/ দেখে আসছি
কবিতার হিন্দি " জীবন ধারা " দেখুন ।
রেখাকে দেখুন ।
হিন্দি তে কমল হাসানের জায়গায় অমল পালেকর ।
বুঝলে আটোজ, আমার ঘুম না এলেই অঙ্ক কষি। যত শক্ত অঙ্ক, তত তাড়াতাড়ি ঘুম। সেই ছোটবেলা থেকে আসছি। অব্যর্থ ওষুধ :))))
এলসিএম দা, "শুন শুন গো " এ কমল হাসান জাস্ট টূ গুড
আটোজ তুমি তো আগে CPM ছিলে; NRI হবার পরে কি BJP? :)))
"কবিতা" আমি প্রথম বার দেখলাম ।
" বুঝবে না কেউ বুঝবে না " গান টা খুব প্রিয়।
না বস ।পরশু দিন কীভাবে রটে গেছে যে এরপর সবজির বাজার আর কদিন খুলবে না। (বালী এমনিতেই হটস্পট)। প্রচুর লোক বাজারে এসে পাগলের মতো জিনিস কেনার চেষ্টা করে। শেষ অবধি লাঠি চার্জ হয়। এখন বাজার পুরো বন্ধ । পুদেচ্চরী কেস একেবারে :(((
কবিতা ছবিটা দেখেছিলাম নৈহাটি সিনেমা নামে একটি হলে । এখন আর নেই ।
বাংলা সিনেমার প্রথম রিমেক ছবি । এখন তামিল তেলেগু ছবির রিমেক হলে অশ্রদ্ধা করি । সেই সময় কেউ জানতেও পারত না ।
" অভল ওরু তোদর কথাই " ছবিটা তামিল সিনেমার উল্লেখযোগ্য ছবিটা ।
পরে বাংলার পর তেলেগু আর হিন্দিতে হয় ।
হিন্দিতে রেখা ছিল ।
ছবি বিশ্বাসের লিপে। তাই না?
"একদিন রাত্রে" মান্না দের সেই অসাধারণ গান টা আছে। "এই দুনিয়ায় ভাই সবি হয় ভাই সবি হ য় সব সত্যি"
হিচককের " The Birds " দেখলাম ।
Excellent.
এখন দেখছি " একদিন রাত্রে " ।
প্রতিরক্ষা খাতে খরচে তৃতীয় স্থানে ভারত, আমেরিকার দশ ভাগ আর চীনের চার ভাগের এক ভাগ। আর পাকিস্তান? ২৪তম মোটে