এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৫৮440439
  • S | 162.158.106.233 | ৩১ মার্চ ২০২০ ০২:২০

    এটা ঠিক না। অনৈতিহাসিক বক্তব্য। অর্জুন নলেজ সিস্টেম এর ব্যাপারে একদম ঠিক কথা বলেছেন কিন্তু।

    প্রথম কথা , রেনেসাঁ নলেজ তার আরাবিক রুট স্বীকার করে না, বা পরে চাপে পরে করেছে। আবার আরবিক নলেজ সিস্টেম, বিটোফেন ধার সেভেন্থ সেঞ্চুরি থেকে ফোর র্টিন্থ সেঞ্চুরি, ইউরোপীয় উইজডম কে প্রটেক্ট এবং এনহ্যান্স করার কাজ করেছে। বাগদাদ/সেভিয়া/কায়রো/দামাস্কাস/আন্দালুসিয়া/সুদান র প্রচুর কমন শেয়ারড ইনটেলেকচুয়াল ইতিহাস। ট্রেড রুট গুলো এখনো প্র্যাকটিকাল sem।
    দ্বিতীয়ত রেনেসাঁ নলেজ বোলাতে যেটা বোঝা হয়, সেটা প্রথমেই সেকুলার ছিল না, চর্চা তা চার্চ সিস্টেমের মধ্যে থেকে উঠেছে। মূলত হেরেটিক দের মধ্যে থেকে, আবার খুব bishwaasee দের মধ্যে thekeo। তোমার mone আছে nishchoyee, অরিজিন অফ সিপিসিস এর সেই অবিশ্যামস্যা এপিলগ , যেখানে ডারউইন অলমোস্ট ঈশ্বর এর কাছে ক্ষমা চাইছেন। নিউটনের টেক্সট ও এসব পাবে।
    তৃতীয়ত ইন্সিডেন্টালি বুবনিক প্লেগ (১৩৪৮-১৩৫০), এবং প্রায় ১৬০০ পর্যন্ত ঘন ঘন মহামারী ইউরোপে ইঈশ্বরের বাজার খারাপ করে দিচ্ছে। এবং ক্যাপিটালিজম আস্তে আস্তে স্টেট্ কে অথরিটি হিসেবে চ্যালেঞ্জ করে ফেলছে, এবং রিফর্মেশনে তার একটা প্রতিফলন দেখা যাচ্ছে, অন্য দিকে bhaarataborshhe সুলতানী পরbo এবং মুঘল আমলের প্রচুর ইন্টেলেকচুয়াল আচিভমেন্ট, অন্য কলোনীর ইনটেলেকচুয়াল আচিভমেন্ট কলোনিয়ালিজম এর ন্যারেটিভ এ ছোট করে দেখানো হচ্ছে। ওয়ার্ল্ড ট্রেড এবং কালচারাল ইন্টারাকশান নিয়ে এই সময়ে সঞ্জয় সুব্রানিয়াম, আসীন দাশগুপ্ত দের অসামান্য কাজ আছে। ফার্নান্দ ব্রাডলি এর কাজ মেডিটারিনিয়ান যেমন, এঁদের কাজ ভারত মহাসাগর সংক্রান্ত , অনার্স পাশ করবেননা ইতিহাসে এগুলো পড়লে।
    অর্জুনের যেটা তুমি সমালোচনা করতে পড়তে ভাই, সেটা হলো, বোলাতে পারতে তোমার ন্যারেটিভে , ন্যাশনালিস্ট ন্যারেটিভ বলেই, সাউথ ইন্ডিয়া, সুলতানী ও মুঘল ইন্ডিয়া অনুপস্থিত। এবং তুমি গুপ্ত juger পরে eka লাফে পোস্ট কালো নিয়ালিজম এ এসে পড়ছো। এমং কি তোমার ক্রিটিকের ধারায় ফাঁক আছে।
    এই ফাঁকে প্রচুর আর্কিটেকচার সাইন্স , জুরিসপ্রুডেন্স, ট্যাক্সেশন এর আডভান্সমেন্ট , আরবানাইযেশন বাদ পরে যাচ্ছে। কিন্তু এটা স্বীকার করতে হবে, ভারতের ইনটেলেকচুয়াল সম্পদ কিসু কম নাই। ক্যাপিটালিস্টে প্রোডাকশন এর সঙ্গে তার ডিরেক্ট সম্পর্ক অপেক্ষাকৃত কম থাকলেও, এবং কম থাকার মূল কারণ কলোনির ডিসরাপশান।

    ইত্যাদি।

    হ্যাঁ টু বি ফেয়ার, শিল্প বিপ্লব পরবর্তী যে বিজ্ঞানের জয় যাত্রা তার লোকেল ইউরোপ আমেরিকা, তাতে ভারতীয় ইন্টেলেকচুয়াল দের অবদান ব্যক্তিগত। এবং সত্যি বলতে কি, তালিকা করা বোকা বোকা, কারণ স্বাধীনতা পরবর্তী ভারতীয় ইন্টেলেকচুয়াল দের অবদান এর দুটি মূল ধারায়। বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং অংকে পশ্চিমী ইনস্টিটিউট বা ইউনি বা কোং এ । আর হিউম্যানিটিজ এ ইন্টারেস্টিং একটা দিক আছে, অর্থনীতি ও ইতিহাসে স্বাধীনতাৰ পরে ভারতীয় স্টেট্ প্রচুর বোরো কাজ করেছে, একটু খোঁজ নিলেই জানাতে পারবে তার rekaganishan এর কোনো অভাব নেই। কিন্তু কাজের kshetro তা ভারত ই। ১৯৮০ র এর পর থেকে যেটা হয়, একদল ইন্টেলেকচুয়াল বিদেশে গিয়ে বিদেশী ইউনি teই থেকে যান, এবং সাউথ এশিয়া স্টাডিজ বলে একটু ভজঘট একটা gobeshhonaa kshetro toiree হয়। এটা ইনটেলেকচুয়াল সাপ্লাই বেশি থাকার কারণে হয়েছে, না লোকে মেনালি প্রফেশনাল অপরচুনিটি খুঁজেছে বলা মুশকিল। কিছু একটা হয়েছে।
    তাই মজা যেটা দাঁড়িয়েছে, ভারত বিষয়ে , হিউম্যানিটিজ এ ভারতীয় ইন্টেলেকচুয়াল দের কাজ ছাড়া এগোনো অসম্ভব, বি এ থেকেই, কিন্তু সেটা বিজ্ঞানে বাস্তব না। একেবারে বিশেষ বিশেষ ক্সেত্রের গবেষণা ছাড়া । আর এই একই সময়ে দয়া প্রাইভেট সেক্টর ইন্টার্যাশানালি নতুন রিসার্চের জায়গা হয়ে উঠছে , সেটার অন্য গল্প।

    তাই এগুলো একটু ভাবতে হবে।
  • i | 108.162.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৫২440438
  • অর্জুন,
    তৃপ্তি সান্ত্রা, সাঁতরা নন।

    যাই হোক, এর আগেও আলোচনা, তর্কাতর্কি হয়েছে এই নিয়ে - বাংলায় ভালো কিচ্ছু লেখা হচ্ছে না -উল্টোদিকে বলা হয়েছে- হচ্ছে আপনি পড়েন নি ইত্যাদি..

    এল সি এম অর্জুনকে সরাসরি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্ন একটু বিস্তৃত করতে চাই সবার কাছে - আপনারা সবাই অনেক পড়েন - সেই প্রেক্ষিতে মানে আন্তর্জাতিক সাহিত্যের প্রেক্ষিতে আজকের বাংলা সাহিত্য- কবিতা, গল্প , উপন্যাস সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে - কার লেখা আন্তর্জাতিক মানের- মানে অনুবাদ করলে বিদেশী পাঠক দু হাত বাড়িয়ে গ্রহণ করবেন এই সব যদি বিস্তারে আলোচনা করেন তো খুব ভালো হয়। আমি এর সঙ্গে আরো অনুরোধ করব, গুরুতে যা লেখা হয়, যে সব বই প্রকাশ হয়, সে সবও আপনাদের আলোচনার অন্তর্ভুক্ত করতে। এর আগে রবাহুত এই ধরণের অনুরোধ করেছিলেন সম্ভবতঃ।

    যখন লিখবেন, বিশ্লেষণ করবেন , তখন হাত খুলে সমালোচনা করবেন; পিঠ চাপড়ানো গোছের কথা একদম নয়।

    লিখবেন?
  • sm | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৪৬440437
  • অধীর চৌধুরী,শুভেন্দু অধিকারী এরা মাইগ্র্যান্ট লেবার দের বেশ সাহায্য করেছে,শুনলাম।
    এইসব লোকগুলো ভারী অসহায় ।
    কিছু বাঙালি চিকিৎসা করাতে ভিন রাজ্যে গিয়ে ভয়নক বিপদে পড়েছেন।
    বেশ কিছু ভারতীয় স্টুডেন্ট ও বিদেশে রিসার্চ করতে যাওয়া জনতা বেশ কঠিন সময় কাটাচ্ছেন।এঁদের পয়সা ফুরিয়ে গেছে বা কমে আসছে।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৪৪440436
  • "ঠিক যেমন বুদ্ধ বাবু সেলিমের সঙ্গে হেলিকপ্টারে চেপে পোজ দিয়ে ছবি তোলাতেন"

    ছবিটা দেখতে চাই।
  • | ৩১ মার্চ ২০২০ ১৩:৪৪440435
  • আচ্ছা বোধি প্রায়ই এডিট করে দেবে অফার করো। কিন্তু এই প্রায় বুনানোচিত বুনাম আর 'কোথাকার কে জানে' ব্যকরণ দিয়েই এডিট করবে?
    :-p
  • এলেবেলে | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৪৩440434
  • এই 'মাইগ্র্যান্ট লেবার' মার্কা অশ্লীলতম শব্দবন্ধটা উচ্চারণ অবধি না করে আপনারা আলোচনা চালিয়ে যান প্লিজ। কারা পরিযায়ী? কেন পরিযায়ী? দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে তাঁকে পরিযায়ী বলা হবে কেন? যাঁরা ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে কাজ করেন তাঁদের কী নামে অভিহিত করা হয়? এই বড়লোকি-ছোটলোকি বৈষম্য কেন এই অসময়ে?

  • sm | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৪২440433
  • ঠিক যেমন বুদ্ধ বাবু সেলিমের সঙ্গে হেলিকপ্টারে চেপে পোজ দিয়ে ছবি তোলাতেন,অনেক টা সেরকম ব্যাপার আর কি!
    প্রসূন এর সঙ্গে মিটিং এর ছবিতে ও হাসি হাসি মুখে দেখা যেতো।
    রক্ত দিয়ে বক্রেশ্বর গড়বো।সে স্লোগান গুলো ও ছিল চমৎকার।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৩৪440431
  • দিদি রাইট উইঙ্গ সোশালিস্ট বৈ আর কিছু তো নন। ওদের একটা পলিটিকাল স্টান্ট থাকে। প্রত্যেকটা কাজের দশগুন পাবলিসিটি চাই। একটা দোকানের সামনে দাঁড়িয়ে চক দিয়ে কয়েকটা গোল্লা কাটাটা কোনও সিএমের কাজ নয়। কিন্তু জানে যে তিনো ভক্তরা এইটাই দেখতে চায়। কয়েকজন আধিকারিকদের নিয়ে টিভি ক্যামেরার সামনে সভা করার কোনই মানে হয়্না। এই কাজগুলো দরজার পিছনেও হয়।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৩১440430
  • শালিখ | 172.68.211.15 | ৩১ মার্চ ২০২০ ০১:০২

    থাঙ্কু। আমি ভাবলাম ইটা কাল অর্জুন কে বলি, তার পরে ভাবলাম, না নিজেই জানে, আর কি বলবো।
  • anirban | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:৩১440429
  • @হকগ - "৪৫ মিলিয়ন মাইগ্রান্ট লেবার , 2011 র সেন্সাস ওনুযায়ী। এটা বরখা বলেছেন, মোজো রিপোর্টস এ। ৪৫ মিলিয়ান কম লাগছে, , যাই হোক সোর্স নিজে দেখি নি।"

    সংখ্যাটা একটু কম হতে পারে।এটা মানে হয় টোটাল মাইগ্রেশান - শুধু কাজের জন্যে নয়। এইগুলো পেলাম খুঁজতে গিয়ে।
    https://www.thehindu.com/data/45.36-crore-Indians-are-internal-migrants/article16748716.এসে
    https://censusindia.gov.in/Census_And_You/migrations.aspx
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:২৮440428
  • sm | 162.158.119.124 | ৩০ মার্চ ২০২০ ১৯:১০

    ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন , এফ ডি এর এপ্রুভাল এর উপরে নির্ভরতা, এই গুলো নিয়ে অভিজ্ঞতা থেকে কিছু লিখুন না, ফোন নং জানলে ইন্টারভিউ নিতাম। এক তা toi খুলে লিখন, আমি হুতো/সৈকত/পাই/এলসিএম দের রিকোয়েস্ট করে এডিট করি , এডিটিং সাপোর্ট , কোশ্চেনেয়ার সাপোর্ট দেবার জন্য?

    আপনি তো বাম নন, আমার শত্রুপক্ষ :-))))) কিন্তু প্রফেশনাল হিসেবে যখন বলেন, আপনার কথা আমার প্রচণ্ড সেনসিবল লাগে। থ্যাঙ্ক ইউ দাদা, একটু দেখুন ।
  • o | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:২৬440427
  • আরে থ্যাংক ইউ! কোয়াড্রান্ট ভাগ করা ফিগারটা দারুণ ইনফর্মেটিভ। পশ্চিমবঙ্গে টোটাল টেস্টের মধ্যে পজিটিভ বেরিয়েছে পার্সেন্টেজ হিসেবে কেরলের থেকে বেশি, দিল্লির প্রায় সমান। এদিকে পার মিলিয়নে টেস্টিংয়ের সংখ্যার হিসেবে দেখা যাচ্ছে কেরল, দিল্লি ও গোয়া সবচেয়ে এগিয়ে। পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা সবচেয়ে পিছিয়ে।

    ন্যাঃ, সেদিন মমতার প্রশংসাটা বড় তাড়াতাড়ি করে ফেলেছিলুম!

  • avi | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:২৫440426
  • সিনেমা দেখা সেই জাতীয় সঙ্গীতের গুঁতো থেকেই বন্ধ হয়ে গেছে। কলকাতা ছেড়ে গিয়ে ইডেন যুবভারতী যাওয়াও বন্ধ, দুর্গাপুজোর প্যান্ডেল হপিংও তথৈবচ। শুধু ট্রাভেল বন্ধে দুঃখ পেতে হবে।
  • অর্জুন | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:২৪440425
  • জয়া মিত্র, তৃপ্তি সাঁতরা, কৃষ্ণা বসু (কবি), বিশ্বজিৎ রায়, আশীষ লাহিড়ী, সুমন গুণ, চন্দ্রিল........

  • অর্জুন | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:২০440424
  • @Icm 

    এমন একজনের নাম তুললেন যে নেমড্রপ না করে পারলুম না। চিত্রলেখা চৌধুরী আমার সম্পরকে পিসি হন। অসাধারন এক গুণী মহিলা। ওর জননী, বাবার জেঠিমা চিত্রনিভা চৌধুরী ছিলেন শান্তিনিকেতনে কলা ভবনের প্রথম মহিলা শিক্ষয়িত্রী ও বেঙ্গল স্কুল ঘরানার শেষ শিল্পী। ওঁকে আমরা 'ডক্টরেট বাড়ির দিদা' বলতা্ম । চৌধুরী পরিবারের ৯০% সদস্য পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। 

    দিদাকে নিয়ে ব্যাঙ্গালুড়ু থেকে পরিচা লিতএকটা ব্লগে লিখেছিলাম। 

    রবীন্দ্র সার্ধ শতবর্ষে প্রকাশিত সুচিত্রা মিত্রের এই সিডিটি আমার এক ওড়িয়া বন্ধু গিফট করেছিল। এই অ্যালবামে সুচিত্রা মিত্রের ৫২ টা গান আছে। 

    অ্যালবামে লেখা 'পঞ্চাশের দশকে ঘরোয়া অনুষ্ঠানে সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনা যে কী অভিজ্ঞতা ছিল এই অ্যালবাম শুনলে তা অনুভব করা যাবে। বোঝা যাবে তিনি কেন আজ প্রবাদে পরিণত।' 

  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:২০440423
  • o | 162.158.63.125 | ৩০ মার্চ ২০২০ ২০:৩২
    এগ্রিড।

    ৪৫ মিলিয়ন মাইগ্রান্ট লেবার , 2011 র সেন্সাস ওনুযায়ী। এটা বরখা বলেছেন, মোজো রিপোর্টস এ। ৪৫ মিলিয়ান কম লাগছে, , যাই হোক সোর্স নিজে দেখি নি।

  • অনির্বাণ | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:১৮440422
  • ইউ কের অবস্থা ভারতের মতই। মুখে বড় বড় কথা, কিন্তু দিনে ৭-৮ হাজারের বেশি টেস্ট করে উঠতে পারছে না। দাবী করছে দশ হাজার। লক্ষ্য দিনে দেড় লাখ। কিন্তু দেখুন জার্মানি প্রতি সপ্তাহে ৫ লাখ টেস্ট করছে। টেস্ট, এবং সিম্পটম ট্র্যাক না করালে কিভাবে হট স্পট গুলি ধরা যাবে? 

    https://www.ft.com/content/aa214020-55aa-49b1-8de4-05452913470e

    https://www.euronews.com/2020/03/27/germany-increases-its-covid-19-tests-to-500-000-per-week

    শুধু সিম্পটম ট্র্যাক হলে আবার এসিম্পটোম্যাটিক থেকে স্প্রেড ধরা মুশকিল। কিন্তু তাও হটস্পটটা বোঝা যাবে। 

  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:১৭440421
  • এই প্যান্ডামিকের ফলে মানুষের অনেকগুলো হ্যাবিট পাল্টাবে। এইযে সিনেমা না দেখেও থাকা যাচ্ছে, এর ফলে অনেকেই হয়ত পরবর্তিকালে সিনেমা হলে যাওয়াই বন্ধ করে দেবে। হোম এন্টারটেইনমেন্ট বাড়বে। লোকে বেশি গেমস খেলবে। বই পড়া বাড়বে বলেই মনে হচ্ছে। ট্রাভেল টুরিজম কমবে।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:১৬440420
  • সর্বাণী, কেরালা , ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবলিক রিপোর্টিং করেছে। আর রাজস্থানে, ইন্ডিয়ান এক্সপ্রেস এর একজন সাংবাদিক, নিজের নোটস টুইটার এ শেয়ার করেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ। এছাড়াএ কাশ্মীরে কিছু ডেটা দেখেছি। ডিস্ট্রিক্ট এর। তাছাড়া ইউনিভার্সাল রিপোর্টিং ফরমাট নাই।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:১৩440419
  • Sarbani | 162.158.191.179 | ৩০ মার্চ ২০২০ ২০:০১

    লিখো কিন্তু।
  • lcm | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:১৩440418
  • অর্জুন - আরে একটা বা দুটো নাম বলো না, তোমার বিশাল লিস্ট থেকে । নইলে তো লোকে বলবে এখন ভাল বাংলা লেখা হয় না।
  • অর্জুন | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:০৮440417
  • @Icm

    সে লিস্ত তো বিশাল। আর ভাললাগাতা তো সম সাময়িক ও পূর্বতন এ ভাবে হয়না। যখন যারটা ভাল লাগে তার তাই পড়ি। 

    লিটল ম্যাগাজিনের জগতে বহু অনামারা নিরলস সাহিত্যচর্চা করছেন, তাদের কথাই বলার চেষ্টা করলাম। 

  • দেবের জন্যে | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:০৪440416
  • http://www.epaper.eisamay.com/Epaperimages/3132020/31032020-md-em-6/37104.jpg

  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:০২440415
  • dri , আমি ফাইনান্সিয়াল টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইত্যাদি দেখে দেখলাম, তোমার যুক্তির এই পার্ট অকাট্য , যে জানুয়ারি থেকে পলিসি অপিনিয়ন এ প্রভাব ফেলা সাইট গুলো, বিপদ কে আন্ডার প্লে করেছে। কিন্তু একটা স্টোরি দেখেছিলাম, দেলি গড়ে ৮৫৮ জন আমেরিকা , নিউ ইয়র্কে , এসেছে উহান থেকে, সেটা এখন আর খুঁজে পাচ্ছি না।

    hkg
  • দেবের জন্যে | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৩:০০440414
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৫৭440413
  • হাই o , যদি চোখে পড়ে, দেখবেন, এই খানে টেস্ট ডাটা ইত্যাদি, বেশ ভালো কম্পারিসন রয়েছে। স্টেট গুলো কে টেস্ট/পজিটিভ কেস এর কোয়াড্রান্ট এ ভাগ করেছে।

    https://www.thehindu.com/data/data-which-states-recorded-the-most-coronavirus-cases-deaths-and-the-best-testing-rates/article31212911.ece

    ২১-২২ মার্চ থেকে উইকলি উন্নতি ইন টেস্ট রেটস , কেরালা মাইলস আহেড। কিন্তু তাও ১২৮ পার মিলিয়ন পপুলেশন যথেষ্ট কিনা এটা মডেলার বা হেলথ ওয়ার্কার রা বা ডাক্তার রা বোলাতে পারবেন। এই সেটা দিল্লি নেই, কাশ্মীর ও নেই।

    কাল একটা আর্টিকল এ কোথায় দেখলাম, ভারতে আজ অব্দি চৌত্রিশ হাজার মতো টেস্ট হয়েছে। কিন্তু আজ রেফারেন্স খুঁজে পাচ্ছি না, আর টপ নাম্বারস এর টিকার গুলো তে, নাম্বার অফ টেস্টস আবসেন্ট।
  • বুদ্ধবাবু হায় হায় | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৫৬440412
  • " ।।।
    "
  • Amit | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১২:৫৬440411
  • বিজয়া মাল্য আবার কোন সরকারের কাছে কি চাইলো ? এই বাজারে যে সেলেব পারছে এসে, নিজের ব্যান্ড বাজিয়ে যাচ্ছে মাইরি। কেও হাত ধুয়ে ভিডিও পোষ্টাচ্ছে, কেও রান্না করে, টাইম পাস র হদ্দ মুদ্দ যাকে বলে।
  • সম্বিৎ | ৩১ মার্চ ২০২০ ১২:৫৫440410
  • তখনই বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে সিপিয়েমকে না সরালে আজ এই বিশ্বব্যাপী প্যানডেমিক দেখতে হতনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত