"হোয়াট ইফ অল্ট হিস্ট্রি সিনারিও এনালিসিসের বদলে 1757-1947 বৃটিশ শাসিত বনাম দেশীয় রাজ্য লাইভ A/B টেস্ট ডাটা দেখা যায় না ?"
সেটা অবশ্যই করা যেতে পারে যদিও তাতে আপনি A/B টেস্ট ডাটা পাবেন না, কারণ (১) ব্রিটিশ শাসিত আর দেশীয় রাজা শাসিত রাজ্যের মানুষের বা ধরুন সমাজের মধ্যে যে "অভ্যন্তরীণ তফাৎ" তার এফেক্ট আপনি স্টাডি করতে পারবেন না,, আর (২) ব্রিটিশ উপনিবেশ "একই সময় একই জনগোষ্ঠীতে" থাকা না থাকায় যে ধরণের causal inference বা counterfactual /potential outcome এর তফাৎ সেটা দেখা যাবে না । তবে আলাদা করে ব্রিটিশ শাসিত ও দেশীয় রাজা শাসিত রাজ্যের মানুষের ওপর যেমন ধরুন নেপাল আর নেপাল সংলগ্ন ভারতের রাজ্যের তুলনামূলক পর্যালোচনা করে দেখা যেতে পারে ।
অরিন শুধু তাই নয়, তিনি বৈদ্য-কায়স্থ-নবশাখ (তাঁর কাছে যাঁরা 'অব্রাহ্মণ')-দের কোনও দিন স্মৃতি ও ধর্মশাস্ত্র পড়ার অনুমতি দেননি। কী বলবেন একে? উপনিবেশের মধ্যে উপনিবেশ নাকি তারও মধ্যে আরও এক উপনিবেশ!!!
"তারপর কী হইল জানে শ্যামলাল! বিদ্যাসাগর তাঁর কলেজে কায়স্থদের ঢুকতে দিলেন ক্ষত্রিয় হিসবে, নবশাখদের বৈশ্য হিসবে আর সুবর্ণবনিকদের প্রবেশাধিকারই দিলেন না! "
উপনিবেশের মধ্যে উপনিবেশ ? বোঝ!
" আর কে না জানে ম্যাজিক রিয়ালিজম, রিলেটিভিটি ও বুদ্ধবাদ একই!"
এই আরম্ভ হল ! :-)
তাহলে আর্কাইভের লিং দ্যাওয়া হোক। দু মিনিট সময় বাঁচাই।
আর্কাইভ থেকে পিডিএফ টা নামিয়ে রাখেন না! অথেনটিক ছাপা ভার্সান দেখতে পাবেন, গুটেনবার্গের ও সি আর এর ওপর ভরসা করতে হবে না। রেফার করার জন্য। পড়ুন নাহয় কিন্ডলেতেই, চোখের আরাম, ইত্যাদি।
https://www.jstor.org/stable/44148105
এখানে খোলসা করে লিখেছে, তিনটে ভার্সান এর কথা।
এখনও পাইনি, তবে ওই যে বললাম, পাতার সংখ্যা দিয়ে বুঝতে পারছি না অদ্দুর গেছি কিনা।
রজারস এ বাংলার ম্যাজিশিয়ান পান নি তো ন্যাড়াদা?
আমি রজারসের প্রজেক্ট গুটেনবার্গ তুজুক-ই-জাহাঙ্গিরি খুঁটে খুঁটে পড়ছি একটা প্রজেক্টের জন্যে। যেহেতু কিন্ডলে পড়ছি, পাতা দিয়ে বোঝা যাবে না। কিন্তু আমারও প্রশ্ন, কোন অনুবাদ মূলের সবথেকে কাছের।