | 2600:1700:4540:5210:5557:23bc:1afb:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩২453429
lcm | 2600:1700:4540:5210:5557:23bc:1afb:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩১453427
Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:৩০453426
T | 146.196.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৮453425না না, কুকুরটা নিয়ে ক্ষোভ প্রচুর। এরকম শেষ হয়েছিল যখন কমলেশ্বর বাবু বুনিপকে দেখিয়ে দেন।
Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৭453424
T | 146.196.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৬453423হেয়ারবার্নার লিখে সার্চিয়ে দেখলাম এই মহাপাতকের বাণী গুগুল যত্নসহকারে জমিয়ে রেখেছে
T | 162.158.159.69 | ১৬ মার্চ ২০২০ ১৭:১৬
ইতিহাস ক্যানো ঘটচে বা সকালে বাজারে গিয়ে সেরা ফুলকপিই যদি না তুলতে পারি তো বিগব্যাং ঘটল ক্যানো এ বিষয়ে আমি জ্ঞানদান কত্তে পারতাম, কিন্তু এডিটবক্সটা তার পক্ষে ছোট।
রেফারেন্সঃ ডেভিড হেয়ারবার্নার, অ্যানথ্রোমর্ফিক প্রিন্সিপল এন্ড দি নেগেটিভ জিরো, সিলাকান্থ প্রকাশনী, এডিনবরা
এটা ঐ মাধ্যমিকবাবুকে না, এইটা শিওর। আর কই খুঁজে দেখি।
r2h | 73.106.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৫453422
Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৪453421
এলেবেলে | 202.142.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৪453420রঞ্জনবাবু, নবদ্বীপে শুধু নিমাই ছিল না তো। শাক্ত আগমবাগীশও ছিল। ফালতু কেন খোপবন্দি করবেন সেখানকার মানুষদের? আপনাকে একেবারেই সেটা মানায় না। আমি ভদ্রদের সঙ্গে অতীব ভদ্র। চিরকাল। ছ্যাঁচড়াদের সঙ্গে তস্য ছাঁচড়। এও চিরকাল। আমাকে আপনি আগেই তাচ্ছিল্য করলে কী করে আশা করেন যে আমি আপনাকে পাল্টা সম্মান দেব? কাল এক টইতে এক পোবোন্দোকার বক্তব্য গুগল ঘেঁটে তুলেছি বলা না ইস্তক কিছুই বলিনি। কিন্তু আপনি রাজা আর আমি গাঙ্গুতেলি অ্যাটিচুড দেখালে ছেড়ে দেওয়ার বান্দা নই। কই কোনোদিন আপনাদের সঙ্গে এ ভঙ্গীতে কথা বলি না তো? কিন্তু কেউ 'ত্যানার বলে তাচ্ছিল্য করলে পাল্টা তাচ্ছিল্য ফেরারতেই হয়, নতুবা পেয়ে বসে। আশা করি আমার মানসিকতাটা বুঝবেন।
~~ | 62.82.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৪453419b, আছে তো, শ্রুত্যানন্দ ডাকুয়ার কাছে। ফেসবুকে পাবেন। নীরদ সি র গ্রুপ অ্যাডমিন।
Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৩453418
সিএস | 2405:201:8803:be5f:793c:49f:5829:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২৩453417
Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৬ আগস্ট ২০২০ ০১:২২453416
T | 146.196.***.*** | ২৬ আগস্ট ২০২০ ০১:১৯453415কই লিংকটা পোস্টান তো।
সম্বিৎ | ২৬ আগস্ট ২০২০ ০১:১৬453414পুরো জুডিশিয়াল সিস্টেমটাই জালি। নিহত গোলাপের সুরাহা হল না। সেই পাঁচ টাকা বারো আনারও যে শেষ অব্দি কী হল জানা গেলনা।