এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 172.68.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৯:০০443646
  • অনেকদিন পর এরকম স্ক্রিপ্ট শুনলাম :d মেন ইন ব্ল্যাক এর কথা মনে পড়ে গেল..."Swamp gas from a weather balloon was trapped in a thermal pocket and reflected the light from Venus.
  • dc | 172.68.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৮:৫৩443645
  • রিয়েল কনস্পিরেসির ভিডিওটা দুর্দ্ধর্ষ, ব্যপক, একঘর! পরপর দুবার দেখে ফেল্লাম :d

    মাই ডে ইজ ওয়েল অয়ান্ড ট্রুলি মেড :d

    যাই টয়লেট ফ্লাশ করে আসি :d
  • ভাল পরামর্শ | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৮:৩১443644
  • সুপরামর্শ। টেস্টিংং নিয়ে বক্তব্যও যথাযথ।
    এক গুণিজন কৃত পরামর্শগুলির সামারি। ইনি এত স্বনামধন্য ব্যক্তি কিন্তু এই সরকারে ব্রাত্যপ্রায়। সব পরামর্শ হয়তো অরণ্যে রোদন হবে।

    Suggestions of Dr Srinath Reddy, one of our foremost Public Health Experts; a must read for all who are interested in the strategy India needs to adopt for coping with the Pandemic...

    1) This battle will have to be fought at the primary healthcare level.”

    2) Release from the lockdown should be staged and differentiated across India, with district-wise decision-making.

    3) There should be a selective reopening of work streams, commercial establishments, and educational institutions initially, with farming, essential goods production, and school education among the first to be resumed.

    4) The government should make arrangements for housing and uncrowded public transport, commandeering vacant buildings and unused vehicles if needed.

    5) Planning should then take place at the state level, but when it comes to implementation, the process should be undertaken at a district level: profiling of each district to determine whether it is hot, warm, or cold in terms of infection spread.

    6) Community-partnered primary health services and expanded hospital capacity, especially at the district hospital level, must be prioritised. Stressed health workforces must be augmented by training and employing young persons—especially from slums and low-income communities—to become part of the frontline health workforce in their own settings.

    7) Surveillance must be expanded, through a combination of household surveillance for influenza-like illness and an expanded package of testing for viral antigen and responsive antibodies.

    8) While wider-scale testing would be needed in the days to come, it should not be seen “just as a game of numbers but as part of a multi-component public health strategy.”
  • bodhisattva dasgupta | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৮:২৫443643
  • ইন্ডিপেন্ডেন্ট মেডিয়া যেমন জরুরী, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকিং , সচেতন নিউজ কনজাম্পশন ও জরুরী।

    হতেই পারে সন্দেহের কারণ আছে, কিন্তু তার ন্যুনতম এভিডেন্স প্রদর্শিত, শেয়ার্ড ভিডিয়ো তে নাই। ভিডিয়ো বাই ইটসেল্ফ কি করে এভিডেন্স হবে। কন্টেন্ট তো যে তিনটে দেখলাম, তাতে ফাঁকা। মৃত রা করোনায় আক্রান্ত কিনা, না এনকাউন্টারে মারা বিপ্লবী বা অপরাধী তার ই কোনো ঠিক ঠিকানা নেই।

    সে র অনেক পোস্ট ই আমার বাজে লাগে। মানে যুক্তির বালাই থাকে না অনেক সময়ে। সেটা তো জাজমেন্টাল ব্যাপার। কিন্তু তাই বলে তাঁকে বিজেপি সমর্থক প্রচারক ভাবতাম না,
    ভাবিও না, মনে করি না তাঁর পক্ষে ধর্মের ভিত্তিতে মানুষ কে ঘৃণা করা সম্ভব, এখনো কেনো ভাববো বুঝতে পারছি না। কিন্তু এই ভিডিয়ো প্রচার কেন করে ফেললেন, সেটা বোধ গম্য হল না। শুধুই দৃষ্টি আকর্ষনের জন্য এরকম বকোয়াজ মেটেরিয়াল শেয়ার? ধুস, একেবারেই বোর হয়ে গেলাম। ভেবেছিলাম মমতাকে সিরিয়াসলি এম্ব্যারাস করার মত কিসু পাবো, এত যখন বলা হচ্ছে। আর ভাবছিলাম ইশ, গণশক্তি কবে স্মার্ট হবে ঃ-))))) আপাতত কিসুই হল না, স্প্যামিং ছাড়া।
  • real conspiracy | 185.22.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৮:২৫443642
  • bodhisattva dasgupta | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৮:১৫443641
  • সে র দেওয়া ভিডিও গুলি দেখছিলাম। বেশিটাই বকোয়াজ। মানে ভালো ফেক নিউজ ও না।

    ক - সে | 162.158.150.111 | ২৭ এপ্রিল ২০২০ ১৮:১১
    এটি ই সবচেয়ে মারাত্মক অভিযোগ তোলা ভিডিয়ো।
    দাবীটা তিন ভাবে বিভক্ত। ওপেনিং স্টেটমেন্ট দিলীপ ঘোষের। তিনি সাংঘাতিক সন্দেহ প্রকাশ করছেন, কারণ রাত্রে নাকি সল্ট লেকে অ্যাম্বুলান্স ঘোরাফেরা করছে।
    তো এই রূপ ভয়ংকর সন্দেহ র করোবরেশনে যাওয়া আর হয় নি। এর কাট টু নবদ্বীপ।

    নবদ্বীপে 'বাইরের' মৃতদেহ অর্ধ দগ্ধ করে রাখা হচ্ছে , কেরোসিন দিয়ে দাহ করা হচ্ছে, ইলেকট্রিক চুল্লী বা কাঠের চুল্লী তে দাহ করা হচ্ছে না এই হল দাবী। কাদের দাবী, কিছু ছেলের আর তাদের পাড়ার লোকের।

    প্রথমত এই দাবীর প্রেমাইস টা হল গুজব ও সন্দেহ। অর 'বাইরে'
    থেকে কথাটার ব্যবহার। বহিরাগত মৃতদেহ। মানে ধরুন, নবদদ্বীপের লোক করোনায় মরলে কি নবদ্বীপের শ্মশানে দাহ করা যাবে না? আর যে সব মৃত দের অর্ধ দগ্ধ করা এমনকি পুকুরে ফেলে দিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তাদের করোনা হয়েছে কিনা কেউ জানে না, ডেথ সার্টিফিকেট এক জনেরো দেখানো হয় নি বা চিকিত্সক দের ইনটারভিউ নেওওয়া হয় নি, কোনো স্ক্রুটিনি ই হয় নি ভিডিয়ো টিতে।

    এর পরে ভিডিয়ো র তৃতীয় ভাগ, সেখানে জেনেরালি সরকারে তৈরী ডেটা সাপ্রেসন এর জন্য ই মানুষের আস্থা কমে গেছে, ইত্যাদি প্রভৃতি জেনেরিক কথা বার্তা, সেটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে, জোড়া হয়েছে, দইতীয় পার্টে র ভিত্তি সন্দেহাতীত নয় বলে।

    এটা গুরুতর অভিযোগ, কিন্তু গুরুতর অভিযোগে সন্দেহ ছাড়া মাল বেশি কিসু নেই।

    খ - আরেকটি ভিডিও আছে, একটি টোটো তে দু বস্তা চাল থামানো রয়েছে, সেটা নাকি চালের পাচারের এক্সপোজে। কেন , সেটায় এফ সি আই এর ছাপ। এই ছাপ কেই পাচারের অভিযোগের ক্লিঞ্চিং এভিডেন্স করা হয়েছে। দু বস্তা চাল, বিসাল পাচার, আর তার ১০ মিনিট ভিডিয়ো। আবার ভিডিয়ো তে দেখানো হচ্ছে, যারা ন্যারেটর এর সংগে দ্বিমত পোষন করছেন রাস্তায় তারা ভীষণ বকুনি খাচ্ছেনঃ-))))

    আরেকটি ভিডিয়ো রয়েছে, তাতে আবার ২৪ ঘন্টা নিজেই বলছে তার সত্যতা তারা যাচাই করে নি।

    এই তো গেল স্টিং অপারেশনের কোয়ালিটি ঃ-)))) বিজেপি সমর্থক রাও এটা নিয়ে হাসাহাসি করবেন।
    মানুষের সন্দেহ ছাড়া এই সব নিউজের কোন ভিত্তি অন্তত প্রদর্শিত উল্লেখিত ভিডিও তে নাই। সরকার কি কোন করোনায় মৃত কোথায় দাহ করা হয়েছে তার রেকর্ড পাবলিশ করতে বাধ্য? এখনো নয়, পি আই এল মামলা হলে আলাদা কথা।
  • Du | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৭:৩৯443639
  • মজার কথা হল ভারতে যখন করোনা অল্প হচ্ছে বা শুরুই হয় নি তখন চীনেরা ভাবছে ভারতে যা হয় সরকার জানতেই পারে না ঃ)অর্থাত লোক মরলেও মাখখানে অনেক লেয়ার।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৭:০৭443638
  • সে | 141.101.69.238 | ২৭ এপ্রিল ২০২০ ২০:৩১443645
    আমাকে জোর জবরদস্তি করে বিজেপির সাপোর্টার বানিয়ে ফেলার খেলাটাও কি আইটি সেলের?
    হ্যাটস অফ! কী চেষ্টা বিজেপিতে টানার।

    বিজেপি যা বোঝা গেছে, সকলকেই জোর জবরদস্তি করেই বিজেপি করতে চায়। ভাবনা চিন্তা নিয়ন্ত্রন করতে তো চায় ই। আইটি সেল অ্যামরফাস বডি হলেও সে ভাবেই কাজ করে। সঅতপ্রানোদিত ভলানটিয়ার না অ্যালগো কোনটির পেছনে বেশি খরচ করা হয় বলা মুশকিল। দুটৈ সম্ভবত। তবে একেবারেই ব্যক্তিগত ভাবে কাউকে বিশেষ গুরুত্ত্ব দিচ্ছে কিনা এটা বিজেপি কে জিগ্যেস করাই ভালো, মানে গুরুতে বিজেপির সদস্য কেউ থাগলে তিনি উত্তর দিতে পারবেন। আর অন্যদিকে কেউ অতটা গুরুত্তঅ পাবার মতো গুরুত্তঅপূর্ণ কিনা, সেটা আবার যিনি আইটি সেল দআরা আক্রান্ত, তাকে বিজেপির সংগে পরামর্শ করে বলতে হবে, বাইরের লোক কি করে জানবে। এ বিষয়ে সাম্প্রতিক রাজনীতিতে মুকুল রায় ও সব্যসাচী কি যেন বেশ অনেক টা জানেন। খুব স্পেসিফিক মাইগ্রেশন টুল
    রয়েছে হয়তো।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৬:৪৯443637
  • চীনে ডেথ অডিট হবে এটা তো জানা কথা, ভারতবর্ষ অসংখ্য কমিটি করেও অত খারাপ-্নিয়ন্ত্রিত রিপোর্টিং করতে পারবে না। ভারতবর্ষের ভাঙা , অর্থহীন গণতন্ত্রও চীনের রিপ্রেসিভ মানুষ মারার কলের থেকে ভালো।

    দিল্লী বাংলার মতই ডেথ অডিট কমিটি করেছে এটা কোন কাজের কথাই না, মানে তাহলে দিল্লীও নিন্দা যোগ্য। একজন যত স্থানীয় ই ডাক্তার হোন না কেন, তার অপিনিয়ন ইন্ডিপেন্ডেন্ট লি দিতে পারবেন এটাই কাম্য।

    তবে যে সব বিজেপি সমর্থক, বা অন্ধ মমতা বিরোধী রা মনে করছেন কেন্দ্রীয় সরকারের করোনা সংক্রান্ত রিপোর্টিং এ নিয়ন্ত্রন নেই, মেসেজিং কে নিয়ন্ত্রন করার চেষ্টা নেই, তারা মুর্খের স্বর্গে বাস করছেন। যদি নিয়ন্ত্রন না থাকতো, এ বিষয়ে সমস্ত বক্তব্য বৈগ্যানিক বা দাক্তার দের হাত দিয়ে আসা উচিত। ক্যালানে আমলা রা প্রেস কনফারেন্স করছেন মানেই ডাল মে কালা হায়, অথবা ডেলিবারেট স্লোয়িঙ্গ ডাউন করছে। আইডিয়ালি তথ্যের সত্যতার মূল ভিত্তি ই হওয়া উচিত বিকেন্দ্রীকরণ। হাসপাতাল বা ডাক্তার ভিত্তিক রিপোর্টিং হবে, সরকার এবং মেডিয়া তার ট্যালিং করবে, তার পার্থক্য পেলে আমরা প্যাঁক দেবো, এই হলো তথ্যের গণতন্ত্র। এবং এটাও ক্লিয়ার করে বলাই ভালো, এটার কোনোটার জন্যই এই সংক্রান্ত যাবতীয় কনফিউসনের দায়িত্ত্ব মমতা ব্যানার্জি এড়াতে পারেন না, আমাদের রাজ্যে।

    প্রশাসক রা এসব টুপি পরাতে পারে, তার মেন কারণ হল, দায়িত্তঅ জ্ঞানহীন সেন্সেশনালাইজিং করাটা মেডিয়ার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। প্লাস রয়েছে পেইড নিউজ ও ফেক নিউজ ও হোয়াট্স অ্যাপ ইউনিভার্সিটি এবং মুর্খ নিউজ কনজিউমার। আর সন্দেহবাতিক নাগরিক, নার্স দের , ডাক্তার দের বাড়িতে আসতে দেবে না, থাকতে দেবে না, শ্মশানে , কবরস্থানে, ভিজিলান্স করবে সঅতঃপ্রণোদিত হয়ে। জনতা যে কি অসম্ভব ক্রুয়েল আর কনজারভেটিভ ভাবা যায় না। মানুষের আচরণ নিন্দা জনক অনেক ক্ষেত্রেই, এবং সরকারা তথ্য নিয়ে ভুল ভাল করে, শিক্ষায় ইনভেস্ট করে না, এই সবের ফল।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • Du | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৫:৩৯443636
  • আইটি সেলের প্রচার করার যা ম্যামথ ক্ষমতা তাতে যে কোন ফিল্ম প্রোডিউসার প্রোমোশনের টাকা ডোনেট করে দিতেই পারে পিএম কেয়ারে। দুপক্ষই দুপক্ষকে দেখবে। দেবার ভাবনাটা অবশ্যই সন্মানযোগ্য কিন্তু লজিস্টিকটা তত কঠিন নয়।
    সকল ডাক্তার নার্স পুলিশের তেরি মিট্টির সাথে রেডি হওয়া দেখতে দেখতে হঠাতই মাথায় এলো।
  • Amit | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৪:২৮443635
  • সবকটা বড়ো বা ছোট শহরে এই ভাবে জোর করে বাজার বন্ধ না রেখে, তার বদলে নরমাল টাইমিং খোলা রেখে একটু ঠিকঠাক ক্রউড কন্ট্রোল করতে পারলে এসব প্যানিক অনেক কম হতো . ধাক্কাধাক্কি বা প্যানিক বায়িং ও অনেক কম হতো. আমার মা যে শহরে থাকেন , সকালে মাত্র দু ঘণ্টা বাজার খোলা , তারপর বাজার , অটো -ট্যাক্সি সব বন্ধ.

    এতো বেশি কড়াকড়ি করতে গিয়ে উল্টো ফল হচ্ছে. সবাই ওই দু ঘন্টায় যত পারে প্যানিক কেনাকাটি করছে . তার ওপর রোজই হোওয়া তে গুজব রটছে যে নেক্সট উইক থেকে আরো সব কিছু বন্ধ থাঁকবে. ব্যাস , আরও ডবল হুড়োহুড়ি. অদ্ভুত.

    থালা বাজাতে মোদী সরকারের যত ইলাবোরেট প্ল্যানিং থাকে, এসবে তার অর্ধেক প্ল্যান বা কমন সেন্স থাকলে লোকের কষ্ট অনেক কমানো যায়.
  • Atoz | 108.162.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০৩:২৪443634
  • হ্যাঁ অপু, অঙ্কের মতন মহৌষধ খুব কমই আছে।
  • অপু | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:৪৩443633
  • / দেখে আসছি

  • দেব | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:৪২443632
  • কবিতার হিন্দি " জীবন ধারা " দেখুন ।

    রেখাকে দেখুন । 

    হিন্দি তে কমল হাসানের জায়গায় অমল পালেকর ।

  • অপু | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:৪১443631
  • বুঝলে আটোজ,  আমার ঘুম না এলেই অঙ্ক কষি। যত  শক্ত অঙ্ক, তত তাড়াতাড়ি ঘুম।  সেই ছোটবেলা থেকে আসছি। অব্যর্থ ওষুধ :))))

  • Atoz | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:৩৭443630
  • আরে অপু, এইসব হানাপানা দিয়ে কী হবে? আতোজ তো ডীপ স্টেটে! ঃ-)
  • অপু | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:৩১443629
  • এলসিএম দা, "শুন শুন গো " এ কমল হাসান জাস্ট টূ গুড

  • lcm | 172.68.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:২৮443628
  • "কবিতা" সিনেমাতে কয়েকটা ভাল গান ছিল, সলিল চৌধুরীর সুরে। লতা-র "বুঝবে না কেউ বুঝবে না", "হঠাৎ ভীষন ভাল লাগছে", কিশোরের "শুন শুন গো সবে শুন দিয়া মন"।
  • অপু | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:২৬443627
  • আটোজ তুমি তো আগে CPM ছিলে; NRI  হবার পরে কি BJP? :)))

  • অপু | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:২৫443626
  • "কবিতা" আমি প্রথম বার দেখলাম ।

    " বুঝবে না কেউ বুঝবে না " গান টা খুব প্রিয়।

  • অপু | 172.69.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:২২443625
  • না বস ।পরশু দিন কীভাবে  রটে  গেছে যে এরপর সবজির বাজার আর কদিন খুলবে না। (বালী এমনিতেই হটস্পট)। প্রচুর লোক বাজারে এসে পাগলের মতো জিনিস কেনার চেষ্টা করে। শেষ অবধি লাঠি চার্জ হয়। এখন বাজার পুরো বন্ধ । পুদেচ্চরী কেস একেবারে :(((

  • দেব | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:১৬443624
  • কবিতা ছবিটা দেখেছিলাম নৈহাটি সিনেমা নামে একটি হলে । এখন আর নেই ।

    বাংলা সিনেমার প্রথম রিমেক ছবি । এখন তামিল তেলেগু ছবির রিমেক হলে অশ্রদ্ধা করি । সেই সময় কেউ জানতেও পারত না ।

    " অভল ওরু তোদর কথাই " ছবিটা তামিল সিনেমার উল্লেখযোগ্য ছবিটা ।

    পরে বাংলার পর তেলেগু আর হিন্দিতে হয় ।

    হিন্দিতে রেখা ছিল  । 

  • Atoz | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:১৩443623
  • আরে সে দি, বলো কী? তুমি বিজেপি না? আমি তো জানতাম তুমি বিজেপি! ঃ-)
  • Atoz | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:১১443622
  • অপু, তোমাদের ওখানে কি খুলে দিয়েছে লক?
  • অপু | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:০৮443621
  • ছবি বিশ্বাসের লিপে। তাই না?

  • অপু | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০২:০৭443620
  • "একদিন রাত্রে" মান্না দের সেই অসাধারণ গান টা আছে। "এই দুনিয়ায় ভাই সবি হয় ভাই সবি হ য় সব সত্যি"

  • দেব | 162.158.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০১:৫০443619
  • হিচককের "  The Birds " দেখলাম ।

    Excellent. 

    এখন দেখছি " একদিন রাত্রে  " ।

  • lcm | 172.68.***.*** | ২৮ এপ্রিল ২০২০ ০১:৪৬443618
  • হ্যাঁ,
  • বুঝভুম্বুল | ২৮ এপ্রিল ২০২০ ০১:৪২443617
  • প্রতিরক্ষা খাতে খরচে তৃতীয় স্থানে ভারত, আমেরিকার দশ ভাগ আর চীনের চার ভাগের এক ভাগ। আর পাকিস্তান? ২৪তম মোটে

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত