এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:৫০438847
  • তাও অস্ট্রেলিয়া তে যেটা দেখলাম, লক ডাউন এর আগে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়ে ছিল। আস্তে আস্তে স্টেপ গুলো নিয়েছে, সুপার মার্কেট এ রেশনিং করেছে,বুড়োবুড়ি দেড় জন্যে স্পেশাল আওয়ার্স চালু করেছে, ইকোনমি বেল আউট প্যাকেজ আর উনএমপ্লয়মেন্ট বেনিফিট অন্যউন্স করেছে, স্কুল গুলো যদিও এখণো খোলা, কিন্তু কথা চলছে বন্ধ করার। একটা একটা করে স্টেট্ বর্ডার ক্লোসে করেছে।

    প্রধান সেবকের মতো ৩ ঘন্টার নোটিশ এ কেও বোধহয় গোটা দেশে এভাবে লক ডাউন করে নি। কি পরিমান কেয়স ছড়িয়েছে, বন্ধু দের হোওয়া গ্রুপ এ দেখছি এখন বসে বসে।

    তবে মানতেই হবে মোদির কথায় জাদু আছে। আমার মা ৭৩ বছর বয়স, অনেক দিনের ডিয়াবেটিক, অনেক টাই কাজের লোকের ভরসায় থাকেন। তিনি পজ্জন্ত আজকে বলছেন আমাকে মোদী যা করেছে সেটা দেশের ভালোর জন্যেই। আমার ওপরে চটে গেলেন উল্টে মোদিকে গালাগাল করায় :)

    হরি হে, তুমি ই সত্য। জগৎ মিথ্যা।
  • r2h | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:৪৭438846
  • বি-দা, এইটা?
  • sm | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:৪২438845
  • ইতালি আর স্পেনের ফিগার দেখে মনে হচ্ছে একমাত্র মডারেট ও সিভিয়ার কেস গুলো ছাড়া টেস্ট করানো হয় নি।
    ইউ এস এ তে তো অ তো এগ্রেসিভ টেস্ট হয় নি।
    তাতেও আক্রান্ত 50 হাজার ছাড়িয়ে গেছে কিন্তু ডেথ টোল 700 প্লাস।বিরাট কিছু নয়।
    জাপানে তো নতুন কেস ও ডেথ দুটোই নেগলিজিবল হারে বাড়ছে।
    এগুলো থেকে লক ডাউন নিয়ে বড় কোন থিওরী খাড়া করা মুশকিল।
  • b | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:৩৯438844
  • @র২্হ
    এর আগে আপনি একটা ব্যান্ডের লিম্ক দিয়েছিলেন, লনড্ন বেসড। এক ভদ্রমহিলা অত্যন্ত জোরালো গলায় গাইছিলেন। আরেকবার দ্যান তো।
  • sm | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:৩১438843
  • করা যায়।কিন্তু কয়েক সপ্তাহ টাইম দিলে ভালো হয়।মৃত্যু হার উন্নত দেশে বহুলাংশে সিজনাল।
    ইউ কে তে শীতের সময় বেশি বাড়ে।
    তবে অনেক সময় হিট ওয়েভ,ফ্লু,ইত্যাদি এপিসোড গুলোতেও বেড়ে যায়।
    করোনার জন্য বাড়বে,এ নিয়ে তো সন্দেহ নেই।কিন্তু গত কয়েক দশকের দু তিন মাস ইন্টা রভ্যাল এ মৃত্যু হার কিরম ছিল,তার স্ট্যাটিসটিকাল এনালিসিস করে দেখতে হবে।
    সব ই বেরোবে।শুধু সময়ের অপেক্ষা।
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:২৯438842
  • অৰ্জুন, অনেক দিন পরে কোথায়? রোজই তো এখানে ঢুঁ মেরে যাই সক্কলের মোজা জ্বালাতে সকাল সকাল। :) :)

    WHO র ড্যাশবোর্ড টাতে বসে বসে চোখ বোলাচ্ছিলাম। রোজ উপডেট করছে মনে হয়। ইতালি , স্পেন আর ইরান আর চীন এই চারটে দেশ এ ডেথ রেট অস্বাভাবিক রকমের বেশি - ৫- ১০-% র মধ্যে বা একটু বেশি। কিন্তু বাকি বেশির ভাগ দেশেই ০।৫ থেকে ২-% র মধ্যে ঘোরা ফেরা করছে। এটা নিউমোনিয়া বা অন্য ভাইরাস ঘটিত রোগের ক্যাসুয়ালটি রেট থেকে খুব বেশি ওপরে কি ?

    https://experience.arcgis.com/experience/685d0ace521648f8a5beeeee1b9125cd

    চীন টা ছেড়ে দিচ্ছি, ওখানে ফার্স্ট এটাক হয়েছিল, হয়তো তার ইমপ্যাক্ট বুঝতেই অনেক দেরি হয়ে গেছে। কিন্তু ইরান বা ইতালি তে এতো যে মারা গেলো, সব কটার কেস এ যে কারণেই দায়ী, কে কন্ফার্ম করবে ? ইরানের নানা সংশোন তোলার জন্যে আর্জেন্সি আছে বহুদিন ধরেই। ইতালির ইকোনমি র পুরো হাড়ির হাল। স্পেন জানি না অবশ্য।

    কালকে দীপাঞ্জন যে কন্সপিরাসি থিওরী দিয়েছিলেন, কি রকম যেন সত্যি মনে হচ্ছে। কিছু তো আছেই , এই ট্রেন্ড ডিফারেন্স জাস্ট স্বাভাবিক নয়। যারা মারা গেছেন তাদের এইজ প্রোফাইল দিচ্ছে না । আর ইন্ডিয়া তে বলুন আর আরো অনেক দেশের এতো আউট অফ প্রপোশন রেসপন্স, টোটাল ইমার্জেন্সি লক ডাউন সত্যি অস্বাভাবিক লাগছে।

    এই অস্ট্রেলিয়াতেই ধরেন ২২০০ পসিটিভ, আর ডেথ কাউন্ট < ১০ আজ অবধি, < ০।৫ %। নিউ জিলণ্ড এ মাত্তর ১৫০ কেস, এক জন ও মারা যান নি । অস্ট্রেলিয়া তে যারা মারা গেছেন, তার মধ্যে কয়েক জন বৃদ্ধ ক্রূজ শিপ এই অসুস্থ হয়ে পড়েছিলেন। এই দুমাস এ যারা এলেন বাইরে থেকে, এদেরকে মনিটরিং করলেই অনেকটা কাজ হয়ে যেত। তখন পুরো ধেড়িয়েছে, আর এখন তার গুনাগার দিচ্ছে।
  • π | ২৫ মার্চ ২০২০ ১১:২৫438841
  • একজন জানতে চেয়েছেন, এই ব্যবস্থাটা করলে কেমন হয়।
    দোকানদার একটা ফোন নাম্বার দোকানের বাইরে টাঙ্গিয়ে দিল। বাড়িতে বসে সেই নাম্বারে ফোন করে আগে থেকে অর্ডার দেওয়ার ব্যবস্থা হল। অর্ডার নেওয়ার সময় দোকানি একটা কুপন নাম্বার দিল ক্রেতা কে। এবং টাইম বলে দিল। সেই সময়মত ক্রেতা দোকানে গিয়ে জিনিস নিয়ে নিল। আর টাকা সম্ভব হলে পেটিএমের মত কিছু একটায় নেওয়ার ব্যবস্থাও করলে ভালোই হয়,তাতে টাকা থেকে ছড়ানোর সম্ভাবনাও থাকে না।
  • sm | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:২৫438840
  • #সুইটজারল্যান্ড
  • π | ২৫ মার্চ ২০২০ ১১:২৪438839
  • গত দু'তিন ( বেটার, ৫) বছরের এই মাসের ডেটা নিয়ে তুলনা করা যায়।
  • sm | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:২০438838
  • আমি ইউকে র মর্টালিটি দেখছিলাম।সাড়ে পাঁচ কতিরর দেশ। সম্ভবত পাঁচ লাখ পার ইয়ার।
    কেউ দয়া করে ফ্যাক্ট চেক করলে ভালো হয়।
    তার মানে প্রতিদিন 1200 মতন।
    এখন নেক্সট কয়েক সপ্তাহ গেলে বোঝা যাবে কি গতিতে মৃত্যু হার বেড়েছে।
    প্রসঙ্গত ইউ কে র মর্টালিটির প্রাইমারি কজ অর্থাৎ টপ অফ দা লিস্ট হলো ব্রনকোনিউমনিয়া।
    মূলত ভাইরাল।কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে।
    সুই ট এর প্রধান কজ বোধ হয় স্ট্রোক।
    হ্যা,স্পেন এর মৃত্যু হার ও বেড়েছে।কিন্তু অস্বাভাবিক কি না বলতে আর একটু সময় লাগবে।
  • r2h | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:২০438837
  • খেলা ব্যাপারটাই বোরিং এই কথাটা অত্যন্ত পছন্দ হল।

    তালপাতার সেপাইয়ের গান শুনছিলাম, দেখছিলাম। কি প্রচণ্ড বাচ্চা ছেলেগুলো।
    এদের দেখলে একটু হিংসে হিংসেও হয়। এত ছোটরা চলে এসেছে মানে আমাদের দিনকাল একেবারেই শেষ, কিছুই করা হলো না। সম্ভাবনাময় সময়ের প্রতিভাবান বন্ধুবান্ধব আজেবাজে নেশাভাঙ করে বেঘোরে ফৌত হয়ে গেল। দুর।
  • π | ২৫ মার্চ ২০২০ ১১:১৯438835
  • বেশি তো লাদাখে। টুরিস্ট?
  • হখগ | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:১৮438834
  • কাশ্মীরে এত ইনসিডেনস বেশি কেন?, এটাকি গোটাটাই ইরানের পিলগ্রিমেজ ফেরত লোকদের জন্য না আলাদা কোন কারন আছে? একজন ডাক্তার মারা গেছে না কাশ্মীরে?
  • b | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:১৪438833
  • @o
    কেলভিনবল খেলে দেখতে পারেন। অবশ্য তাই খেলে চলেছি।
  • ন্যাড়া | ২৫ মার্চ ২০২০ ১১:১৩438832
  • অন দা আদার হ্যান্ড, খেলা থেকে জীবনের অনেক পাঠ পাওয়া যায়। আমি যে শৈশব থেকে যৌবন অব্দি, যদিও পাড়া-লেভেলে, তেড়ে খেলতে পেরেছি তাই আজও হনুর মোকাবিলা করতে পারি।
  • শালিখ | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:০৮438831
  • হখগ, কোন আইডিয়া নেই। জাস্ট হিন্দুতে খবরটা দেখলাম।

    খুঁজে দেখব।
  • হখগ | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১১:০৪438830
  • শালিখ , একটু ফ্যাক্ট চেক করে দেবেন , কোন টেস্টিং কিট ব্যবহার হচ্ছে, কেরালায় ? কিট ডিস্ট্রিবিউশন টা ইনসিডেন্স অনুয়ায়ী হয়েছে? কবে থেকে শুরু করেছে কোন রাজার?
  • π | ২৫ মার্চ ২০২০ ১১:০৪438829
  • স্পেন?
  • sm | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ১০:৫৬438828
  • এই করোনা,এপিডেমিওলজি বিভাগের নতুন অধ্যায় হতে চলেছে।বছর শেষে প্রতিটি উন্নত দেশের মর্টালিটি রেট হিসাব করে দেখা উচিত, করোনার জন্য কতটা বেড়েছিল?
    ইতালি ছাড়া কোন ইওরোপীয় দেশেই বিরাট লাগাম ছাড়া মৃত্যু হার বেড়েছে কি?
    ইউ কে ইন্টারেস্টিং কেস স্টাডি হতে পারে।বেশ কিছুটা ডিলে করার পর লক ডাউন করেছে।সোশ্যাল মিক্সিং কিছু দূর অবধি এলাউ করেছে।টেস্টিং অগ্রেসিভ ভাবে করায় নি।বর্তমানেও লোকজন কে খালি কোরেন্টাইন করে রেখেছে।
    মৃত্যু হার ও অস্বাভাবিক বেশি নয়।নেক্সট ফিউ উইকস খুব ইন্টারেস্টিং।
  • হখগ | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১০:৫৬438827
  • পিটি এই আর্টিকেল টা দিয়ে ভালো করেছেন।
  • π | ২৫ মার্চ ২০২০ ১০:৫১438825
  • মেডেল ট্যালি বলতে গিয়ে মনে পড়ল, প্রথম দিকে ক'দিন এই করোনার ড্যাশবোর্ডগুলো দেখতে গিয়ে ওরকম মেডেল ট্যালি দেখার কথা মনে হত। মানে কেস ট্যালি কোন দেশ টপে, কে কত উঠল নামল। ড্যাশবোর্ডে ডেথ ট্যালিটা স্ক্রোল না করলে দেখা যেত না ভাগ্যিস

  • PT | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১০:৫১438824
  • পুরনো লেখা কিন্তু ফিরে দেখার সময় এল কি?
    "Study the GNP per head and life expectancy at birth of six countries (China, Sri Lanka, Namibia, Brazil, South Africa, Gabon) and Kerala, a sizeable state in India with 30 million people—large enough to count as a country, but with a much better record of public education and health care than the Indian average. Despite their very low levels of income, the people of Kerala, China, and Sri Lanka enjoy much longer life expectancy than do the much richer populations of Brazil, South Africa, Namibia, and Gabon (figure). Health and longevity does respond to greater care, despite the barrier of low income. The fact that health care, basic education, and other crucial components of social opportunity are highly labour-intensive activities make them affordable even in poorer economies, where labour is also cheaper."
    https://www.thelancet.com/journals/lancet/article/PIIS014067369990363X/fulltext
  • o | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ১০:৫১438823
  • খেলা ব্যাপারটাই বোরিং। কতকগুলো মানুষ ছোটবেলা থেকে ব্রেনওয়াশড হয়ে আজীবন একটা মেড-আপ সেট অফ রুলস মেনে চলার আপ্রাণ চেষ্টা করে যায়। ঃ-)))
  • অপু | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১০:৪৫438822
  • ভারতবর্ষের কথা ছেড়ে দাও , বললে অনেকের আতে ঘা লাগতে পারে কিন্তু ঘটনা হল এই মহামারী আমেরিকা সমেত প্রায় গোটা ইউরোপের স্বাস্হ্য পরিষেবা, খাদ্য সরবরাহ আর প্রয়োজনে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর অক্ষমতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
  • অর্জুন | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ১০:৪৪438821
  • @Amit বাবু, অনেকদিন আব্দে আপনার মেসেজ দেখলাম। কেমন আছেন? কালই লিখলাম পৃথিবী এখন মৃত্যু উপত্যকা। 

  • π | ২৫ মার্চ ২০২০ ১০:৪৩438820
  • জিমন্যাস্টিক্স, বিশেষ করে রিদমিকটা, সাঁতার, ডাইভিংং, আথলেটিক্স, শুরু আর শেষের অনুষ্ঠান, সমানে মেডেল ট্যালি দেখা, এগুলো বোরিং?? ফুটবলের ওই ৯০ মিনিট বল লাথালাথির মত বোরিং ব্যাপারের থেকে ঢের ভাল! :/
  • o | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ১০:৩৮438819
  • ইদিকে অলিম্পিক পিছিয়ে গেল। সাদা হাতির মত ব্যয়বহুল এই গুচ্ছ বোরিং টুর্নামেন্টটা আদৌ হয় কেন কে জানে!
  • π | ২৫ মার্চ ২০২০ ১০:৩৭438818
  • কিট, মানে প্রোব কিন্তু আছে।

    RT -PCR মেশিনটা দামি, সেটা বহু জায়গাতেই থাকেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত