বোঝো !! :)))
আকা কী খবর হে?
বিনা পোশাকে আক্রান্ত বেশি পরিমাণ গ্যাস বের করার সময় যদি কেউ খুব কাছ থেকে সেই বাতাসে নিশ্বাস নেন, তাহলে ঝুঁকি রয়ে যায় বইকী।
অর্জুন , অসাধারণ উদ্যোগ। কুর্ণিশ।
কাল কল করবো । কথা হবে।
তা তোমার পিঠের ব্যথা কেমন?
সংযোগ
We Can
Do You!
করোনা ভাইরাস সংক্রমণের জেরে অনির্দিষ্টকালের লকডাউনে স্বাভাবিক নিয়মে সবচেয়ে বেশী আক্রান্ত গরীব মানুষেরা। তার মধ্যেও সঙ্গিন অবস্থায় ফুটপাথবাসীরা। যাদের অনেকেই শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার শিকার ও জীবনধারণের জন্য ভিক্ষার ওপর নির্ভরশীল। এই সময়ে তাদের ন্যুনতম খাবারের জোগাড়টুকুও নেই।
তাই আমরা কজন একত্রিত হয়ে আমাদের সাধ্যমত দক্ষিণ কলকাতার মধ্যে এই ধরণের অসহায় লোকদের দুপুরে রান্না করা খাবার ও রাতে শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। এখানে বলি আমরা কোনো সংস্থা বা NGO নই। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে কাজটি করছি। আপাতত আমরা দক্ষিণ কলকাতায় কাজ করছি। বালিগঞ্জ ফাঁড়ি, হাজরা রোড, রাসবিহারী এভিন্যু, ঢাকুরিয়া ও যাদবপুর অঞ্চলে বেশ কিছু ফুটপাথ বাসীকে দুবেলা খাবার সরবরাহ করা হচ্ছে। আমাদের দৈনিক খরচ আনুমানিক ৬০০/- টাকা মাত্র।
এই কাজটি চালিয়ে যাওয়ার জন্যে বর্তমানে আমাদের তহবিলে টাকার বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। আপনাদের সহযোগিতা ব্যতীত এই কাজ চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়া সম্ভব হবেনা। আপনাদের কাছে তাই বিশেষ অনুরোধ আপনারা সাধ্যমত আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা কাজটি চালিয়ে যেতে সক্ষম হব।
যারা সাহায্যের হাত বাড়াতে চান তারা আমার সঙ্গে নিম্ন লিখিত মোবাইল নম্বর ও ইমেলে যোগাযোগ করুন।
Mobile No. 9748190677
E-mail id: royabhi8@gmail.com
নন্দা চক্রবর্তী
রত্না সেনগুপ্ত
নমিতা বসাক
অভিষেক রায়
প্রণোজিৎ দে
অনিন্দিতা মিত্র
ডাঃ মিজানুর রহমান
সত্যজিৎ সরকার
*আবারও জানাচ্ছি আমরা কোনো এন জি ও বা সংস্থা নই, সম্পূর্ণ নাগরিক স্তরের উদ্যোগ থেকেই কাজটি করছি। উল্লিখিত ফোন নম্বর ও ইমেলে যোগাযোগ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাঠানো হবে।
থ্যাংকস দ।
দুধকা দুধ পানি কা পানি হয়ে গেল।
ও আচ্ছা। বইয়ের গ্রুপগুলোতে পেয়ে যাবে। এমনিতেও বইটায় অনেক বিষয় আছে।
@সে, না পড়ছেন ঠিকই তবে সর্বাণী আদিকালে শ্রাবণী নিকে লিখত। আপনি বোধয় তখন J নামে লিখতেন। শ্রাবণী সেই দুর্গাপুজোর গল্প পারোলিনের পুজোর গলপের আশে পাশে। তারপর সেই রাই নামের গোয়েন্দাচরিত্র সৃষ্টি - সেইই শ্রাবণী।
পুরানোরা সবাই পুরানোদের পুরানো নামেই ডাকে তো।
আচ্ছা আমি কি ভুল পড়ছি?
Sarbani | 172.69.135.45 | ১৭ এপ্রিল ২০২০ ১৮:২৩
এই নামটা শ্রাবনী বলছে কেন সবাই?
আমি পড়ছি সর্বানী।
বোধি দা, শীর্ষেন্দু তুলে আওয়াজ দিলে খেলবো না :)))
উফফফফ শ্রাবণী দি , দিল পে নাও কেন? :((
তাছাড়া তূমি তো আমার কেস জানো। কেরালা আমার ও খুউউউউব প্রিয়। ;)))
ব্রতীন, কেরালাকে না, বন্ধুর কৃতিত্ব তুলে ধরছি। সব জায়গাতেই পোস্ট করছি, ফেবু, টুইটার, এখানেও করে গেলাম। প্রগতিকে অনেকেই চেনে তাই।
কেরালার আর কোনো খবর নিয়ে কিছু লিখিনি তো। আমি এমনিই অনুপের ফ্যান, প্রগতিরও। তাই ঘরের কাছে এমন খবর, এই খারাপ সময়ে, খুশী হয়েছি খুব।