এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৫১443553
  • "আইটি সেল"? কী বস্ত?

  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৪৯443552
  • সেদি তবে থেকে গুরুতে রয়েছেন, যবে আইটি সেল বোধয় তৈরীও হয়নি।
  • ;) | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৪৭443551
  • সে র এইসব খবরের সোর্স কি?
    বিজেপির লোকজন ছাড়া এসব পাঁড় বিজেপি চ্যানেল না তো কেউ দেখে আর আইটিসেল বাদে কেউ ছড়ায় না!

    সে আর দেব কি গুরুর জন্য আইটিসেল রিক্রুট?
  • sm | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৪১443550
  • তাহলে কি খাড়াইলো,তারানন্দ সিঙ্গুরের সময় বা তার আগে ব্র্যান্ড বুদ্ধ প্রচার করতো না?! নাকি ব্র্যান্ড বুদ্ধ বলে কোন টার্ম ই কোনদিন ইউজ করে নি?ন্যানো না হলে বাংলায় শিল্পের খরা আসবে ,বলতো না?

    বুদ্ধিজীবী দের লেখা বেরোতো না,যে সিঙ্গুর ,নন্দীগ্রামে শিল্প না করতে দিলে বাংলার ঘোর দু :সময় আগত।

    এ কি সব হাবি জাবি পেশ করছে!

  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৩৯443549
  • ডিসি,
    আমি SP র সাপোর্টার। আমার নিজের দেশে। যেখানে আমি ভোট দিই নিয়মিত।
    ভারতে কোথায় কোন প্রদেশে কোন পার্টি তা নিয়ে আজকাল আর মাথা ঘামাই না।
    ভিডিওগুলো মিথ্যে কি না, সেই প্রশ্নের উত্তর পাই নি।
    এই সাইটে আগে অ্যান্টি তিনো কথাবর্তা হতো। হীরক রাণীর টই ছিলো।
    এখন সুর বদলেছে। তাতে আমার একগাছাও ছেঁড়া যায় না। শুধু একটু টান আছে, জন্মভূমির ওপর টান। সেইটে থেকেই বলি। নইলে মানুষের খারাপ আচরণ কতটা কী হতে পারে পশ্চিমবঙ্গে সে ব্যাপারে সম্যক জ্ঞান অর্জন করেই দেশ ছেড়েছি।
    গু হোক কি মুত, কোন পার্টি ক্ষমতায় এলো কি গেলো তাতে কিস্যু এসে যায় না। সবই গুয়ের এপিঠ আর ওপিঠ।
    দিনকে দিন যা হচ্ছে, সেসব খবর চাপা থাকে না।
  • sm | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৩৬443548
  • বামেদের দেখুন।কি চমৎকার বিরোধী ভূমিকা পালন করছে।রাত্রিদিন মমতা খারাপ,দিদি খারাপ ভজন গেটে চলেছে।খালি দিদি ই খারাপ।

    কেন্দ্রীয় সরকার এর ভূমিকা নিয়ে কিছু বক্তব্য নেই।ওনারা যা করছেন,ভালোর জন্যই করছেন।

    ভোটের সময় রামের ঝুলি ভরে দেবো আর অন্য সময় বিজেপি সাম্প্রদায়িক, তিনোরা তোষণ কারী এইসব বলে রুদালী র ভূমিকা পালন করবো।

  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৩৩443547
  • যাক এইবারে নিজের ভুল নিজেই বুঝেছে। সেই ভাবে হিসাব করলে ২০১১এর আগে ১৮৫৭ও আসে।

    তারানন্দ ততদিনে বামেদের সঙ্গে ছিল যতদিন বামেরা ইউপিএ১ এ ছিল। এসব তো জানতে হবে, নইলে যে নিজের বোকামো বার বার ধরা পড়ে যাবে।
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৯:৩০443546
  • পশ্চিমবঙ্গে এমনিতেই জঘন্য অবস্থা। চুরি দূর্নীতিতে ছেয়ে গেছে। তার ওপর চলছে করোণায় মৃতের সংখ্যা লুকোনোর চেষ্টা।
    সাধারণ অন্য রোগীদের চিকিৎসা বন্ধ। আজ সকালে একজন হার্টের রোগী মারা গেছেন। আমার আত্মীয় এবং বন্ধু। বিনা চিকিৎসায়। ভদ্রলোক মুসলমান (বিশেষ করে ধর্মটা উল্লেখ করলাম)। গত চারদিন ধরে ঘুরে ঘুরে চিকিৎসা পেলেন না। শ্বাসকষ্ট ছিল।
    একজন প্রসব করেছেন প্রায় রাস্তায়। কোলকাতাতেই। এই খবরগুলোর সত্যতা যাচাই করে দিতে পারি। কারণ এঁদের আমি চিনি।
    এই ই তো অবস্থা বাংলার। নতুন করে আরও বেশি খারাপ আর কীই বা হবে।
    কারোকে বিজেপি, কারোকে তিনো বলে দাগিয়ে লাভ নেই। মানুষ বড্ড অসৎ, বড্ড হিংস্র, স্বার্থ্পর।
  • dc | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:২৯443545
  • ডিসক্লেমারটা আগে দিঃ সে কোন পার্টির সাপোর্টার তা নিয়ে আমার মাথাব্যথা নেই, কাউকে সাপোর্ট করা না করা ওনার ব্যপার। আর এই ভিডিওগুলোতে যা বলা হয়েছে সেটা ঠিক কিনা তাও জানিনা। এগুলো সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে।

    এবারঃ

    সে র দেওয়া ভিডিওগুলোর মধ্যে একটা হলো খবরের দর্পণ। এটার ফেবু পেজে দেখলাম দুয়েকটা ভিডিও এরকমঃ

    #নদিয়া জেলা উত্তরের #কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত 19 নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুস্থ মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল

    #GROUND_REPORT
    অসহায় মানুষের চরম দুর্দশার অবস্থা দেখে দ্বিতীয় দফায় #নদীয়া জেলার শ্রীকৃষ্ণপুর, দোলো মৌলা, ডাঙ্গাপাড়া ও সর্দার পাড়াতে #ত্রাণ_বন্টন করছেন #ভারতীয়_জনতা_পার্টির অন্যতম কার্যকর্তা #সুনিল_পাল

    কাজেই এটা যে আইটি সেলের চ্যানেল, এব্যপারে অন্তত সন্দেহ নেই।
  • sm | 172.69.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:২৮443544
  • যারা নতুন অঙ্ক শিখছে,তাদের জন্য।২০০৮ সাল ২০১১ এর আগেই আসে।

    যদি তর্কের খাতিরে ধরেই নেওয়া যায় তারানন্দ প্রমুখ চ্যানেল গুলো ২০১১ সালের আগে আগেই পরিবর্তন এর হয়ে প্রচার শুরু করেছে;তার মানে ২০০৮ সাল নাগাদ নিশ্চয় তিনোদের হয়ে প্রচার করতো না।তাহলে কাদের হয়ে প্রচার কর তো? বামেদের হয়ে নিশ্চয়?

    যেদিকেই যাওয়া যাবে, মিথ্যে ধরা পড়ে যাবে যে!-))

  • শালিখ | 172.69.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:২২443543
  • পারেনও মশাই। কাটমানি আকবর শার আমলেও ছিল। লেভেলটা দেখতে হবে। কে বেশী খায় কে কম খায়। কেউ লুকিয়ে চুরিয়ে দু ঢোক খায়। কেউ লক ডাউনের বাজারে দোকান খুলিয়ে পিপে পিপে খায়। কেউ ধরা পড়লে জেলে যায়। কেউ রাজীবকে বাঁচানোর জন্য রাস্তায় বসে যায়।

    এসব তো দেখতে হবে।
  • অপু | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:২২443541
  • সে দি, বিজেবি র IT সেল ভয়ঙ্কর । ওরা যে কোন জিনিস যে কোন ভাবে ম্যানুপুলেট করে ।তোমার  জাসসসস্ট কোনই আইডিয়া নেই। :((((((

    তোমাকে এমন জিনিস কটা পাঠাবো WA তে । দেখো।

  • $%^&*() | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:২০443540
  • @PT ১৬:৩২ - "আজকাল উত্তরপ্রদেশ দেখিয়ে পব-র সরকারকে ডিফেন্ড করতে হচ্ছে? বেশ, বেশ!!"

    না, তা কেন। পব'র সরকারকে ডিফেন্ড করে কী হবে। এটা একেবারেই "PT ১৫:৫৫ - আর কোন কোন রাজ্যে করোনার মৃত্যুকে দুভাগে ভাগ করা হয়? আর কোন কোন রাজ্যে ডাক্তার নয়, "অডিট প্যানেল" মৃত্যুর কারণ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে?" - এই প্রসঙ্গে বলা। অন্য রাজ্যকেও খামোখা ভালো বলে লাভ কী।

    অন্য রাজ্যে এসব হলেও পবঙ্গে অ্যালেজেডলি যা হচ্ছে তা তা খারাপ, অন্য রাজ্যে না হলেও খারাপ। শুধু প্রপার চাড্ডিশাসিত সরকারগুলির প্রতি আমার অবিশ্বাস এক্টু বেশি, ঐটুকুই।

    বললামই তো, হয়তো আমিই বায়াসড। গত ভোটে যারা তৃণমূলকে হারাবার জন্যে বিজেপিকে ভোট দেওয়া সমর্থন করেছেন, হয়তো তারাই ঠিক। কে জানে।
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৯:২০443539
  • গায়ের জোরে আমাকে বিজেপি, কি তৃনমূল কি সিপিয়েম বানানো যাবে না। এনারাইদের ওপর এর খার কেন? সব এনারাই এক? অদ্ভূত তো!
    ঐ ভিডিওগুলো সত্যি না বানানো সেই প্রশ্নের উত্তরে কবি নীরব কেন?
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৯:১৭443538
  • ;( | 172.69.134.26 | ২৭ এপ্রিল ২০২০ ১৯:০৪
    উত্তর দেয়া নিষ্প্রয়োজন।
    আমাকে দাগিয়ে দেবার চেষ্টা করে লাভ নেই।
  • :-I | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:১৬443537
  • 'আমি কিন্তু বিজেপী নই' এটা হল বিজেপীর প্রোপাগান্ডা শেয়ার করা শাইনিং বাঙালির মুখের লব্জি।
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:১৫443536
  • যারা নতুন নতুন রাজনীতিতে এসেছে, তাদের জন্য সংবাদঃ ২০০৮ সালে টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যায়।
  • ;( | 172.69.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৯:০৪443535
  • সে, আপনি বিজেপি কে চেনেন না, জানেননা, তারপরে আপনি রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নেন?
    আর ভোটাধিকার? অধিকাংশ এন আর আই রা তো মোদীভক্ত। বিজেপি পার্টির এত বোলবোলাও তো এন আর আই দের ডলার পাউন্ড ইউরোর জোরে!

    সে সবকয়টা বিজেপির চ্যানেলের খবর দিচ্ছেন। ছুপাচাড্ডিরা এই টেকনিক নেয়। আমি বাপু বিজেপি নই! বিজেপি র হোয়্যাটসগ্রুপে এইসব ভিডিও সার্কুলেট হচ্ছে। যারা সেগুলো দিচ্ছে তাদের সোর্স ওই গ্রুপগুলোই।
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৫৯443534
  • এটাও নির্ঘাত মিথ্যে।

  • sm | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৫৬443533
  • "সিঙ্গুরের সময় তারানন্দ বা অন্যান্য মিডিয়া নাকি তিনো দের হয়ে প্রচার করতো ! "

    এটা কোথাও কেউ লেখেনি. দিদির ভাইদের অবশ্য সত্যি মিথ্যার মধ্যে পার্থক্য করা সম্ভব নয়.

    কিছুক্ষন আগেই নিজের করা পোস্ট . দেখেন তো চেনা লাগে কি না ! অন্য মানে বেরোয় কি না !
    S | 162.158.107.158 | ২৭ এপ্রিল ২০২০ ১৭:০৫443579
    ইলেকশানে জিততে গেলে ইন্ডিয়ায়ও পয়সা লাগে। অন্তত বিগত কয়েক দশকে।

    ২০১১র আগে সেটা পাল্টায়। সিঙ্গুরের জন্য কিছু ফান্ডিং আগেই এসেছিল। তারপর চীটফান্ড থেকে অনেকটা এসেছিল। ফলে তারানন্দ থেকে টলিউড সবাই পরিবত্তন কামী হয়ে ওঠে।

    ----
    ভেবে দেখুন মত পাল্টায় কি না ?
    আর একটা কথা ঠিক ,বাম আমলে কোন কাটমানি ছিলো না,সল্টলেকে জমি ছিল না,কলেজ গুলোতে স্বজন পোষণ ছিলো না,রাজনৈতিক খুনো খুনি ছিল না ,কিচ্ছুটি ছিলো না . সব কিছুই ঠিক ঠাক ছিলো . বড় আনন্দ ছিল হে সে সময়!
  • sm | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৫৬443532
  • "সিঙ্গুরের সময় তারানন্দ বা অন্যান্য মিডিয়া নাকি তিনো দের হয়ে প্রচার করতো ! "

    এটা কোথাও কেউ লেখেনি. দিদির ভাইদের অবশ্য সত্যি মিথ্যার মধ্যে পার্থক্য করা সম্ভব নয়.

    কিছুক্ষন আগেই নিজের করা পোস্ট . দেখেন তো চেনা লাগে কি না ! অন্য মানে বেরোয় কি না !
    S | 162.158.107.158 | ২৭ এপ্রিল ২০২০ ১৭:০৫443579
    ইলেকশানে জিততে গেলে ইন্ডিয়ায়ও পয়সা লাগে। অন্তত বিগত কয়েক দশকে।

    ২০১১র আগে সেটা পাল্টায়। সিঙ্গুরের জন্য কিছু ফান্ডিং আগেই এসেছিল। তারপর চীটফান্ড থেকে অনেকটা এসেছিল। ফলে তারানন্দ থেকে টলিউড সবাই পরিবত্তন কামী হয়ে ওঠে।

    ----
    ভেবে দেখুন মত পাল্টায় কি না ?
    আর একটা কথা ঠিক ,বাম আমলে কোন কাটমানি ছিলো না,সল্টলেকে জমি ছিল না,কলেজ গুলোতে স্বজন পোষণ ছিলো না,রাজনৈতিক খুনো খুনি ছিল না ,কিচ্ছুটি ছিলো না . সব কিছুই ঠিক ঠাক ছিলো . বড় আনন্দ ছিল হে সে সময়!
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৪৫443531
  • সব মিথ্যে? সব বানানো সিনেমা?

  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৪৫443530
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৪১443529
  • বিজেপি আমি চিনিও না জানিও না। আমার ভোটাধিকার নেই।

    এই খবরগুলো কি মিথ্যে? সেইটেই জানতে চাচ্ছি। সবটাই নাটক? সবাই অভিনেতা?

  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৩৯443528
  • ঃ( | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৩৮443527
  • দেব আর সে র বিজেপিকে কেমন লাগে?

    cn bangla পুরোই বিজেপি চ্যানেল, গত ছয় মাস ধরে অন্তত। ক্যা র সময়ের কভারেজ যারা দেখেছে তারাই জানবে।
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৩৬443525
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৩৫443524
  • আরেকটা

  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৩৩443523
  • এটাও নিশ্চয় মিথ্যেই হবে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত