আমাদের এখানে নো পাঠা । নো ফাস্ট ফুড। তবে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে। মিষ্টির সব দোকান খোলা।
আমাদেরও রিক্সা চলছে, পাড়ার রিক্সাচালকরা এই বাজারে বাজার হাটের হোম ডেলিভারি করে লোকজনকে সাহায্য ও নিজেদের গুজরান করছেন। শাক সব্জী ফল মাছের ভ্যান রিক্সা সকালে আসছে। পুরসভার কর্মীরা টহল দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, মশার ওষুধ স্প্রে ওইসবও চলছে। বাকী সব শুনশান মোটামুটি। বিরিয়ানির খবরটা অবশ্য আজই জানলাম।
@sm, পাটুলি
ভারী ভদ্র মানতে হবে।লোকজন কে বিরিয়ানি ,কাবাব খাইয়ে রাখছে।
আমাদের এখানে মিষ্টি যতো চান পাবেন।নিজে রান্না করে নিলে যে কোন মাছ,মুরগি পাঁঠা সবই মিলছে।
অটো চলছে না। টোটো কিছু রিক্সা চলছে সকালের দিকে।চায়ের দোকান বন্ধ।
চপ,কাটলেট, ফিশফ্ৰাই,বিরিয়ানি বন্ধ।সেলুন বন্ধ।
রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিছু রাগী কুকুর।
ь
এটা কোন পাড়া!?
জাপান কিন্তু বেশ ক য়েক ট্রিলিয়ন ইয়েন এর প্যাকেজ ঘোষণা করেছে , জাপানী কোম্পানি দের চীন থেকে বেরিয়ে আসার পথ সুগম করতে। সদর্থক পদক্ষেপ । এতে ভারত, ভিয়েতনাম ইত্যাদি সস্তায় সুলভ
শ্রমিক আর অন্যান্য সুবিধায় দিতে পারবে এমন দেশের পোয়াবারো