এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pcl | 103.216.***.*** | ২৬ মে ২০২০ ১৬:৩৩446394
  • বুঝে দেখলাম কিউবা আর বাংলাদেশ সবথেকে ভালো ছেলে . না কিউবা আমেরিকার ল্যান্ড দখল করতে চেয়েছে না বাংলাদেশ ভারতের মাটি কেড়ে নিতে চেয়েছে 

  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৫:৫৪446393
  • করোনা টা আলাদা জিনিষ।আর্মি ইনভলভ না করে ভালই করেছে।একবার ব্যারাকে ছড়িয়ে পড়লে,মুশকিল।বাকি জিনিষ গুলো ঠিক আছে।এতে করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ও হয়।

  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৫:৪৯446392
  • গাছ কাটছে তো। না কাটলে,এখনও কাটা চলতো।

    আমার তো মনে হয়,দুর্গম অঞ্চলে রাস্তা ঘাট ও ব্রিজ ও  আর্মি দিয়ে বানানো উচিত। এদেশ হলো লুটে পুটে খাবার দেশ।যুদ্ধাস্ত্র না কিনলেও,ব্যবসাদার আর নেতারা মিলে মিশে  সব ক্ষীর খেয়ে গোঁফ ঝেড়ে ফেলে দিতো।

  • সে | ২৬ মে ২০২০ ১৫:৪৪446391
  • আর্মি ত্রাণ পৌঁছে দেবে পীড়িতদের। কমিউনিটি কিচেন চালাবে। টেম্পোরারি শেল্টার তৈরি করে দেবে।

    আর্মি মানেই কি শুধু খুনোখুনি নাকি?

    করোনার লকডাউনে বৃদ্ধ মানুষগুলোর কাছে ওষুধ পথ্য পৌঁছে দিতে পারত। 

  • সে | ২৬ মে ২০২০ ১৫:৪১446390
  • যুদ্ধের বদলে ইন্ডিয়ান আর্মিকে দিয়ে ঝড়ে বিদ্ধস্ত অঞ্চলগুলোর গাছ কাটিয়ে নেওয়া প্রয়োজন।

  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৫:২৪446389
  • যুদ্ধাস্ত্র কিনতেই হবে। যতো না কিনবে তার থেকে বেশি গপ্পো ছড়াতে হবে। কারন পাকিস্তান ও চীন নামক দুটো হিংসুটে দেশ,সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে;যদি জানে বিপক্ষ দুর্বল।

    এর মধ্যে,চীন বদমায়েশি কম করলে,পাকিস্তান ও কম ঘন্টু গিরি করবে।

  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৫:২০446388
  • চার্লি চ্যাপলিনের সিনেমায় একটা সিন ছিল। এক মিস্ত্রি, যখন কাজকম্মো তেমন আসত না, তার ছেলে গিয়ে দোকানে ঢিল মেরে ভাঙত, দোকানদার রেগেমেগে ছেলেটিকে তাড়া করত, ঐ লোকটিও তখন ছেলেটিকে ধরতে ছুটত, তারপরে তাকে ধরে কৃত্রিম মার দিত, তারপর দোকানদারকে সহানূভূতি দেখিয়ে বলত আমি শস্তায় ওটা সারিয়ে দিচ্ছি। আবার পরের সপ্তাহে ছেলেটি গিয়ে আর একটি দোকানে ঢিল। আবার বিজনেস।
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৫:১৫446387
  • বি,
    মাঝে মাঝে চিনচিনে ভাবটা দরকার, চিনের তো দরকার বটেই।
    মনে রাখতে হবে চিন আমাদের শত্রু, এই ভাবনাটাই আসল, আমাদের শক্ত হতে হবে, আমাদের যুদ্ধাস্ত্র কিনতে হবে, হোক না সে যুদ্ধাস্ত্র চিনেই তৈরি য্ন্ত্রাংশ দিয়ে বানানো, সেই অস্ত্র কিনলে যদি আখেরে চিনেরই লাভ হয় হোক, কিন্তু চিনচিনে ব্যাথাটা দরকার।
  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৫:০৪446386
  • সিকিমে ব্যাপার আলাদা।সিকিমের রাজা ভারতের সঙ্গে থাকতে চেয়েছে।

    ভুটানের রাজা,ভারতের আর্মির প্রটেকশন নিয়েছে।কিন্তু সার্বভৌমত্ব বিসর্জন দেয় নি।ভারত এর মিলিটারী হলো ভুটানের প্রতিরক্ষা।কিন্তু ভারত ভুটান দখল নেয় নি।চীন কিন্তু ভুটানেও কাঠি করে যাচ্ছে।

    শ্রীলঙ্কা কেও ভারত দখল করতে যায় নি।আর্মি সাহায্য দিয়েও উইথড্র করে নিয়েছে।ওসব জিনিষ চীন করে না।

    হ্যাঁ,চীন কর্মঠ দেশ।শিল্পে,বানিজ্যে ভারত এর চেয়ে ঢের গুনে উন্নত। তা বলে,দাদা গিরি করতেই থাকবে,সেটা তো ঠিক নয়। আমেরিকা প্রচুর ধনী। তো,ভেনেজুয়েলা কে যা বলবে,মুখ চুপ করে মেনে নিতে হবে!?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a64:2d6f:712d:2dd6:dc48:***:*** | ২৬ মে ২০২০ ১৪:৪৭446384
  • যা অবস্থা তাতে , বেলা পড়ে এলে, নিসর্গ ঝড় কে তো আমফান এর স্ট্রীম অফ কনশাসনেস বলা হবে:--))), এ মানে বিচিত্র। বিদেশি সাহিত্য সংক্রান্ত যে কোন আলোচনা হলে গত পনের বছরে সবচেয়ে বেশি অধৈর্য যারা দেখিয়েছে, টন্ট করেছে ও করছে, আনকল্ড ফর প্রতিযোগিতা করেছে অপ্রয়োজনীয় হীনমন্যতা সহকারে, হঠাৎ বিদেশি লিটেরারি ক্রাফ্ট বা ক্যাটিগোরিতে এত আগ্রহ দেখে বেশ মজাই লাগছে। আসলে থিয়োরী আভারসন টা এসেছে অরাজনৈতিক সাহিত্য আলোচনার এক্সপেক্টেশন থেকে এবং সেটা না পেয়ে। দক্ষিণ পন্থা লুকোনোর দায় একটা সমস্যা ছিল একটা সময় সেটাতো এখন থাকার কথা না। লিটেরারি থিয়োরি কে সমাজতত্ত্ব বা পোলিটিকাল থিয়োরি বা ইতিহাস দর্শন থেকে আলাদা করে , মরালিটি-সত্য-ভাষা দিয়ে বিশ্লেষণ করতে বা করা যায় কিনা ভাবতে সাসটেন্ড চর্চা লাগে সেটাও ক্লিয়ারলি ক্ষমতা থাকা সত্ত্বেও ইচ্ছা নেই, শুধুই অপ্রয়োজনীয় আকচা আকচি তে আগ্রহ।
    তবে মজাই লাগে , যে আবাপ মথিত জাতীয়তাবাদী মূল ধারার সাংস্কৃতিক লালন এবং তার একাধারে জনপ্র্রিয়তার আর সাধারণত্বের, ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে কন্টিনিউইটির, অরাজনৈতিক হবার বড়াই তাকে মূলতঃ বিংশ শতকের ইউরোপীয় হিউম্যান সেন্ট্রালিটির প্রায় হেডোনিক লিটেরারি এক্সপেরিমেন্ট এর সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে, কোন কনভিকশন না থাকা সত্ত্বেও, শুধু ই তর্কে জেতার তাগিদে, আবাপ র বিশুদ্ধ বাঙালি প্রোজেক্টে র এই অবস্থা দেখলে অনুকম্পা হয়, তবে বেশি না , অল্প।
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:৪৬446383
  • *ইউএস থেকে, ফ্রান্স থেকে
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:৪৫446382
  • চায়না দেশ দখল করে নেবে - এই জুজু দেখিয়ে ডিফেন্স বাজেটে এক গাদা টাকা খরচ করছে।

    আর চায়না হাসছে, মনে মনে ভাবছে, কেনো কেনো - ইউএস থেকে জাপান থেকে যুদ্ধ বিমান, যুদ্ধাস্ত্র আরও কেনো - তাতে আমাদেরই লাভ -কারণ ঐ কোম্পানিগুলোর ৯০% পার্টস আমরাই সাপ্লাই দিই, আমাদের বিজনেস বাড়ুক।
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:৪১446381
  • ও, তাহলে তো ভারত সিকিম নিয়ে নিয়েছে। তাই তো?
  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৪:৪০446380
  • চাইলেই কি নেওয়া যায় নাকি!ভারত চাইলেই ভুটান,নেপাল নিয়ে নিতে পারে,বা পারতো!?
    চায়নাও পারে না।কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে।
    সেটা তিব্বত,হংকং,তাইওয়ান ইত্যাদি দেখলেই বোঝা যায়।
    অরুণাচল প্রদেশ নেবার চেষ্টায় আছে।লাদাখ এর বিরাট অংশ নিয়েছে ,বাকি অংশ ও নেবার তালে আছে। ঘোঁট পকিয়েই চলেছে।
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:৪০446379
  • বর্ডার কনফ্লিক্টে দুপক্ষেরই ভূমিকা থাকে - দু পক্ষই বলে আমাদের জায়গা অন্য পক্ষ নিয়ে নিয়েছে। কিন্তু সেটা অন্য একটা দেশ দখল নয়। সেটা অন্য জিনিস।
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:৩৭446378
  • "... পাকিস্তানের সঙ্গে,ভারতের রিলেশন নিয়ে তো চায়না জল ঘোলা করে চলেছে ই...

    হ্যাঁ, কিন্তু সেটা তো হবেই। পাকিস্তানের কাছে ভারত থ্রেট - দেশটির জন্ম থেকে। শক্তিতে, সাইজে - ভারত অনেক বড়। পাকিস্তান তো চায়নার (পাড়ার অন্য দাদা) কাছে প্রোটেক্শন চায়। চায়না নাক গলায়।
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:৩৩446376
  • "... এক কালে রাশিয়া চায়নার অনেক জায়গা গিলে খেয়ে ছিলো।এখন চায়না অন্য দেশ এর জায়গা গিলে খেতে চায়।প্রচুর অ্যাপেটাইট।"...

    ধুস!
    চায়না চাইলে গিলে নিতে পারত... কম্বোডিয়া/কাম্পুচিয়া, ভিয়েতনাম, মায়ামার, মঙ্গোলিয়া, থাইল্যান্ড ... এসব নিতেই পারত, বা ঢুকে নিজেদের পাপেট সরকার বসাতে পারত... যেমন, সোভিয়েত করেছিল পূর্ব ইউরোপের দেশগুলোতে - প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে --- চায়না সেটা করে নি --- আর, তাইওয়ান/টিবেট/হংকং ... ওগুলোর সঙ্গে চায়নার হিস্টোরিক্যাল কানেকশন আছে, এখানে ভায়োলেশন হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড অন্য।
  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৪:২৯446375
  • lcm,পাকিস্তানের সঙ্গে,ভারতের রিলেশন নিয়ে তো চায়না জল ঘোলা করে চলেছে ই।ভারত কি দুটো কমেন্ট ও করতে পারবে না।!

    পাকিস্তান কে নিয়ে ভারত দুটো বেচাল মন্তব্য করলে,সেটা হয় দাদাগিরি। বাংলা দেশের সঙ্গে করলে হয় দাদাগিরি।

    কিন্তু শ্রীলঙ্কা তো চায়নার প্রতিবেশী দেশ নয়।চায়না কেন অস্ত্র দিয়ে শ্রীলঙ্কা সরকার কে মদত দেয়?পরিণাম তো জানেন ই।কতো হাজার হাজার তামিল মারা যায়।

    নেপাল ভারতের প্রতিবেশী রাজ্য।ভারতের বিরুদ্ধে নেপাল সরকার কে জাগিয়ে তোলার মহান দায়িত্ব নিয়েছে,জিং পিং সরকার।কোটি কোটি ডলার খরচ করছে ।কেন?

    সিকিমে গন্ডগোল পাকাচ্ছে কেন?

    ভারত তো দলাই লামা কে আশ্রয় দেওয়া ছাড়া,বিরাট কিছু করে নি।তিব্বতে গন্ডগোল পাকানোর চেষ্টা চালিয়ে যায় নি।

    চায়না ভালরকম আগ্রাসী দেশ।

  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:২৫446374
  • চায়নার হিউম্যান রাইটস প্রবলেম প্রচুর।
    শুধু সেন্ট্রাল এশিয়াতে কেন, চায়না তো নিজের দেশেই মুসলিমদের এবং সমস্ত রিলিজিয়াস গ্রুপের কোনো রাইটস দেয় না - আফ্রিকার কালোদের প্রতি মিসট্রিটমেন্ট করে। করোনা ভাইরাসের সময় উহানে কালোদের প্রতি জাজমেন্টাল ট্রিটমেন্ট নিয়ে লেখা দেখলাম, বেশি কালো নেই, যে কজন চাকরি সূত্রে আছেন তাদের প্রতি।
    তবে, সেন্ট্রাল এশিয়াতে চায়না যেটা করছে, বাকু শহরের প্রয় দখল নিয়েছে, পোষা লোকাল গুন্ডা লাগিয়েছে, আজেরবাইজান দেশটাই বলা যায়, কির্গিস্তান, উজবেকিস্তান ।
  • সে | ২৬ মে ২০২০ ১৪:২১446373
  • "এক কালে রাশিয়া চায়নার অনেক জায়গা গিলে খেয়ে ছিলো।"

    কোন কোন জায়গা?

  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৪:২০446372
  • কম্যুনিস্ট কান্ট্রি গুলো এরকম ই হয়।এক কালে রাশিয়া চায়নার অনেক জায়গা গিলে খেয়ে ছিলো।এখন চায়না অন্য দেশ এর জায়গা গিলে খেতে চায়।প্রচুর অ্যাপেটাইট।

    তবে যুদ্ধাস্ত্র শিল্পে বোধ হয় চায়না অনেক দূর এগিয়েছে।যুদ্ধাস্ত্র বিক্রী হবে চায়নার প্ল্যান বি।

    পশ্চিমী দেশগুলো চায়নার অর্থনীতি কমজোরী করতে চাইলে,চায়না ও যথেচ্ছ যুদ্ধাস্ত্র বিক্রি শুরু করে দেবে। তেল এর মার্কেটে রাশিয়া কে সঙ্গে নিয়ে ঢুকে পড়ে, বড় সর গন্ডগোল লাগবে।

    চায়নার জায়গায় অন্য কোন দেশ হলেও এগুলো সব করতো।খালি প্রতিবেশী দেশের সঙ্গে,পা এ পা লাগিয়ে ঝগড়া করাটা ছাড়া।--))

  • সে | ২৬ মে ২০২০ ১৪:১৫446371
  • চায়নার সবচে বড়ো এক্সপোর্ট সম্ভবত অ্যামেরিকায়। তারা কী করছে?

  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৪:১৪446370
  • এসেম,
    কিন্তু মাউন্ট এভারেস্টের সঙ্গে তো ভারতের কিছু নেই - তাই তো?

    ইন্ডিয়ার মিডিয়াতে যেমন দেখায় যে, ভারতকে নিয়ে চীনের খুব মাথাব্যাথা - আন্তর্জাতিক মিডিয়ায় সেরকম দেখায় না - তাদের বক্তব্য, পৃথিবীতে এখন দুটি মহাশক্তি - ইউএসএ আর চায়্না - আধিপত্যের লড়াই, অর্থনৈতিক কন্ট্রোলের লড়াই, জিও-পলিটিক্যাল লড়াই --- কোল্ড ওয়ার আর এখন আমেরিকা-সোভিয়েত নয়, এখন আমেরিকা-চায়নার মধ্যে।

    প্রতিবেশি দেশগুলির মধ্যে জাপান বাদে কাউকেই চায়্না খুব একটা ধর্তব্যের মধ্যে ফেলে না, এ নিয়ে চাইনিজদের একটু নাক উঁচু আছে। ভারত যে চাঁদ অভিযান করে, মঙ্গল মিশন করে, অথচ নিজের দেশের লোককে ১০০০ কিলোমিটার পাঠাতে পারে না - এ নিয়ে নিজেদের মধ্যে ঠাট্টা তামাশাও করে থাকে।
  • Pcl | 103.216.***.*** | ২৬ মে ২০২০ ১৪:১৩446369
  • চীন তো সমাজতান্ত্রিক রাষ্ট্র , তবুও কেন এই সাম্রাজ্যবাদী অসভ্যতা ?

  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৪:১২446368
  • আমি বলতে চাইছি,চায়না, সর্ব রোগোহর বটিকা নয়।বিকল্প আছে।ভালো রকম আছে। হয় তো অতো লার্জ স্কেলে নয়।

    জাপান,কোরিয়ার কাছে ভালো কোয়ালিটি পাবেন। অণ্য গুলো থেকে সস্থার প্রোডাক্ট।

    আর একটা জিনিষ পয়েন্ট আউট করতে চাই ছিলাম,চায়নার দুর্বলতা আছে। জাপানের মতন বা জার্মানির মতোন ইনোভেটিভ নয়।

    তাইওয়ান সার্কিট বানাচ্ছে,চায়না তার সঙ্গে কি বোর্ড,স্ক্রিন জুড়ে ল্যাপটপ তৈরী করে বিক্রি করছে। অ্যাপল এর ক্ষেত্রেও তাই।মূল টেকনোলজি আমেরিকার করায়ত্ব।

    চায়নার এক্সপোর্ট নির্ভর অর্থনীতি। সুতরাং চাইলে চায়নার অগ্রগতি ভালো রকম বাঁধা দেওয়া যায়।

  • সে | ২৬ মে ২০২০ ১৪:০৩446367
  • জাপানে জিনিসের দাম কম নয়। বাকিগুলো সস্তা।

  • সে | ২৬ মে ২০২০ ১৪:০২446366
  • কিরঘিজদের দিয়ে প্রিজন লেবার চালাচ্ছে। অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টের হদ্দমুদ্দ। আলজাজিরাতে এই নিয়ে বেশ কয়েকটা ডকুমেন্টারি দেখিয়েছে। না দেখলে কল্পনা করা যায় না।

    মায়ের কাছ থেকে শিশুকে কেড়ে নিয়ে চলছে ব্রেন ওয়াশিং। যদি বলি এটা কিরঘিজ ও চাইনিজদের নিজস্ব ব্যাপার, তাহলে চুপ করে থাকাই যায়, যদি বলি এটা মুসলমান ও চাইনিজদের নিজস্ব ব্যাপার আমরা কেন নাক গলাবো, তাহলেও চুপ করে থাকতে হবে। 

  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৫৭446365
  • lcm,এই বাজারে চায়না পা এ পা লাগিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করছে।সেটা সিকিম,লাদাখ,অরুণাচল সীমান্তে।একসঙ্গে এতো গুলো জায়গা বা বর্ডারে ঝগড়া করছে কেন কে জানে?! বরঞ্চ ভারতের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখলে,অন্তত একটা বিরাট বাজার হারাবে না।

    @সে; চায়নার জিনিসের দাম কম বলেই তো লোকজন কিনছে।কিন্তু বিকল্প দেশ ও তো কম নেই।কোরিয়া,জাপান,ভিয়েটনাম,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,তাইওয়ান,ভারত ইত্যাদি।

    যদি পশ্চিমী দেশ গুলো একসঙ্গে বদ মায়েশি করে,তো ট্রেড ডেফিসিট এর উদাহরণ দেখিয়ে চায়নার ইমপোর্ট ডিউটি বাড়িয়ে ,ঘুরিয়ে নাক মুলে দিতে পারে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত