আমার অফিসে এপ্রিলে যত লোক এসেছিলো কাল সবার কোভিড টেস্ট হবে, ব্যাপার ভালোই
কিন্তু সবাইকে আধার কার্ডএর কপি জমা দিতে হবে।
দুটোই বাধ্যতামূলক, এটা আদৌ আইনসম্মত? মানে আমার কোনো রোগ হলে সেটা আধার কার্ডে্র ডেটাবেসে জমা থাকবে? এবং পরে সেটা যে ভাবে খুশি সরকার ব্যবহার করতে পারবে?
ইন ফ্যাক্ট, বাংলা ছোট পত্রিকারা এখনও এগুলো তত ইউজ করে না কেন এটা ভেবে পাঠক হিসেবে একটু অবাক লাগে। একটা কারণ তো জানিই সিপিয়েমের চৌত্রিশ বছর, বাকিগুলো জানি না। ঃ-)))
আরে আমি এমনি ভাট বকছিলুম। ঃ-))) তবে magzter টাইপের প্ল্যাটফর্ম কিন্তু রেডিই আছে যেখানে লিটল ম্যাগের কারেন্ট সংখ্যা জাস্ট পিডিএফ বানিয়ে তুলে দেওয়া যেতে পারে (আর্কাইভ নয়)। পাঠক পয়সা দিয়ে সাবস্ক্রাইব করে পড়বে। প্রোটেক্টেড এগেনস্ট পাইরেসি। দেশ পত্রিকাও ইউজ করে ওইটে। ঃ-))
@সিএস ধন্যবাদ :-)
test
এই বীরভূমের স্বল্পপঠিত লেখক ইত্যাদি, এঁনাদের কিছু কিছু লেখা লগইন করে পয়সা দিয়ে পড়া যাবে, এরকম লাইব্রেরী বানালে ভাল হত।
করোনা তবে দাড়িদাদুর শাপেই......
mRNA ভ্যাকসিন এর ক্লিনিকাল টেস্ট জার্মানি শুরু করলো
---------------------------------------------------------------------
Germany বায়োটেক কোম্পানি Paul-Ehrlich-Institut করোনার বিরুদ্ধে mRNA ভ্যাকসিন এর ক্লিনিকাল টেস্ট করার ২২.০৪.২০২০ অনুমতি পেলো!প্রথম দফায় ১৮-৫৫ বছর বয়সী ২০০ জনের উপর, তার পরের স্টেপে ৫০০ জনের উপর পরীক্ষা করে দেখবে, কোন ডোজে কেনোম এন্টিবডি সৃষ্টি হয়! এ বছরের জুনের মধ্যে রিপোর্ট আশা করছে!৩-৫ মাসের মধ্যে এরা সব ধরণের পরীক্ষা শেষ করে সাধারণ মানুষের জন্য প্রোডাকশন করতে চাইছে! ভ্যাকসিন অনেক পদ্ধতিতে তৈরী হয়!
এই সুযোগে টুক করে মুদ্রাস্ফীতি নিয়ে আমি যে
কালজয়ী পদ্য টা লিখেছিলাম সেটা দিয়ে দি :-
" রুমঝুম রুমঝুম রিমঝিম রিমঝিম,
সেদিন ও পাওয়া যেত এক টাকায় দুটো ডিম!!
:)))))
এমবিএ সলিউশনটা বেসিক্যালি নেট নিউট্রালিটি ভায়োলেট করছে। লোকে ভাটে ফ্রিতে কেবল ফচকে পোস্টগুলো পড়বে। ওদিকে প্রবন্ধমূলক পোস্টের লালবাতি জ্বলে যাবে।
আরে বাঃ! দিব্যি হয়েছে গানটা। অরিজিনালের থেকে ফার বেটার।
Office e login kora jaina keno?
https://www.facebook.com/sangbadpratidin.in/videos/353606178928909/
এই যে দিলাম