না উপবাস মানে আন্ডু
কচ্ছপের আরেক নাম উপদ্রুত।
মুচকি হাসিকে ভাল বাংলায় উপহাস বলে।
উপাচার মানে চাটনি।
"আরেকটা কেলো হচছে ফলস মেমোরি। "
এই ফলস মেমোরির সমস্যা যাতে না হয় তার জন্য সঙ্গে একটা নোটবই রাখলে সুবিধে হয়, কোথায় গেলেন, কার সঙ্গে কথা বললেন ডেট দিয়ে লিখে রাখলে পরে যখন কন্টাক্ট ট্রেসিং এর লোকজন যোগাযোগ করবেন তখন তাঁদের জানাতে সুবিধা হয়। একই কাজে mobile app ও ব্যবহার করা যেতে পারে, যদিও পেন্সিল আর নোটবই আমার ব্যক্তিগত ধারণা app এর থেকে বেশি কাজের।
করোনা নিয়ে সোশ্যাল স্টিগমা র যে কথা পাই লিখেছে ও সবাই আলোচনা করছেন সেইটা বহু জায়গাতেই অল্পবিস্তর লক্ষ্য করা যায়, বিশেষ করে যে সব মানুষ "ও ব্যাপারটা অন্যের, আমার নয়, অন্যের থেকে আমার হবে", এই ধারণা পোষণ করেন, তাঁদের মধ্যে বেশি । এই ব্যাপারটিকে মাথায় রেখে স্বাস্থ্যবিভাগের তরফে জনমাধ্যমে একটা নির্দেশিকা দেওয়া যেতে পারে যে মানুষকে বোঝানো এমন ভাবে থাকুন যেন আপনি নিজে করোনা আক্রান্ত ও আপনার থেকে অন্যের হতে পারে, যাতে না নিজে না ছড়ান । চিন্তা ভাবনাটা যদি "ওর হয়েছে আমার হবে", এর চেয়ে "আমার হয়েও থাকতে পারে, আমার থেকে যেন আর কারুর না হয়" এই ভাবে ভাবা যায় তাহলে মনে হয় বৃহত্তর সমাজের উপকার হবে।
এই প্রসঙ্গে মনে পড়লো, বহু বছর আগে, আমার ছোটবেলায়, আমার এক মাসতুতো দাদার ডিপথিরিয়া ধরা পড়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আমার বাবা নিয়ম করে দাদাকে হাসপাতালে দেখতে যেতেন, ওষুধ পত্রের কিনে দিতেন, কিন্তু আমার মেসোমশাই তাঁর নিজের ছেলেকে কোনোদিন দেখতে যেতেন না, তিনি এতটাই আতংকিত যে ছেলের থেকে তাঁর অসুখ ধরবে ।
আহা এরকম যদি সর্বত্র হত।
"কবি সুবোধ সরকার ধরণী নামের সঙ্গে একমত হয়ে প্রথম আলোকে বলেন, ‘একদিন এই ধরণীই ট্রেডিশন হয়ে যাবে। কেন না কেউ এর অর্থ নিয়ে এখনো ভাবতে পারছেন না। সত্যজিৎ রায় শুধু বাংলার নন, ভারতের নন, তিনি বাংলাদেশের, মিয়ানমারের, ভুটানের, সারা পৃথিবীর। কিছু কিছু মানুষের নতুন কিছু দেখলেই মাথা খারাপ হয়ে যায়। অর্থ বোঝার চেষ্টা করে না। সরণির পরিবর্তে ধরণীতে আপত্তি কেন তাঁদের?’"
বা:! প্রথমে নবান্ন তারপর উপান্ন! হোক গে অন্যভাষা- দূরদৃষ্টি কাকে বলে!!!
বাস শব্দের আরেকটি অর্থও আছে:-)
সুচিত্রা সেন মরণী না?