@এসএম।
এক, এই সংখ্যাগুলোর প্রধান গুরুত্ব হল বিভিন্ন জায়গার অবস্থার তুলনা করা। সেটা করার জন্য হুর মেথড ঠিকই আছে।
দুই, হুর মেথড সিম্পল। একটা হেডলাইন নাম্বার।
তিন, কেউ আলাদা নম্বর পেতে চাইলে হু সাসপেক্টেড কেসের জন্য আলাদা কোড দিয়েছে। কোড বাই কোড ট্যালি করলে কনফার্মড আর সাসপেক্টেড কেসের সংখ্যা বের করা যাবে।
চার, সার্ভাইল্যান্সের জন্য একটু ওভারেস্টিমেট করলে ক্ষতি নেই। আন্ডারেস্টিমেট ক্ষতিকর।
পাঁচ, যারা হুর মেথড মানছেনা তাদের পলিটিক্যাল মোটিভ খুবই স্পষ্ট। দেখ কেমন এফিসিয়েন্ট আমরা।
ছয়, অনেক কোমর্বিডিটি অবশ্যই করোনা ডেথের মধ্যে গোনা উচিত। আমরা জানি করোনা ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ এইসব রোগীদের ডিসপ্রোপরশনেটলি বেশি মৃত্যু ঘটায়। এই কোমর্বিডিটিগুলো বাদ দিলে করোনা ডেথ অবশ্যই সিভিয়ারলি আন্ডারকাউন্টেড হবে।
https://www.commondreams.org/views/2020/04/29/how-many-deaths-can-we-live
সরি,আপনি উত্তর দিয়ে দিয়েছেন।
আপনি,আমার ওয়েব এমডি র দেওয়া লিংক টা আর একবার পড়ুন।এক একটা স্টেট এর এক এক রকম নিয়ম কেন? এটা আগে ব্যাখ্যা করুন।তাহলে কোন স্টেটে হু কে মানছে?আর কে যথেচ্ছাচার করছে?