এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১৩:৩৯451996
  • অপেক্ষা করতে কেউ বারণ করে নি তো!পুটিন ও কোন দেশ কে নেবার জন্য জোর করে নি।দেশ বাসী কেও জোর করে নি। ইচ্ছুক ব্যক্তিরাই নিতে পারবেন।

    ফিলিপিন্সে এই ভ্যাকসিন দেওয়া হবে,ওখানকার রাষ্ট্রপতি বলেছেন।ব্রেজিল আগ্রহ দেখিয়েছে। আরো কিছু দেশ লি আছে। এঁরা ও নিশ্চয় আগা পাশতলা খতিয়ে দেখে তবেই অংশগ্রহণ করবে।

  • dc | 103.195.***.*** | ১২ আগস্ট ২০২০ ১৩:২৯451995
  • ও হরি, ফেজ ৩ না করেই পুটিন দেব ভ্যাক্সিন ঘোষনা করে দিয়েছে? তাহলে অপেক্ষা করবো।
  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১৩:১৫451994
  • দেখা যাক,কিছু বিভ্রান্তি দূর করা যায় কি না। একটি ভ্যাকসিন বাজার জাত হতে পাঁচ থেকে দশ বছর লাগে।এইটে প্রথম মাথায় রাখতে হবে। প্রিলিমিনারী স্টেজ- সময় সীমা,২-৪ বছর।এটি মূলত ভ্যাকসিন এর প্রস্তুতি তে লাগে। কোভি ড ভ্যাকসিন এর ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে দু থেকে তিন মাস।বলা হয়েছে, সার্স ও মারস এর সময় প্রস্তুতি কিছুটা এগিয়ে থাকায় সুবিধে হয়ে ছে। কম্প্রোমাইজ নাম্বার ওয়ান।

    প্রিকলিনিক্যাল স্টেজ- এনিমাল স্টাডি।সময় সীমা  প্রায়,এক বছর। কমিয়ে নেওয়া হয়েছে। এক থেকে দুমাস এর মধ্যে কমপ্লিট করা হয়েছে।কম্প্রোমাইজ নাম্বার টু।

    ফেজ ওয়ান - সময় সীমা কয়েক মাস।প্রথম হিউম্যান ট্রায়াল।দেখা ভ্যাকসিন ইমিডিয়েট সাইড এফেক্ট কিছু হচ্ছে কি না। ইমিউন রেসপন্স কেমন।পরীক্ষা করা হয়,২০-৫০ জন লোকের ওপর।

    ফেজ টু - সময় সীমা, কয়েক্ মাস।মূল লক্ষ্য থাকে ইমিউন রেসপন্স দেখা।ইমিউনোগ্লোব্যুলিন ও টি সেল রেসপন্স।পরীক্ষা করা হয়,শ খানেক লোকের ওপর।

    এই দুটো ফেজেই সময় সীমা দু তিন মাসের মধ্যে করা হয়েছে।কম্প্রোমাইজ নাম্বার তিন।

    এ পর্যন্ত যতোকটা  আলোচিত ভ্যাকসিন কোম্পানী ইঙ্কলুডিং  গ্যামেলীয়া, একই পদ্ধতি অবলম্বন করেছে।একই ভাবে ইমিউন রেসপন্স টেস্ট করেছে।

    অক্সফোর্ড এর ভ্যাকসিন আর গ্যামেলিয়ার ভ্যাকসিন মূলত একই। এডেনো ভাইরাস নিয়ে কাজকর্ম।

    ফেজ থ্রি - মূল সময় সাপেক্ষ টেস্ট। বছর দুয়েক ন্যুনতম সময় সীমা।মূল পার্থক্য হলো,এই স্টেজ এ লার্জ নাম্বার ভলান্টিয়ার এর ওপর পরীক্ষা করা হয়।ধরা যাক হাজার ত্রিশেক। দুটো ভাগে ভাগ করে।একটি আর্মে ভ্যাকসিন প্রাপ্ত ও অন্যটিতে যাঁরা প্লেসিবো পেয়েছে ।ডাবল ব্লাইন্ড। মাল্টি সেন্ট্রিক।মাল্টিপল টাইম হতে পারে। মূল লক্ষ্য ভ্যাকসিন এর এফিকেসি দেখা,লং টার্ম সাইড এফেক্ট নিয়ে ধারণা করা। আগামী বছরের প্রথম দিকে অক্সফোর্ড বা মর্ডানা কোম্পানী বাজারে ছাড়লেও সেটা কম্প্রোমাইজ নাম্বার ফোর হবে।

    ইনিশিয়াল ইমিউন রেসপন্স অক্সফোর্ড ও গ্যামেলিয়া ইনস্টিটিউট এর ভালো।দুটোই মূলত একই ক্যাটাগরির ভ্যাকসিন। বোথ ভ্যাকসিন শো ড এডিকোয়েট ইম্যুন রেসপন্স।

    রাশিয়া ফেজ থ্রি এখনও করে নি। স্বাস্থ্য দপ্তর ইউজ করার পারমিশন দিয়ে দিয়েছে।ফেজ থ্রি একই সঙ্গে চালু থাকবে।

    আশঙ্কা গুলি কি কি,জানতে পারলে সুবিধে হতো।রাশিয়ান ভ্যাকসিন মানেই খারাপ, এমন প্রী ফিক্সড আইডিয়া থাকলে ওপেন ডিবেট অসম্ভব।

  • dc | 103.195.***.*** | ১২ আগস্ট ২০২০ ১২:৩৯451993
  • আবার বলি, এপিডেমিওলজি আমি সেভাবে জানিনা। তবে ইন জেনারাল ফ্যাক্টোরিয়াল ডিজাইনটা বুঝতে পারছি, এটুকুই ঃ-)
  • dc | 103.195.***.*** | ১২ আগস্ট ২০২০ ১২:৩৬451992
  • ফেজ ২ বা ফেজ ৩ কবে শেষ হবে, তার থেকে বেশী গুরুত্বপূর্ণ হলো পাবলিক ডিসক্লোসার। যাতে করে একটা ধারনা করা যায় ট্রায়ালটা কোন দিকে এগোচ্ছে। যেমন এই ডিসক্লোসারটাঃ

    Led by the university, the blinded, multi-centre, randomised controlled trial involved 1,077 healthy adult volunteers aged 18 to 55 years. It compared a single dose of AZD1222 against meningococcal conjugate vaccine, MenACWY. In addition, ten participants were given two AZD1222 doses one month apart. According to the study results, a single dose of AZD1222 led to a four-fold increase in antibodies to the SARS-CoV-2 virus spike protein in 95% of subjects one month following vaccination. Furthermore, a T-cell response that peaked by day 14 and maintained two months after injection was observed in all participants.
    Researchers also reported neutralising activity against SARS-CoV-2 one month after injection in 91% of participants and in all participants who received two doses.

    বা এই আর্টিকেলে ছাপা স্টেটমেন্টঃ

    Between April 23 and May 21, 2020, 1077 participants were enrolled and assigned to receive either ChAdOx1 nCoV-19 (n=543) or MenACWY (n=534), ten of whom were enrolled in the non-randomised ChAdOx1 nCoV-19 prime-boost group. Local and systemic reactions were more common in the ChAdOx1 nCoV-19 group and many were reduced by use of prophylactic paracetamol, including pain, feeling feverish, chills, muscle ache, headache, and malaise (all p0·05). There were no serious adverse events related to ChAdOx1 nCoV-19. In the ChAdOx1 nCoV-19 group, spike-specific T-cell responses peaked on day 14 (median 856 spot-forming cells per million peripheral blood mononuclear cells, IQR 493–1802; n=43). Anti-spike IgG responses rose by day 28 (median 157 ELISA units [EU], 96–317; n=127), and were boosted following a second dose (639 EU, 360–792; n=10). Neutralising antibody responses against SARS-CoV-2 were detected in 32 (91%) of 35 participants after a single dose when measured in MNA80 and in 35 (100%) participants when measured in PRNT50. After a booster dose, all participants had neutralising activity (nine of nine in MNA80 at day 42 and ten of ten in Marburg VN on day 56). Neutralising antibody responses correlated strongly with antibody levels measured by ELISA (R2=0·67 by Marburg VN; p0·001).

    গেমাল্যার ভ্যাক্সিন এরকম পিয়ার প্রসেস দিয়ে গেছে কিনা, বা টেস্টিং মেথডোলজি পাবলিক করা হয়েছে কিনা, জানিনা। যদি পাবলিক করা হয় তাহলে মেডিকাল কমিউনিটি কোন একটা সিদ্ধান্তে আসতে পারবে। তা না হলে পুটিন দেবতার নামে পুজো দিতে হয়।
  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১২:৩৪451991
  • সুবিধে কিছু কিছু আছে। যদ্দুর  বেড জানি,যেমনভাড়া,সুরক্ষা কিট,ডক্টরস ফি এগুলোতে উচ্চ সীমা নেই।

    কর্পরেট হাসপাতাল হলো,আধুনিক ভারতের তীর্থক্ষেত্র।অনেকটা ডাকাতে কালি বাড়ীর মতোন।পূণ্য অর্জনের জন্য যেতেও হবে।আর রঘু ডাকাত পকেট ও সাফ করে দেবে।

    নিজের ইন্সুরেন্স পলিসি থাকলেও,অনেক কেই পকেট থেকে প্রচুর খসাতে হচ্ছে।সুরক্ষা কবচ কিছুটা স্বস্তি দিতে পারে।

  • r2h | 73.106.***.*** | ১২ আগস্ট ২০২০ ১২:২৭451990
  • হ্যাঁ ঐ কোভিড সুরক্ষা।

    আমার মতে কর্পো গুলির এক্সিস্টিং ইন্সুরেন্সকে বাধ্য করা উচিত করোনা চিকিৎসা কভার করতে বাধ্য করা। কিন্তু কাক কাকের মাংস খায় না।
  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১২:১৯451989
  • কভিড সুরক্ষা কবচ,নামে ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানী পলিসি এনেছে।বেশ কিছু সুবিধে আছে।প্রিমিয়াম বিরাট কিছু নয় কিন্তু।আগ্রহী জনতা,নিতেই পারেন।
  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১২:১৭451988
  • ফেজ থ্রি ট্রায়াল শেষ করতে ন্যুনতম সময় প্রায় দু বছর লাগবে। অতো দিন কে অপেক্ষা করবে?? কেনই বা করবে? তার থেকে হার্ড ইমিউনিটি র রাস্তায় চলে যাবে লোকজন।

  • r2h | 73.106.***.*** | ১২ আগস্ট ২০২০ ১২:১৪451987
  • আমাদের কোং রেগুলার ইন্স্যুরেন্সের পাশাপাশি নতুন কোভিড ইন্স্যুরেন্স অফার করছে (প্রিমিয়াম দিতে হবে, ফ্রি না)। স্বর্গের আগের স্টেশন উন্নততর শহরগুলিতে এই খরচ তো আকাশ ছোঁয়া।

    ওদিকে বেঙ্গালুরুতে বিশাল দাঙ্গা হাঙ্গামা, পুলিশ গুলি চালিয়েছে, জনতা পুলিশ খন্ডযুদ্ধে ছ'জন নিহত।
  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১২:১৩451986
  • এগুলো সব ই ঘোষণা করা হয়েছে।সম্পূর্ণ ভাবে মার্কেটে চলতে শুরু করলে,দাম আরো কমার কথা।

    সরকারের ঘোষিত আর্থিক প্যাকেজ হলো,বিশ লক্ষ কোটি টাকা !!

  • dc | 103.195.***.*** | ১২ আগস্ট ২০২০ ১২:১২451985
  • কোভিড ভ্যাক্সিন এর দাম খুব বেশী রাখবে বলে মনে হয়না, আর সরকার বোধায় বিনামূল্যে বা খুব কম দামে বেশ কিছু ভ্যাক্সিন এর ব্যবস্থা করবে। তবে আশা করি রাশান ভ্যাক্সিন এর মতো আনট্রায়েড জিনিস মাস স্কেলে ইনট্রোডিউস করা হবে না, বা রাশানরা পিয়ার রিভিউ প্রসেস এর মধ্যে দিয়ে গেলে, আর এফিকেসি আর সেফটি ডেটা পাবলিকলি রিলিজ করলে, তারপর সেটা ইনট্রোডিউস করবে। শুধু রাশান না, যেকোন কোভিড ভ্যাক্সিনই আশা করবো ন্যূনতম সেফটি আর এফিকেসি ট্রায়াল এর পর পাবলিকলি রিলিজ করা হবে।
  • রৌহিন | ১২ আগস্ট ২০২০ ১১:৫৮451984
  • হোপ সো

  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১১:৫৭451983
  • আদার পুনেওয়ালা বলেছিল,ভ্যাকসিন এর দাম পড়বে,হাজার টাকা।মূলত অক্সফোর্ড এর ভ্যাক্সিন এর কপি।বিল গেটস আর্থিক সাহায্য করেছে পনেরো কোটি ডলার।

    বর্তমানে ওই কোম্পানিটি ঘোষণা  করেছে,ভ্যাকসিন এর দাম পড়বে আড়াইশো টাকা। একশো কোটি ভারত বাসী কে দিতে মোট খরচা হবে পঁচিশ হাজার কোটি টাকা।সরকার আর্থিক ভাবে দুর্বল শ্রেণীকে বিনে পয়সায় দিলে হাজার পনেরো কোটি টাকায় সমগ্র ভারত বাসীর ভ্যাকসিনেশন সম্পন্ন হয়ে যাবে।বিরাট কঠিন কাজ নয়!

  • রৌহিন | ১২ আগস্ট ২০২০ ১১:৪৯451982
  • গ্যামেলিয়া হোক বা অক্সিলিয়া, সমস্ত ধরণের ভ্যাক্সিন নিয়ে আমার একটাই সমস্যা, সেটা কিনতে গেলে আমার এক মাসের মাইনেতেও কুলাবে না। যতদিনে সেটা আমার পকেট সাইজে আসবে তদ্দিনে আমার শরীর নিজেই হয়তো অ্যান্টবডি তৈরী করে ফেলবে। কিন্তু তার আগেই দম দি যেমন বলল, ওই নীতার বর সম্ভবত আমাকে ঋণের দায় জর্জরিত করার সব ব্যবস্থা করে ফেলবে

  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ১১:৩৯451981
  • পিটি,ওষুধ ও ভ্যাকসিন এর ট্রায়াল এর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে।ভ্যাকসিন এর ট্রায়াল অনেক সময় সাপেক্ষ।
    মূলত পাঁচ টি ফেজ।প্রিলিমিনারী, প্রি ক্লিনিক্যাল,ফেজ ওয়ান টু থ্রি।তার পর বাজার জাত করার পর ফেজ ফোর।
    এই বাজার জাত করার আগে পাঁচটি ফেজ সম্পন্ন করতে খুব কম করে পাঁচ থেকে দশ বছর সময় লাগে।
    সুতরাং অক্সফোর্ড বা মর্ডানা কোম্পানী আগামী বছর ভ্যাক্সিন বাজারে আনলেও,সেটি ও ফেজ থ্রি স্বাভাবিক উপায়ে কমপ্লিট করতে পারবে না।প্রচুর কম্প্রোমাইজ করতে হবে।
    দুই, গ্যামেলিয়া একটি সরকারি সংস্থা।ইতিপূর্বে ইবোলা ও ইয়েলো ফিভার ভ্যাকসিন খুব সাফল্যের সঙ্গে তৈয়ারী করেছে। সুতরাং অবজ্ঞা করা যায় না।
    তিন, সাড়ে সাত লক্ষ লোকের প্রাণ নিয়েছে,এযাবৎ।কোটি কোটি মানুষের জীবিকা গিয়েছে।এই অবস্থায় দু বছর অপেক্ষা করা জাসট সম্ভব নয়। ওপেন ডিবেট এর দরকার হয়ে পড়েছে।
    চার, যাঁরা এই গ্যমেলিয়ার ভ্যাকসিন নিয়ে শঙ্কিত,তাঁদের কি কি কারনে শঙ্কা হচ্ছে জানালে ভালো হয়।
  • PT | 203.***.*** | ১২ আগস্ট ২০২০ ১০:৩০451980
  • "শুধু কাজ নয় তো, কারো ক্ষতি হচ্ছে কিনা সেটাও জানতে হয়।"
    শুধু phase III তেই ওষুধের মূল্যায়ন শেষ হয় না। পশ্চিমা বিশ্বে একটি ওষুধ বাজারাজাত করার পরের সমস্যার একটি ধ্রূপদী উদাহরণঃ https://en.wikipedia.org/wiki/Thalidomide। এটি এখন MSc পর্যায়ে পড়ানো হয়।

    ঘটনা ঘটে ১৯৬০ এর দশকে আর কোম্পানি ক্ষমা চায় ২০১২ সালে। কিন্তু তার অর্থ এই নয় যে ওষুধটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে চিরকালের মত। সেটিকে অন্য অসুখের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা (drug repurposing) তার গবেষণা চলছে।
  • সে | 2001:1711:fa4c:9b91:f150:38ae:8ef:***:*** | ১২ আগস্ট ২০২০ ১০:০৫451979
  • PT | 203.110.242.17 | ১১ আগস্ট ২০২০ ১৮:৪২

    একদম। ওরা হিংসেয় জ্বলে পুড়ে মরছে।

  • S | 2620:18c::***:*** | ১২ আগস্ট ২০২০ ০৯:১৮451978
  • যাকেই ভীপ টিকিটে নেওয়া হত, একই বক্তব্য শোনা যেত যে এর ফলেই নাকি ট্রাম্প জিতবে। ট্রাম্প জিতলে জিতবে ট্রাম্পের বাজে পলিসি আর রেসিস্ট রেটোরিক্সের জন্য।
  • s | 100.36.***.*** | ১২ আগস্ট ২০২০ ০৯:০৯451977
  • কেউই পারফেক্ট ক্যান্ডিডেট নয় কিন্তু এই সময়ে আমেরিকা যে অর্থনৈতিক সমস্যার সামনে দাঁড়িয়ে তাতে এলিজাবেথ ওয়ারেনকে ভীষণ ভাবে দরকার ছিল। ওয়াল স্ট্র্রীটকে টাইট দেওয়া কি বিগ বিজনেসের মনোপলি ভাংতে হলে মাঠে ময়দানে লেকচার দেওয়ার থেকে অনেক বেশি এফেক্টিভ ওয়ারেন। একা হাতে টুথ অ্যান্ড নেল ফাইট করে CFPB তৈরি করেছিলেন অলমোস্ট ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের বিরুদ্ধে গিয়ে।
  • S | 2405:8100:8000:5ca1::5f9:***:*** | ১২ আগস্ট ২০২০ ০৮:৫৭451975
  • বার্ণি ইজ টূ ওল্ড ফর বিকামিং আ রানিং মেট। ভীপের প্রধান কাজ হল ব্যাকাপ প্রেসিডেন্ট হিসাবে অপেক্ষা করা। প্রোগ্রেসিভদের মধ্যে সবথেকে বেশি চান্স ছিল ক্যারেন বাসের। খুব ভালো ক্যান্ডিডেট হতেন। এলিজাবেথ ওয়ারেণকে নিয়ে বহু সমস্যা আছে।
  • dc | 103.195.***.*** | ১২ আগস্ট ২০২০ ০৮:৫৭451974
  • বিটিডাব্লু, কোথায় একটা পড়েছিলাম রেমডেসিভির এর এফেক্ট সাইজ পাওয়া গেছে মডারেট। যদ্দুর মনে হয় কোহেনদাদুর ডি বার করেছিল। আমার মনে হয় যে কোন সম্ভাব্য মেডিসিন এর এফেক্ট সাইজও ন্যূনতম মডারেট হতে হবে, মানে ডি অন্তত 0.4-0.5। তা নাহলে এফিকেসি খুব একটা বেশী হবেনা।

    (ভ্যাক্সিন এর সঠিক এফেক্ট সাইজ মেজার বোধায় রিস্ক ডিফারেন্স। এপিডেমিওলজি নিয়ে একেবারেই কম জানি)
  • π | ১২ আগস্ট ২০২০ ০৮:৫১451973
  • বার্নিকে রানিং মেট নিল না কেন? 

  • π | ১২ আগস্ট ২০২০ ০৮:৫০451972
  • ওই তো, দূর্বা লিখল না, ভারতে সবই নীতার বর আর সীতার বরের মহিমা!

    ও, অরিনদাকে লেখা হয়নি। হ্যাঁ, লিনকটা ঘেঁটে গেছে রিপোর্টে। দিয়ে দিচ্ছি।

    আর বিদার সেদিনের পোস্টের জন্য ঃঃ)
  • sm | 2402:3a80:aa4:15b8:0:5d:2cda:***:*** | ১২ আগস্ট ২০২০ ০৮:৪৬451971
  • ধন্যবাদ অরিন।কিছু জিনিসের সন্তোষ জনক ব্যাখ্যা দরকার।
    ফেজ ওয়ান ও ফেজ টু আলোচনা তে রাখছিনা।
    ফেজ থ্রি,তে ট্রায়াল হবে বেশ কয়েক হাজার লোকের ওপর।ধরা যাক ত্রিশ হাজার মতোন।
    সময় সীমা মিনিমাম,যেমন অরিন বললেন দু বছর মতোন।
    অর্থাৎ,করোনা ভ্যাকসিন এর ট্রায়াল শেষ হতেই মিনিমাম দু বছর লাগবে।
    তাহলে যদি অক্সফোর্ড বা মর্ডানা বা ওইরকম যেকোন কোম্পানী আগামী বছরের গোড়ার দিকে ভ্যাকসিন বাজার জাত করে,তাহলেও ফেজ থ্রি ট্রায়াল পুরো কমপ্লিট হবে না বা আধাখ্যাঁচড়া হবে।
    দুই, সারা দুনিয়ায় প্রায় একশো ত্রিশ টি কোম্পানী ভ্যাকসিন তৈয়ারী করছে।যদি গড়ে ২৫হাজার করে ব্যক্তি ট্রায়ালে অংশ নেয়,তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে প্রায় ত্রিশ লাখ!!
    অর্থাৎ ফেজ থ্রী তে ত্রিশ লাখ সুস্থ ব্যক্তি অংশ নিচ্ছে,ব্লাইন্ড ভাবে,কিছু না জেনেই।কি ক্ষতি হতে পারে না জেনেই!!
    তাহলে এই বিপুল সংখ্যক লোক কে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে??
    তিন,অরিন বা কেউ বুঝিয়ে দিন,রাশিয়ার ভ্যাকসিন এর জন্য কি কি আশঙ্কা করছেন?অর্থাৎ সম্ভাব্য কি ক্ষতি হতে পারে?
  • dc | 103.195.***.*** | ১২ আগস্ট ২০২০ ০৮:৪৫451970
  • দ দি আসল সত্যিটা বলে দিয়েছেন ঃ-)

    ভারতের কথায় মনে পড়লো, অক্সফোর্ড ভ্যাক্সিনের ফেজ ৩ ট্রায়াল বোধায় ভারতেও শুরু হয়েছে, মানে হ্প্তা দুয়েক আগে পড়েছিলাম যে শুরু হবে। অরিনবাবু যেমন বললেন, আরসিটি ট্রায়াল। কথা হলো, যে কয়েকটা ভ্যাক্সিন এখন ফেজ ৩ ট্রায়ালে আছে সেগুলোর এফেক্ট সাইজ কিভাবে রিপোর্ট করবে। রাশান ভ্যাক্সিনের এফেক্ট সাইজ পাবলিশ হয়েছে বলে তো মনে হয়না, পুটিন অবশ্য ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামায়ও না।
  • Atoz | 151.14.***.*** | ১২ আগস্ট ২০২০ ০৮:৪৪451969
  • সাদা ল্যাব কোট পরা পুতিনের ছবি দিয়েছে, হাসিমুখ। আশেপাশে চমৎকার সুন্দরী সুন্দরী মহিলারা, সবাই ল্যাবকোট পরা। ঃ-)
  • s | 100.36.***.*** | ১২ আগস্ট ২০২০ ০৮:৪২451968
  • অরিন কিছুটা লিখেছেন ফেজ ৩ ট্রায়াল নিয়ে। একটা ব্যাপার খেয়াল রাখা উচিৎ যে ড্রাগ, বায়োলজিকস, ভ্যাকসিন, মেডিকাল ডিভাইস ডেভেলপমেন্ট কিন্তু আলাদা। FDA এই সব মেডিকাল প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করা যাবে তাই নিয়ে অনেক গাইডেন্স পাবলিশ করে। এই গাইডেন্স ইন্ডাস্ট্রির কাছে হল গিয়ে বাইবেল। যে
    কোম্পানি আমেরিকায় ভ্যাকসিন মার্কেট করবে সেই কোম্পানি সাধারণত এই গাইডেন্স ফলো করবে। সব গাইডেন্সই পাবলিক। যে কেউ ইচ্ছে করলে দেখতে পারেন।
    কোভিড-১৯ ভ্যাকসিন ডেভেলপমেন্টের গাইডেন্স -
    https://www.fda.gov/regulatory-information/search-fda-guidance-documents/development-and-licensure-vaccines-prevent-covid-19
    আর FDA গাইডেন্স সার্চ ওয়েব্পেজ -
    https://www.fda.gov/regulatory-information/search-fda-guidance-documents
  • S | 2405:8100:8000:5ca1::24:***:*** | ১২ আগস্ট ২০২০ ০৮:৩৯451967
  • কমলা হ্যারিসকে ভীপ টিকিটে সেলেক্ট করেই তো বাইডেণ অফিসিয়ালি প্রমাণ করে দিলেন যে তিনি রেসিস্ট নন। অন্তত পলিটিকালি এই লাইনেই বক্তব্য হবে। দেখতে হবে কমলা হ্যারিস টেবিলে কি কি আনছেন? ইট'স আ মিক্সড ব্যাগ, লাইক অল আদার ক্যান্ডিডেটস। কিন্তু বোধয় বেস্ট পিক ফ্রম ইলেকটোরাল পয়েন্ট অব ভিউ। এমনিতেও প্রোগ্রেসিভদের কোনই চান্স ছিলনা, সেটা প্রোগ্রেসিভরাও জানে। তারপরেও কি ট্রাম্পকে হারানো নিশ্চিত করা যাবে? নট বিফোর দ্য ইলেকশান ইজ ওভার। এখনও অনেক সময় বাকী। ট্রাম্প অলরেডি পোস্টাল সার্ভিসকে সাবোটাজ করতে লেগে পড়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত