এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:a2e:11a6:0:1e:400c:***:*** | ০৫ জুলাই ২০২০ ১১:১৬449034
  • একি এলেবেলে বাবু! ক দিন আগেই আমি ধুন্ধুমার বিতর্কে অংশগ্রহণ করলাম এবং অর্তিমিসিনিন এর আবিষ্কর্তা টু ইউ ইউ ও প্রোজেক্ট ৫২৩ নিয়ে উল্লেখ করলাম, খ্যা ল করেন নি!?

  • sm | 2402:3a80:a2e:11a6:0:1e:400c:***:*** | ০৫ জুলাই ২০২০ ১১:১১449033
  • লাস্ট কতক গুলো পোস্টের প্রেক্ষিতে লিখছি।

    গুরুতে বহু পোস্ট দাতা কে অকারণে আক্রমণ করা হয়। অনেক সময় বেশ সঙ্গবদ্ধ ভাবে। একজনের সঙ্গে অন্যের বিতর্কের প্রেক্ষিতে ,আচমকা চার পাঁচ জনের পোস্ট চলে আসে। এই চার পাঁচজন একপেশে পোস্ট দেবেন অথবা ব্যক্তি আক্রমণ চালিয়ে যাবেন। 

    গুরুর বহুলোক মূলত পুরোনো লেখকরা পরস্পর কে চেনেন।

    পিটি,অর্জুন,ব্রতীন ও আমার ওপর অনেক এরকম ব্যক্তি আক্রমণ করা হয়েছে।

    এবার আসি দ্বৈরথ প্রসঙ্গে।আমার সঙ্গে পিটির দ্বৈরথ সীমাহীন।কিন্তু ব্যক্তিগত গালা গালির পর্যায়ে পৌঁছয়নি।

    এলেবেলে বাবুর সঙ্গে দুদিন ধরে মূলত, আমার ই মতানৈক্য চলেছে। মধ্যি খান থেকে কিছু লোক আমাকে অকারণে গালি দিয়ে গেছে। তো কি আর করা যাবে?

    কিন্তু একটা জিনিষ স্পষ্ট ,এতো বাক বিতন্ডা হবার পর ও এলেবেলে বাবুর পোস্টে আমার নামোল্লেখ নেই। ধন্যবাদ এলেবেলে বাবু।

  • b | 14.139.***.*** | ০৫ জুলাই ২০২০ ১১:১০449032
  • এতে না হলে এইটে
  • b | 14.139.***.*** | ০৫ জুলাই ২০২০ ১১:০৭449031
  • @ অতোজ
    নিন, মন ভালো করুন।
  • এলেবেলে | 202.142.***.*** | ০৫ জুলাই ২০২০ ১০:৪৭449028
  • আসতে চাইছিলাম না অকারণ কৈফিয়ত দিতে, কিন্তু অভিযোগ যখন উঠেইছে আমার বিরুদ্ধে তখন সেটাকে পরিষ্কার করে লিখে দেওয়া ভালো। পুরো্টা ডকুমেন্টেড থাকুক।

    এখানে আপত্তি লিখেছেন ---

    //আপত্তি | 216.250.97.166 | ০৫ জুলাই ২০২০ ০৫:১৪

    নাঃ, আপত্তি ঠিকই করা হয়। কালকে যে কমেন্টটা আপত্তিকর ছিল, হুতো সেটার পরেই বলেছে নোংরামি হচ্ছে। দুঃখের বিষয় সেটা এলেবেলের নিজেরই কমেন্ট ছিল। আর সুযোগ পেলেই আপনার গুরুর একটু নিন্দে করে যাবার অভ্যেসটাও খুব মহত্ত্বের পরিচয় দিচ্ছে না।//

    দুঃখ পেলেও সেটা ভুলই ছিল কারণ আমার 'ধারণা' হুতো আমাকে 'নোংরামি'-র অভিযোগে অভিযুক্ত করেননি। আমি পুরো ঘটনাটা তুলতে তুলতে যাই। এখানে প্রচুর লোকের উক্তি আমি ব্যবহার করব ঘটনার পারম্পর্য বোঝাতে, ফাঁকে আমার কিছু প্রাসঙ্গিক মন্তব্য থাকবে। 

    ঘটনা শুরু হচ্ছে এই ভাবে। 

    //আঁতেল | 185.186.79.214 | ০৩ জুলাই ২০২০ ১৭:৩৭

    আরে মশাই অশ্বিন কেন, অরুন্ধতী রায়ও জিবিবাবুর উল্লেখ করেচে। কিন্তু খাজা বই তাতে ভাল হয়ে যায় না। হিস্টোরিয়ানে একটা রিভিউ বেরিয়েচিল বইটার। সেইটে দেকুন গা। খোরাক সরবরাহ বন্দ করুন।

    (গাঁড়ল টা চাম্পি হয়েচে

    এলেবেলে | 202.142.96.14 | ০৩ জুলাই ২০২০ ১৭:৫৪

    হুঁ এ পাড়ায় অনেকেই রিভিউ পড়েই পণ্ডিত। জানি। তা আপনি কার তামুক সাজেন? প্রযুক্তিবিদ নাকি ডাক্তার? ওই কারণেই এ পাড়ায় কল্লোলবাবু, রঞ্জনবাবু আসেন্নাকো। এমনকি খ অবধি গোঁসাঘরে আশ্রয় নিয়েছেন।

    আঁতেল | 185.186.79.214 | ০৩ জুলাই ২০২০ ১৮:০৩

    অ আপনি ছাড়া বাকি সবাই হয় বাল নইলে তামুক সাজে! বাকিরা জাঙিয়া পরা, তুমি একা পরে আলখাল্লা! ওই জিবিবাবুর থেকে গান্ধীর ওপর পার্থ চাটুজ্জে ফাটুজ্জের লেখা ঢের ভাল। অবশ্য কলেজ স্ট্রীটের গান্ধীজীর গোপন রোগ টাইপের বইই ঐতিহাসিক সত্যের পরকাষ্ঠা বলে মনে হলে আলাদা কথা।

    নিজের দেশের জিনিস জানেন না , আবার (সাউথ) অ্যাফ্রিকা।

    এলেবেলে | 202.142.96.14 | ০৩ জুলাই ২০২০ ১৮:১৮

    অশ্বিন দেশাই পড়লেই কর্নেল ঠিক লিখেছেন না ভুল লিখেছেন টের পাবেন। কর্নেল লিখেছেন ২০০৪এ, অশ্বিনরা ২০১৫-য়। কর্নেলের এক লাইন দেখেই বুঝে গেলেন ওটা বেকার? বাপরে!//

    এবারে কেউ যদি গান্ধীর লেখার মন্তব্য অংশটা পড়ে থাকেন, তাহলে দেখতে পাবেন দেশে ফিরে আসার আগে গান্ধীর কাগজপত্র পুড়িয়ে ফেলা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছি অশ্বিন দেশাইদের বইটির ভিত্তিতে, জি বি সিং-এর নয়। ওটা এসেছিল কেবলমাত্র এসেমের ম্যান্ডেলা-লুথার কিং সম্পর্কে। আমি সিএস-কে সেই বই পড়তে বলেছি, তার প্রকাশক কারা, কত সালে সে বই প্রকাশিত - সব বলেছি। তিনি সে বই পড়েননি বলে নিজে জানিয়েছেন। এবং ভেবে নিয়েছেন ('আমার' অজানা কারণে) যে গোটা বিষয়টা আমি ওখান থেকেই সিদ্ধান্ত করেছি! তার পরেও যদি কেউ লাগাতার কানের সামনে ঘ্যানর ঘ্যানর করে জি বি সিং বলে যান, যেহেতু তার একটি খারাপ রিভিউ-এর সঙ্গে তিনি পরিচিত, তাহলে তাঁকে তল্পিবাহক ছাড়া আর কী বলার আছে। তিনি যেচে ওই অভিধা নিয়েছেন, তার আগে অবধি তাঁকে আমি সে অভিধা দিইনি।

    এইবারে এই ছ্যাবলামি শুরু হল।

    //এইত্তো | 2405:8100:8000:5ca1::f5:a10e | ০৩ জুলাই ২০২০ ১৮:১৯

    রন্টিপাগলা নাচতে লেগেছে।
    ও দাদা এদিকে একটা দুধ চা আর দুটো আলুচ্চপ দুটো পেঁয়াজি। বসি জুত কোরে।

    এই | 2405:8100:8000:5ca1::390:84dd | ০৩ জুলাই ২০২০ ১৮:৪২

    আরেক গাড়ল। সমকামিতার কথা সিএস লিখেছে রন্টিপাগলা কই

    %% | 13.232.166.200 | ০৩ জুলাই ২০২০ ২১:৫০

    অতঃপর দেবোত্তম কহিলা বিষাদে 
    ত্যাজিব গুরু আজ এই পণ করি 
    গুগলাইয়া থাকো সুখে তোমরা যেমতি 
    অন্ধকূপে নিমজ্জিত মূর্খ দাদুরী//

    ঠিক এর পরে প্রথম হুতো প্রতিবাদ করলেন।

    //r2h | 2401:4900:104e:210e:acbb:5bac:819a:eacd | ০৩ জুলাই ২০২০ ২১:৫৮

    এগুলো নোংরামি হচ্ছে।//

    যদিও তাতে ছ্যাবলামি কিংবা নোংরামি কমল না।

    //%% | 13.232.166.200 | ০৩ জুলাই ২০২০ ২২:০৬

    কিবা নোংরা কিবা খ্যাংরা কিবা মুড়ো ঝ্যাঁটা 
    পড়িলে ঘা সপাসপ স্তব্ধ হয় ঠ্যাঁটা 
    কিবা হুতো কিবা ভুতো কিবা মর্মপীড় 
    মোসাহেব চামচার কম নয় ভীড়//

    এই ফাঁকে ঢুকলেন অর্জুন। তিনি একটি অভিযোগ জানালেন।

    //অর্জুন | 223.223.145.201 | ০৩ জুলাই ২০২০ ২২:২৮

    'গুরু' তে porn site র Ad আসছে !

    Admin should take a note of it. //

    এবারে শুরু হল ছ্যাবলামি কিংবা নোংরামির দ্বিতীয় পর্ব।

    ডিসি আমি বই ত্থেকে ছবি দেওয়ার বিষয়টি অ্যাপ্রিসিয়েট করেছিলেন, আমি নিজে তাই নিয়ে কিছুই বলিনি। তবু তির ছোঁড়া বন্ধ হল না।

    //সম্বিৎ | 71.202.35.85 | ০৩ জুলাই ২০২০ ২৩:৫৯

    দেকুন, এলেবেলেবাবুর পূরীষভান্ড ঘাঁটার আর ফিরি করার ব্যাপারে রামগঙ্গা কিছু বলার নেই। ওনার ইতিহাস ঘাঁটার স্কলারশিপের যা নমুনা দু চারটি পেয়েছি, সে নিয়েও কিচু বলব না। কারণ হাম বোলেগা তো বোলোগে কি বোলতা হ্যায়। তাই আমি আড়াই-খানা ভাল ছবির পরিচালকের নেমেসিসের একটা লেখার থেকে উদ্ধার করি, বুঝ লোক যে জান সন্ধান - "রুদ্রমশাই সাহিত্য বোঝেন কিনা জানি না; সিনেমা তিনি একেবারেই বোঝেন না। শুধু বোঝেন না নয়, বোঝালেও বোঝেন না। যাকে বলে একেবারে বিয়ন্ড রিডেম্পশন। ... আসলে রুদ্রমশাই-র বাতিকই হল লেখা।"

    যাকগে, এসব নিয়ে বলার মতন অনেক যোগ্যতর লোক আছে। তবে গুগুলকে হতচ্ছেদ্দা দেখে বুঝলাম ওদিকটাতেও একেবারেই ডডনং। এ অনেকটা "আপনি তো মশাই লাইব্রেরির ইনডেক্স কার্ড থেকে বই খুঁজে তক্ক করছেন। আমি সোজা আলমারি থেকে বই নিই। কাজেই আমার তথ্য অনেক পোক্ত" বলার মতন অভিযোগ।//

    এবারে প্রতিবাদ জানালেন অরণ্য, তিনি দ্বিতীয় জন।

    //aranya | 2601:84:4600:9ea0:e02a:2377:6a81:893d | ০৪ জুলাই ২০২০ ০০:৩৪

    এলেবেলে-র স্বনাম-টা একজন ব্যবহার করেছেন দেখলাম। এটা না করাই বাঞ্ছনীয়।
    গুরুতে কিছু কমবয়সী ছেলেমেয়ে এলে ভাল হত। ইয়ং ব্লাড। বইমেলায় শুনেছি কলেজের ছাত্রছাত্রীরা গুরুর স্টলে আসে, বই পত্র কেনে। তাদের বোধহয় সাইটে আসার সময় বা আগ্রহ নেই//

    তাতে ফুট কাটা অব্যাহত থাকল।

    //সেই | 2a0b:f4c2:1::1 | ০৪ জুলাই ২০২০ ১০:৫৩

    ভয়ানক অল্পবয়সী ছেলেমেয়েরা গুরুর ফিল্ডওয়ার্ক করে বইমেলায় বইয়ের সিলিপ কাটে লেখক সাজার দুর্মর বাসনায়। লিখে ত দিয়েছে পোস্কার করে।//

    আমার কোনও মন্তব্যে 'অল্পবয়সী ছেলেমেয়েরা গুরুর ফিল্ডওয়ার্ক করে'দের প্রতি কোনও কটাক্ষ ছিল না। কারা এই মন্তব্যের নিশানা, তা যাঁদের বোঝার বুঝবেন। না বুঝলে চেপে যাবেন। বুঝতে চাইলে প্রয়োজনে সেই লেখকের ফেসবুকের লিঙ্ক দিয়ে দেব। হুতো যদিও জানেন এবং বিষয়টা তাঁরও খারাপ লেগেছে বলে জানিয়েছিলেন। কাজেই ওটাও ফালতু অভিযোগ।

    কাল একটা মন্তব্য করতেই আবার ধেয়ে এলেন তাঁরা। যেন এতক্ষণ অপেক্ষাতেই ছিলেন!!

    //আঁতেল | 185.186.79.214 | ০৫ জুলাই ২০২০ ০৩:১৮

    এলেবেলেবাবু অকারণে তাল ঠোকা বন্দ করলে দেকবেন লোকে খোরাকও করচে না। আগের পাতায় দেক্লুম লিকেচেন মৌলিকতা নিয়ে পোশ্নো তোলা নাকি নাকউঁচু ব্যাপার। কী আর বলব। খোরাক সরবরাহ কচ্চেন , লোকে তো খোরাক করবেই।//

    মন্তব্য নিষ্প্রয়োজন।

    এবারে অভিযোগ জানালেন অন্য আরেকজন। কিংবা হয়তো আগের জনই। কে মাথায় রাখে?

    //সম্বিৎ | 71.202.35.85 | ০৫ জুলাই ২০২০ ০৪:০৫

    এই যে এলেবেলেবাবু নামে স্বঘোষিত পন্ডিত ব্যক্তি গেল তিন-চার মাস ধরে তাল ঠুকে যাচ্ছেন অমুক লিখব, তমুকের মুখোশ খুলব ইত্যাদি - এ কি কোন সিরিয়াস স্কলারশিপের চর্চা করা লোকের ব্যবহার? এ কি যাত্রাপালা যে 'আসিতেছে, আসিতেছে' বলে বাজার গরম করতে হবে? গুরু তো লেখার ও আলোচনার জায়গা (ভাটিয়া৯ নয়, এটা মূলতঃ হাল্কা আলোচনার জন্যে)। লিখুন, জমিয়ে লিখুন। আলোচনার যোগ্য হলে লোকে আলোচনা করে ফাটিয়ে দেবে। "কমেন্ট করুন" বলে ঘ্যানঘ্যান করে রিডারশিপ বাড়ান যাবে না। 'আমি কত জানি' পজিশন নিলে লোকে টার্গেট করবে। হয়ত আনফর্চুনেট, কিন্তু এটাই বাস্তব।//

    এখানে কিছু কথা বলে রাখা ভালো। আমার বাজার গরম করার কিছু নেই, কমেন্টের জন্য ঘ্যানর ঘ্যানরও নেই। পড়লে পড়বেন, না পড়লে পড়বেন না। এক বছর আগেই আমাকে একদম প্রথম দিকে পরামর্শ দিয়েছিলেন, "এখানে কেউ পড়ে আপনাকে উদ্ধার করছে না যে তাঁদের সব কথার জবাব আপনাকে দিতেই হবে। বদলে মনোযোগ দিয়ে লেখার কাজটা শেষ করে নিন। কথা বলার অনেক সময় পাবেন।" কাজেই আমার সব লেখার ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। এবং এর আগের লেখাটির কোনও 'বিজ্ঞাপন' করেছি বলে মনে করতে পারছি না। এখানেও সে বিষয়ে একজন হালকা আওয়াজ দিতেই এবং বড়েস আমাকে পরামর্শ দেওয়ার সঙ্গেই আমি সেই বিষয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি।

    তার পরেও দলে ভারি করার চেষ্টা জাহির আছে।

    //আঁতেল | 185.186.79.214 | ০৫ জুলাই ২০২০ ০৪:২৩

    কালকে বল্লুম একাডেমিক লোকজন জি বি সিংয়ের বইয়ের রিভিউ করে বলচে প্রব্লেম আচে, তা উনি খেপে বললেন সিএসের তামুক সাজতে। ইদিকে তার আগেই সিএসকে অকারণে দরাজ সাট্টিফিকেট দিলেন। তারপর মতে না মিলতেই ওনার গা জ্বলে গেল। এটা পপিচুর আপ্রাণ চেষ্টা ছাড়া আর কি? আজ আবার নিজেই তাল ঠুকতে চলে এলেন উইদাউট এনি প্রভোকেশান। গান্ধী নিয়ে ম্যালা লোকে লিকেচে মশাই, ফলে ডুবিয়াস রেফারেন্স দিয়ে কনক্লুশন টানলে লোকে চেপে ধরবেই।//

    আমার গান্ধী লেখার মন্তব্য অংশে কারও সঙ্গে আমি রুঢ় ভাষায় কথা বলিনি। একমাত্র অভ্যুর সঙ্গে কথা প্রসঙ্গে একটি মাত্র শব্দবন্ধ উচ্চারণ করার প্রায় সঙ্গে সঙ্গেই আমি তাঁর কাছে ভুল স্বীকার করি। লেখক এবড়োখেবড়ো তেমনই থাকবে। এখানে আড্ডা দিতে আসে এলেবেলে এবং এখানে তার সেই দায় নেই, এটা সেমিনার কক্ষও নয়। এবং এখনও অশ্বিন দেশাইদের আপ্রাণ ভুলে থাকার চেষ্টা জারি আছে! কারণ ওটি থাকলে খিল্লির সুবিধে হয়, পড়ার কষ্টটুকু করতে হয় না!!

    শেষে একটাই কথা। এসব বেকার জিনিসে আটকে থেকে লাভ নেই। তুই বিড়াল না মুই বিড়াল চলতে থাকলে অযথা তিক্ততা বাড়বে বই কমবে না। কাজেই...।

    ও হ্যাঁ, এখানে আমার লেখা অব্যাহত থাকবে। পড়লেও, না পড়লেও।  মন্তব্য করলেও, না করলেও।

  • S | 2405:8100:8000:5ca1::f7:***:*** | ০৫ জুলাই ২০২০ ১০:২৬449027
  • ডিক ডারবিনের ইমিগ্রেশান নিয়ে স্টান্স খুবেকটা সুবিধাজনক না, বিশেষ করে ইন্ডিয়ানদের পক্ষে। এবারেও নিশ্চিন্তে জিতবে।
  • a | 14.2.***.*** | ০৫ জুলাই ২০২০ ১০:০৫449026
  • আমি একাই একশো কোটি -- এটা আমি ভাবছিলাম মোদিজি বলেছেন। পরে দেখলাম পুরো কে এল পি ডি
  • cb | 49.198.***.*** | ০৫ জুলাই ২০২০ ১০:০১449025
  • আচ্ছা,  এস বা অন্যরা বলতে পারবেন, আমি লাস্ট ইয়ারে দেখছিলাম ইউ এসের  বেশ কিছু ভারতীয়রা, যারা গ্রীণ কার্ডের জন্য ওয়েট করছেন, তারা হঠাৎ ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিনের এগেন্সটে ভীষণ ক্যাম্পেন শুরু করেছিলেন ইমিগ্রেশন রিফর্মের জন্য।  আমার কেমন যেন একটা লাগলো,  যে ভাই ইমিগ্রেশন নিয়ে রিপাবলিকানদের ছেড়ে  ডেমোক্র্যাটদের এগেন্স্টে ক্যাম্পেন করাটা আগে শুনিনি।  এটা কি মোদী ট্রাম্প ইসলামোফোবিয়ার ব্যাপার নাকি অন্য কিছু এতে?         

  • cb | 49.198.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৯:৫৫449024
  •  দীপাঞ্জন ওই নিচের টুইটারের লিংক দিয়েছিলেন।  খুব ভালো লেখাটা,  বার্নির ব্ল্যাক ভোটজনিত দূর্বলতা নিয়ে। 

    দা রাইজিংয়ের জায়েদ জিলানি এটাই বলছিল - সাউথ ক্যারোলিনায় বার্নির টিম সমানে ওয়াল স্ট্রিট রেগুলেশন নিয়ে অ্যাড করছিলো, একেবারেই আউট অফ টাচ এবং কোস্টাল লিবারাল বাবল।     

    তবে রাইজিং শো টা দেখে বুঝলাম - বেসিকালি অ্যান্টাই বাইডেন শো।  মানে সমানে বাইডেন ব্যাশিং ছাড়া কিছু হয় না।     

  • r2h | 2405:201:8805:37c0:fcb0:3f98:99d0:***:*** | ০৫ জুলাই ২০২০ ০৯:৫০449023
  • যাব্বাবা, অরণ্যদাই তো সন্দেহ প্রকাশ করলো এই বিষয়গুলো নিয়ে নতুন কিছু পাওয়া নিয়ে - আর এলেবেলে এইরকম সন্দিগ্ধ লোকেদের পোঙ্গা পণ্ডিত বললেন।

    আর এলিটিজম ইত্যাদি নিয়ে লম্ফঝম্প করলে লোকে খিল্লি তো করবেই - নাহলে বেশিরভাগ লোকজন একে অপরকে চেনেনা, কোন গোপন অভিসন্ধি তো নেই।

    আর এলেবেলের এসব কথা একটু বিরক্তিকর হয়ে উঠেছে - খিস্তিই আপনাদের আসল ওষুধ মানে কি? হ্যাঁ খুব সত্যি কথা খিস্তিখাস্তার আধিক্য হলে নিয়মিত লোকজন সেটাকে এড়াতে চাইবে, গুরুতেও হয়তো আসবে না, কারন ঐটা ঠিক গুরুর প্রচলিত রুচির মধ্যে পড়ে না।
    তবে গুরু কর্তৃপক্ষও সেটা চাইবে না, প্রথা ভেঙে স্প্যাম পোস্ট ডিলিট হচ্ছে আজকাল।
  • Du | 47.184.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৯:১৪449022
  • মোদীকে নিয়ে এনারাইরা উলুতপুলুত এবং উনি এসে তাদের অনুষ্ঠানগুলোতে যোগ দ্যান ও তাদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেগুলো দেশ এর কাগজে খবর হয়। এইটুকুই।
  • Atoz | 151.14.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৮:৪৩449021
  • একটা ভালো কোনো কিছু দিন তো! ভালো কোনো বই এর সন্ধান অথবা ভালো কোনো ডকুমেন্টারি ফিল্মের সন্ধান বা অন্য ভালো যেকোনো কিছুর সন্ধান। অনেক ধন্যবাদ পাবেন। ঃ-)
  • Atoz | 151.14.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৮:৪০449020
  • এদিকে সেই ডীপ স্টেটের টই খুঁজে পাই না। দ্রি কে খুঁজে পাই না, দীপাঞ্জন উধাও। এঁরা না থাকলে কোনো কিছুই জানতে পারি না। ওদিকে ডীপ স্টেট কী করে যাচ্ছে খোদায় মালুম। আরে দীপাঞ্জন, দ্রি, কই, লিখুন আপনারা! নাহলে কিছুই তো জানতে পারছি না।
  • aka | 143.59.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৮:৩১449019
  • কি নিয়ে যে গোল হচ্ছে সেইটা ঠিক ঠাহর করতে পারলাম না, আমার আর কি? আপনারাই কিছু মূল্যবান মতামত পেলেন না।
  • :-)) | 2001:67c:2608::***:*** | ০৫ জুলাই ২০২০ ০৮:০৩449018
  • খান দুত্তিন আইটেম এসে নাচতে লাগলে লোকে চুপচাপ আমোদ দেখবে না তো কি! আমোদ দেবার জন্যই তো জোকারি আর যাত্রাপালা।
  • S | 2405:8100:8000:5ca1::12e:***:*** | ০৫ জুলাই ২০২০ ০৬:৫৩449017
  • সেতো এবিপি আনন্দে একজন বিজেপি অভিনেত্রী বলেছিলেন যে আগে নাকি লোকে ইন্ডিয়া সম্বন্ধে জানতই না, এখন মোদি আসার পর জানছে (বা ঐরকম একটা কিছু)। এটা ঠিকই যে মৌডিকে নিয়ে বিদেশি মিডিয়ায় দুচারদিন খবর টবর হয়েছিল। বিশেষ করে তিনি আমেরিকার বিভিন্ন জায়্গায় হাউডি মোডি, জাকারবার্গের সঙ্গে মিট ইত্যাদি করার পর। তাতে এনারাই এবং দেশের ভক্তগণদের মধ্যে ত্যানার প্রতি ভক্তি বহুলাংশে বাড়লেও দ্যাশের যে কোনওরকম লাভ হয়নি, সেটা নিঃসন্দেহে। উপরন্তু কোনও কারণ ছাড়াই এনারাইদের ট্রাম্পকে ভোট দিতে বলে আসায় এখানে অন্যপক্ষ একটু চটে আছে। নভেম্বরে ফল অন্যরকম হলে আবার হয়ত এসে বাইডেনকে ধরে জড়াজড়ি করবে।
  • cb | 49.198.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৬:১৬449016
  • ঠিকই লসাগুদা, যতদিন বাঁচি, ততদিন শিখি :) 

  • lcm | 2600:1700:4540:5210:799a:79cd:c729:***:*** | ০৫ জুলাই ২০২০ ০৫:৫৩449015
  • বা আর একটা জিনিস হতে পারে, হয়ত গুগল ল্যাঙ্গুয়েজ ইনপুট এর বাংলা অন করা আছে, সেক্ষেত্রেও টাইপ করলে এমন হবে।

    গুরুচন্ডা৯ এডিটরে - খেয়াল রাখতে হবে, ডানদিকের বাক্সে কিছু আসছে কি না, ডানদিকের বাক্স ফাঁকা থাকলে কিন্তু হবে না, যা কিছু ডান দিকের বাক্সে দেখা যাবে সেইটাই জমা পড়বে।
  • lcm | 2600:1700:4540:5210:799a:79cd:c729:***:*** | ০৫ জুলাই ২০২০ ০৫:৫০449014
  • cb,
    বোধহয় গুরুচন্ডা৯ এডিটরে লিখছিলেন, ওখানে অন্য কোথা থেকে বাংলা লেখা কাট-পেস্ট করলে দুই অ্যাঙ্গুলার ব্রাকেটের মধ্যে পেস্ট করুন
  • cb | 49.197.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৫:৪৮449013
  • পুরনো গুরু লেআউটে ডায়রেক্ট বাংলা লিখতে গিয়ে একটা শব্দও ফুটলো না পোস্টে।  পিছিয়ে পড়েছি অনেক।  স্পষ্ট বুঝলাম।   

  • cb | 49.197.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৫:৪৬449012
  • ,
  • আপত্তি | 216.25.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৫:১৪449010
  • কাল কয়েকজনের আলোচনা ভালই চলছিল কিন্তু এখানে বিস্তারিত আলোচনার পরিবেশ একেবারে নেই । 

    এখানে বেছে বেছে কিছু লোকজনদের বিশ্রী ভাবে টার্গেট করা হয় ।  সবাই বেশ চুপচাপ আমোদ দেখে। 

    নাঃ, আপত্তি ঠিকই করা হয়। কালকে যে কমেন্টটা আপত্তিকর ছিল, হুতো সেটার পরেই বলেছে নোংরামি হচ্ছে। দুঃখের বিষয় সেটা এলেবেলের নিজেরই কমেন্ট ছিল। আর সুযোগ পেলেই আপনার গুরুর একটু নিন্দে করে যাবার অভ্যেসটাও খুব মহত্ত্বের পরিচয় দিচ্ছে না।

  • পাঁচু | 45.248.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৪:৪৮449009
  • মাচা , মাচা সামলে এলেবেলেবাবু, টেক কেয়ার! আপনার মাচায় কিন্তু ইয়াব্বড় ছ্যাঁদা। ছেলেছোকরা আঁকশি গলিয়ে পা টেনে দিলে গান্ধীর বাবাও বাঁচাতে পারবে না।

  • :|: | 174.255.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৪:৪৫449008
  • গরীবকে পোঙ্গা পণ্ডিত বেপাট্টা একটু বুঝিয়ে দেবেন দিদিরা দাদারা
  • আঁতেল | 185.186.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৪:২৩449007
  • কালকে বল্লুম একাডেমিক লোকজন জি বি সিংয়ের বইয়ের রিভিউ করে বলচে প্রব্লেম আচে, তা উনি খেপে বললেন সিএসের তামুক সাজতে। ইদিকে তার আগেই সিএসকে অকারণে দরাজ সাট্টিফিকেট দিলেন। তারপর মতে না মিলতেই ওনার গা জ্বলে গেল। এটা পপিচুর আপ্রাণ চেষ্টা ছাড়া আর কি? আজ আবার নিজেই তাল ঠুকতে চলে এলেন উইদাউট এনি প্রভোকেশান। গান্ধী নিয়ে ম্যালা লোকে লিকেচে মশাই, ফলে ডুবিয়াস রেফারেন্স দিয়ে কনক্লুশন টানলে লোকে চেপে ধরবেই।

  • সম্বিৎ | ০৫ জুলাই ২০২০ ০৪:০৫449006
  • " এখানে বেছে বেছে কিছু লোকজনদের বিশ্রী ভাবে টার্গেট করা হয় । "

    তা হয়। সেখানেও একটা প্যাটার্ন আছে। কেউ "হোলিয়ার দ্যান দাউ" মনোভাব দেখালেই তিনি এখানে টার্গেটিত হন। কাজেই আপনার যদি মনে হয় আপনি টার্গেট, তাহলে ভেবে দেখুন আপনি কি সেরকম কিছু মনোভাব নিজের অজান্তেই দেখিয়ে ফেলেছেন? বনেদিয়ানার গর্ব করেছেন? পান্ডিত্যের গর্ব করছেন? ইত্যাদি। কাম উইথ কনফিডেন্স বাট উইথ মডেস্টি টু।

    বয়েস তো কম হল না। গেল পঁচিশ বছর ধরে ইন্টারনেটের বিভিন্ন ফোরামে ঘোরাঘুরি করছি। সব ফোরামেরই একটা ব্যক্তিত্ব থাকে। এবং সব ফোরামই শেষ অব্দি ডিজেনারেট করে। গুরুতে আমার মতন অল্প কিছু ডডনং গন্ডুষ-জলের-সফরী থাকলেও অধিকাংশ রেগুলারই অসম্ভব পড়ুয়া, অন্ততঃ একটা কি দুটো বিষয়ে এক্সপার্ট, কিন্তু অকারণে যত্রতত্র তাল ঠোকেন না। কিছুদিন থাকলেই বুঝবেন।

    এই যে এলেবেলেবাবু নামে স্বঘোষিত পন্ডিত ব্যক্তি গেল তিন-চার মাস ধরে তাল ঠুকে যাচ্ছেন অমুক লিখব, তমুকের মুখোশ খুলব ইত্যাদি - এ কি কোন সিরিয়াস স্কলারশিপের চর্চা করা লোকের ব্যবহার? এ কি যাত্রাপালা যে 'আসিতেছে, আসিতেছে' বলে বাজার গরম করতে হবে? গুরু তো লেখার ও আলোচনার জায়গা (ভাটিয়া৯ নয়, এটা মূলতঃ হাল্কা আলোচনার জন্যে)। লিখুন, জমিয়ে লিখুন। আলোচনার যোগ্য হলে লোকে আলোচনা করে ফাটিয়ে দেবে। "কমেন্ট করুন" বলে ঘ্যানঘ্যান করে রিডারশিপ বাড়ান যাবে না। 'আমি কত জানি' পজিশন নিলে লোকে টার্গেট করবে। হয়ত আনফর্চুনেট, কিন্তু এটাই বাস্তব।

    নিজেকে দেখুন।

  • :|: | 174.255.***.*** | ০৫ জুলাই ২০২০ ০৩:৫৬449005
  • খুবই জানতে মঞ্চায় পোঙ্গা পন্ডিত মানে কি। কোনও সহিরিদয় ব্যক্তি ইত্যাদি প্রভৃতি।
    অবশ্যই আগাম ধন্যবাদ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত