"আইটি সেল"? কী বস্ত?
তাহলে কি খাড়াইলো,তারানন্দ সিঙ্গুরের সময় বা তার আগে ব্র্যান্ড বুদ্ধ প্রচার করতো না?! নাকি ব্র্যান্ড বুদ্ধ বলে কোন টার্ম ই কোনদিন ইউজ করে নি?ন্যানো না হলে বাংলায় শিল্পের খরা আসবে ,বলতো না?
বুদ্ধিজীবী দের লেখা বেরোতো না,যে সিঙ্গুর ,নন্দীগ্রামে শিল্প না করতে দিলে বাংলার ঘোর দু :সময় আগত।
এ কি সব হাবি জাবি পেশ করছে!
বামেদের দেখুন।কি চমৎকার বিরোধী ভূমিকা পালন করছে।রাত্রিদিন মমতা খারাপ,দিদি খারাপ ভজন গেটে চলেছে।খালি দিদি ই খারাপ।
কেন্দ্রীয় সরকার এর ভূমিকা নিয়ে কিছু বক্তব্য নেই।ওনারা যা করছেন,ভালোর জন্যই করছেন।
ভোটের সময় রামের ঝুলি ভরে দেবো আর অন্য সময় বিজেপি সাম্প্রদায়িক, তিনোরা তোষণ কারী এইসব বলে রুদালী র ভূমিকা পালন করবো।
যারা নতুন অঙ্ক শিখছে,তাদের জন্য।২০০৮ সাল ২০১১ এর আগেই আসে।
যদি তর্কের খাতিরে ধরেই নেওয়া যায় তারানন্দ প্রমুখ চ্যানেল গুলো ২০১১ সালের আগে আগেই পরিবর্তন এর হয়ে প্রচার শুরু করেছে;তার মানে ২০০৮ সাল নাগাদ নিশ্চয় তিনোদের হয়ে প্রচার করতো না।তাহলে কাদের হয়ে প্রচার কর তো? বামেদের হয়ে নিশ্চয়?
যেদিকেই যাওয়া যাবে, মিথ্যে ধরা পড়ে যাবে যে!-))
সে দি, বিজেবি র IT সেল ভয়ঙ্কর । ওরা যে কোন জিনিস যে কোন ভাবে ম্যানুপুলেট করে ।তোমার জাসসসস্ট কোনই আইডিয়া নেই। :((((((
তোমাকে এমন জিনিস কটা পাঠাবো WA তে । দেখো।
এটাও নির্ঘাত মিথ্যে।
সব মিথ্যে? সব বানানো সিনেমা?
বিজেপি আমি চিনিও না জানিও না। আমার ভোটাধিকার নেই।
এই খবরগুলো কি মিথ্যে? সেইটেই জানতে চাচ্ছি। সবটাই নাটক? সবাই অভিনেতা?
আরেকটা
এটাও নিশ্চয় মিথ্যেই হবে।