meh! না বলে mwah! বলুন।
Accha
শ্রী শ্রী অনুকূল কে কোন দলে ফেলা যাবে ?
বনেদি না অভিজাত ?
আমার কোনো তাড়া নেই
অনেকদিন আগে এক বন্ধুর বাড়ি গিয়ে তার কাকার সাথে আলাপ হয়েছিল। ওনার ঘরের চারদিকে বই। সেখানে নারায়ণ সান্যাল আর রমাপদ চৌধুরীর পাশাপাশি অবস্থান, শরৎচন্দ্রের ঘাড়ে চেপে বসেছেন শরদিন্দু। বনফুলের বই খুঁজতে গেলে হাতে উঠে আসে প্রমথনাথ বিশী। ধুলো ঝেড়ে গুছিয়ে রাখার কথা বলায় বলেছিলেন ‘আমার কোনো তাড়া নেই’।নিজের ভালোবাসাকে আষ্টেপৃষটে জড়িয়ে থাকলে মানুষের কোথাও তাড়া থাকেনা।
আমাদের সকলেরই প্রায় calling লিখতে গেলে ing তে এসে হাতটা কিরকম একটা অনাবশ্যক গতি পেয়ে একটা লম্বা টান হয়ে যায়। রবীন্দ্রনাথের হস্তাক্ষর যদি দেখেন দেখবেন প্রতিটা অক্ষর কি প্রবল স্পষ্ট। যাঁর সারা জীবন এত ব্যস্ততার মধ্যে কেটেছে, তিনি লেখার বিষয়ে কতখানি যত্নবান, কোথাও কোনো তাড়া নেই তাঁর।
প্রকৃতির দিকে যদি তাকাই, সেখানে কোথাও কোনো ব্যস্ততার চিহ্ন নেই, অথচ সবকিছু যেন কার অদৃশ্য নির্দেশে আবর্তিত হয়ে চলেছে। মেঘের পরে রোদ, কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটে উঠে নিঃশব্দে ঝরে যাওয়া, সবকিছুই ঘটে চলেছে আপন গতিতে, কোথাও কোনো ছন্দপতন নেই।
এই আরোপিত গৃহবন্দী দশা দেখিয়ে দিলো, আমাদের কোথাও যাবার নেই, আমার কোনো তাড়া নেই।
#পার্থ
শ্রী রায় অবশ্যই অভিজাত । কিঞ্চিৎ বংশ গৌরবও ছিল। রেনেসাঁয় বিশ্বাসী ছিলেন । দাদুর মধ্যে রেনেসাঁ সংস্কৃতির সব গুণ ছিল, লিখেছেন ।
কে কি ভাবে নেবেন জানিনা। বনেদীয়ানার হল অর্থ, প্রতিপত্তি, কোর্ট কালচারের প্রতি আনুগত্য একটা সামাজিক established norm ধারক হয়ে থাকার গুণ গুলো দেখা যায় ।
আভিজাত্য নিজগুণে আহরণ করতে হয় । সেখানে গ্রে মেটার , ইন্টেলেক্ট, রিফর্ম, একটা নব্য চেতনা এসব নিয়ে।
বনেদী আর অভিজাত এর মধ্যে মূল
পার্থক্য লেখ। কারা সাধারণত বনেদী
হ য়? কেন?কারা সাধারণত অভিজাত হন ? কেন?
( 2+(1+2)+(1+2))
প্রশ্নের মান অনুযায়ী টু দ্য প য়েন্ট উত্তর দিন।
শেষ বাচ্চাটা আপস্টার্ট। না বনেদী, না অভিজাত। না ঘটি, না বাঙাল। তাই পরিচালক তাকে নেপালী দেখিয়েছেন।
উল্টো হল। এভারেস্ট ঘটি, কাঞ্চনজঙ্ঘা বাঙাল। ঘটিরা বনেদী, বাঙালরা অভিজাত।
পাহাড়রা বনেদী না অভিজাত? কাঞ্চনজঙ্ঘা ঘটি না বাঙাল?
বনেদী, অভিজাতদের মধ্যে সূক্ষ্ম তফাৎ আছে । ঘটিরা সাধারণত বনেদী হয়, বাঙালরা অভিজাত।
I think Indranath Choudhury's family belonged to the Brahmo samaj.
কিন্তু ইন্দ্রনাথ চৌধুরী খুব বনেদী।
@রঞ্জন-দা, কেমন আছেন ? কভিড নাইনটিন কি বলছে ! :-)
@এলেবেলে, @বোধি দাশগুপ্ত রা আর আসেন না ?
@Tim
ইন্দ্রনাথ চৌধুরী হলেন একদম যারা অন্যদের পরাধীন করে নিজের স্বাধীনতা উপভোগ করতে ভাল বাসে। ইন্দেনাথ অন্যের ওপর জুলুম চালিয়ে যারা জীবন কাটায় তারা কোথাও gullible হয়ে থাকে । তারা জানে আমার কথাই শেষ কথা তাই আমার কথা সবাই মেনে নেবে । কিন্তু সব মানুষ প্রবল প্রতিকূলতায় নিজের ইচ্ছে পূরণের জায়গা বের করে নেয়। ফিল্মে কিন্তু পরিষ্কার দেখানো হয়েছে 'ব্যানার্জি' আদেও 'মনিকা'কে প্রপোজ করবে কিনা, 'মনিকা' সেটা একসেপ্ট করবে কিনা, মেয়ে তার কাছে অপরিচিত, তাই দার্জিলিং ছেড়ে যাওয়ার আগের দিন তিনি চাপা উদ্বিগ্ন ।
'জোর' করে শ্রদ্ধা আদায় সবসময়েই ইন্সিকিওরিটির লক্ষণ ।
এখানে কর্মচোদনা আছে
রঞ্জনদা কে অ নে ক দি ন পরে দেখলাম আজ। ❤️❤️❤️
@আকা,
এইবার ঠিক বুইয়েছি। আসলে আমার মনেও সন্দ ছিল যে এরম কিছু হবে, আপনি নিঃসন্দেহ করে দিলেন।
@PR,
না না , আমার আসলে সর্পতে রজ্জুভ্রম।
@এতোজ,
ঠিকই বলেছেন। এই পাতায় নীচের দিকে রামকৃষ্ণ মিশনের লোগো দেখুনঃ তেন হংস প্রচোদয়াৎ।
কিন্তু পাঁচবছর মিশনে পড়েও মানে বুঝিনি। ওখানে হংস কী করছে জিগায়ে স্বামীজির বেত খেয়েছিলাম।