এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • o | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৭:০১443736
  • রুদ্রবাবুর চিঠিটা কমপ্লিটলি আবালমার্কা। :-)))

  • শালিখ | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৫:৪৯443735
  • বিজেপিও অমর্ত্য সেনকে এনআরআই বলে গালাগালি দেয়, তৃণমূলও দেখছি একই কাজ করছে। যখন যেটা মুখে আসে এরা সেটাই বলে। এর পরে যারা কর্মসূত্রে দিল্লী বা ব্যাঙ্গালোরে থাকে তাদের কারো কোন কথা পছন্দ না হলে তাদের ডোমিসাইল নিয়ে বলবে।

    এনআরআইরা ট্রাম্পকে নিয়ে কিছু বলে না কথাটা পাতি মিথ্যা কথা। এখানেই বরেস অনেক কিছু বলেন। কিন্তু সেটাও কথা নয়। এক তো যে ভদ্রলোক ওই চিঠিটা লিখেছেন তিনি কানাডায় থাকেন। ট্রাম্পের সাথে মহুয়া মৈত্রের যা সম্পর্ক, ওনার সাথে ট্রাম্পের সম্পর্ক তার চেয়ে বেশী নয়। পরের কথা, মমতার বা জ্যোতিবাবুর দোষ ত্রুটি নিয়ে কথা বলতে হলে আগে ট্রাম্পের নিন্দে করে সাহস দেখিয়ে তবে বলতে হবে? এরপর পশ্চিমবঙ্গের কেউ অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন দোষ ত্রুটি নিয়ে বলতে চাইলে তাকে কি প্রথম মমতার দোষ নিয়ে আলোচনা করে সাহস দেখিয়ে তবে বলতে হবে?

    এ ধরণের কথা বলে কোন রাজনীতিক সমর্থন পেলে সে দেশের মোদী মমতা বা ট্রাম্পই প্রাপ্য।
  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৪:৪০443734
  • এটা মনে হয় ইনার সার্কেলের ব্যাপার। বাইরের লোকে বোঝে না। নিজেরা নিজেরা ইড়িং বিড়িং মান্ডু খান্ডু ভাষায়( শুধু নিজের লোকেরা বুঝছে ) আপন শহরের মুন্ডুপাত করে কিন্তু অন্যে মন্দ কিছু বললে তেড়ে ফুঁড়ে ওঠে।
  • Amit | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৪:০৫443733
  • তবে আমার নিজের অভিজ্ঞতা হলো বিদেশে এভারেজ বাঙালি রা যত বেশি বাংলা বা কলকাতা র নিন্দে করে, অতটা বাকিরা নিজের রাজ্য বা শহরের করেনা . অন্তত ওপেনলি নয় আমাদের মতো. দূর্গা পূজা হোক বা পয়লা বৈশাখ , একটা বাঙালি গ্যাদারিং হলেই একদিকে স্টেজ এ গানবাজনা হচ্ছে , অন্যদিকে হলের বাইরে আর একদল চা বা অনুপান সহ কলকাতার মুণ্ডুপাত. প্রতিটা প্রোগ্রাম এ একই রিপিট. কোনো ব্যাত্যয় নেই মাইরি.

    আমার ইন্ডিয়াতে বাড়ি অন্ধ্রে হবার সুবাদে আর সেখানকার ভাষাও ভালো বলতে পারি সেই জন্যে আরো কিছু ভারতীয় সার্কলে গুলোতেও আমি ভালোই মেশামেশি করি. তাই তফাৎটা একটু চোখে পড়ে যায়. হয়তো এটা আমার যেটুকু দেখা , তার বাবদেই. অন্য কারোর অভিজ্ঞতা আলাদা হতে ই পারে.
  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৩:৫১443732
  • আর, ইকুইভ্যালেন্ট চাকরি থাকবেই না কেন? যার যার যেমন যেমন দরকার তেমন তেমন খুঁজে নিয়ে দেশে বিদেশে ছড়িয়ে যাবে লোকে, সেটাই তো হওয়া উচিত। সব দেশ সমান হবেই বা কেন? কবেই তো বুদ্ধ বলে গেছেন, "বাপু হে, যে যার রাস্তা দ্যাখো। " সংস্কৃতে ভালো করে বলেছিলেন "আত্মদীপ ভব", কিন্তু মানেটা তো দাঁড়ায় একই। ঃ-)
  • Amit | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৩:৪৭443731
  • এনাদের জহুরির চোখ এক্কেরে. ওতো দূরে বসেও কেমন সুন্দর সব জেনে গ্যালেন যে গুজরাটে সব্বাই সত্যি বলছে আর পব তে সব মিথ্যে. কিন্তু এনাদের অজ্জিনাল চিঠিটা কি কেউ পড়েছেন যার জবাবে মহুয়া মিত্র আবাপতে লিখলেন ?

    কিছু পেতে গ্যালে তো অন্য কিছু ছাড়তেই হবে. বিদেশে ওনারা যেমন চাকরি করেন , তার ইকুইভ্যালেন্ট কিছু চাকরি যদি দেশেই সক্কলের জন্যে থাকতো , তো তেনারা আদৌ যেতেন ই বা কেন ? এবার এতো বছর পরে তার জন্যে আলাদা করে দুক্ষু করলে কার কি যায় আসে.

    আর মহুয়া মিত্র ওনার চিঠিতে একটা কথা স্পষ্ট লিখেছেন . ওনা দের মধ্যে অনেকেই তো বিদেশের নাগরিক. তো তাদের মধ্যে কজন ট্রাম্প কে বা ওদের সিনেটরকে ওখানকার অব্যবস্থা নিয়ে লেখার সাহস দেখিয়েছেন ? যত দায়িত্ব হোক , সাহস হোক , কি দূর থেকে ঢিল ছোড়ায় ?
  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৩:১৬443730
  • কিন্তু "বাড়ি ফেরার রাস্তা বন্ধ" ব্যাপারটা হয়তো অনেক দুঃখেই বলেছেন। বাড়ী ফেরা তো ফিরে বসে থাকা না, ফিরে বিদেশে যেমন চাকরি করতেন, তার ইকুইভ্যালেন্ট কিছু চাকরি করা। সেটা তো হওয়া কঠিন।
  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০৩:১০443729
  • হয়তো যারা জিনিস কিনতো, বাকীতে কিনতো, পয়সা দিত না। পরে অস্বীকার করত। ওই পেমেন্টগুলো আর পায় নি সেই বেচারা বাঙালি ব্যবসায়ীরা।
  • lcm | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০২:৫৭443728
  • "... কত লক্ষ বাঙালি ব্যবসা শুরু করে পেমেন্ট না পেয়ে ভিখারী হয়ে গেছে জানেন ... "
    এ কথাটার মানে বুঝলাম না - ব্যবসা শুরু করে কিসের পেমেন্ট?

    "... বাড়িতে ফেরার ইচ্ছে কিন্তু সব রাস্তা বন্ধ করে দিয়েছেন আমাদের দিদি এবং উনার পূর্বে জ্যোতি বাবু ..."
    এই অভিযোগ অনেক এনআরআই-কে করতে দেখি - 'বাড়ি ফেরার রাস্তা বন্ধ' - কোভিড এর জন্য প্লেন বন্ধ - সেটার কথা বলছেন?
  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০২:৩৬443727
  • এই "গুজরাট কেমন সত্যবাদী" দেখেই বোঝা গেল লোকটা কেন বঙ্গদেশ পত্রিকায় গিয়ে ঠেলে উঠল। ঃ-)
  • বাজে লোক | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০২:১৬443726
  • হে হে 

    তাও ভালো 

    লকেট এই আটকে ছিল 

    লকেট এর এপাশ ওপাশ নিচে যায় নি 

  • %^&*(( | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০১:৫৯443725
  • উহ আমার বায়াসড নজর। উইথ লকেট চ্যাটার্জিতে আটকে রইল কয়েক সেকেন্ড।

    তারপর FDI, SEZ। আর বাংলার দুরবস্থা তো আছেই, অন্য রাজ্য, যেমন গুহরাট যেমন স্বাধীনতার পর বাংলার মত এত্ত পক্ষ্ক্ষপাতিত্ত না পেয়েও কেমন উন্নতি করেছে, গুজরাট কেমন সত্যবাদী।

    সিএএ নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে গণভোটের দাবী নিয়েও রাগ করেছেন।

    বাজে লোককে ধন্যবাদ, কৌতুহল ছিল, আনন্দবাজার কেন ছাপলো না ভেবে।
  • বাজে লোক | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০১:৪৬443724
  • মাননীয়া সাংসদ মহুয়া মৈত্র তামাম বিশ্বের প্রবাসী বাঙালীদের অপমান করায় তাঁরাও এক চিঠির মাধ্যমে সাংসদকে তাঁদের বক্তব্য জানিয়েছেন।
    এই চিঠি আনন্দবাজার পত্রিকাকে পাঠান হয়।
    যথারীতি সেই চিঠি ছাপা হয়নি।
    সেই চিঠির কপি দিলাম।

    With Subrato Chattopadhyay, Locket Chatterjee, Dev Saha DS.

    মহুয়া ম্যাডাম,

    বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে প্রবাসী বাঙ্গালীদের প্রতি আপনার যে মনোভাব আনন্দবাজার পত্রিকায় ব্যক্ত করেছেন তা অত্যন্ত দুঃখজনক। আপনার দলের সাথে সহমত পোষণকারীপ্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন দপ্তরে বসিয়ে দলীয় ব্যর্থতা ঢাকতে ব্যস্ত থাকেন কিন্তু মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেই প্রবাসীদেরকে “পরবাসী” বলে জনগণের সামনে তুলে ধরেন, এ কেমন গণতন্ত্র?

    আপনার লেখায় আপনি গোটা বিশ্বের অনেক পরিসংখ্যান তুলে ধরেছেন, আপনাকে শুধু পশ্চিমবঙ্গের কিছু পরিসংখ্যান মনে করিয়ে দিতে চাই। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতবর্ষের জনসংখ্যা ৭.৫৪ শতাংশ। ভারতবর্ষে সর্বমোট যা টেস্টিং করা হয়েছে সেই অনুপাতে পশ্চিমবঙ্গে ৪৩,৭২০ জনের টেস্টিং হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে মাত্র ৯৮৮০ জনের টেস্টিং করা হয়েছে অর্থাৎ আমাদের রাজ্যে ৪৪২ শতাংশ কম টেস্টিং হয়েছে। আপনি বলতে পারেন পশ্চিমবঙ্গ সরকার কেন রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় গবেষণাগার গুলিতে টেস্টিং করা কমিয়ে দিয়েছিল? প্রতিদিনের টেস্টিং এর সংখ্যা বাড়ানোর জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন লকডাউন আংশিকভাবে তুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে অথচ কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি কিভাবে এতটা ভয়ানক হলো, তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের হাতে কোনরকম তথ্যই ছিলনা? লকডাউনের প্রারম্ভে যুদ্ধকালীন তৎপরতায় মুখ্যমন্ত্রী বিভিন্ন আইসোলেশন সেন্টার গড়ে তুলেছিলেন কিন্তু সেই সমস্ত আইসোলেশন সেন্টারের অসহায় অবস্থা জনসমক্ষে আসার পরেই মোবাইল ব্যবহার নিষিদ্ধ হল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হাসপাতালের একাধিক ইউনিট বন্ধ হয়ে যাওয়ার এবং রাতের অন্ধকারে মৃতদেহ সৎকার করার খবর সামনে এসেছে। এরপরেও কি আমাদের মুখ্যমন্ত্রী কে প্রশ্ন করার গণতান্ত্রিক অধিকার টুকুও নেই?

    আপনার লেখায় যখন আপনি বিদেশে বসবাসকারী গুজরাটি দের সাথে বাঙ্গালীদের তুলনা করলেন তাহলে কিছু বাস্তব সত্য আপনার জানা দরকার। ভেবে দেখেছেন, কোন গুজরাটি বিদেশে যায়, আর কোন বাঙালি বিদেশে যায়? গুজরাটিরা কলকাতা, মুম্বাই যায় মূলত ব্যবসা করতে আর আমেরিকা যায় চাকরি এবং ব্যবসা দুটোই করতে, কিন্তু বাঙালিরা? পশ্চিমবঙ্গেই ব্যাবসার সব রাস্তা বন্ধ, বাকিতে ব্যবসা, পেমেন্ট না দেয়া, দাদাগিরি, সিন্ডিকেট এর দৌলতে যারা নিজভূমে ব্যবসা করতে পারেনা, তারা বিদেশে ব্যবসা করবে কিভাবে? লোক বলে বাঙালি ব্যবসা পারে না। কত লক্ষ বাঙালি ব্যবসা শুরু করে পেমেন্ট না পেয়ে ভিখারী হয়ে গেছে জানেন? চেষ্টা করেছেন পরিস্থিতি শুধরোতে?

    এবার আসি চাকরি। কোন চেষ্টা করেছেন রাজ্যের উন্নতির? শিল্প আনা তো দূরের কথা, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ন্যূনতম সিগন্যাল দেননি শিল্পায়নের। ক্ষমতায় এসেই SEZ বন্ধ করলেন। তারপর FDI এর বিরুদ্ধে সুর চড়িয়ে করে কেন্দ্র সরকার ছাড়লেন। জমি দিচ্ছেন না। সাগরে বন্দর বানাতে দিলেন না নয় বছরেও! রাজ্যে কোন চার লেন রাজ্য সড়ক নেই। জাতীয় সড়ক এর জমি দিচ্ছেন না। জিয়াগঞ্জ আজিমগঞ্জ সেতু ১০ বছর এক কাঠা জমির জটে আটকে! মেট্রো রেলে সব রাজ্য ৫০% বিনিয়োগ করছে, আপনারা রাজি তো হলেনই না তার উপর জমি দিচ্ছেন না! এয়ারপোর্ট বাড়াতে দিলেন না। অন্ডাল আরেট্রোপলিস ফ্লপ। ফিনান্সিয়াল হাব আপনাদের দেখে পালিয়ে গেল! কলকাতা দিল্লি ফ্রেইট করিডর করতে জমি দিলেন না। তার মানে, না শিল্প না পরিকাঠামো। চারবার বাণিজ্য সম্মেলন করেছেন, অথচ একটা কাকও বসেনি কলকাতায়।

    লোকজনের শেষ ভরসা ছিল সরকারি চাকরি। সেখানেও শুধু আপনার লোককে পয়সা দিলেই হয়। RICE, MICE ইত্যাদি কোচিং সেন্টার উঠে যাচ্ছে, কারণ যুবক যুবতীরা বুঝে গেছে সরকারি চাকরি পাওয়া অসম্ভব। এর পর আশা করেন আপনাদের গুণকীর্তন করবো! প্রথম IIT, IIM. IISWBM, ISI গুজরাট পায়নি, পেয়েছে আমাদের রাজ্য। তিস্তা, ফারাক্কা, ডিভিসি, কংসাবতীর মত কেন্দ্রের পয়সায় ওরা সরদার সরোবর ড্যাম বানায় নি, বানিয়েছে নিজের পয়সায়। ওদের কেন্দ্র স্বাধীনতার পরই দুর্গাপুর, হলদিয়া, খড়্গপুর, সল্টলেক, কল্যাণীর মত শিল্পনগরী বানিয়ে দেয়নি। স্বাধীনতার পর ওরা সবই পেয়েছে ওদের মুখ্যমন্ত্রীদের সততা ও কর্মদক্ষতার জন্য। তাই ওরা ওদের রাজ্যকে ভরসা করে।

    আমরা বিদেশে গবেষণা করি। বাড়িতে ফেরার ইচ্ছে কিন্তু সব রাস্তা বন্ধ করে দিয়েছেন আমাদের দিদি এবং উনার পূর্বে জ্যোতি বাবু। আপনাদের চামচা প্রয়োজন, মেধা নয়। তাই পশ্চিবঙ্গের ডাক্তারদের মাইনে এইমস এর নার্সদের মাইনের কাছাকাছি! আপনাদের উপর আমাদের কোন ভরসা নেই। আমাদের রাজ্য ব্যর্থতার যে সুমেরু পর্বত বানিয়েছে তার জুড়ি মেলা ভার।

    গুজরাটে আমাদের চেয়ে রোগীর সংখ্যা বেশী। কিন্তু ওরা সত্যি বলছে। অন্যদিকে আপনার দিদি মিথ্যে ঢাকতে লোক খুঁজে বেড়াচ্ছেন। এই হাহাকারের মধ্যে উনি শুধু ভোট ছাড়া আর কিছুই ভাবছেন না। তাই আমরাও ওনাকে নিয়ে ভাবছি না!

    পরিশেষে আপনাকে মনে করিয়ে দিতে চাই প্রবাসী বাঙ্গালীদের অনেকাংশই ভারতীয় নাগরিক। তাই আমাদের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রশ্ন আমরা করবই। আমরা কিন্তু রাষ্ট্রপুঞ্জকে দিয়ে ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে গণভোট দাবী করিনি যেমনটি আপনার নেত্রী সিএএ নিয়ে করেছিলেন।

    ধন্যবাদান্তে

    রুদ্র প্রসন্ন ব্যানার্জী

    গবেষক, আলবার্টা বিশ্ববিদ্যালয়, কানাডা
  • অপু | 172.68.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০১:৩৮443723
  • না কেস টা হল অষ্টবসু র মধ্যে এক জনের পাপ সব থেকে বেশী ছিল। তাই বাকি রা মানবজন্ম নিল ঠিক ই কিন্তু সদ্যোজাত অবস্থায় গঙ্গায় ভাসিয়ে দিয়ে ওদের উদ্ধার করে দিলেন। কিন্তু অষ্টম পুত্রের বেলায় গঙ্গায় ভাসিয়ে দেবার সম য় প্রশ্ন করায় ছেলে অর্থাৎ দেবব্রত কে গছিয়ে ওনি টেনিদার ভাষায়  উইন্ড মানে হাওয়া হ য়ে গেলেন ।

    আর দেবব্রত কে চিরটা কাল কাটাতে হল পৃথিবী তে।

  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০১:২৩443722
  • কায়দা করে পরে পিতৃসত্য রক্ষার তুমুল প্রতিজ্ঞা, পুষ্পবৃষ্টি, ভীষ্ম উপাধি লাভ, ইচ্ছমৃত্যুর বর---এইসব ভালো ভালো জিনিস করে নিয়েছিল। (এসব না করলেও বিয়ে না করে থাকতে হত, লোকে নানা আকথা কুকথা বলত, সেসবও বন্ধ হল আবার বিরাট নামডাকও হল। ম্যানেজাররা একে বলেন উইন-উইন। ঃ-) )
  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০১:২০443721
  • ভীষ্মের বিয়ে নিষেধ ছিল আগে থেকেই। ওঁর যে দাদারা সদ্যোজাত অবস্থায় গঙ্গাদেবীর হাত থেকে গঙ্গায় পড়ে পড়ে হাঁস হয়ে উড়ে উড়ে চলে যেত, ওরাই বলে গিয়েছিল। "থাকলি থাক মর্ত্যে, কিন্তু খবদ্দার বিয়ে করিস নি ভাই, সর্বনাশ হয়ে যাবে।" ঃ-)
  • অপু | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০১:১৩443720
  • মানে নিজেকেও টেনে খেলান নি। ভালো লোক। :)))

    তবে আসল কামাল করেছেন দেবব্রত। বাপের প্রেম কে বিয়ে তে মান্যতা দিতে গিয়ে নিজে বিয়ে না করার পণ করে উত্তাল কেস খেলো।মাঝে অম্বা নাকি অম্বালিকা এসে সামান্য আশার আলো দেখিয়েছিলেন। এমন কী কেস টা উনি পরশুরাম অবধি এসকালেট করেছিলেন। তবু নিজের গুরু কে অবধি যুদ্ধে হারিয়ে দিলেন। তবু বিয়ে করলেন না। ভাবতে পারো?

  • Atoz | 108.162.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০০:৫০443719
  • অপু, একটা জিনিস লক্ষ্য করো, আর কোনো লেখক নিজেরই লেখায় নিজেকে বীভৎস চেহারার উৎকট ঘামের গন্ধওয়ালা বগলে মারাত্মক বড় বড় লোম এইরকম এত খারাপ বলে প্রেজেন্ট করেছেন এই এক ব্যাস ছাড়া? এমনকি ওঁর মাকেও মাছের গন্ধওয়ালা (পরে পদ্মফুলের গন্ধ হয়ে গেল অবশ্য) বলে প্রেজেন্ট করেছেন।
    এই জিনিসটা খুবই অড।
  • Atoz | 108.162.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০০:৪৭443718
  • একজন সেদিন কইলেন সব দোষ ব্যাটা শান্তুর। সে নাকি ছোটোছেলে বিচিত্তিরকে কী অসুখ দিয়ে গেল। সে আবার পরে বৌ দুটোকে সেই অসুখ কন্টামিনেট করে দিয়ে ফৌত হয়ে গেল। পরে এই ধৃতু টিতু এইসব ছেলেরা ( তারা ব্যাসের ছেলে হলেও) মায়েদের থেকে অসুখ পেল।
    যত দোষ নন্দ ঘোষ বুঝি একেই বলে।
  • বুঝভুম্বুল | ২৯ এপ্রিল ২০২০ ০০:৪৫443717
  • @sm ০০ঃ১১

    আমিও নাম শুনিনি, তবে মহুয়া মৈত্র যা লিখেছেন আবাপতে, মমতা সরকার কত কী খারাপ করেছেন, সেখানে করোনা থেকে গুজ্রাতে চাক্রি আর মেট্রোরেল সবই আছে। 

  • অপু | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০০:৩৮443716
  • হমম ।একজন সেই বীভৎস চেহারা দেখে চোখ বন্ধ করে ফেললেন ।আরেকজন ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। মাঝখান থেকে কেস খেলেন ধৃত দা আর পান্ডু ভায়া

  • b | 172.68.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০০:৩৩443715
  • পান্ডু ধৃতরাষ্ট্র বিদুর এরা সবাই ব্যাসদেবের সন্তান, ভুলে যাবেন না।
  • অপু | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০০:১৩443714
  • পরশুরাম নন ব্যাসদেব।

    মহাভারত লিখতে লিখতে কিটকাট ব্রেক নিতে হল ভদ্রলোক কে। কী চাপ জীবনে। :))

  • sm | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০০:১১443713
  • বঙ্গদেশ আবার কি পত্রিকা!

    সে চিঠিতে কি আছে?

  • বুঝভুম্বুল | ২৯ এপ্রিল ২০২০ ০০:০৮443712
  • রুদ্র প্রসন্ন ব্যানার্জী নামে এক জিন গবেষক মহুয়া মৈত্রের চিঠির (আবাপ, তারিখ জানিনা) খোলা জবাব দিয়েছেন, বঙ্গদেশ নামে কোনো পত্রিকায় বেরিয়েছে কারণ আনন্দবাজার ছাপেনি। কেউ জানেন?

  • Atoz | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ০০:০২443711
  • দৌড়ে এসে দুই অস্ত্রের মাঝে দাঁড়িয়ে পড়লেন না সেই পরশুরাম না কে যেন?
  • অপু | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২৩:৫৫443710
  • অস্ত্র টার নাম ছিল ব্রহ্মশিরা। হেববববি চাপ :(((

  • sm | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২৩:৪০443709
  • ব্রহ্মাস্ত্র ছাড়া হয়ে গেছে পাঁচ সপ্তাহ আগে।অশ্বত্থামা ,জানে না কিভাবে ফিরিয়ে নিতে হয়।

    অর্জুনের ওই বিদ্যে জানা আছে খালি।

    মহর্ষি ব্যাস কহিলেন অশ্বত্থামা এবার কি করিবে?

    অশ্বত্থামা উত্তর দিলেন,সকলে নিজ পিছন সামলাও।

    আমি জানি না।আমি জানি না।

  • $%^&*( | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ২২:২৬443707
  • সিবিডিটির ফোর্স পেপার কোনদিকে যায় সেটা নিয়ে খুব কৌতুহলী। এই প্রস্তাবটা নিয়ে আমি এমনিতেই খুব উৎসাহী, কদিন আগে লিখছিলম সরকারের টাকা না থাকলে শিলপপতিদের কয়েক বিলিয়ন টাকা সম্পত্তি অধিগ্রহণ করে নিক। তো অধিগ্রহণ না হোক ট্যাক্স চাপালেও একরকম।

    যদিও ট্যাক্স চাপাতে বলেছে বলেই এই, কেড়ে নিতে গেলে তো দাঙ্গা লেগে যাবে।

    করতে পারলে খুব ভালো ইস্যু হতে পারে এটা, একদিকে আটষট্টি হাজার কোটি টাকা ঋণ মকুব, অন্যদিকে ধনীদের ট্যাক্স বাড়াতে বলায় আয়করের লোকেদের বিরুদ্ধে ব্যাবস্থা।

    তবে আজকাল যত ব্রহ্মাস্ত্রই থাকুক ইউনোহুজী সবই গিলে খেয়ে হজম করে নেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত