এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:১৪439147
  • সেকি, অরিনদা তো আমার কথায় একমত হলেন। ওদিকে মামু অরিনদার সংগে কিন্তু আমি মামুর সংগ নই। কী গেরো!!

    লকডাউন আমাদের দেশে যেভাবে যা হয়েছে, হচ্ছে তা ঠিক না। একমত।

    এটা সিজনাল ফ্লুর থেকে বেশি কিছুনা, একমত নই। কেন, লিখেছি।

    আরে! পুরোটা বাঁহাতে টাইপ করলাম!!
  • hkg | 14.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:১৪439146
  • https://hindi.theprint.in/india/pm-modi-interacts-with-varanasi-people-via-video-conferencing-over-figting-agaisnt-coronavirus/125559/

    "महाभारत का युद्ध 18 दिन में जीता गया था पर कोरोना के खिलाफ लड़ाई 21 दिन चलेगी: पीएम मोदी"

    খবরটা ছিল এই, কোন একটা চ্যানেলে টিকার দেখলাম এই samparke, 'করোনা কে মহাভারতের থেকে বড় বললেন মোদী' ।

    আর এস এস ও এরকম টিকার দেখলে মোদীজির উপরে খচে যাবে :-)
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৯:১২439145
  • "এটা একটা নোভেল ভাইরাস। এখন যদি ৩০০,০০০ মারা যেত?"

    খুব সাংঘাতিক কিছু না হলে এই ভাইরাস এ কজন মারা যেতে পারেন, তার একটা আন্দাজ পাওয়া খুব কঠিন কোনো কাজ নয় ।
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৯:১০439144
  • "বিষাণদার লেখাকে অনেকাংশেই সমর্থন করি। আশা করি, ওটা দেখেছেন।"

    আমার ফ্লু এর তুলনা টানাকে বিষানবাবুর পোস্টের complementary হিসেবে ভাবতে অনুরোধ করছি ।
    এখানে কিন্তু দুটো পান্ডেমিক । শুধু একটাকে দেখো না !
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:১০439143
  • এতই যদি আশঙ্কা, তো স্রেফ এয়ারপোর্টগুলো বন্ধ করে দিলেই তো হত। বা তারও দরকার ছিলনা। এয়ারপোর্টে বাধ্যতামূলক পরীক্ষা করলেই মিটে যেত। যেটা এখনও হচ্ছেনা।

    লকডাউন একটা এক্সট্রিম মেজার। সেটা তিন দিনের নোটিসে হোক, বা তেরো দিনের। সবাই যদি এতই আশঙ্কিত, তো স্রেফ এয়ারপোর্টে চেক করছেনা কেন? দোকান থেকে নাকি ইনফেকশন ছড়াতে পারে বলে দোকান বন্ধ, কিন্তু এয়ারপোর্ট খোলা। এটা তো বেসিকালি জোচ্চুরি হচ্ছে আমাদের সঙ্গে।
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:০৯439142
  • রাজনৈতিক দল বনধ ডাকলে মিডিয়া যেমন পশ্চিমবঙ্গ আঁতিপাতি করে সাধারণ মানুষের অসুবিদে খুঁজে বার করে আনে তারা এই পরিস্থিতিতে বিশেষ কিশ্যু দেখতে পাচ্ছে না, এও মজার। যাদের যা অ্যাজেন্ডা।
    যা পরিস্থিতি তার থেকে প্যানিক অনেক বেশী ছড়িয়েছে।
  • hkg | 14.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:০৯439141
  • টি :-))))))))))

    -- যারা সবার শেষের ইমিগ্রান্ট, তারাই সবচেয়ে ঘৃণিত , মোটামুটি এটাই গল্প ইউরোপের। সুইজারল্যাণ্ড কি তার থেকে আলাদা কিছু, সিরিয়ার ইমপ্লোসান এর পরেও? আর সুইজারল্যাণ্ড কি, ই ইউ র সঙ্গে রিফিউজি শেয়ার করে?

    -- কবি ইহা বলিতে চাহিয়াছিলেন :-))))))))))))))))))))))))
  • dc | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:০৭439140
  • আচ্ছা কলকাতায় কি অনলাইন কিনে মাস্ক ডেলিভারি দেওয়ার কোন সার্ভিস চালু আছে?
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:০৪439139
  • আরে ফ্লু তে কতজন মরবে জানা আছে।

    এটা একটা নোভেল ভাইরাস। এখন যদি ৩০০,০০০ মারা যেত?

    দুই এক্সট্রীম। এদিকে মোদী, ওদিকে বরিস জনসন বা নেদারল্যাণ্ড।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৮:৫৭439138
  • অরিনবাবুর সঙ্গে একমত। সিজনাল ফ্লুতে আমেরিকায় বছরে হাজার চল্লিশ পঞ্চাশ লোক মারা যায়। ভ্যাকসিন ট্যাকসিনের পরেও। গোটা পৃথিবীতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যুর চেয়ে এই সিজনে স্রেফ আমেরিকায় ফ্লুতে মৃতের সংখ্যা বেশি। বহু লোকে আইসিইউ তে যায়, হাজার পঞ্চাশ লোকের মৃত্যু নিয়ে কেউ বিশেষ বদারও করেনা। কোনো প্যানিক তৈরি হয়না। বিজ্ঞানীরা মৃত্যুটা কমানোর চেষ্টা অবশ্যই করেন। করাই উচিত। কিন্তু সে অন্য কথা।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৮:৫৫439137
  • আর এরকম দুমদাম সবকিছু লকডাউন, এতদিনের জন্য, তাও সমর্থন করিনা, আমি তো আগেই লিখেছি। ও নিয়ে কোন তর্কই নেই। কিন্তু তার জন্য ফ্লুয়ের তুলনা আনলে আছে :) বিষাণদার লেখাকে অনেকাংশেই সমর্থন করি। আশা করি, ওটা দেখেছেন।
  • b | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৫৫439136
  • কাল আবার কাগজে পড়লাম অকসফোর্ডের এক ডাক্তারকে বাড়িউলি ঘর থেকে বার করে দিয়েচে।
    না না, বাড়িউলি দেশী নন। নিতান্তই সাধারণ মধ্যবিত্ত সরল গোলগাল ইংরেজ।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৮:৫২439135
  • দীপাঞ্জনদা ধন্যবাদ।

    "Professor Cristani directs the Molecular Medicine Department in Padua. His team carried out 3300 coronavirus swabs on the entire population of one of the initial 11 lockdown towns in northern Italy, Vo Euganeo, the only one in the Veneto region.

    "No one else decided to test every single member of the lockdown community. The results immediately showed that 3 percent of all those tested were positive. “We did not realize at the time this was a huge number but we immediately were able to see that the majority of those who were positive did not have any symptoms”, said Cristani.

    "The population was tested again after the two-week lockdown and “the lesson we learned is that isolating all positive cases, whether they were sick or not, we were able to reduce transmission by 90 percent and we found that all those who were still positive were all without symptoms”.

    "Professor Cristani is adamant that widespread testing must take place in the geographical and social surroundings of where positive cases are detected."

    http://www.rfi.fr/en/europe/20200316-the-hard-lessons-of-italy-s-devastating-coronavirus-outbreak
  • π | ২৬ মার্চ ২০২০ ০৮:৫১439134
  • এরকম দমনপীড়ন তো সমর্থন করিইনা।।তবে আমারর মনে হয়না এগুলো চলবে। আজ থেকেই অনেক সেক্টর এক্সেম্পশানে। আরো আসবে।
    নানা রাজ্যে অর্ডার আসতে চলেছে, অমুক তমুক কে আটকানো চলবেনা । আমাদের প্রায় সবাই, যেখানে সম্ভব রোটেট করে আসছে, আইডি কার্ড বা গাড়ির উপর স্টিকার, ইন্সটিটিট ভেহিকল, কিছুই আটকাচ্ছে না। যারা শনি রবি দূরের শহর গ্রামে চলে গেছিল, তারা আটকে গেছে।
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৪৮439133
  • সবচেয়ে ঘৃণিত রাত, মোস্ট রিসেন্ট তারা

    কবিরা এগিয়ে আশুন। :)
  • ফ্লু | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৪৭439132
  • কিন্তু সত্যি সত্যি কি করোনায় এত প্রিভেন্সান নেওয়া হয়েছে? ফ্লু র তো ভ্যাকসিন দেওয়া হয়
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৪৬439131
  • ওহো, পুতুল নাচের ইতিকথা। শশীডাক্তার হাইজিনের গুরুত্ব বোঝাতে চেষ্টা করত গাঁয়ের লোককে। সেই যে কবিরাজের বৌয়ের বসন্ত রোগ হল। কবিরাজ আর শশীডাক্তারের চিকিৎসাপদ্ধতি নিয়ে দ্বন্দ্ব।
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ০৮:৪৬439130
  • "প্যানডেমিক নেচারের কথা তো ছেড়েই দিলাম। ২০০৯ এর সোয়াইন ফ্লু এর পর কোন সিজনাল ফ্লু তো প্যানডেমিক নয়। এই ট্রাভেল রিলেটেড আপদটি তো ছিল না।

    এই তুলনাটা তাই অবাকই করল।"

    তুলনা কেন করছি, তা ব্যাখ্যার প্রয়োজন আছে।

    ফ্লু এর সঙ্গে তুলনা অন্য কোনো কারণে করা হয়নি (তুলনা হতেই পারে না, সেটা কথা নয়, তুমি যা লিখেছো সবটাই ঠিক ), এতদিন ধরে তো এতো কথা লিখছি, একটা ব্যাপার একটু বিবেচনা করে দেখবে ?

    একটা ব্যাপার লক্ষ্য করো যে seasonal ফ্লু তে কি সাংঘাতিক রকম মৃত্যুহার (এর অনেক কারণ আছে সে যাই হোক)। সিজনাল ফ্লু কিন্তু খুব তুচ্ছ অসুখ নয় । তথাপি আমরা ভয় পাই না বলে, ফ্লু নিয়ে সাংঘাতিক কোনো সামাজিক সমস্যা তৈরী হয়না । সেই থেকে আমাদের সমাজ হিসেবে শেখার আছে। পাবলিক হেলথ মানে তো শুধু নির্দেশিকা , টেস্টিং, ভ্যাকসিন, ওষুধ নয়, আরো বড় ব্যাপার, এর একটা মস্ত সামাজিক প্রেক্ষিত আছে, ভারতের মতো দেশে আমেরিকার মতো দেশে এগুলো বাদ দিয়ে গায়ের জোরে "দমন করছি" বলে নেমে পড়লে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ব্যাপারটা ভেবো।
    একটা উদাহরণ: এই যে প্রৌঢ় মৃত ভদ্রলোকএর সৎকার নিয়ে এতো ঝামেলা খবরে এলো, এই ধরণের অপ্রীতিকর ব্যাপারগুলো আটকানোর ও কিন্তু একটা জায়গা আছে করোনাভাইরাস প্রতিরোধ করার কালে।

    তাই আমার লেখার উদ্দেশ্য ছিল যে করোনার পাশাপাশি একটা প্যানিক এর এপিডেমিক তৈরী হচ্ছে, একটা ভয়ের বাতাবরণ তৈরী হচ্ছে, এই ব্যাপারগুলো থেকে সাবধান হওয়া চাই। এখানেও পাবলিক হেলথ ওয়ার্কার্স দের একটা কাজের জায়গা আছে । কাল লকডাউন এর পর জনতা যখন দেখবে সেরকম উন্নতি হলো না, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। অথচ তুমি আমি জানি যে আজ বলতে কাল সংখ্যা নামবে না। তার আগে মানুষকে ধৈর্য্য ধরতে বোঝানো হয়েছে কি?

    আরো একটা ব্যাপার । একই রকমভাবে ওষুধ ও ভ্যাকসিন নিয়ে একরকম উন্মাদনা সৃষ্টি হচ্ছে, মানুষকে আশা দেখানো হচ্ছে, যেন মেডিক্যাল মডেল এ সব কিছুর সমাধান সম্ভব , এই ধরণের চিন্তা ভাবনা থেকে একটু সাবধান থাকা । শুধু করোনার জেরে কত মানুষ যে সুইসাইড করতে চলেছে, তার কিছু কিছু খবর আসছে, প্রায় সমস্ত দেশের যারা মানসিক সামাজিক রোগ গুলো নিয়ে স্টাডি করেন তাঁদের কাছ থেকে।

    এই মুহূর্তে এপিডেমিওলোজিস্ট দের খুব সাংঘাতিক কিন্তু কিছু করার নেই যা মডেল করার মোটামুটি হয়ে গেছে, আমরা জানি কি করলে আমাদের বিদ্যা বুদ্ধিমতো কিছু করা যাবে, কিন্তু এর বাইরে একটা মস্ত সামাজিক সমস্যা যাতে না তৈরী হয়, সেটাও দেখার।
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৪২439129
  • এমা, আমি এসব কিছু বলি নি, নিষ্পাপ মনে নিজের জ্ঞান বিতরণ করছিলাম। খুব বেশি কিছু জানি না, তাই জানা বিষয় পেলে ছাড়ি না। মাক্কালি
  • হখগ | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৩৯439128
  • সেদিন আমেরিকা বনাম সূইজারল্যান্ডের হেলথকেয়ার আলোচনাটা এক ই সঙ্গে ইনফরমেটিভ এবং বিজার লাগছিল । প্রথম কথা আমার মনে হচ্ছিল সে র মেন আপত্তি আমেরিকার লিভিং এক্সপিরিয়েন্স এর কথা বেশি ভাটে আলোচিত হয় এই জায়গা থেকে, আর আম্রিকা বাসিন্দা দের রিয়াকশন টাও বেশি মজার ছিল, কেন আপনাদের ব্যাঙকি় খারাপ। দূর পক্ষ ন্যাচারখলাইজড নাগরিক এর এই ন্যাশনালিজম বেশ আমিউজিং হোক আমার মনে হয় বার্নি স্যান্ডারস এর মূল লজিক যেটা সেটা ইউরোপের এবং কানাডার ন্যাশনালাইজড হেল্থ সার্ভিস অনুকরণীয়, তাই হোক আমেরিকান রাত বার্নি কে একটা লেভেলে র পরে আর সমর্থন করেন নি আর বিষয় টা মিটেও গেছে। আমার সুইজারল্যান্ড সম্পর্কে এমনিতে কোন আগ্রহ নেই , শুধু লুথেরান আন্দোলনের সময় টা ছাড়া। কিন্তু হেলথকেয়ার মা শুনেছি সত্যি ই আমেজিং। এবার মজাটা হল সেটা প্রাইভেট ইনসিওরেন্সের মাধ্যমে তারা আচিভ করেছে এটা দাবি। তো প্রশন গুলো মোটামুটি এই -
    ১ গোটাটাই কি প্রাইভেট ইনসিওরেন্সের না সরকারি বীমা কোং কিছু আছে , তারা হেল্থ ইনশিঐরেন্স দেয়, থাকলে তাদের মার্কেট শেয়ার কেমন?
    ২। কিছু প্রসিডিওর, প্রেগন্যান্সি, শিশু র জন্ম , পতার পরের কেয়ার, এগুলো খুব কম খরচ বা প্রতি মনে হল, তাই যদি হয় সাবসিভাইজ করে কে , সরকার না ইনশিওরেন্স কোম্পানি না এম্প্লয়ার ? পদ্ধতি টা কি?
    ৩। টার্মিনাল কেয়ার এর খরচ কম ? যদি হয় সাবসিডাইজ করে কিকরে?
    ৪। হাসপাতাল বা প্রাইমারি কেয়ার বাংলায় কারা, সরকার না ইনসিওরেন্সের কোং না হেলথকেয়ার আলাদা প্রাইভেট সেক্টর ইনডাস্ট্রি।
    ৫। ট্যাকস , ব্যক্তিগত বা কর্পোরেশন দূটোর রেট ই কম শোনা যায় সুইজারল্যান্ড এ। তাহলে সরকার গুলো। স্থানীয়, ক্যানটোন , আর ফেডেরাল , এদের রোজগার আর সার্ভিস এর মধ্যে গ্যাপ মেটে কি করে , শুধু ব্যক্তিগত সততা আর কমুনিটি চেতনা দিয়ে মেটার কথা না
    ৬। ইমিগ্রান্ট নানা রকম হয় , সবচেয়ে ঘৃণিত রাত মোস্ট রিসেন্ট তারা তারা হয় সাধারণত, এইটাই ইউরোপের ঐতিহ্য, তো সুইজারল্যান্ড ও কি দক্ষিনপন্থার প্রকোপ কন্টিনেনটের অন্য ত্র র থেকে কমেছে? আগে সেই লাইনের বাইরে করে দেওয়া কালো ভেড়ার পোস্টার কুখ্যাত হয়েছিল একটা। তো সেই রেটোরিক কি কমেছে? , এমনিতে গোটা পশ্চিম ই রেটোরিক যাই করুক ন্যুনতম আইনি অধিকার কে স্বীকৃতি দেয় , এটাই আমাদের মত পুলিশ এর ক্যালানির দেশে র থেকে আলাদা, তো সেটা সুইজারল্যান্ড এ থাকবে আশা করা যায় , কিন্তু একটা কথা বোধহয় বলাই যায় যেখানে সোশালাইজিড সিকিউরিটি আছে, গোটা পশ্চিম ইউরোপে, সেখানে সর্বত্রই একটা দক্ষিধপন্থী আডজাস্টমেন্ট চলছে, যে ইমিগ্রেশন এ ক্র্যাকডাউন করে সোশাল সার্ভিস টিকিয়ে রাখো, এই যুক্তি তে এত চাপ আমরা নিতে পারব না, আর সম্বৎসর ওভার অল সোশাল সার্ভিস এর বাজেট কমানোর পক্ষে স ওয়াল করো, এটা সিরিয়ান ওয়ারের ইম্পলোসন এর পরে কমবে বলে মনে হয়না। সুইজারল্যান্ড কোন অর্থে ব্যতিক্রম ।

    বিষয়নিষঠ আলোচনা হলে ভালো হয় । না ইলে হাস্যকর হয়ে যাচ্ছে আলাপ টা, মনে হচ্ছে জাতিসংঘে তোমার দেশ বড় না আমার দেশ বড় হয়ে যাচ্ছে মাইরি
  • b | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৩৫439127
  • এবং, কিছুটা পরোক্ষ হলেও, অন্য মাধ্যমে ওবিন ঠাকুর। প্লেগে বড় মেয়ে মারা যায়। সেই দুঃখ ফিল্টারড হল "শাজাহানের মৃত্যু"তে।
  • b | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:৩১439126
  • হ্যাঁ, সাইড রেফারেন্স আছে।কিন্তু যেখানে মহামারীটাই একটা চরিত্র, সেরকম কিছু ভাবছিলাম।
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:২৭439125
  • কামুদা ভস্কি নন। ঃ-)) বাংলায় পুরোদস্তুর মহামারী নিয়ে তেমন উপন্যাস আছে কি? একটু-আধটু উল্লেখ অনেক জায়গায় আছে। শরৎচন্দ্রে শ্রীকান্তে প্লেগের বর্ণনা আছে। জাহাজে ওঠার সময় সেই যে সাহেব ডাক্তার গুপ্তস্থানে হাত দিয়ে পরীক্ষা করল। ঃ-)) আর বার্মাতে সেই মৃতের অন্ধকার বিছানার মাথায় একটি মোমবাতি জ্বলার বর্ণনা। ওই জায়গাটা ভারী প্রিয়। কলেরায় মৃত্যু অনেক জায়গায় আছে। লালু ফর এক্স্যাম্পল। ত্রৈলোক্যতে আছে ওলাওঠায় মড়া এক গাঁয়ের লোক অন্য গাঁয়ের সীমানায় ফেলে আসত। তারা আবার পাশের গাঁয়ে। এইভাবে রিলে পদ্ধতিতে একরাতে মড়া অনেকগুলো গ্রাম পেরিয়ে যেত। ঃ-))) সিএস ভাল বলতে পারবেন।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৮:২১439124
  • অরিনদা, এটা দেখেই ৪৬০০০ নিয়ে জিগেশ করেছিলাম।

    এই মতামত দিন বাটনে ক্লিক করলে অনেক সময়ই কাজ করছেনা আমার। ডিসির মতই। এখানেই এই এতক্ষণে বাক্স এল।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৮:১০439123
  • অরিনদার ফ্লু আর করোনার তুলনাটা নিয়ে কিছু প্রশ্ন রইল।

    ট্রাম্প ও একেবারে এটাই বলেছিলেন কিন্তু, এর থেকে তো ফ্লু বেশি ভয়নকর, বেশি ক্ষতি করে। এখন ট্রাম্প বললেই সে কথা ভুল হতে হবে বলছিনা, কিন্তু তখন তো সবার রেরে করে তেড়ে নানা তথ্যের কাটাছেঁড়া করে সে তথ্য ভুল প্রমাণ করল, তাও সে এক মাস আগে। এখন আরো
    তথ্য এসেছে।

    প্রথম কথা, এর বহু কিছু অজানা। কোন ভ্যাক্সিন, ওষুধ নেই, অনেক বেশি ছোঁয়াচে (R0 বেশি এটার), আসিম্পটোমেটিক হলেও সংক্রমণ হয়ে যেতে পারে, এগুলো তো এর ইউনিক আর ভয়নকর দিক, তার উপর এখনো্ হিসেব অনুযায়ী ফ্লুয়ের থেকে হস্পিটালাইজেশন ও ডেথ রেট বেশি দেখাচ্ছে।

    রেস্পিরেটরি থেরাপিস্টের আকাউন্টটাও এখানেই এসেছে, “Reading about it in the news, I knew it was going to be bad, but we deal with the flu every year so I was thinking: Well, it’s probably not that much worse than the flu. But seeing patients with COVID-19 completely changed my perspective, and it’s a lot more frightening.”
    কেন বদলে গেল, তার ভয়নকর আকাউন্ট বিস্তারিত লেখা এখানে। সিজনাল ফ্লু এর সংগে তুলনীয়?
    https://www.propublica.org/article/a-medical-worker-describes--terrifying-lung-failure-from-covid19-even-in-his-young-পাটিয়েন্টস

    এছাড়াও এটা ফাউচি সেই জানুয়ারির শেষে বলেছিলেন। তাই চিন না জানালে অন্য কিছু আনউজ্যুয়াল হয়েছে বোঝা যেত না, এটা বোধহয় নয়।
    "I can tell you all, guaranteed, that as we get into March and April, the flu cases are going to go down. You could predict pretty accurately what the range of the mortality is and the hospitalizations [will be]," Fauci said. "The issue now with [COVID-19] is that there's a lot of unknowns." (During the week ending March 14, 15.3% of tests for a respiratory illness turned out positive for flu, compared with 21.1% the week prior.)

    আর তার থেকেও বড় কথা, এই পরিমাণে কেদ আসছে, এত সাবধানতা ও এত আন্ডারটেস্টিং এর পর। এই পরিমাণে প্রিভেনশন ফ্লুতে নেওয়া হয়? এই পরিমাণে হাইজিন, সোশ্যল ডিসটান্সিং?
    তারপরেও এই দশা। আমেরিকায় ৭০০০০ কনফার্মড কেস হয়ে গেল, এক মাসেই, এত কিছুর পরেও। না হলে কত হত, সেই এস্টিমেট ধরে তো তুলনা হোয়া উচিত।

    প্যানডেমিক নেচারের কথা তো ছেড়েই দিলাম। ২০০৯ এর সোয়াইন ফ্লু এর পর কোন সিজনাল ফ্লু তো প্যানডেমিক নয়। এই ট্রাভেল রিলেটেড আপদটি তো ছিল না।

    এই তুলনাটা তাই অবাকই করল।
  • b | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:০৮439122
  • কামুদা?
    বাংলায় প্যান্ডেমিক লিটরেচার কিছু আছে?
  • দীপাঞ্জন | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:০৬439121
  • এই প্রথম এসিম্পটোমেটিক দের রান্ডম স্যাম্পেল টেস্ট ডাটা দেখলাম ।

    ইনফেকশন রেট - আইসল্যান্ড ১% আর ইতালির veneto অঞ্চল ২.২%

    Iceland and Veneto, Italy
     

  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৮:০৪439120
  • কিন্তু এই এক্সিস্টেনশিয়াল ক্রাইসিসের সময় ভস্কিবাবুদের স্মরণ করলে তো পজিটিভ কিছু মিলতে পারে, বিশেষ করে দস্তা আর তারকবাবুকে। ঃ-)))
  • Atoz | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৭:৩২439118
  • একুশ হাজারের কিছুটা বেশি দেখাচ্ছে হু র একটা সাইটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত