"রক এ বসে বিড়ি খেয়ে আর তাস না পিটিয়ে যদি ৩ বছর সার্ভিস করে তাহলে দেশ উচ্ছন্নে ক্যানো যাবে পরিষ্কার হলোনা"
৩ বছর সার্ভিস না করে রক এ বসে বিড়ি খেয়ে আর তাস পেটালে দেশ উচ্ছন্নে ক্যানো যাবে সেটাও তো পরিষ্কার হলোনা।
ভালো প্রশ্ন
এতদিন ধরে গুরু তে জ্বালাময়ী লেখা লিখে ও দেশে এতো অন্যায় অনাচার কেনো আটকানো গ্যালোনা সেটাও পরিষ্কার হলোনা
বোদাগু
আমাকে চাড্ডি বললে আমিও আপনাকে হুলিয়ে খিস্তি দিতে পারি, কিন্তু দিলাম না।
যুক্তিতে না পারলে এটাই আপনার সমস্যা। নিজের লেখা নিজে পড়ে বুঝতে পারেন তো? নিজের লেখা কষ্ট করে নিজে একবার অন্তত পড়ে দেখবার অনুরোধ করলাম।
একবারই দেখা পরিচয় হয়েছিল সামনা সামনি। তখন আমার সামনে দাঁড়িয়ে প্রায় দুমিনিট গড়গড় করে অনেক কিছু বলে গেছলেন আমার সম্পর্কে, যার অধিকাংশই ভুল এবং আপনার মস্তিষ্কপ্রসূত। হয়ত প্রশংসা করতে চাচ্ছিলেন। কিন্তু এরকম এক্সটেম্পোর ভুলভাল বকতে দেখে এতটাই তাজ্জব ও বিরক্ত হয়েছিলাম যে কিছু বলতেই পারিনি। শেষে আপনি যখন আমাকে একটি ভুল প্রশ্ন করলেন, তখন ভুলটা শুধরে দিই, এবং আপনি আর মুখ খোলেন নি।
এটা লিখতাম না, কিন্তু ক্রমাগত আমাকে চাড্ডি বললে, সপাটে ঠাশ করে মারা ছাড়া আর উপায় দেখলাম না। মুখ সামলে কথা বলবেন। আপনাদের গ্রুপের লোকজন এরপর আমার পোঁদে লাগবে তা জানি। তবুও বলে দিলাম।
রকে তারকাঁটা লাগিয়ে দেওয়া হোক।
বিড়ি ব্যান
আর তাস ও ব্যান ।
হাল্লা হাল্লা হাল্লা
উদ্যোগটা ভারতীয় সেনাবাহিনি থেকে এসেছে। ১০ বা ১৪ বছরের সার্ভিসের তুলনায় ৩ বছরের সার্ভিস কস্ট এফেক্টিভ।
এটা ট্যাক্স পেয়ারদের টাকা থেকেই খরচ হয়। ৩ বছরের সার্ভিস হলে তাতে বেনিফিট কম দিতে হবে। রিটায়ার করবার পরেও সুযোগ সুবিধাগুলো কম কম হবে। মোট কথা খরচ বাঁচানো।
তাছাড়া নানানরকমের সামাজিক সার্ভিসেও এদের কাজে লাগানো যাবে।
নাগরিক হওয়া যথেষ্টনয়
দায়িত্বশীল নাগরিক হওয়া যথেষ্ট
বন্দুকের ওজন টা রূপক
রক এ বসে বিড়ি খেয়ে আর তাস না পিটিয়ে যদি ৩ বছর সার্ভিস করে তাহলে দেশ উচ্ছন্নে ক্যানো যাবে পরিষ্কার হলোনা
সমস্ত চাকুরিজীবি টযাক্স দেন।
অজানা নিক থেকে লেখা কোন প্রশ্নের উত্তর আমি দিই না। কিন্তু ইনি চেনা লোক "ভালো মানুমা সেজে" অন্য নিক থেকে লিখছেন।
LCM দা, এখানে ফটো দিতে গেলে কোন সাইটে আপলোড করে লিঙ্ক দিতে হ য় সেটা আর একবার বলবে প্লিজ?
সেদিনের অনুষ্ঠানে দেবেশ বাবুর একটা ফটো রয়েছে দেখছিআছে। সেটা দিয়ে দেবো স্মাইলি বাবুর জন্যে।
তা স্মাইলি বাবু টি কে? আমি যাকে এত বছর ধরে "চিনি", তিনিই নাকি :))))))
@ বোদাগু
এখানে উৎপাত অনেক
একটা অন্য টৈ খুলেছি এই নিয়ে ওখানে লিখুন
হ্যাঁ ঠিক। আমাদের দাবী হাতে বন্দুক পাতে সিন্দুক।
(সিন্দুক পাতে কেন? আমি কী জানি, অর্থমন্ত্রীকে জিগান)
@সে
ঠিক কথা
পরবর্তী প্রজন্ম যদি সত্যি সত্যি বন্দুকের ওজন কত সেই কথা বুঝে যায় তাহলে আজ থেকে 10/20 বছর বাদে সক্কাল সক্কাল কফি র কাপ নিয়ে ল্যাপটপ খুলে বসে গুরু তে সরকারের সমালোচনা কারা করবে?
চিন্তার বিষয়
হ্যাঁ ভারতীয়রা সত্যি খুপি খ্রাপ। ওদের সবাইকে ধরে মিলিটারি বানানো হোক।
পরের ছেলের প্রাণ সংশয় করিয়ে নিজের দেশপ্রেম প্রমাণ করা সাধু কাজ, ভারতীয়রা করতে ওস্তাদ।
নিজের ছেলেকে পাঠাতে হলে অত দেশপ্রেম থাকে না। কমে যায়।
আমি সে র বক্তব্য কে সমর্থন করছি
৩ বছর সার্ভিসে অনেকটাই এনসিসি র মতো ট্রেনিং , এটাকে আরএসএস শিবির ভাবার কোনো কারণ নেই
অবশ্য আমাদের দেশে চালু হওয়া মুশকিল , অনেক উচ্চবিত্ত দাদা মামা কে ম্যানেজ করে নাম লেখাবে না
বেসিক ডিসিপ্লিন , অর্থাৎ লাইন এ সামনের লোক কে ধাক্কা না মারার সেন্স টা ডেভেলপ করলে ভালোই
অবশ্যই কিছু লোক থাকবে এই মতামত এর বিরোধী কিন্তু গণতন্ত্রে বিরোধিতা সুস্থ গণতন্ত্র বোঝায়
পাকিস্তানকে ক্যালানোর শখ কমে যাবে।
"তার থেকে বেশি ভয় আজকাল শহরের রাজপথে, ভীড় বাসে-ট্রেনে।" ঠিক। কিন্তু কেন?
পৃথিবীর বৃহত্তম পেইড আর্মি সম্ভবত ভারতের। সিভিলিয়ানদের আর্মি ট্রেনিং বা সার্ভিসে পাঠালে ডিসিপ্লিনটা অন্ততঃ শিখে আসবে।
আসল ভয়টা ঘরের ছেলেকে মিলিটারিতে পাঠানোর ভয়।
নাহ।
আমার এই দেশেও তাই। বাধ্যতামূলক। এ মোচেই মিলিটারি স্টেট নয়।