সে | ২৬ এপ্রিল ২০২০ ১৬:৫১443432এটা আসল ভিডিও
সে | ২৬ এপ্রিল ২০২০ ১৬:৪৫443431যারা চুরি করেছে
সে | ২৬ এপ্রিল ২০২০ ১৬:৩৩443430ভিডিও চুরি করল বাংলাদেশের লোক
নিক হরণ | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১৫:৩৮443429ভাই সোমরাজ
আপনার organisation এর ব্যাঙ্ক একাউন্ট আর ISBN নম্বর অনুগ্রহ করে এখানে দেবেন?
সোমরাজ | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১৪:০৪443428আমার নম্বর 8420640528 কিন্তু এতে হোয়্যাটসেপ নেই
সে | ২৬ এপ্রিল ২০২০ ১৩:৫৮443427প্রশান্ত কিশোর দিল্লি থেকে উড়ে এসেছে কলকাতায়। চার্টার্ড বিমানে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১২:৩৮443426
হাঃ হাঃ | 157.42.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১০:৩১443425
Amit | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১০:২৭443423
হাঃ | 157.42.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১০:২৪443422
অপু | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১০:১৬443420সুপ্রভাত। sm.দা , শালিখ খবর কী?
sm | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ১০:০২443419শালিখের পরামর্শ টা কাজের।5 শতাংশ এক্যুরেসি যে টেস্ট কিটের;সেখানে উল্টো করে রেজাল্ট দেখলেই 95 শতাংশ ঠিক। হা,হা।
এই কিট আই সি এম আর কিভাবে অনুমোদন দিলো!যেখানে কিছু দিন আগেই ব্রিটেন কয়েক লাখ ফলটি কিত ফেরত নিতে বলেছে,চায়না কে!
আর সত্যি দেশীয় কোম্পানি বরাত কেন পাবে না?
দেশীয় কোম্পানির তৈরি কিট এর এক্যুরেসি চেক করতে এতো বিলম্বই বা কেন?
রামদেব এর সংস্থা কোন কিট বানালো?অনেক দিন সাড়া শব্দ পাই না।ভদ্রলোক কি যোগনিদ্রায় গেলেন?
sm | 172.68.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৯:৫৩443418হু,সেরোলোজি বা এন্টিবডি টেস্ট না করানোর পিছনে কি যুক্তি দিচ্ছে? আর সেই যুক্তি শোনার পিছনে যুক্তি টা কি?
সেরোলোজি টেস্ট করার মূল উদ্দেশ্য কম্যুনিটি তে স্প্রেড কতোটা হয়েছে জানা ও করোনা মুক্ত এন্টিবডি পজিটিভ লোকজন কে এই নাগপাশ থেকে মুক্ত করে দেওয়া।
এবারে,হু আর একটা খোঁচ দিয়ে রেখেছে।কিছু লোকের রিলাপস হচ্ছে। কিন্তু জানায় নি, কতো পার্সেন্ট লোকের রিল্যপস হচ্ছে।এবং রিলাপস হওয়া লোকজন সিভিয়ার কোভিড এ আক্রান্ত হচ্ছে কি না!
নিউইরয়কে,র্যান্ডম সেরোলোজি বা এন্টিবডি টেস্ট করে 20 শতাংশ লোকের এন্টিবডি পজিটিভ পাওয়া গেছে।এই হিসাবের মধ্যে শিশু দের ধরা হয় নি।কারণ শিশুদের টেস্ট করা হয় নি। আবার প্রথম 7 দিন এন্টিবডি টেস্ট রেজাল্ট সাধারণত নেগেটিভ থাকে।
অর্থাৎ অনুমান করাযায় নিউ ইওরক সিটির 30 শতাংশ মতোন জনতা অলরেডি আক্রান্ত। এন্টিবডি টেস্ট না করলে তো এই ব্যাপকতা বোঝা যাবে না!
হা হা | 172.68.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৯:১৭443417
শালিখ | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৯:১২443416
নিউজিলান্ড | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৮:২০443415
দেব | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৭:৪৬443413পদ্মপাল যে ৩৭ খানা অভিযোগ চিঠিতে লিখেছিলেন সেগুলো মিথ্যে না ।
কাল পেরেক না ডেরেক কি যেন নাম যা বলেছেন তা নিন্দনীয় ।
কেন্দ্রের লোকজন আসাতে আমাদের রাজ্য যা করলেন তার ফল ভুগতে হবে রাজ্যবাসীকে ।
অন্য রাজ্যে কি এত সমস্যা হচ্ছে জানিনা ।
রেশন দুর্নীতি, জনস্বার্থ মামলা এসব তো এই রাজ্যে শুনতে পাচ্ছি ।
লেটেস্ট খবর, সুমন দে " বঙ্গবিভূষণ " পাচ্ছে ।
হা হা | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৭:৩২443412
aranya | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৬:৪৯443411
archivist | 14.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৬:৪৪443410অফ টপিক,
হানুদার হিসেবটা নিয়ে আরেকটু। ১৫০ পাতা স্ক্যানের ১৫০ টি পত্রিকা। মোট ২২৫০০ পাতা। সস্তা স্ক্যানারে মিনিটে ৩ পাতা স্ক্যান হয়। অর্থাত ৭৫০০ মিনিট। অর্থাত ১২৫ ঘন্টা। দিনে ৫ ঘন্টা করে কাজ করলে ২৫ দিন। তো, এক মাসে যেখানে ৪০০০ টাকার স্ক্যানারে পুরো জিনিসটা আর্কাইভ করা সম্ভব সেখানে ৫ লাখ টাকার ইন্ডাস্ট্রিয়াল স্ক্যানার দরকার? ইন্ডাসট্রিয়াল স্ক্যানারে মিনিটে ৮-১০ পাতা স্ক্যান হবে, অর্থাত ৯ দিনে কাজটা শেষ হতে পারে।
Amit | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০৫:০৪443409
সৌগত সেন | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০১:২৮443408যা স্সালা
ফুরসৎ পেয়ে নুসরত এর খ্যামটা র সমালোচনা করতে গিয়ে সুয্যি ডাক্তারের তো ইয়ে তে ইয়ে হয়ে গ্যালো
হেব্বি ট্রল খাচ্ছে ফেবু তে
বুড়ো বয়সে এ হেনস্থা ও বাকি ছিল
অর্জুন | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০০:৫৭443407ন্যাশনল লাইব্ররীর মতন একটা জায়গা কলকাতায় বিরল। অত সুন্দর একটা স্থাপত্য। চারিদিকে বাগান, লন, গাছ, গাছালি। ওখানে কিছু গেস্ট হাউজ বানিয়ে বইপ্রেমীদের থাকতে দেওয়ার ব্যবস্থা হোক। রিডিং লাইব্রেরী ন'টা অবধি খোলা থাকবে।
ওখানে রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ কি হয়?
জানিনা কেন এখানে এমন ব্যবস্থা থাকেনা ।
এরকম sprawling campus, কত কিছুই করা যায় !!
%^&*( | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০০:২৭443406
sm | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০০:২২443405হু কে তিন না পাঁচ কোটি ডলার,ঝড়াক সে দিয়ে দিলো পিং সাহেব।ব্যাপার ই আলাদা!
সিএস | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০০:১৮443404
sm | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০০:১৭443403শ্যালো আর ডিপ স্টেট!নাজুক!দারুন দিলেন কিন্তু! হু কি লোক চাইছে?
sm | 172.69.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০০:১৫443402একটা প্রস্তাব কিন্তু দেওয়া যেতেই পারে।সহৃদয় ,করুণাময়,রাজ্যপাল ওই সুবিশাল রাজভবন টি ছেড়ে দিতে পারেন।তিনি কয়েক মাস সরকারি গেস্ট হাউস থেকে কাজকর্ম চালান। আর ওখানে করোনার বড় করে আইসলেশন সেন্টার কাম চিকিৎসা কেন্দ্র গড়ে উঠুক।
নিক হরণ | 162.158.***.*** | ২৬ এপ্রিল ২০২০ ০০:০৮443401"তোমার কথার শব্দদূষণ
তোমার কথার ঝাল
রাজভবনে খিল দিয়েছি
একাই খাচ্ছি মাল
তুমি অন্য কাউকে বানিয়ো রাজ্যপাল" --- অভিমানী জগা