এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ১১:৪৬448697
  • আর সেই কাল থেকে গান্ধীর রেসিজম নিয়ে ফটর ফটর করেই চলেছেন। অবাক লাগছে পিটিস্যারও তাতে যোগ দিয়েছেন বলে।

    এই নিন। দেখে চক্ষু সাত্থোক করুন দিকি। আসল মাল তো আর পড়বেন না, খানিক চোলাই মালই পড়ুন।

    :|: ওরফে ২৭ সেপ্টেম্বর আপনিও একটু পড়ে দেখবেন, কেমন?

    http://www.gandhism.net/category/apartheid/

  • / | 103.124.***.*** | ০২ জুলাই ২০২০ ১১:৪২448696
  • এলেবেলে আরেক কার্তিক পাল, যিনি নিজে সব্বাইয়ের সম্বন্ধে জানেন, যে গান্ধীজি, বিবেকানন্দ, বিদ্যাসাগর সবাই খারাপ। তাদের ভালদিকগুলির দিকে না তাকিয়ে, আবর্জনা ঘেঁটে কি আনন্দ পান কে জানে।
  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ১১:৪১448695
  • এসেম, রবীন্দ্রনাথের বিদ্যাসাগর-চরিতের কথা বলছেন তো? মানে ওই বাংলা ভাষার যথার্থ শিল্পী? তো রবি ঠাকুরের এর বিপরীতধর্মী লেখা এবং বিদ্যাসাগরের যতিচিহ্নের আধিক্য নিয়ে তাঁর বিরক্তির কথাও আছে। সেগুলো পড়েছেন-টড়েছেন?

    তারপর গিয়ে ধরুন রামেন্দ্রসুন্দ্র ত্রিবেদী মানে সেই যন্ত্র যাতে দূরের জিনিস...। খুব চলে মার্কেটে কোটটা। পুরো প্রবন্ধটা পড়েছেন? লজ্জায় মাথা নত হয়ে যেতে পারে কিন্তু।

    আর ব্রিটিশদের দয়ায় থাকতে হয়নি সাউথ আফ্রিকানদের। তাঁরা গান্ধীর অপকর্ম নিয়ে আর আগেই জানতে শুরু করে ও আন্দোলন করতে শুরু করে।

    গুরুর পাঠক ফেসবুকের আমপাঠকের থেকে খুব আলাদা নন। তাঁরাও ওই বিদ্যাসাগর মানে নকশাল মনে করেন, গুরুর ফুটকাটা পাবলিকরাও (পিটিকে বাদ রাখছি)। কিন্তু সুমিত সরকার, শেখর বন্দ্যোপাধ্যায়, ব্রায়ান হ্যাচার, মৃণালিনী সিনহা, তনিকা সরকার, অশোক সেন, ডেভিড কফ, বার্নার্ড কোহনরা নকশাল কি না জানি না!!!

    ও সতীদাহ আর বিধবাবিবাহ। হ্যাঁ, আজি হতে তিন মাস পরে...

  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ১১:১৬448694
  • ঠিক,ঠিক আমার ই ভুল।ওটা রাজাগোপাল ই হবে।দা,গ্রেট গোপাল।

  • :|: | 174.255.***.*** | ০২ জুলাই ২০২০ ১১:১১448693
  • এসেম, ১১টা ০৩ - রাজা চক্রবর্তী কি কোনও ভাবে রাজাগোপাল চ্যাটার্জীর অপভ্রংশ না কি সত্যিই অন্য কেউ?
  • :|: | 174.255.***.*** | ০২ জুলাই ২০২০ ১১:০৭448692
  • @পিটি ০২ জুলাই ২০২০ ১০:৪৬ আমাদের এলেবেলে বাবু থাকতে ইকি কোশ্ন! উনিই তো সক্কলের ভুল ধরিয়ে দেবার ন্যায্য, ঠিকঠাক কাজটি করেছিলেন, করছেন, এবং গুরু ও চন্ডালদের মনোরঞ্জনার্থে করেই যাবেন।
  • b | 14.139.***.*** | ০২ জুলাই ২০২০ ১১:০৭448691
  • দেহজ প্রেম থেকে রোমান্টিসিজম পদাবলীতেও ছিলো। দু একটা হাতে গোণা কেস বাদ দিলে, সেগুলো সবই পুরুষের (কৃষ্ণের) প্রতি নারীর (রাধার) অনূভূতি। কিন্তু নারীর প্রতি পুরুষের মনোভাব মোটামুটি সোনার কলসী, কলাগাছ এসবেই আটকে যাচ্ছে (সানি না কাঁবা কে জানে?)। নিধুবাবুর লেখায় প্রথম পাচ্ছি পুরুষের (অথবা সি এস যেমন বল্লেন, লিঙ্গ নিরপেক্ষ) প্রেক্ষিত।
  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ১১:০৩448690
  • এই বদমায়েশি শুরু হয়েছে,নকশাল আমল থেকে।মূর্তি ভাঙ্গা,মূর্তি কে কাদা লেপা,আলকাতরা দেওয়া। তারপর শুরু হয়েছে গবেষণা মূলক প্রবন্ধ রচনা।

    নিজেদের ফোকাসে আনতে ,মনীষী দের ঠ্যাং ধরে টানা টানি। বাংলায় রেনেসাঁ হয় নি।বিদ্যাসাগর,রামমোহন হলেন ব্রিটিশ দের পা ধরে রাখা দালাল বিশেষ। বিবেকানন্দ মিথ্যাচারী।স্মরণ করুন রাজা চক্রবর্তী  নামক ব্যক্তির লিখিত বই এর কথা।রামকৃষ্ণ একটি ভন্ড ও উন্মাদ।রবীন্দ্রনাথ কলোনিয়াল প্রভুভক্ত ব্যক্তি।ইত্যাদি।

    নিজেরাই বলছেন এসব লোকজন ব্রিটিশ দের পোষা ছিলেন।আবার এঁদের কাউন্টার করতে,বিভিন্ন সময় মেকলে, জোনস এঁদের টেনে আনেন।

    এমন ভাব,বিদ্যাসাগর এর আগে দেশে নারী শিক্ষার ব্যাপক চল ছিল।বিধবা দের খুব যত্ন আত্তি করা হতো। ব্রিটিশরা নিজেরাই এসব বাল্য বিবাহ রোধ,বিধবা বিবাহ চালু করে দেয়।রামমোহন,বিদ্যাসাগর এইসব প্রকল্পে কিঞ্চিৎ বাঁধা দান করা ছাড়া কিছু করেন নি।

    চমকাবেন না।এসব যুক্তিধেয়ে এলো বলে। 

  • r2h | 2405:201:8805:37c0:da2:3bc8:36a3:***:*** | ০২ জুলাই ২০২০ ১০:৫০448689
  • সেদিন বি-দা বললেন ভিকিদির ছোটভাই বঙ্কিমচন্দ্র। এই জিনিসটা আমার খুব মনে ধরেছে, কারন আমার মনে হয় এই ভিক্টোরিয়ান শুচিবাই একটা জিনিস যেটা আমাদের সংস্কৃতিতে বাইরে থেকে এসেছে।
    নাও হতে পারে, নিধুবাবুর গানে যেমন সিএসও বললেন, অলরেডি দেহজ প্রেম থেকে রোমান্টিসিজমের দিকে যাচ্ছে ব্যাপার স্যাপার।

    পাঞ্জাবী টপ্পা শুনে মনে হলো, পাঞ্জাবী গান, সুর ইত্যাদির কি বরাবরই জনপ্রিয়তা বেশি? আজকের দিনে ইন্ডিপপ, ভাংড়া এইসব। আমাদের ছোটবেলায় ডিডি ওয়ানে গুরদাস মান।
    অন্যদের স্যাডেস্ট থট নিয়ে সুইটেস্ট সংএর তুলনায় পাঞ্জাবীদের কি বেশি আমুদে সুর?
  • PT | 203.***.*** | ০২ জুলাই ২০২০ ১০:৪৬448688
  • গান্ধীজী থেকে বিবেকানন্দ সকলের কৃতকর্মের ভুলের তালিকাটা এতই দীর্ঘ যে সেই তুলনায় "৩৪ বছরের" অপশাসনকেও ম্লান দেখায়।
    কেউই কি জন্মায়নি এই ভূভারতে যে কিছু ঠিক কাজ করেছিল?
  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ১০:৩২448687
  • আমি অবাক হচ্ছি,আপনার বক্তব্য দেখে!! বিদ্যাসাগরের ভূয়সী প্রশংসা কারক দের একজন হলেন,রবীন্দ্র নাথ! সেটাও বিদ্যাসাগর কে বাংলা ভাষা গঠনের পথিকৃৎ হিসাবে।

    এবার আসি, বাংলা ও সংস্কৃত নিয়ে আপনার ধন্দের দিকটি ও বিদ্যাসাগর কি করেছিলেন সেই নিয়ে। আপনার মন্তব্যের জন্যই ফুট কাটছি।

    আগেই উদ্বৃতি দিয়েছি,বিদ্যাসাগর ছেয়েছিলেন,বাংলা ভাষা গড়ে উঠুক সংস্কৃত ও ইংরেজি ভাষার ভালো টা নিয়ে। তখন কার দিনে অনেক বিধগ্ধ মানুষ সংস্কৃত, ফারসি ইত্যাদি ভাষা জানতেন।যেমন রামমোহন রায়, এই দুই ভাষায় পারদর্শী ছিলেন।

    বিদ্যাসাগর সচেতন ভাবে বাংলা ভাষা কে ফারসি প্রভাব মুক্ত করতে চেয়ে ছিলেন।উনি চেয়েছিলেন বাংলা ভাষা যেন সংস্কৃত ভাষার হাত ধরে চলে।কিন্তু সহজ সরল,সর্বজনগ্রাহ্য হয়।অকারণ মেদ বর্জিত হয়।এই জন্য সংস্কৃত ব্যাকরণে থাকা সত্বেও দ্বিবচন বাংলা থেকে তুলে দিয়ে ছিলেন। নর,নরৌ, নরা র দরকার নেই।দুটি লোক বা লোক দ্বয় বললেই চলবে। শব্ধ রূপ ,ধাতুরুপ ইত্যাদি শক্ত জিনিষ এর ব্যাবহারিক দিক বাংলায় অপ্রয়োজনীয় করে দিয়েছিলেন।

    এর ফসল তুললেন,বঙ্কিম,রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুর পাঠক গণ ও চোখ কপালে তুলবেন, আপনার মতে, বাংলা ভাষায় বিদ্যাসাগর এর "নৌকা ডুবি"  পরিকল্পনা দেখে --))

    আপনি বলতেই পারেন,উইলিয়াম জোনস এই ভ্রান্ত পরিকল্পনার জনক !!কিন্তু আপনার মতে সঠিক পরিকল্পনা টি কি হওয়া উচিত ছিলো?

    দুই,গান্ধী কে নিয়ে ১৯৫০ থেকে ১৯৯০ সাল,এই চার দশক টাইম পেয়েও, স্মিয়ার ক্যাম্পেইন এ পারদর্শী ব্রিটিশরা কেন চুপ করে থাকলো?? হাতে রেসিস্ট কথাবার্তায় ভর্তি চিঠি পত্র থাকা সত্বেও?? আর কি পাওয়ার ছিলো গান্ধীর কাছ থেকে?

  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ১০:০৩448686
  • সংস্কৃত ভাষাকে বাংলার জননীরূপে কল্পনা করার ভ্রান্ত পরিকল্পনাটির জনক উইলিয়াম জোনস। বিদ্যাসাগর তার সার্থক রূপায়ণ করেন শিক্ষাক্ষেত্রে। এই সংস্কৃতায়নের ফলে বাংলা ভাষা কী কী হারিয়েছিল ও তাকে উদ্ধার করতে রবীন্দ্রনাথকে কী পরিমাণে বেগ পেতে হয়েছিল তা যদি জানতেন; জানতেন ফোর্ট উইলিয়াম কলেজের লাগাতার বদমাইশির ইতিহাস, তাহলে অন্য কথা বলতেন। যাই হোক, এ বিষয়ে আপনার সঙ্গে অন্তত ভাটিয়ালিতে আর ভাটানোর ইচ্ছে নেই।

  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ০১:৪১448685
  • তাঁদের ভালো করে শেখাতে হবে সংস্কৃত এবং ইংরাজি ভাষা ও সাহিত্য। যাতে তাঁরা বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে পারেন। সংস্কৃত থেকে আসবে শব্দ ও ব্যুৎপত্তি জ্ঞান। তার থেকে আসবে জ্ঞানের নিত্য নতুন বিকাশমান শাখাগুলির জন্য প্রয়োজনীয় নতুন নতুন শব্দ উৎপাদনের ক্ষমতা।

    --
    এইবার আপনার যুক্তি আরো খাপছাড়া হতে থাকছে।উনি ছাত্ররা সংস্কৃত কেন শিখবে,সেটা নিয়ে কি বলেছেন দেখুন। ওই জন্যই বাংলা ভাষায় কৌমুদী লেখা।
    আমার যুক্তি আমি দিয়েছি। পরিষ্কার?
    কর্মাটার নিয়ে আপনার তথ্য মানতে পারছি না। উনি কলকাতায় থাকবেন আর বাগান বাড়ির মতন কালে ভদ্রে কার্মটারে যাবেন।এমনটা নওয়।আদর ওয়ে রাউন্ড।তার রেফারেন্স ও দিয়েছি।
    আপনি ওই বিনয় ঘোষ,স্বপন বসু,অশোক সেন মার্কা একদল লোকের লিঙ্ক দিলে মুশকিল।ওনারা সচেতন ভাবে প্রচুর তথ্যের অপব্যাখ্যা করেছেন।
  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ০১:৩১448684
  • ওই লিঙ্ক এবং লিঙ্কে উল্লিখিত সবকটি বই আমার পড়া। ওতে আমার উল্লিখিত বইটা দেখতে পেলেন কি? সন্তোষ অধিকারী বিদ্যাসাগরের বংশধর। ওখানে শম্ভুচন্দ্র সম্পর্কে যা বলা হয়েছে তা ভুলে ভর্তি। হ্যাঁ, স্কুল করেছিলেন। বাড়িও করেছিলেন। কিন্তু ওই যাকে বলে বাগানবাড়ি তাই। আপনি আরও লিঙ্ক দেখতে থাকুন। আমি পড়তে বসি। কেমন?

    সংস্কৃতকে বাংলা শেখার মেরুদণ্ড ভেবেছিলেন বলে বাংলাতে মুগ্ধবোধের মানেবই লিখেছিলেন? অ! মানে তার আগে কেউ সংস্কৃতও শেখেনি এবং পরেও না? আর কেউ তাই বাংলা লিখতে-পড়তে জানতেন না? দারুণ ব্যাপার মোয়ায়! আপনার হবে। বলেছিলাম না কবেই কলম্বিয়ায় কাঁঠাল চাষের সম্ভাবনা থেকে কাঁচড়াপাড়ায় কালোদার দোকানে কফির ঊর্ধ্বমূল্য - সব কিছুতেই আপনি ডক্টরেট!!

  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ০১:২৬448683
  • কার্মাটাঁড়ের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় ১৭ বছরের। শরীর-স্বাস্থ্যের ভগ্নদশার কারণে ১৮৯০-এর গোড়া থেকে আর কার্মাটাঁড়ে বাস করেননি বিদ্যাসাগর। কার্মাটাঁড় স্টেশনের সঙ্গেও তাঁর নানান স্মৃতি জড়িত। এক দিন এক যাত্রী ট্রেন থেকে নেমে কুলি, কুলি বলে চেঁচাচ্ছিলেন। বিদ্যাসাগর কুলি সেজে সেই যাত্রীর মালপত্র বহন করেছিলেন। পরে সেই যাত্রী বিদ্যাসাগরের পরিচয় পেয়ে খুবই লজ্জিত হয়েছিলেন।

    মিলছে না।এলেবেলে মিলছে না।আপনার বক্তব্যের টোন একবারেই আলাদা!
    --
    বিদায়াসাগর কর্মাটাঁড়ে (আসল বানান এইটি) পাকাপাকিভাবে জীবনেও ছিলেন না। বাদুড়বাগানের বারি থেকে সেখী মাঝে মাঝে যেতেন মাত্র।
  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ০১:১২448682
  • এলেবেলে,আমার উত্তর আমি আগেই দিয়েছি। সংস্কৃত কে বাংলা শেখার বা জানার মেরুদন্ড ভাবতেন।এবং সঙ্গত কারণেই ভাবতেন।উনি বাংলা ভাষায় যতি চিনহের ব্যবহার,ব্যাকরণ প্রণালী, সংস্কৃত অনুসরণ করে করতে চেয়ে ছিলেন।এমন কি লিখে গেছেন, "বাংলা ভাষায় এমন ভাবে ছাত্ররা শিক্ষা পায়,সেটি যেন সংস্কৃত ও ইংরেজির মেল বন্ধন হয়"।ব্যাকরণ কৌমূদি বাংলায় লেখার এটি ই কারণ।যাতে আম বাঙালি ছাত্র সহজেই সংস্কৃত ব্যাকরণ রপ্ত করতে পারে।নচেৎ আপনি বলুন কস্ট করে কেন বাংলা ভাষায় সঙ্কৃত ব্যাকরণ বই লিখতে গেলেন?সংস্কৃতে লিখলেই পারতেন।

    এবার আসি অন্য প্রসঙ্গে।ব্রিটিশ দের সঙ্গে গান্ধীর সম্পর্ক চুকেছে ১৯৪৭সালে।এরপর গান্ধীর কাছে,ব্রিটিশ দের কিছু প্রাপ্তি ছিলো না।আপনার যদি অন্য ধারণা থাকে বলতে পারেন।
    গান্ধীর মৃত্যুর পর চার দশক সময় পেয়ে ও,
    এপার্থেইড সরকার কেন,তাদের হেফাজতে থাকা বিষ চিঠি গুলো জনসমক্ষে আনলো না!!?

    তিন, কর্মাটারে বিদ্যাসাগর প্রায় আঠারো বছর ছিলেন।বাড়ি কিনেছি লেন। স্কুল করে ছিলেন।
    আপনার কি বক্তব্য উনি কলকাতা তেই থাকতেন আর মাঝে মধ্যে কার্মাটার ভিজিট করতেন?? আর ওখানে যে গেছিলেন,সমাজ ও পরিবারের ওপর বীতশ্রদ্ধ হলে,তার লিঙ্ক তো আগেই দিয়েছি।
  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:৪৮448681
  • *বিদ্যাসাগর

    **বাড়ি

    ***সেখানে

  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:৪৭448680
  • না তার আগে কৌমুদি কী উপকার করল সেটা আপনাকে বলতে হবে।

    গান্ধীর কথা ইংরেজরা বলেনি কেন তার উত্তর দিয়ে দিয়েছি।

    বিদায়াসাগর কর্মাটাঁড়ে (আসল বানান এইটি) পাকাপাকিভাবে জীবনেও ছিলেন না। বাদুড়বাগানের বারি থেকে সেখী মাঝে মাঝে যেতেন মাত্র।

  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ০০:৩১448679
  • এলেবেলে,আপনার সঙ্গে কৌমুদি নিয়ে আলোচনা অবান্তর হয়ে যাবে।অন্তত এই আলোচনার প্রেক্ষিতে।b এর মতোন একজন জিগলেন, কৌ মুদি বাংলা ভাষার কি কাজে লাগে?

    আপনি বরঞ্চ বলুন,সাহেবরা গত চার দশকে গান্ধীর রেসিস্ট ভাবমূর্তি জনসমক্ষে  অানলোনা কেন,উপযুক্ত লিখিত প্রমাণ থাকা সত্বেও?

    বিদ্যাসাগর শেষ জীবন কেন কর্মাটরে কাটালেন?আমার উত্তর ছিল নাগরিক ও পারিবারিক জীবনে বিতশ্রদ্ধ হলে।আপনি দ্বিমত পোষণ করে থাকলে ,কেন?

  • Arjun | 113.2.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:২৮448678
  • @বুঝভুম্বুল

    Oneq Dhonyobaad. Ei boiti hiobe. :-) 

  • বুঝভুম্বুল | ০২ জুলাই ২০২০ ০০:১৭448677
  • @arjun

    এটার কথা বলছেন কি?

    রবীন্দ্রনাথ ও মোগল সংস্কৃত: কামাল উদ্দিন হোসেন 

    The University Press Limited (ঢাকা)

  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:১৪448676
  • তো এসেম সাহাব, ওই কৌমুদি পাঠ্য করে কী লাভ হয়েছিল? এই দেখুন আপনার উত্তরটা আমার জানা। সেটা হচ্ছে - তার ফলে সংস্কৃত শিক্ষার সময় অনেএ এ এ  এক কমে গেল। এটাই বলবেন না আপনি?

  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ০০:১৩448675
  • বিদ্যাসাগর কেন কর্মাটার গেছিলেন?

    ---
    শেষ জীবন মোটেই সুখে কাটেনি। জ্যেষ্ঠ সন্তান, একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর ১৮৭২ সালে তাঁকে ত্যাজ্য ঘোষণা করেন। কিছু দিন পরেই মারা যান স্ত্রী দীনময়ী দেবী। নিঃসঙ্গ বিদ্যাসাগর একটু নির্জনতার সান্নিধ্যের জন্য বড়ই আকুল হয়ে উঠেছিলেন। নানা বিরূপ অভিজ্ঞতার ঘাত-প্রতিঘাতে নাগরিক জীবনের পরিসরে বীতশ্রদ্ধ বিদ্যাসাগর গ্রামের গার্হস্থ্য দৈনন্দিনেও অনেক অশান্তিতে আহত হন।

    পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন ভীষণ ভাবে তাঁর কাছে প্রতিকূল হয়ে উঠেছিল, তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কার্মাটাঁড়ে স্টেশনের কাছে পাঁচশো টাকায় স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত প্রায় ১৪ বিঘা জায়গা কেনেন। স্বামী মারা যাওয়ার পর সেই জমি তিনি বিদ্যাসাগরকে বিক্রি করে চলে যান।

    এছাড়াও আরো অনেক কিছুই আছে। বিদ্যাসাগর নাগরিক জীবন কে প্রায় বর্জন করেছিলেন।এমন কি জন্মভিটা বীরসিংহ গ্রাম কেও।
  • Arjun | 113.2.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:১৩448674
  • Rabindra Sangeet niye ekhane jodi keu gobeshona koren tahole ekta tothyo chai.

    SHARDA name e ek marathi mohila sombhoboto 30r doshoke 2-3 te Rabindra Sangeet record korechhilen. Shantiniketoner Chhatri chhilen. Tar podobi soho puro nam, kon 3 te gaan record korechhilen? ar tar somporke samanyo holeo kichhu tothyo dorkar. 

  • Arjun | 113.2.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:১০448673
  • Laptop kharap tai online asa hocchena ebong  ingrejite type korte hocche. Ek Bangladeshi Odhyapok O gobeshok Rabindranath O Mughal Sanskriti ba Rabindra Sahitye Mughal Probhab eirokom name e ekti boi likhechhilen. Rabindra Smriti Puraskar peyechhilo boiti.  

    Boiti gunijon mohole prosongshito hoechhilo. Kintu boitir sothik O lekhoker nam sondhan koreo khuje pelam na. Mulyobaan boi. 

    Bongo sanskritite Mughal probhab praii alochito hotei shunini. 

  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:০৯448672
  • ওফ ওদিকে ফেবুতে বিপ্পালকে সামলাচ্ছি তো এদিকে এসেমকে। গুগল আপনাদের রক্ষা করুন। বাকি ইন্দ্রিয়গুলোকে ফেলে দিন। ও ছাতা রেখেই বা কী লাভ?

  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ০০:০৯448671
  • আরে বাংলা ভাষার সঙ্গে গুলোয় নি।ব্যাকরণ কৌমুদি হলো সংস্কৃত ব্যাকরণ শিক্ষার বই।যেটি বাংলায় লেখা হয়েছিল।কারণ বিদ্যাসাগর ও মনে করতেন সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে জ্ঞান দৃঢ় হলে, বাংলা ভাষায় ব্যুৎপত্তি বাড়বে।

    এটুকু বুঝলেই যথেষ্ট,অন্তত আজকের দিনের জন্য।

  • এলেবেলে | 202.142.***.*** | ০২ জুলাই ২০২০ ০০:০৭448670
  • দে, আমার মন্তব্যটা আপনাকে উদ্দেশ্য করে ঠিক নয় যদিও তাতে আপনার কিছু শব্দবন্ধ ব্যবহার করেছি। আমার মন্তব্য তাঁদের জন্য যাঁরা বেসিক (ভালো এবং মন্দ) সম্পর্কে প্রায় কিছু না জেনে পুজোর আসনে বসান 'বড়' মানুষ হিসেবে।

    আপনার লাইব্রেরিতে বই হিসেবে থাকলে সম্ভবত ৯০টা খণ্ড থাকার কথা।

  • sm | 2402:3a80:a45:e2c6:0:58:f6b:***:*** | ০২ জুলাই ২০২০ ০০:০৪448668
  • এলেবেলে,গান্ধী মারা গেছেন,১৯৪৮ সালে।ভারত স্বাধীনতা পিয়েছে ১৯৪৭ সালে। গান্ধীর সঙ্গে সম্পর্ক চোকার পর ও প্রায় চার দশক এপার্থেইড সরকার রাজত্ব করেছে,সাউথ আফ্রিকায়।

    কেচ্ছা পেলে ব্রিটিশরা নিজের বাবাকেও ছাড়েনা।অন্যান্য উন্নত ইওরোপীয় দেশ গুলোর ও একই চরিত্র।

    গান্ধী সম্পর্কে এমন স্মিয়ার ক্যাম্পেইন এর সুযোগ থাকা সত্বেও তাঁরা ছেড়ে দিয়েছে,বললে পাগলেও বিশ্বাস করবে না।

    দুই, বিদ্যাসাগর কতোটা বাঙালি সমাজ ও নিজ পরিবারের নিকট জন দের কাছে দুঃখ পেয়েছিলে ন পড়ুন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত