শালা এই মার্কেটে বোধি দা আর শ্রাবণী দি কেরালা কে টেনে খেলিয়ে যাচ্ছে। অবশ্য দুজনেরই যথেষ্ট কারণ আছে ।
:)))))
মিডিয়ায় এল খবর।
হ্যাঁ, এবার প্লাজমা থেরাপি টাও সাকসেসফুল হলে তবু একটু শান্তি হয়।
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1615073
ওপরের লিঙ্কটা দেখতে পারেন। প্রগতি (গুরুর) র হাজব্যান্ড, অনুপের টিম, ত্রিবান্দ্রমের শ্রী চিত্রা থিরুনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বিজ্ঞানীরা একটি লো কস্ট ডায়গনিস্টিক কিট ডেভেলপ করেছে যা দু ঘন্টার মধ্যে টেস্ট রেজাল্ট বলে দেবে।
এতে আলাদা স্ক্রিনিং আর কনফার্মেশন টেস্টের দরকার হবেনা, একটা টেস্টেই হবে। এক এক ব্যাচে তিরিশটা স্যাম্পল টেস্ট হবে।
বন্ধু লোকের এত বড় অ্যাচিভমেন্ট, খুব গর্ব বোধ হচ্ছে, কেরালার বলে তো আরোই।
ফ্রান্স টেস্ট করেছে ৩৩৩,৮০৭। পজিটিভ ১৬৫,০২৭।
ভারত টেস্ট করেছে ৩০২,৯৫৬। পজিটিভ ১৩,৪৯৫।
এর অর্থ ভারতে ফ্রান্সের তুলনায় স্প্রেড কম নয়? তাও ভারতে হাইরিস্কদের সিলেক্টভ্লি করা হচ্ছে, যাতে আরো বেশি আসার সম্ভাবনা।
আমরা লাইফলাইন থেকে আনাই। ১৮% ডিসকাউন্ট । এখন ওদের লোক কম। ডেলিভারি ঠিকঠাক হচ্ছেনা। কিছুদিন আগে বাবা ফোনে অর্ডার দিল। পরেরদিন ৭ তার মধ্যে না আসায়, ফোন করতেই জানাল, লোক নেই। তাই দেরী হবে মানে কবে ডেলিভারি হবে বলতে পারছেনা। তাই তারা থাকলে এসে নিয়ে যেতে হবে।
আসলে মোবাইল রিচার্জ করতে বেরলাম তাই একবার গেলাম।
অর্জুন, আমরা ফার্ম-ইজি থেকে ওষুধ আনাই। 20% ডিসকাউন্ট + পরের দিন ডেলিভারি । কোন চাপ নেই।
তবে এই বাজারে ওষুধ দিতে 4/5 দিন নিচ্ছে । আর ডিসকাউন্ট কমে 18%
দেখতে পারো....
আহা কেরালা । Gods own country. এত ঘোরার জায়গা। আর মন ভালো করে দেওয়া সবুজ।
ওমন টি আর পাবে না হে।) ;)
অসুধের দোকানে গেলাম আজ। লম্বা কিউ। দোকানের ভিতর এমন এসি চলছে মনে হল কোল্ড স্টোরেজে ঢুকলাম। মাস্ক পেলাম। হ্যান্ডওয়াশ পেলাম।
দে , যাতা অবস্হা তো। :(((
আমার ছোটকাকা মুম্বাই তে (ওএনজিসিতে আছে আর দেড় বছর পরে রিটায়ারমেন্ট)। একেবারে বাড়িতে বন্দী কাকু কাকীমা। সপ্তাহে একদিন দুধ, শাক সবজী , মাছ টাছ(?) পাচ্ছে। খুব লাকি বিট্টু এখন ওখানে আছে। দেখভাল করছে।
এই মোটেই বাই ডিফল্ট দ্বিমত না (উফ আবার দ্বিমত)!
এটায় বলাই বাহুল্য বললাম কারন আপাত ফিউটাইল তর্ককে প্যাসিফাই করা উচিত কিনা সেই নিয়ে কিছু ঐতিহাসিক ধুন্দুমার হয়েছিল যে!
তাছাড়া এই পোস্টে মোটের ওপর একমতই :)
কর্ণাটকে শুনলাম করোনা প্রতিরোধ সবচেয়ে ভাল হয়েছে। এদিকে এর মধ্যে দেবগোড়ার নাতির ধুমধাম করে বিয়ে হল !! অনুষ্ঠানে ন্যাচারলি নো ডিসটেন্স মেনটেন্ডেড, না মাস্ক!
সাউথে এ ব্যাপারে খুব উদার । টাকা And/ or মদের বোতল দুই পাবেন @ শালিখ
@Atoz, আপনি শান্তা গোখলে'র লেখা পড়েছেন ?
অ্যামেরিকাতে লকডাউনের প্রতিবাদ ?