এই 'মাইগ্র্যান্ট লেবার' মার্কা অশ্লীলতম শব্দবন্ধটা উচ্চারণ অবধি না করে আপনারা আলোচনা চালিয়ে যান প্লিজ। কারা পরিযায়ী? কেন পরিযায়ী? দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে তাঁকে পরিযায়ী বলা হবে কেন? যাঁরা ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে কাজ করেন তাঁদের কী নামে অভিহিত করা হয়? এই বড়লোকি-ছোটলোকি বৈষম্য কেন এই অসময়ে?
মাইগ্র্যান্ট লেবারের সংখ্যা নিয়ে আরও কয়েকটা লিঙ্ক।
https://economictimes.indiatimes.com/blogs/et-commentary/internal-migration-in-india-a-very-moving-story/
@hkg, ঠিকই বলেছেন, সংখ্যাটা ৪৫ মিলিয়নের অনেক বেশিই হওয়ার কথা।
আরে থ্যাংক ইউ! কোয়াড্রান্ট ভাগ করা ফিগারটা দারুণ ইনফর্মেটিভ। পশ্চিমবঙ্গে টোটাল টেস্টের মধ্যে পজিটিভ বেরিয়েছে পার্সেন্টেজ হিসেবে কেরলের থেকে বেশি, দিল্লির প্রায় সমান। এদিকে পার মিলিয়নে টেস্টিংয়ের সংখ্যার হিসেবে দেখা যাচ্ছে কেরল, দিল্লি ও গোয়া সবচেয়ে এগিয়ে। পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা সবচেয়ে পিছিয়ে।
ন্যাঃ, সেদিন মমতার প্রশংসাটা বড় তাড়াতাড়ি করে ফেলেছিলুম!
জয়া মিত্র, তৃপ্তি সাঁতরা, কৃষ্ণা বসু (কবি), বিশ্বজিৎ রায়, আশীষ লাহিড়ী, সুমন গুণ, চন্দ্রিল........
@Icm
এমন একজনের নাম তুললেন যে নেমড্রপ না করে পারলুম না। চিত্রলেখা চৌধুরী আমার সম্পরকে পিসি হন। অসাধারন এক গুণী মহিলা। ওর জননী, বাবার জেঠিমা চিত্রনিভা চৌধুরী ছিলেন শান্তিনিকেতনে কলা ভবনের প্রথম মহিলা শিক্ষয়িত্রী ও বেঙ্গল স্কুল ঘরানার শেষ শিল্পী। ওঁকে আমরা 'ডক্টরেট বাড়ির দিদা' বলতা্ম । চৌধুরী পরিবারের ৯০% সদস্য পিএইচডি ডিগ্রি প্রাপ্ত।
দিদাকে নিয়ে ব্যাঙ্গালুড়ু থেকে পরিচা লিতএকটা ব্লগে লিখেছিলাম।
রবীন্দ্র সার্ধ শতবর্ষে প্রকাশিত সুচিত্রা মিত্রের এই সিডিটি আমার এক ওড়িয়া বন্ধু গিফট করেছিল। এই অ্যালবামে সুচিত্রা মিত্রের ৫২ টা গান আছে।
অ্যালবামে লেখা 'পঞ্চাশের দশকে ঘরোয়া অনুষ্ঠানে সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনা যে কী অভিজ্ঞতা ছিল এই অ্যালবাম শুনলে তা অনুভব করা যাবে। বোঝা যাবে তিনি কেন আজ প্রবাদে পরিণত।'
ইউ কের অবস্থা ভারতের মতই। মুখে বড় বড় কথা, কিন্তু দিনে ৭-৮ হাজারের বেশি টেস্ট করে উঠতে পারছে না। দাবী করছে দশ হাজার। লক্ষ্য দিনে দেড় লাখ। কিন্তু দেখুন জার্মানি প্রতি সপ্তাহে ৫ লাখ টেস্ট করছে। টেস্ট, এবং সিম্পটম ট্র্যাক না করালে কিভাবে হট স্পট গুলি ধরা যাবে?
https://www.ft.com/content/aa214020-55aa-49b1-8de4-05452913470e
https://www.euronews.com/2020/03/27/germany-increases-its-covid-19-tests-to-500-000-per-week
শুধু সিম্পটম ট্র্যাক হলে আবার এসিম্পটোম্যাটিক থেকে স্প্রেড ধরা মুশকিল। কিন্তু তাও হটস্পটটা বোঝা যাবে।
@Icm
সে লিস্ত তো বিশাল। আর ভাললাগাতা তো সম সাময়িক ও পূর্বতন এ ভাবে হয়না। যখন যারটা ভাল লাগে তার তাই পড়ি।
লিটল ম্যাগাজিনের জগতে বহু অনামারা নিরলস সাহিত্যচর্চা করছেন, তাদের কথাই বলার চেষ্টা করলাম।