আপনি যে রকম অগ্রাধিকারের কথা বললেন,তার লিঙ্ক দেখান। যে,ফিজিক্যাল ট্রেনিং নিতে অক্ষম হলে,সে অগ্রাধিকার পাবে না।
#আত্মনির্ভর_হবেন_না_গোষ্ঠীনির্ভর?
#সমবায়_স্বনির্ভরগোষ্ঠী_একমাত্র_পথ
করোনা প্রতিরোধে সারা ভারতে যে লকডাউন চলছে তাতে ভারতীয় অর্থনীতির উপর নেমে এসেছে প্রবল আঘাত। তীব্র গতিতে বাড়ছে বেকারত্ব। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষায় উঠে এলো সেই ভয়াবহ চিত্র। শুধু এপ্রিল মাসে ভারতে ২০ থেকে ৩০ বছর বয়সের ২ কোটি ৭০ লক্ষ তরুণ-তরুণী কাজ হারিয়েছেন। ৩০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়সীদের মধ্যে কাজ হারিয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ মানুষ। সব মিলিয়ে প্রায় ৬ কোটি তরুণ-তরুণী এপ্রিল মাসে চাকরি হারিয়েছেন। যা মোট বেকারত্বের ৫২ শতাংশ। তরুণ প্রজন্মের চাকরি হারানোর এই প্রবণতা ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। CMIE-র রিপোর্ট আরও বলছে, লকডাউনের জেরে দেশের ৮৪ শতাংশ পরিবারের রোজগার কমেছে। অন্তত ৩৪ শতাংশ পরিবার এমন আছে, যারা সঞ্চিত টাকা ভাঙ্গিয়ে আর এক সপ্তাহ চলতে পারবে। তাঁর বেশি নয়!
আপনি ভাবছেন এই সমীক্ষা শুধু সমাজের নিচুতলার গরিব শ্রেণীর কথা বলছে, মধ্যবিত্ত তরুণ যুবক এখনো ভালো আছে ও ভবিষ্যতেও ভালো থাকবে। কিন্তু এটা আপনার ভুল ধারণা। কাজ হারিয়েছে ও হারাতে চলেছে অথবা স্যালারি কমেছে দেশের বহুলক্ষাধিক মধ্যবিত্ত যুবক যুবতীর। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার ফলে ও বিভিন্ন উন্নত দেশের আউটসোরসিং হ্রাস করার সিদ্ধান্তে করপোরেট ইন্ডিয়ার মোটা মাইনের চাকুরে অনেকেই কাজ হারাচ্ছেন বা "পে কাট" এর সম্মুখীন হচ্ছেন। এর ফলে কমবে মধ্যবিত্ত মানুষের খরচ করার প্রবণতা, যার ফলে মার খাবে ছোট ও মাঝারি ব্যবসা ... চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পরবেন অসংখ্য মধ্যবিত্ত ব্যবসায়ী বা স্বনির্ভর মানুষ।
সমস্যা আমরা সবাই কম বেশি জানি কিন্তু সমাধান কি?
যেখানে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি পরিকল্পনা ব্যর্থ ও বেসরকারি বৃহৎ শিল্প ব্যর্থ, সেখানে গোষ্ঠীনির্ভর হওয়া ছাড়া কিন্তু আমাদের উপায় নেই। কিভাবে গোষ্ঠীনির্ভর হওয়া যায়? ধরুন ... যদি আপনি একটা গোষ্ঠী বা সমবায় ভুক্ত হন আর আপনার সঞ্চিত অর্থ সরকারি ব্যাঙ্কের মাধ্যমে ঋণখেলাপি অসৎ কিংবা অকর্মন্য ব্যবসায়ীদের, যাদের আপনি চেনেন ও না, তাদের হাতে তুলে না দিয়ে, আপনি যদি আপনার নিজের সমবায়ের মাধ্যমে লোন দেন চেনা দোকান, ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠী গুলি কে ... তাহলে শুধু যে আপনার টাকা সুরক্ষিত থাকবে তাই নয়, আপনার টাকা সুদেমুলে দ্বিগুন হয়ে ফিরে আসবে আপনার কাছে। সাথে ফুলেফেঁপে উঠবে আপনার অঞ্চলের ব্যবসা ... যেখানে কর্মসংস্থান হবে আপনার ই ছেলেমেয়ের। শুধু তাই নয়, সমবায়ের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সার্ভিস আপনিই কিনবেন, সুলভ মূল্যে। মানে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে কারণ দৈনন্দিন খরচ কমবে।
আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সঠিক কথা বলেছেন "Be vocal about local"। কিন্তু যেটা সরকার করছে না বা করা সম্ভব নয় সরকারের পক্ষে সেটা আপনি আমি করতে পারি, সমবায়ের মাধ্যমে লোকাল মানে নুতন আঞ্চলিক ব্যবসা গড়ে তুলে বা ধুঁকতে থাকা আঞ্চলিক ব্যবসা কে সাহায্য করে আমরা নিজেরাই নিজেদের ছেলেমেয়ের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আমাদের সঞ্চিত অর্থের NPA হয়ে যাওয়া কে আটকাতে পারি আর সরকারি ব্যাঙ্কের থেকে দ্বিগুন বেশি সুদ নিজেরাই অর্জন করতে পারি সমবায় ব্যাবসার মাধ্যমে। সরকারের আর কর্পোরেটের মুখাপেক্ষী হয়ে না থেকে, অচেনা বা অসৎ ব্যবসায়ীদের হাতের পুতুল না হয়ে, আমরা যদি সমবায়ের গঠনের মাধ্যমে নিজেদের দৈনন্দিন প্রয়োজনের সবটাই নিজেদের গোষ্ঠীর থেকে কিনি, তবে intra-community business বা নিজ নিজ গোষ্ঠীর মধ্যে ব্যবসার মাধ্যমে আমরা প্রত্যেকে লাভবান হতে পারি।
একটা ছোট উদাহরণ দিই। কৃষক সমবায় রয়েছে সারা পশ্চিমবঙ্গে ও ভারতবর্ষে। তারপরেও আমরা কৃষিজাত পণ্যের জন্যে নির্ভরশীল পাইকারি বাজারের ও এগ্রিরিটেল কর্পোরেটের উপর। এর ফলে কৃষক আজও বঞ্চিত, আমরাও ফসল কিনছি কৃষকের বিক্রয় মূল্যের তিন-চারগুন দামে। শুধু কৃষক সমবায় কিছুই করতে পারবে না কিন্তু যদি ক্রেতা সমবায় ও থাকতো ... তাহলে কিন্তু কৃষক সরাসরি তার ফসল আমাদের কাছে বিক্রি করতে পারতো সঠিক দামে। সেটা করতে গেলে দরকার এমন মধ্যবিত্তের ক্রেতা সমবায় যা কর্পোরেটের সাথে পাল্লা দেবে ব্যবসায়ে। ঠিক এই মডেলেই গড়ে তোলা যায় কারখানা থেকে কর্পোরেট, বিদ্যালয় থেকে হাসপাতাল, রিটেল থেকে রিয়েল এস্টেট।
শুধু আমাদের আত্মনির্ভর হতে হবে গোষ্ঠীনির্ভর হবার মাধ্যমে। ভোকাল হতে হবে লোকাল আমাদের ঘরের বিজনেসের জন্যে ... সরকারের উপর নির্ভরশীলতা ত্যাগ করে। আর না হলে? আজ এই ছয় কোটি তরুণ যুবক ভিক্ষা করবে ... কাল আমার আপনার ছেলেমেয়ে ভিক্ষা করবে আর আমরা হাততালি দিয়ে তাদের উৎসাহিত করবো!
এই দ্যাখো কান্ড!আমি ফ্যাটালিটি রেট নিয়ে আবার কি ছড়ালাম?!মনে তো হয় নি সেরকম!
আপনি বলছেন যখন,লিশ্চয় ঠিক ই হবে।
এবার প্রশ্ন হলো,আপনি লিঙ্ক দেখান যে মিলিটারি ট্রেনিং না থাকলে চাকরী হবেই না।
তাহলে তো প্রতিবন্ধী দের চাকরী না হবার কথা!
ভেবে দেকুন।
ধুর ধুর
@আকা
অনেকদিন পর আবার এখানে আমাদের দেখা হলো
আচ্ছা ওই ছানা আর ময়দা র অনুপাতের পর ও পান্তুয়া গুলো কড়া তে ছাড়লেই ফেটে যাচ্ছে
খোয়া ক্ষীর দেব কি ?
Tight হবে কিভাবে ?
@sm
যেহেতু উনি ডাক্তার কে ঘুসি চালাতে দেখেন নি
তাই অনেকডোতে ইয়ে মানে এভিডেন্স নেই
#সাফার
এখন আবার ট্রোল বলে ম্যানেজ দেবার চেষ্টা
উনি
Does নট কোয়ালিফাই
পার্ট টা পড়েন নি
হে হে
Anecdote acceptable evidence হলে আর্সেনিক এ করোনা সেরে যায়
হোমিওপ্যাথি সর্বশ্রেষ্ঠ সেক্ষেত্রে
When compared to other types of evidence, anecdotal evidence is generally regarded as limited in value due to a number of potential weaknesses, but may be considered within the scope of scientific method as some anecdotal evidence can be both empirical and verifiable, e.g. in the use of case studies in medicine. Other anecdotal evidence, however, does not qualify as scientific evidence,
যাব্বাবা
ওই পাতা তেই বলছে দেখছি
কি কান্ড
না না
রাজাবাজার আর মেটিয়াবুরুজ এ
Anecdote evidence hisabe count hocche sune lekhar lobh samlate parlum na
cambridge dictionary to ta bolchena
egulo kothay hocche?
Howrah Tikiaparay?
#পি টি এস ডি
RCT র কনসেপ্ট তো ভোগে গ্যালো
অনেকডোত আজকাল নাকি এভিডেন্স হচ্ছে ?
লে পাগলু
Anecdote exception-may be personal perception
significant no of anecdotes by many observer may be called evidence
এইজন্যে ই তো ডাক্তারি পড়া উচিত নয় , গ্রাম এ কত ডাক্তার মার্ খেয়ে অপমানিত হয়ে ডিপ্রেশন এ ভুগে ফিরে আসে কারো আইডিয়া আছে ?
কি সব যুক্তি রে বাপ
ওকে , আর্মি রিক্রুট বন্ধ হোক অবিলম্বে