এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.254.***.*** | ০৯ জুলাই ২০২০ ০৩:৪৯449371
  • চতুর্মুখ হলেন ব্রহ্মা স্বয়ং। এক একটি মুখে একটি করে বেদের ব্যাখ্যা করছেন। আকার প্রশ্নের উত্তর।

    এই নস্তলজি ভালো লাগছে। বিশ্বাসই হয়্না বেলা শেষের মলিন রবির করুণ হেসে শেষ বিদায়ের চাহনি মেলে দেবার সময় হয়ে গেলো!
  • কলোনি | 185.8.***.*** | ০৯ জুলাই ২০২০ ০৩:৪৩449369
  • মাইরি এদিনও দেখতে হল। সেক্টর ফাইভ নিয়ে আইটিকুলিদের নষ্টলজি। হানুদা থাকলে এসপেরান্টোয় গালাগাল দিত।

  • পেরিয়ে গেছে কুড়ি বছর | 98.114.***.*** | ০৯ জুলাই ২০২০ ০৩:৩৭449368
  • তাই কি কবি বলেছেন - জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার

    বা

    বিস সাল বাদ
  • বিশ্বরূপ রায় | 15.206.***.*** | ০৯ জুলাই ২০২০ ০৩:৩৬449367
  • aka | 2600:1005:b140:f3a3:4db5:aa68:8ec5:9675 | ০৯ জুলাই ২০২০ ০৩:২৪ 

    সত্যিই কি সব দিন ছিলো , মুখোমুখি বসে সেসব দিনের স্মৃতিচারণ করতে ভালো লাগে 

    লকডাউন উঠে গেলে অনির্বান এর বাসায় একদিন গেট টুগেদার আরেঞ্জ করার কথা হচ্ছে , ওখানে আসবেন আশা করি , তাহলে জমিয়ে আড্ডা হবে , সুযোগ পেলে আপনার সেই ইছামতী তে মাছ ধরতে যাবার গল্পটা আরেকবার শুনবো কিন্তু 

    গানের চর্চা এখনো আছে নিয়মিত ? দু কলি শুনতে পেলেও মন্দ হতোনা 

    এতক্ষনে নিশ্চয় জেনে গ্যাছেন আমার পরিচয় 

    আশা করি শিগগির দেখা হবে 

    ভালো থাকবেন 

  • সম্বিৎ | ০৯ জুলাই ২০২০ ০৩:৩৩449366
  • আরও পয়েঁরো বছর পিছিয়ে যান স্যার। বিকেলে সাইকেল চেপে লুকিয়ে সিগারেট খেতে যেতুম সেক্টর থ্রি অব্দি, কারণ তখন সেক্টর ফাইভ সেচ ভবনের ড্রইং শিটে। সেক্টর থ্রিতে পুলিশ ট্রেনিং-এর কী একটা নতুন টাইপের বাড়ি ছিল। বসতবাড়ির সংখ্যা নিউজিল্যান্ডের থেকেও কম।  নাম্বার টেন নামক সস্তার সিগারেট টেনে মৌরি বা চমনবাহার মুখে ফেলে পাড়ায় ফিরে ফুটবল।

  • aka | 2600:1005:b140:f3a3:4db5:aa68:8ec5:***:*** | ০৯ জুলাই ২০২০ ০৩:২৪449365
  • আহা সেই সময়ে সেক্টর ফাইভের বুকে রাজত্ব করতাম আমরা। দুকুরে বৌদির ঝুপসে মাছভাজা, ডাল দিয়ে ভাত, শুক্কুরবারে মাঙ্গস আর তারপরে ভেড়ির ধাঅর অবধি পান চিবুতে চিবুতে হাটা। বিকেল হলে মাঝে মাঝে যখন বোলার্স ডেন হল তখন সেখানে একটু ফূর্তি। শেষে ট্যাক্সি ধরে উল্টোডাঙ্গা, সেখানে ছুটতে ছুটতে বজবজ-নৈহাটি ধরা। ব্যারাকপুরের পর কামরায় শুধু আমরাই থাকতাম।

    মনে হয় এই তো সেদিন, অথচ পেরিয়ে গেছে কুড়ি বছর।
  • %% | 46.246.***.*** | ০৯ জুলাই ২০২০ ০২:১৫449364
  •  এই দস্তুর কে দেখেই কি পরশুরাম লিখেছিলেন ?
     

    ব্যোম নারায়ণ ধুস্তুর স্বামী

    দস্তুর মতো প্রস্তুত আমি ?

  • অর্জুন | 113.2.***.*** | ০৯ জুলাই ২০২০ ০২:০৪449363
  • কলকাতার আরেক বিখ্যাত পার্সি ছিলেন  সি আর ইরানী । স্টেটসম্যানের বিখ্যাত এডিটর । স্টেটসম্যানকে দুঃসময়ে রক্ষা করেছিলেন । তাঁর স্ত্রী থ্রিতি ইরানীও বিখ্যাত বিউটিশিয়ান । তবে ইরানীরা বোধহয় বোম্বের লোক  কলকাতায় কর্মসূত্রে এসেছিল । 

    কুলজিয়ান, সাধন দত্ত এসব নাম বাবার মুখে শুনতাম । বিষয়, ব্যক্তি সম্পর্কে ভাল জানিনা । 

  • মিন্টো পার্ক | 165.225.***.*** | ০৯ জুলাই ২০২০ ০১:৫৩449362
  • 'সুখ সাগর' ছিল সে বাড়ির নাম!
    তাই বলে কি তর সল্ট লেকে যায় নি? যায় নি তারা সল্ট লেকে?
    তাই বলে কি সল্ট লেক বাড়ির উদ্বোধনের দিনে গঙ্গাবক্ষে রন্জাবতী নাচেন নি?
  • r2h | 2405:201:8805:37c0:3402:e1f4:a7ee:***:*** | ০৯ জুলাই ২০২০ ০১:৫১449361
  • রিসার্চ ইঞ্জিনিয়ার্স আর নেটগুরু ছিল, ডিজিটাল মিডিয়া প্রোডাকশনে ইনোভেটিভ কাজকর্ম করতো, অমৃত দাসের কোম্পানী; তৎকালীন ধুধু সেকটর ফাইভে ঘ্যামা অফিস। আমি কিছুদিন ঠিকে কাজ করেছিলাম; হংকং থেকে এক ভদ্রলোক এসেছিলেন অ্যানিমেশনের ওয়ার্কশপ করাতে, ভারতীয় আর্টিস্টদের বুড়োটে বলে উষ্মা প্রকাশ করতেন। সেন্ট্রালি এয়ার কন্ডিশন্ড, কার্পেটেড অফিসের ভেতর সিগারেট খাওয়া যেত, শুধু যেখানে সেখানে ছাই ফেলা নিয়ে উদ্বেগ ছিল।
  • lcm | 2600:1700:4540:5210:cc93:eb78:ef63:***:*** | ০৯ জুলাই ২০২০ ০১:১৫449360
  • আর ছিল, প্রাইস ওয়াটার হাউস - অফিস ছিল মিন্টো পার্কে কাছে।
  • lcm | 2600:1700:4540:5210:cc93:eb78:ef63:***:*** | ০৯ জুলাই ২০২০ ০১:১৪449359
  • শুরুতে টেকনা ছিল পার্ক স্ট্রিটে, একবার গেছিলাম, কৌশিক সিঙ্গারা খাওয়ালো। পার্কসার্কাসের কাছে কোথাও বোধহয় ছিল ডিসিএল। আর, থিয়েটার রোড (নাকি পার্ক স্ট্রিটে) ছিল ম্যাকমেট ইন্ডিয়া। টিসিএস অফিস ছিল ডালহৌসি-তে ।
  • জয়প্রকাশ সারস্বত | 13.229.***.*** | ০৯ জুলাই ২০২০ ০১:১০449358
  • সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর মঞ্চেও উমফান দুর্নীতির প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’একটি ঘটনা নিয়ে বিরোধীরা অতিরঞ্জিত করে দেখাচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। আমফানের পর থেকে বারবার তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘স্বজনপোষণ’ নিয়ে একাধিকবার কাঠগড়ায় উঠেছেন নেতাকর্মীরা। যদিও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হয়েছে শাসকদলের তরফে। তবে সেই পদক্ষেপকে নেহাত ‘লোক দেখানো’ বলতেও দ্বিধা করেনি বিরোধী শিবির। বুধবার কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্নীতি প্রসঙ্গে বিরোধীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে সিপিএমকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

    তিনি বলেন, ‘কিছু বিক্ষিপ্ত ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কোনও কোনও রাজনৈতিক দল। ৭-৮ শতাংশ মানুষ এসব কাজ করছে। তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিপিএমের আমলে ১০০ শতাংশ চুরি করত পঞ্চায়েতে। আমরা ৯০ শতাংশ কমিয়ে দিয়েছি। এখনও ১০০ শতাংশ পারিনি। কারণ, একবারে সব চোর উত্‍খাত করা সম্ভব নয়। তবে আস্তে আস্তে ১০০ শতাংশ পারবো। অন্য রাজ্যে গিয়ে দেখুন ৯০ শতাংশই দুর্নীতি। আমি আমার দলীয় নেতাকর্মীদেরও ছেড়ে কথা বলি না। মানুষের টাকা যেন কেউ না নেয় এটাই আমার নির্দেশ।’ সিপিএমকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর আরও দাবি, ‘সিপিএম ৩৪ বছর ধরে দুর্নীতি করে গিয়েছে। সরকারি দফতর গুলির নিচুতলায় এখনও এসব ব্যবস্থা চালু রয়েছে। একদিনে তো কারও অভ্যাস বদলানো যাবে না। এটাকে সামলাতে আমাকে আরও লড়াই করতে হবে।’পুলিশ ব্যবস্থা নিচ্ছে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না।’

    রাজ্যের বিভিন্ন প্রান্তে আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি আর্থিক ক্ষতিপূরণ বিলি নিয়ে দুর্নীতির অসংখ্য অভিযোগ সামনে এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির শাসক দলের নেতাদের বিরুদ্ধে। কিছু ক্ষেত্রে বিরোধীদের হাতে থাকা পঞ্চায়েতগুলির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। একের পর এক অভিযোগ সামনে আসার পর বহু জায়গাতেই দলীয় নেতা এবং পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শাসক দল। প্রশাসনিক স্তরেও অন্যায্য ভাবে যারা ক্ষতিপূরণ নিয়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

  • %% | 80.2.***.*** | ০৯ জুলাই ২০২০ ০১:০৬449357
  • ওদিকে জগদীপ চলে গেলেন 

    শুধু ধোনখড় পড়ে রইলো 

  • বিশ্বরূপ রায় | 15.206.***.*** | ০৯ জুলাই ২০২০ ০০:৪৩449356
  • আকাদা জানতে চাইছিলেন ড্রপলেট আর এইরবর্ন এর তফাৎ 
    গোদা বাংলায় যদি ড্রপলেট হয় , তো আপনি যতটা দূরে পিচিক করে থুথু ফেলতে পারবেন মোটামুটি ততদূর গিয়ে ভাইরাস ধরাশায়ী হবে , তার বাইরে যে থাকবে সে সরাসরি নিঃস্বাস এর সঙ্গে ভাইরাস নেবেনা 
     

    এয়ার বোর্ন এর ক্ষেত্রে যদি আপনি মাঙ্গসো রান্না করেন , যতদূর লোকে গন্ধ পাবে , যদি আপনার করোনা হয় ও আপনি কাশেন , ততদূর অবধি লোকে নিঃস্বাস এর সঙ্গে ভাইরাস ফ্রি গিফট পাবে 
     

  • সম্বিৎ | ০৯ জুলাই ২০২০ ০০:৩৫449355
  • দস্তুরমত।

  • %% | 212.237.***.*** | ০৯ জুলাই ২০২০ ০০:৩০449354
  • M N dastur  তো পারসী ছিলেন , বাঙালি নয় 

  • সম্বিৎ | ০৯ জুলাই ২০২০ ০০:২১449353
  • রাইট, দস্তুর নয়, ডিসিএল।

  • aka | 2600:1005:b140:f3a3:4db5:aa68:8ec5:***:*** | ০৮ জুলাই ২০২০ ২৩:৪১449352
  • যেমন হু, ট্রাম্প এই একটা সিদ্ধান্ত ঠিক নিয়েছে। হু অত্যন্ত বাজে কাজ করছে আমার মতে। প্রচন্ড ক্নফিউজিঙ্গ।
  • lcm | 2600:1700:4540:5210:cc93:eb78:ef63:***:*** | ০৮ জুলাই ২০২০ ২৩:৩৮449351
  • তফাৎ বলছে, যে

    হাঁচি-কাশির সঙ্গে যে রেসপিরেটরি ড্রপলেট বেরোয় সেগুলো সাইজে একটু বড় আর ওজনে ভারি, বেশির ভাগ ড্রপ গ্র্যাভিটির টানে মাটিতে পড়ে যায় বা ভেসে থাকলেও বেশিক্ষণ ভেসে থাকতে পারে না। তাই ৬ ফুট দুরত্ব রাখলে সংক্রমণের সম্ভাবনা কম।

    কিন্তু এখন বলছে করোনা ভাইরাস এয়ারবর্ন (airborne : transported by air), মানে হালকা, বাতাসে অনেক্ক্ষণ ভেসে থাকতে পারে, ৩০ ফুটের বেশি অনায়াসে ভাসতে ভাসতে চলে যেতে পারে। এতে করে ইন্ডোর সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়, বলছে বাড়িতে মাঝে মধ্যে জানালা/দরজা খুলে দিতে যাতে হাওয়া খেলে, ভালো ভেন্টিলেশন হয় ইত্যাদি। এক জায়গাত অনেক মানুষের দ্রুত সংক্রমণের কারণ বলছে এয়ারবর্ন।
  • aka | 162.44.***.*** | ০৮ জুলাই ২০২০ ২৩:২৬449350
  • এয়ারবোর্ন মানে কি? এতো জানাই ছিল, হাঁচলে, কাশলে একের থেকে অন্যের ছড়ায়। নতুন কিছু বুঝলাম না।
  • aka | 162.44.***.*** | ০৮ জুলাই ২০২০ ২৩:২২449349
  • যাঃ ভাবলাম ফাস হব, সবাই বলে দিসে
  • aka | 162.44.***.*** | ০৮ জুলাই ২০২০ ২৩:২১449348
  • টেকনা মনে হয়, এসডিএফের একটা পুরো ফ্লোর জুড়ে ছিল।
  • সিএস | 2405:201:8803:be5f:814a:7ba0:ceb0:***:*** | ০৮ জুলাই ২০২০ ২২:৫৭449347
  • ** সাধন দত্ত নয়
  • সিএস | 2405:201:8803:be5f:814a:7ba0:ceb0:***:*** | ০৮ জুলাই ২০২০ ২২:৫৬449346
  • দস্তুর তো সাধন দত ময়। ওনার প্রথমে কুলজিয়ান সেখান থেকে ডেভেলপমেন্ট কনসালটেন্ট্স, ডিসিএল। আলো ঘোষের টেকনা, টিসিএসএরও আগের সফটওয়ার ব্র‌্যান্ড, বাঙালীর তৈরী !

    জ্যোতি বাবুর দৌলতে, শোনা যায়, সাধন দত্তর কোম্পানীতে কোনদিন ইউনিয়ন হয়নি।
  • টেকনা | 98.114.***.*** | ০৮ জুলাই ২০২০ ২২:৫৪449345
  • হু তো হু হু করে রিপোর্ট করেছে মনে হচ্ছে! হায় ব্রাউজার!
    ইদিকে নেপালে না কি এক হু ইয়্যান্কি বলে চিনে য়্যাম্বসাডার তুল্কালাম কচ্চে!
  • বিশ্বরূপ রায় | 82.132.***.*** | ০৮ জুলাই ২০২০ ২২:৪৯449344
  • WHO confirms today that coronavirus transmission is airborne

  • সম্বিৎ | ০৮ জুলাই ২০২০ ২২:৩৮449341
  • সাধন দত্ত কি দস্তুর আর কুলজিয়ান? আর আলো ঘোষের একটা কী যেন সফটওয়্যার কোম্পানি ছিল যেখানে নব্বইয়ের দশকে সব বাঙালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার  একবার চাকরি করেছে?  

  • | 2601:247:4280:d10:b9eb:5:ea83:***:*** | ০৮ জুলাই ২০২০ ২২:২২449340
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত