এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৯:২৬438787
  • করলে অনেক কিছুই করার আছে, কিন্তু এটা সেফ বেট, মোদী হ্যাজ নাথিঙ্গ অ্যাবসলিউটলি নাথিঙ্গ টু লুজ হিয়ার।
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৯:১১438784
  • আর যুক্তরাষ্ট্র কাঠামো- !! এটা এখন জাস্ট জোক। ভক্তদের কাছে এখন মোদী ই রাষ্ট্র, মোদী ই সব কিছু। মোদির বিরুদ্ধে কথা বলা মানেই এখন দেশদ্রোহী।

    কলকাতায় গেলে ই এখন বেশি মুখ খুলতে ভয় লাগে যা রিঅ্যাকশন দেখি লোকজনের। বাকি জায়গা তো ছেড়েই দ্যান।
  • Ishan | ২৫ মার্চ ২০২০ ০৮:৫৫438783
  • আর হ্যাঁ:
    এইটা বলা হয়েছে নির্দেশনামায়: Offices of the State / Union Territory Governments, their Autonomous Bodies, Corporations, etc. shall remain closed.
    বস্তুত কেন্দ্রীয় সরকারের এই এক্তিয়ারটা নেই। রাজ্য সরকারের অফিস বন্ধ থাকবে কি থাকবেনা, সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করে দিতে পারেনা। কিন্তু এই বাজারে কে আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে চিন্তিত। ওসব সেকেন্ডারি । আগে করোনা , তারপর তো অর্থনীতি যুক্তরাষ্ট্র রাজনীতি। করোনার মতো বিপদ যে পৃথিবীতে আর কিছু নেই এটা এস্টাব্লিশ করে দেওয়া গেছে।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৪৯438782
  • মোদির পুরো পলিটিকাল ক্যাপিটাল হল একটা দাঙ্গা। একটা দাঙ্গাবাজের দ্বারা এসব পাবলিক হেলথের কাজ হয় না। এর মধ্যে একটা দাঙ্গা অবশ্যই হবে। এই সূযোগ ওরা ছাড়বে না। আর এই কাজটাই একমাত্র পারে।
  • অরিন | ২৫ মার্চ ২০২০ ০৮:৪৬438781
  • "কার্ভ ফ্ল্যাটেন করে আমাদের দেশে কি লাভ হবে সেটা নিয়ে আমার একটু ডাউট আছে, অরিন বাবু ভালো বলতে পারবেন। কার্ভ ফ্ল্যাটেন করলেও এরিয়া আন্ডার দ্য কার্ভ তো একই থাকবে, তাই তো? এবার উন্নত দেশে যেটা বলছে, পিকটা মিনিমাইজ করতে পারলে লোডটা কমবে, ওদের স্বাস্থ ব্যবস্থা ভেঙ্গে পড়বে না। কিন্তু আমাদের তো অলরেডি ভেঙ্গে পড়া স্বাস্থ ব্যবস্থা! এরিয়া যদি সেম থাকে, অর্থাত সংক্রমন আর মৃত্যুর সংখ্যা (হার নয়) যদি একই থাকে, তাহলে লাভ কি? মানে আমাদের মেডিকাল ক্যাপাসিটি বাড়ানোর ওপর জোর দেওয়া বেশী দরকার না?"

    এর থেকে সত্যি কথা আর হয় না মশাই!
    তবে দুটোই করা উচিত, এক দিকে ইনফেকশন এর রেট যতদূর সম্ভব কমিয়ে নিয়ে আসা, এর পাশাপাশি কেয়ার ক্যাপাসিটি বাড়িয়ে যাওয়া , তাতে যদি সাময়িক ভাবে বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে, টেম্পোরারি নতুন হাসপাতাল বাড়িয়ে, অন্য ভাবে করা যায়, যেভাবে সম্ভব। সব দেশ ই তাই করছে বেসিকালি ।
  • dc | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৪৬438780
  • হ্যাঁ, কয়েকটা রাজ্য সরকার কিছু কাজ করার চেষ্টা করছে। নামমাত্র যেসব রিলিফের ঘোষনা, সেগুলোও রাজ্য সরকারগুলোর তরফেই এখনও অবধি করা হয়েছে। সেগুলোর ডিটেল জানানো হয়নি, তবু অন্তত ঘোষনা করেছে।
  • aka | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৪৫438779
  • এবারে যারা মাঝ রাস্তায় আটকে গেল? তাদের কি হবে?
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৪৩438778
  • মমব্যান কাজ করার চেষ্টা অন্তত করছেন , এটা বলতেই হচ্ছে। ওনার হাজারটা জিনিস আমার না-পসন্দ, কিন্তু এই ক্ষেত্রে মাটিতে নেমে কাজের চেষ্টা করছেন লিমিটেড রিসোর্সে নিয়ে ও। শুধু মানকি বাত মেরে ছেড়ে দ্যান নি।

    যাক গে, এর মধ্যে আর তিনো -সিপিএম- বিজেপি এনে লাভ নেই। জাস্ট এমনি বলার জন্যে বলা।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৪০438777
  • এবারে শুনুন অতি আবশ্যক পরিষেবা হিসেবে ব্যান্ক খোলা থাকার কথা। কিন্তু খুলবে কে? যারা কাজ করে তারা তো আর বিএমডাব্লু চড়ে আসে না, আসে ট্রেনে চড়ে। ট্রেন বন্ধ, বাস বন্ধ, রিকশাও বন্ধ।
  • dc | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৩৮438776
  • আমার মনে হচ্ছে ৩১ তারিখ অবধি সঠিক ডিসিশান ছিল। এবার ছদিন দেখতে পারতো, তার মধ্যে এক্সপোনেনশিয়াল রাইজটা শুরু হলে ১৫ তারিখ অবধি বাড়াতে পারতো।

    এদিকে আমাদের পাড়ায় সব দোকান বন্ধ। সবজি, ওষুধ, মুদি - সব দোকান বন্ধ।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৩৫438775
  • বেড বাড়ানো তো অবশ্যই প্রয়োজন। এখন নয়। সবসময়ই।
  • π | ২৫ মার্চ ২০২০ ০৮:৩৫438774
  • এবার হ্যাঁ, এটা নর্থ ইস্টের জায়গা। এখানে রিপোর্টেড কেস ও ০ ছিল।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৩৪438773
  • বন্ধু শিল্পপতিদের খুশি করার তাগিদে দুনিয়ার প্রায় সব সরকারই প্রতি বছর প্রচুর ফালতু খরচ করে, অপ্রয়োজনে গুচ্ছের ট্যাক্স ব্রেক দেয়। এদিকে তুলনামূলক ভাবে শিক্ষা, স্বাস্থ্যে বরাদ্দ কমানো হয়েছে। আজও আমাদের দেশে এমনি সময়েও বহুলোক দুবেলা খাওয়ার পায়্না, স্বাস্থ্যের উপায় নেই। এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যখন ক্রাইসিস নেই তখনই তৈরী হতে হয়।
  • o | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৩৪438772
  • এই যে পাই একটা গ্রাউন্ড ডেটা দিয়েছেনঃ "আমাদের পুরো ফিল্ড এরিয়া নিয়ে বলতে পারি, গত দু'মাসে জ্বর বরং অনেক কম। আমাদের ১০০০০ লোকের এরিয়াতে নিয়মিত ডোর টু ডোর স্ক্রিনিং চলে। "

    এই যদি পরিস্থিতি হয়, তার মানে একটা গণতান্ত্রিক দেশে দুম করে এত বড় ডিসিশন স্রেফ অনুমানের ভিত্তিতে নেওয়া হল!
  • dc | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৩৩438771
  • S আমাদের দেশে তো অলরেডি রোগী বাই রেশিও ভয়ানক বেশী, বা বোধায় কাউন্টই হয়না। আমার তো মনে হচ্ছে রোগী কমানোর থেকে বেড বাড়ালে বেশী এফেক্টিভ হয়! অন্তত দুটো কাজ একসাথে করলে, কিন্তু সে উদ্যোগ তো কিছুই নেওয়া হলো না।
  • dc | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:৩০438770
  • ওঃ একই কথা o অলরেডি বলেছেন।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:২৯438769
  • কার্ভ ফ্ল্যাটেন হলে রোগী বাই বেড রেশিওটা কম থাকবে।
  • o | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:২৮438768
  • এক্স্যাক্টলি। এটাই ভিয়েতনামের মত অন্য গরীব দেশ করেছে। যথেষ্ট এফেক্টিভ। উল্টে এরা নিজেদের লাভ হবে আবার লোকদেখানো করোনার বিরুদ্ধে মোদীজির লড়াই এরকম একটা সলিউশন বের করেছে। আইটিসেলও ইস্যু পেয়ে গেছে। ক্রমাগত হু ভারতকে কত ভাল বলেছে, অন্যান্য দেশ কত প্রশংসা করেছে এইসব ছড়াচ্ছে।
  • dc | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:২৭438767
  • কার্ভ ফ্ল্যাটেন করে আমাদের দেশে কি লাভ হবে সেটা নিয়ে আমার একটু ডাউট আছে, অরিন বাবু ভালো বলতে পারবেন। কার্ভ ফ্ল্যাটেন করলেও এরিয়া আন্ডার দ্য কার্ভ তো একই থাকবে, তাই তো? এবার উন্নত দেশে যেটা বলছে, পিকটা মিনিমাইজ করতে পারলে লোডটা কমবে, ওদের স্বাস্থ ব্যবস্থা ভেঙ্গে পড়বে না। কিন্তু আমাদের তো অলরেডি ভেঙ্গে পড়া স্বাস্থ ব্যবস্থা! এরিয়া যদি সেম থাকে, অর্থাত সংক্রমন আর মৃত্যুর সংখ্যা (হার নয়) যদি একই থাকে, তাহলে লাভ কি? মানে আমাদের মেডিকাল ক্যাপাসিটি বাড়ানোর ওপর জোর দেওয়া বেশী দরকার না?
  • Ishan | ২৫ মার্চ ২০২০ ০৮:২৬438766
  • বেসিকালি কেউ কিচ্ছু জানেনা। বিপদের আশঙ্কা ঠিক কতটা থেকে শুরু করে, কীকরে আটকানো যাবে অবধি। ট্রাম্পও কিছু জানেনা। ইস্টারের আগে লকডাউন তুলে নেবার কথা বলছেন কেন? জিজ্ঞাসা করলে বলে, ইস্টার ইজ অ বিউটিফুল ডে। আর ফাউচিও কিস্যু জানেনা। বলে আমাদের ফ্লিক্সিবল থাকতে হবে, সবদিক খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত। কথা হল, আরে ভাই এতদিনেও যদি খতিয়ে না দেখে থাকতে পারিস, তো মোটা মাইনে নিয়ে করছিস টা কী। ছেড়ে দে না। যত্তসব। কোনো স্টাডি নয়, কোনো ডেটা নয়, পুরোটাই বাজে হাইপে বা আরও গভীরতর কিছুতে চলছে, যত দিন যাচ্ছে, আমার প্রতীতি ক্রমেই বেড়ে চলেছে।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:২৫438765
  • চারটে কথা।

    এইমুহুর্তে ইর‌্যাডিকেশানের জন্য লকডাউন প্রয়োজন, যেমন এক্সপার্টরা বলছেন। এতে অন্যান্য রোগ হওয়ার সংখ্যাও কমবে। মেডিকাল ফেসিলিটির উপর চাপ কমবে। ততদিনে ওষুধ বা ভ্যাক্সিন বেড়লে তো বেঁচে গেল। নইলে অন্তত স্প্রেড হওয়ার স্পীড কমানো গেল।

    কিন্তু লকডাউন হলে সাধারণ লোক খাবে কি? সেইজন্য সরকারের কিছু উদ্যোগ নেওয়া উচিত ছিল। বিপিএলদের মাথাপিছু দৈনিক ৫০ টাকা দিলেও খুব ভালো হত।

    অবশ্যই শয়্তান পলিটিশিয়ানরা এই নিয়ে পলিটিকাল ফায়্দা তোলার কথাই ভাববে। মিডিয়া নেই, ইন্টারন্যাশনাল ওয়াচডগরা নেই, সাধারণ সেকুলার লোকজনদের ভীড়ও বাড়িতে বসে। এই সূযোগে কিছু বজরং গুণ্ডাদের লেলিয়ে দিলেও কেউ দেখার থাকবে না। সেটা সত্যিই আরো ভয়ের।

    স্বাস্থ্যক্ষেত্রে আরো খরচ করা প্রয়োজন। সোশালিস্টরা বহুদিন বলছে যে সোশাল সেক্টরে খরচ বাড়ানো হোক। সেসব না বাড়ালে এরকম দিনই দেখতে হবে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের এমন বেহাল। এমনিতেও দেশে বহুলোক ঠিকমতন খেতে পারেনা। সেটা মেটানোর জন্য ভাইরাসের অপেক্ষা না করলেও চলত।
  • Ishan | ২৫ মার্চ ২০২০ ০৮:২২438764
  • মোদীজি কেন শুধু। আমার এক কলিগ এই পরশুদিন মেক্সিকো বেড়িয়ে ফিরল। এয়ারপোর্টে কোনো টেস্টিং হয়নি। সে নিজেকে কোয়ারান্টাইনে রেখেছে। ভালো করেছে। না রেখেও কোনো উপায় নেই, বেরোবেই বা কোথায়?

    এবার কথা হল, সবাই জানে, ভাইরাস চিন থেকে আসছে। চিন বাদে যেকোনো দেশেই এটা বিদেশাগত। ফলে খুব সোজা উপায় হচ্ছে বিদেশ থেকে আসা মাত্র লোককে ঝপ করে পরীক্ষা করে ফেলা। এয়ারপোর্টেই। রেজাল্ট না হয় পরেই এল। ততদিন সে আলাদাই রইল। সেটাও দরকারে ট্র‌্যাক করা যেতে পারে, যদি দরকার না হয়।

    এইটা তো আমার মতো মোটাবুদ্ধির লোকের সমাধান। এতে করে ওই ফ্ল্যাটেনিং দা কার্ভ হত।বিশেষজ্ঞরা যা বলেই চলেছেন। গোটা দেশকে লকডাউন করার দরকার হতনা।

    এবার এটার বদলে বিশেষজ্ঞরা প্রোপোসাল দিচ্ছেন, গোটা দেশকে বন্ধ করার। সত্যি বলতে কি এর জন্য বিশেষ্জ্ঞ হবার বিন্দুমাত্র প্রয়োজন নেই। সবাইকে তালা মেরে ঘরে পুরে দিলে ভাইরাস ছড়ানো কমবে, এ যেকোনো লেম্যানই জানে। বিশেষজ্ঞদের কাজ হচ্ছে, একটা উন্নততর সমাধান বার করা। আমি যেটা বললাম, সেটা, বা তার চেয়ে ভালো কিছু। এটাই এক্সপেক্টেড। স্রেফ ঘরে পুরে ফেলুন, ভাইরাস সেরে যাবে, এটা বলার জন্য্হ কারো বিশেষজ্ণ হবার প্রয়োজন পড়েনা।

    আর এঁরা ফাইট করবেন তো এমনিই বিশআস হয়না। কটা ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে টেস্ট করার উপায় এতদিনেও যাদের বসানোর ক্ষমতা নেই, তারা নাকি দেশজুড়ে টেস্ট করবে। ওসব অবিশ্বাস্য কথা। বেসিকালি, ওঁয়ারা লকডাউন করে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন। ২ মাসে না হলে বলব ৮ মাস। সেটা না করা গেলে, বলব আসলে ৮ মাস দরকার ছিল, না করলে তো ভাইরাস ছড়াবেই।
  • π | ২৫ মার্চ ২০২০ ০৮:১৮438763
  • লোকজন প্রশ্ন তুলছেন, রাষ্ট্রপতি ভবন সংস্কার ২০,০০০ কোটি। করোনা তহবিল ১৫,০০০ কোটি। যুক্তি কী?

    এই ২০০০০ কোটি দিন্মজুরদের ভাতা দেবার জন্য নয় কেন? বাকিদেরো কোন ক্ষতিপূরণ, ঘরে ঘরে খাবার দরকারি জিনিস ডেলিভারির জনু নয় কেন?
  • o | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:১৪438762
  • টেস্টিংয়ের কথাই বলছি। সেদিকে সরকারের যত না মন, তার চেয়ে বেশি লোককে তাড়াতাড়ি লকডাউন করার দিকে। এদিকে অস্বাভাবিক দ্রুততায় শাহিনবাগে পুলিশ গিয়ে চারদিকের রাস্তা আটকে মঞ্চ-টঞ্চ ভেঙে দিল। দিল্লির অন্যান্য জায়গাতেও লোকজনকে ভাগিয়ে দিয়েছে। সবই করোনার অজুহাতে।
  • π | ২৫ মার্চ ২০২০ ০৮:১৩438761
  • যা শুনলাম, জ্বরের রোগী ১০ গুণ।।কিন্তু সে জ্বর মানে জ্বর ও নেই, শুধু সর্দিকাশি, সবে গলাব্যথা তাতেও লোকজন লাইন দিয়ে হাসপাতালে, এতটাই ভয় পেয়েছেন। এইতো ঐন্দ্রিলদা, অর্চন, বিষাণদা, জয়ন্তদা, এখানে, ত্রিপুরায়, দিল্লিতেও নানা ডাক্তারের কাছে একই শুনছি।। সেক্ষেত্রে এই আকিউট সিম্পটম বেড়ে গেলে যাবেন না!!

    আমাদের পুরো ফিল্ড এরিয়া নিয়ে বলতে পারি, গত দু'মাসে জ্বর বরং অনেক কম। আমাদের ১০০০০ লোকের এরিয়াতে নিয়মিত ডোর টু ডোর স্ক্রিনিং চলে।
  • o | 173.245.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:০৮438760
  • হ্যাঁ, যে রেটে প্যানিক ছড়িয়েছে, সুস্থ লোক দুম করে মরে গেলে আশেপাশের লোক রিপোর্ট করবেই। আর খুব রিমোট জায়গায় তো ছড়াবে না প্রথমে। আর্বান এরিয়াতেই মরার চান্স বেশি। ফলে কিছু খবর অন্ততঃ আসত।

  • π | ২৫ মার্চ ২০২০ ০৮:০৭438759
  • চায়নায় আবার ডোমেস্টিক কেস শুরু।হয়েছে বলছে।দেখা যাক। হংকং এও, সেকেন্ড পিক বলছে।
  • অরিন | ২৫ মার্চ ২০২০ ০৮:০৬438758
  • "ফ্ল্যাটেনিং দ্য কার্ভ কথাটি বারবারই নানা সূত্রে বলা হচ্ছে। ফ্ল্যাটেনিং দ্য কার্ভ মানেই কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ কমে যাওয়া নয়। লকডাউনের ফলে কেসগুলো টাইম অ্যাক্সিসে স্প্রেড করে যাবে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত টেস্টিং ও ট্রিটমেন্টের কোন বিকল্প নেই। এ পর্যন্ত প্রধান সেবক মূলতঃ বাণী দিয়েছেন, কো=কোই, রো-রোড পে, না=নাহি নিকলেগা ইত্যাদি সার্কাস দেখিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার নাগরিকদের বিশেষতঃ নিম্মমধ্যবিত্ত ও নিম্মবিত্তদের জন্য ঠিক কী কী উল্লেখযোগ্য পলিসি নিয়েছে বা রিলিফ ঘোষণা করেছে?"

    এখন আর ফ্লাটেনিং দা কার্ভ এর গল্প হচ্ছে না, লকডাউন করে দেশ এখন ইরাডিকেশান এর রাস্তা ধরেছে । সেটা ব্যক্তিগত উদ্যোগে যতদিন শুধু ইমপোর্টেড কেসই শুধু ছিল ততদিন একরকম। একবার কমিউনিটি স্প্রেড হতে আরম্ভ হলে, কোথায়, কে কাকে কি উপায়ে করোনা দিচ্ছে কেউ জানেনা । অতএব, সবাই কে ঘরে বন্ধ করুন, সব জমায়েত বন্ধ, টেস্ট, কোয়ারেন্টাইন, চিকিৎসা এই পথেই মুক্তি । যত ভালো করে করতে পারবেন, তত ভালো ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত