এই প্রসঙ্গে দীপাঞ্জনের একদম অসাম শালা পারফরম্যান্স। ক্লাস 3-10।বরাবর ফাস্ট। আমি বিদ্যামন্দিরে 11,12 .ঠিক জানি না। কিন্তু ও ছাড়া আর কে হবে? খালি এক বার ক্লাস 5 এ সেকেন্ড। তাও ড্রয়িং এ কম নাম্বর পাবার জন্যে। :)))
অরিন,
একটা বেয়াড়া আবদার করছি।
একজনকে খুঁজছি। গোদরেজ ফারামরোজ ইঞ্জিনীয়ার। ৮০র দশকে নিউজিল্যান্ডে মাইগ্রেট করেন। বয়স এখন আনুমানিক ৭৫-৭৬। পেশা ছিল কোলকাতায় ইস্কুলের শিক্ষক।
মাঝারি হাইট, মাতৃভাষা গুজরাতি। পার্শী।
বেঁচে আছেন কিনা জানি না। সন্ধান পাওয়া কি সম্ভব?
রুশ ভাষার টইয়ে নতুন একটা অংশ দিয়েছি।
পূর্বপাঠের পুনরালোচনা। সঙ্গে কিছু নতুন শব্দ।
অডিও ফাইলও আছে।
তপন সুকুর তাপসী মালিক এর বাবার যে জমি টা জবরদখল করেছিল ওইটা বোধ হয় বিক্রি করবে , খঁওজ নিয়ে দেখতে পারেন
ডিসি,জমি কখনো ধোঁকা দেয় না। এখন কোথায় কিনবেন,সেটা ভেবে দেখবেন।
আপনি নাগেরকয়েলে কিনতে পারেন, বালিতে কিনতে পারেন(ব্রতীন এর চেনা জানা আছে),আবার সুইটজারল্যান্ডে কিনতে পারেন।
চাষবাস করুন,তরমুজ ফলান, রিসর্ট করুন,সব আপনার ইচ্ছে। ভাটিখানা করলে আরো চলবে।
মৈদ্য কে অগ্রাহ্য করবেন না।খালি ভাবুন মাতাল গণ গত চল্লিশ দিন কি অপরিসীম কষ্ট সহ্য করেছে।
কেউ স্যানিটাইজার খাচ্ছিলো,কেউ বাড়িতে বানাবার চেষ্টা করছিল!
যাকে বলে দুর্নিবার পরিস্থিতি। কবি যাকে পরিবর্তন বলেছেন।
পৃথিবীর একমাত্র দেশ যেখানে ইনফেক্শন দেখিয়ে মদ এর দোকান বন্ধ করে লোকডাউন এর মধ্যে রেভেন্যু র দোহাই দিয়ে আবার খুলে দিলো
খোরাক এর চোটে জনগণ কাহিল
Failed স্টেট একরকম আর খোরাক কান্ট্রি আরেকরকম
কতই রঙ্গ দেখি
কিন্তু রক্ষণশীল সঞ্চয় টা কি? এফ ডি?পি পি এফ?
যদি সরকার নতুন বিল পাস করে,তাহলে সরকারি ব্যাংক ফেল করলেও ব্যাংকের দায়িত্ব থাকলো না,যে ভাবেই হোক প্রতিশ্রুতি রাখার।
আলটিমেটলি দাঁড়ালো ইন্সুরেন্স করা 5 লাখ টাকা। তাও প্রয়োজনের সময় নাও পেতে পারেন।
পি এম সি ব্যাংক স্মর্তব্য।
তাহলে হাতে রইলো কি?
বিশেষজ্ঞ দের মতে দুটি জিনিস।এক সোনা দুই জমি।
সোনা কতো কিনবেন ?আর কোথায় রাখবেন?সেই ব্যাংকে তো!ব্যাস লকারের দায়িত্ব ব্যাংকের নয়।সাফ জানিয়ে দেওয়া হয়েছে।কিছু খোয়া গেলে লোকসান আপনার।
তাহলে কি করবেন?নিজের বাড়িতে রাখবেন?
রেতে ঘুম নাই তো! ডাকাইতের ভয়।- ))
বাকি রইলো জমি।সাধে টাটা বাবুরা এতো আগ্রহী ছিলো!
"না" যোগ হবে তো?" (গবু)
ধন্যবাদ, অবশ্যই, "না" যোগ হবে। ক্লাসটারের কনট্যাকট ট্রেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ।