হুতোদা, হরিচরণে আছে শব্দটা। :)
যদিও কারেন্ট আজ অবধি পাওয়া যায়নি, তবুও বলি যোজনগন্ধায় গন্ধ থাকলেও য-ফলা নেই। ছিল না কোনও কালে। এবং আবারও কারেন্ট পাওনা হল।
'ছিল' নয়, আছে। শুধু লেগে থাকতে হবে। তাহলেই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন।
ডিস্পেস লাইব্রেরি অনেকদিন হল এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে নীড় একা পড়ে থাক থাক না মোডে চলে গেছে।
আমি অনেকক্ষণ ছিলাম না। 'হয়তো' হরিচরণে আছে দেখে তার থেকে অনেক নতুন সংসদ অভিধান (১৫শ মুদ্রণ, ২০১০) খুললাম। তাতে যা যা পেলাম ---
১. মান্য (বিণ) - মাননীয়, শ্রদ্ধেয়, সম্মানযোগ্য
২. মান্য (বি) - ক. সম্মান, সমাদর খ. পালন, অনুবর্তন
আর আছে মান্যগণ্য ও মান্যবর (বিণ) এবং মান্যবরেষু (বি)
'মান্যতা' নেই।
পিটি আপনি যদি 'মাস্টার' হন তবে আমি 'মাস্টের'। কিন্তু ক্যাশমেমো ছাড়া চিরকাল ধনেপাতা কিনেছি, কিনি ও কিনব।
'আগে যাঁদের সঙ্গে তক্ক করেছি, মতে না মিললেও তাঁদের রাজনৈতিক বোধ অনেক উচ্চমানের ছিল।'
এই ফিলিং টাও মিউচুয়াল
meh
@চিহ্ন
কয়েকটি প্রশ্ন
রোহিত ভেমুলা নিক নেওয়াটা খোলা চোখের আওতা য় আসার কথা নয়? সেটি নেওয়া জায়েজ ?
৭৫ পয়সার কথা আপনি বলেন নি , সাপোর্ট করাটা আপনার ব্যাপার , বুঝলাম কিন্তু সেই পোস্ট গুলো ডিলেট হয়নি , চোখে পড়েনি ?
সক পাপেটিঙ আমি অন্তত করিনি , গত ৫০ টি পোস্টে কেউ করেনি , সেটার তাৎপর্য কি?
স্প্যাম রিলেটিভ টার্ম , কেউ গালাগাল দেবে , ভালো কথা কিন্তু স্প্যাম বলে পোস্ট ডিলিট করলে গালাগালি গুলো ও ডিলিট করা উচিত যদিনা কেউ কনভেনিয়েন্টলি চোখ বুজে থাকে . সেরকম কিছু হয়েছে বকে মনে হচ্ছে ?
এবার PT
আমি এই চত্বরে খুব কমদিন নেই, আপনি হয় সমসাময়িক না হয় পরে এসেছেন
আমি একমত যে আদালত এর রায় মানতে হবে
সেক্ষেত্রে আমি আর আপনি একমত
১.বিচারপতি গাঙ্গুলী সঠিক ছিলেন
২.গুজরাট দাঙ্গায় মোদির বিন্দুমাত্র দোষ ছিলোনা
৩. যেহেতু আদালতে কোনো কেস হয়নি, পরিযায়ী শ্রমিক দের অবস্থার জন্য কেন্দ্রীয় বা রাজ্য কোনো সরকার দোষী তা প্রমাণিত সত্যি নয় , তাই এখানে যত আলোচনা সব ব্যক্তিগত মতামত
৪ রোহিত ভেমুলা র কেস এ উচ্চ বর্ণের কারো ভূমিকা প্রমাণিত নয় তাই ওটা নিছক আত্মহত্যা , চুনীর মতোই