প্রতি সপ্তায় দুটি গাড়িকে দু-মাইল হাওয়া খাওয়াতে নিয়ে যেতে হয়, ওই ব্যাটারি বসে যাবার ভয়ে।
ইউ কে কিন্তু বেশ কন্ট্রোলে এনে ফেলেছে।রাশিয়াও ধীরে ধীরে গ্রিপে আনছে । ভারতে কেস বাড়ছে দ্রুত গতিতে।লোকজন বেড়িয়ে পড়েছে। কলকাতায় নাকি জোরালো লক ডাউন আসতে পারে।
পাব্লিক বাস,আর অটো ছেড়ে দিয়েছে।বাজারে সোশ্যাল ডিষ্ট্যানস রুল মানা হচ্ছে না।জিনিষ পত্রের দাম পনেরো কুড়ি শতাংশ মতন বেড়েছে। লোক্যাল ট্রেন চলছে না।ইস্কুল কলেজ বন্ধ।কেউ কারোর বাড়ি যাচ্ছে না। টোটাল আন সোশ্যাল সিচুয়েশন।
@আকাদা
না না আমি তো পিডিএফ চাইছিলাম , রামু কি সৈকত এর ভাই এর কথা বলছেন ?
বাহ্ বেশ সরেস রেসিপি তো
আমি অবশ্য ঠান্ডা লাগলে ওই গোছের দ্রবণ বানিয়ে রাম এ মিশিয়ে খাই , মাংস টেরাই করিনি কখনো
তো বড়ি কি ডাল বেটে ছাদ এ শুকিয়ে নিলেন ?
ফিনিক্সের অবস্থার কথা বোনের থেকে জানতে পারি। শুনছি লোকজন মাস্ক, টাস্ক পড়ে বেরোচ্ছে না একেবারে। বাস রাইড ফ্রি। ওরা সুযোগ পেলে এদিক, ওদিক ঘুরছে কিন্তু টেম্পরেচর ৪৪ ডিগ্রি।
কিন্তু ওখানে তো অফিসিয়াল লকডাউন হয়নি শুনলাম !
ও বাবা
,বড়ি কি দেশ থেকে নিয়ে যাওয়া ? তা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলেন ?
না না গরম জল নয়কো , আমার তো পান্তুয়ার প্রজেক্ট ছিলো
অভিজিৎ বলছিলো আপনার কাছে নাকি রামকৃষ্ণ কথামৃত র পিডিএফ আছে , কাইন্ডলি একটু শেয়ার করবেন নাকি ? এই বাজারে হার্ড কপি কোথাও পাচ্ছিনাকো
আকাদা নমস্কার
কেমন আছেন ? সেলুন সব বন্ধ তো , চুল কাটার কি ব্যবস্থা হচ্ছে ? পুডিং করলেন নাকি আর ?