এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৫০438367
  • ভদ্রলোকের স্ত্রী, মা ও শাশুড়িকে কোথায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানিনা। যে পারায় থাকেন সেখানকার লোকজনও খুন প্রতিকূল আচরণ করেছে। পুলিশকে শাসিয়েছে পর্যন্ত। ছেলের দেশে আসা ও ভদ্রলোকের ইটালি যাওয়ার বিষয়টা গুজব বলেই মনে করা হচ্ছে।  

  • b | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৪৯438366
  • না, কিন্তু প্যানডেমিকের সময় এটা হবেই। লোকে ভয় পাবে, দেহ নেবে না, দাহ করার লোক পাওয়া যাবে না।এগুলো তো আগেও পড়েছি। এইডস নিয়েও ছুঁতমর্গ এখোনো যায় নি।

    সেখানে নানা এন জি ওকে এগিয়ে আসতে হবে।
  • sm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৪৪438365
  • ওসব,স্টক,শেয়ার মার্কেট সব অসইব্য ব্যাপার। এখন এখানে বেশ কিছু লোকজনের হাতে হেরিকেন।কি খাবে,কি রোজগার করবে ঠিক নেই।
    নিজের অসুস্থ বাবা মা কে দেখতে যেতে পারছে না।রক্ত পরীক্ষা ,ইসিজি করতে গেলে,দেখছে অনেক ডায়াগ্নস্টিক সেন্টার এর ঝাঁপ বন্ধ।
    কারণ ওই সব জায়গায় নাকি ভিড় বেশি হয়।
    বস্তির লোকজন সিঁটিয়ে আছে।যদি করোনায় ধরে।কিছু লোক অবশ্য পানীয়ের স্টক ভালরকম করে নিয়েছে।
    বাংলায় যাকে বলে মর্মস্পর্শী।
  • | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৪০438364
  • নিমতলা শ্মশানে দীর্ঘক্ষণ ঢুকতে দেওয়া হয় নি, এমনকি নাম এন্ট্রি করার লোকও নাকি করতে চায় নি।

    ওদ্ভুত অসভ্য হিংস্র কুসম্স্কারাচ্ছন্ন এদিকে নিয়ম না মানা মাতব্বর টাইপের লোকজন!
  • S | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৩৮438363
  • সবাই নাকি খুব করে গোচোনা গিলছে?
  • | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৩৭438362
  • এদিকে আমাদের পাশের কমপ্লেক্সে একজনের পজিটিভ এসেছে গতকাল। তার রুমমেটদের তুলে নাইডু হাসপাতালে নিয়ে চেক করেছে রিপোর্ট আজ বিকেলে পাওয়া যাবে। কিন্তু ইতিমধ্যেই এক রুম্মির বেশ সব উপসর্গ দেখা যাচ্ছে ফলে তাকেও আপাতত সম্পূর্ণ আইসোলেট করে দেওয়া হয়েছে। কিন্তু প্রথমজন নাকি পাড়ার সবজির দোকান, দুধের দোকান আর কেকের দোকানে বেশ ক'বার গেছে টেছে।

    এইসব শুনেটুনেই বোধহয় আমার গলা খুসখুস করতে শুরু হয়েছে।
  • অর্জুন | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৩৬438361
  • কাল যে ভদ্রলোক মারা গেলেন তার পরিণতি শুনে শিউড়ে না উঠে পারলাম না। ভদ্রলোকের শব তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। ভদ্রলোকের ছেলে অ্যামেরিকায় পাঠরত। সে বাবার পুলিশকে দাহ করার সম্মতি পত্র লিখে দেয়। ভদ্রলোকের স্ত্রী, মা ও শাশুড়ি কোয়ারেনন্টাইনে। যে শ্মশানে (নাম উল্লেখ করেনি) তাকে দাহ করার জন্যে নেওয়া হয় সেই অঞ্চলের বাসিন্দারা প্রচণ্ড আপত্তি তোলে। শব ঢুকতে দেওয়ার সময় পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। তারপর কড়া পাহারায় দাহ করা হয়। করোনা ভাইরাসে তিনি কি ভাবে সংক্রমিত হলেন সেতা এখনো থিক জানা যায়নি। গুজব রটেছে উনি ইটালি সফ্রে গেছিলেন। আবার জানা যাচ্ছে কিছুদিন আগে ছেলে কলকাতায় বেড়াতে এসে সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু ছেলে নাকি ইনফেকটেড নয়। পারিবারিক সূত্রে জানা গেছে কদিন আগে উনি সস্ত্রীক বিলাস্পুরে একটি বিয়ে অ্যাটেন্ড করতে যান। ফেরেন আজাদ হিন্দ এক্সপ্রেসে। ২১ তারিখে পজিটিভ ধরা পড়ে এবং ২৩ এ মারা যান।

  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:৩২438360
  • "সেই সব স্টকই বিশেষ করে যেগুলো করোনা ছড়ালে ক্ষতিগ্রস্ত হবে বেশী !!"

    কেলি লোফলার আরও সাংঘাতিক, সব বিক্রি করে শুধু সাইট্রিক্স সফ্টওয়ার কিনেছেন যারা রিমোটলি কাজ করার সফটওয়্যার বানায়
  • S | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:২৪438359
  • হ্যাঁ চারজন সেনেটার ইনক্লুডিং একজন ডেমোক্র‌্যাট করোনা ভাইরাসের মিটিং এর পরেই পুরো পোর্টফোলিও কম্পোজিশান চেন্জ করে নেয়।
  • সিএস | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:২১438358
  • কনস্পি থিওরি তো হাতের কাছেই রয়েছে বা সমানে ঘটে চলেছে। আম্রিকায় ফেব্রুয়ারী মাস ধরে এই তর্ক চলেছে যে লোক তো ফ্লুতেও মারা যায়, তাহলে ভয় পাওয়ার কী আছে। লেখাপত্রও হয়েছে, সোশাল মিডিয়ায় চ্যাটারিং, ভয় পেলে স্টক মার্কেট পড়ে যাবে ইত্যাদি। তারপর জানা যাচ্ছে যে সেনেট ইন্টেলিজেন্স কমিটির মাথা যিনি, তিনি জনসমক্ষে বলেছেন সব ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, সরকার ব্যবস্থা নিচ্ছে অল্প কিছু লোককে বলছেন যে না ভয় পাওয়ার আছে আর নিজে ইনসাইডার ইনফো পেয়েই হয়ত, নিজের সব স্টক বেচে টাকা তুলে নিয়েছে; সেই সব স্টকই বিশেষ করে যেগুলো করোনা ছড়ালে ক্ষতিগ্রস্ত হবে বেশী !!

    https://www.politico.com/news/2020/03/23/richard-burr-lawsuit-coronavirus-145564

    https://www.npr.org/2020/03/19/818192535/burr-recording-sparks-questions-about-private-comments-on-covid-19

    যাবেন কোথায় !!
  • :-$ | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:১৯438357
  • ডিসি তেরোটা চারঃ এই সময়ে যদি ওনারা বোঝেন যাত্রীদের দুর্ব্যবহার না করলেও হয়, তবে ভালো হয়।
    মাঝে মাঝে থেমে দেখা ভালো। রোজ আপিস যাওয়া নিয়ে যারা ঘ্যানঘ্যান করি, তারাও ভেবে দেখার সুযোগ পাচ্ছি অতটাও কিছু অ্যাপ্রিশিয়েট করার মতো কিছু না এই বাড়ি বসে থাকাটা।
  • dc | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ১৩:০৪438356
  • অটো আর ট্যাক্সিওয়ালারা পুরো বসে গেছেন।
  • b | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:৫৪438355
  • আমাদের এখানের ক্যান্টিনের ভদ্রলোকের সাথে কথা হচ্ছিলো। উনি প্রায় তিরিশ কিলোমিটার দূরের একটা গ্রাম থেকে আসেন, আজ দুপুরে ক্যান্টিন বন্ধ করে দেবেন। ওনাদের কিছু জমি জায়গা আছে, চাল কিনতে হয় না। সব্জি বললেন কিছু না কিছু একটা প্রত্যেক সিজনে হতেই থাকে, লাউ, ঢ্যাঁড়শ ইত্যাদি। অল্পবিস্তর হাঁসমুরগি পালা হয় গ্রামের মধ্যে প্রতি বাড়িতেই। এছাড়াও, দরকার পড়লে, এ ওকে সব্জি টব্জি দিয়ে সাহায্য করে। উনি বললেন, আমাদের এ অবধি কোনো বন্ধেই, কোনো কারফিউতেই সমস্যা হয় নি।
    তো, আমার মনে হচ্ছে, এনারা হয়তো কোনোভাবে কুশনড হয়ে যাবেন। কিন্তু শহরের কম আয়ের লোকেদের ভালনারেবিলিটি বেশি।
  • Amit | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:৫১438354
  • দীপাঞ্জনের লেখা টায় বড়ো করে ক। দু বছর পরে surely এইসব থিয়োরি নিয়ে মুভি বা ডকু সিরিজ নামবেই।
  • Dr Sumit Konar | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:৩৯438353
  • করোনা কোনো ভয় এর রোগ নয়. সংক্রমণ হলেও সুস্থ হয়ে যাবার সম্পূর্ণ সম্ভাবনা. করোনা প্রতিরোধ করতে আমাদের কি করণীয় এবং কি করণীয় নয় , এই রোগ বিশ্বে এবং ভারতবর্ষে কিভাবে ছড়াল এবং ভারতবর্ষে বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এই ভিডিও দেখলে পরিষ্কার হয়ে যাবে | সতর্ক থাকুন, নির্দেশ পালন করুন এবং করোনা প্রতিরোধ করুন |
    সুমিত কোনার , এডিনবরা

  • হখগ | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:৩১438352
  • আমি স্টাডি ভিত্তিক পোস্ট, সায়েন্টিফিক আর্টিকল এর শেয়ার এর জন্য একটা টি বানিয়ে দিচ্ছি। আর বৈজ্ঞনিক বক্তব্যের জন্য এক তা টি বানিয়ে দিচ্ছি।।।অরিন এর বা অন্য যারা ডাক্তার বা বৈজ্ঞানিক গত এক মাসের বক্তব্য নিয়ে।।। আর স্ট্যাট এ ব্যাক গ্রাউন্ড ওয়ালা লোকের বা যে কোনো লোকের সাইন্টিফিক বক্তব্য এক জায়গাযা করার চেষ্টা করছি, তার পরে একটু কপি পেস্ট ক্রাউড সোর্সিং করতে হবে।

    আবার বলছি আমায় বিভিন্ন থিমে অডিও দিলে আমি কোন এক ক্যাম্পায়াইএআর এডিটর কে পাঠিয়ে দিতে পারি। আমি রাতেঘুমোতে পারছি না বাবা মা পিসি মাসি দের কাছে যেতে পারছি না বলে, আই ক্যান ডু সাম স্টাফ।

    হখগ
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:২৮438351
  • (মাথায় ঘুরছে, লিখেই ফেলি)
    একদম রূপকথা
    উহান শহরের জনসংখ্যা ১১ মিলিয়ন । প্রতি শীতেই কড়া ফ্লু, নিউমোনিয়া, একিউট রেসপিরেটরি (ফ্লুনিরে) অসুখে মারা যান প্রায় 3000 মানুষ । উহানে রয়েছে দেশের সেরা ভাইরোলজি ইনস্টিটিউট । সেই ইনস্টিটিউটের এক অধ্যবসায়ী উচ্চাকাঙ্খী ভাইরোলজিস্ট ডিসেম্বর-এর গভীর রাতে নিউমোনিয়া কেস ঘাঁটতে ঘাঁটতে সার্স-এর সাথে মিল আছে, অথচ নতুন, একটা সিকোয়েন্স খুঁজে পেলেন । আরও ১০-১৫ টা কেসেও একই ভাইরাস পাওয়া গেলো। ব্যাপারটা যে খুব অপ্রত্যাশিত তা না, করোনা ভাইরাসরা পরিব্যাক্তি ঘটিয়েই থাকে । কিন্তু বেশ কয়েকটা মারাত্মক কেস এক সাথে পাওয়ায় গবেষক, একই সাথে একটু আশংকিত আর উত্তেজিত, হয়ে খবরটা দিলেন ওপরমহলে ।

    ওপর মহলে আলোচনার ঝড় উঠলো । সেই ঝড়ের মধ্যে ঠান্ডা মাথার একজনের মনে হলো, হংকং এর প্রতিবাদ তো থামছে না, আর সার্স এর দুঃস্বপ্নের স্মৃতি হংকং বাসীদের ফুসফুসে আজও অমলিন । যদি আমরা শীতের ৩০০০ ফ্লুনিরে মৃত্যুর প্রত্যেকটি এই নতুন ভাইরাসের মুকুটে চাপিয়ে দিই, তাহলে যে আতঙ্ক তৈরী হবে, অন্তত দশ বছরের মতো নিশ্চিন্ত । WHO এর সাথে যোগাযোগ করা হলো, বার্লিনের Charite ইনস্টিটিউট এ এই নব্যকরোনার টেস্ট তৈরী হলো । সেই ভাইরোলজিস্ট তো আর প্যাথোলোজি বা এপিডেমিওলোজি জানেন না, তিনি ভাইরাস সনাক্ত করার টেস্ট বানালেন, তার পরিনাম কি হবে ভাবার কথা তাঁর নয় । সেই টেস্ট WHO এর সার্টিফিকেশনও পেলো । এরপর শুধু ৩০০০ মৃত্যুর একাউন্টিং আর জ্যামিতি -- সরলরেখাকে টেনে এক ভয়ঙ্কর কার্ভ বানানো, তারপর প্লট-এ ফেলে দেওয়া যে প্লটের x অক্ষ - ডিসেম্বর ৩১ থেকে মার্চ ১৫ - ফ্লুনিরে পিক সিসন । কিছু মৃত্যু সত্যি নব্যকরোনার জন্য, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ভাইরাসের উপস্থিতি সমাপতন মাত্র । উহানের এপিডেমিকের খবর ডিপ স্টেটের কানে এল ।

    ডিপ স্টেট আর তার প্রিয় বন্ধু ওয়াল স্ট্রিট বেশ কিছু দিনে ধরেই অর্থনীতির রিসেট সমস্যা নিয়ে চিন্তায় । দশ বছরের শিথিল মনেটারি আর ফিস্কাল পলিসি সত্ত্বেও সত্যি কোনো গ্রোথ নেই, shale তেলের বাজে ডেট, প্রচুর জাঙ্ক কর্পোরেট বন্ড গোগ্রাসে গিলতে আসছে, সমস্ত অ্যাসেট ওভারভ্যালুড, ইনভেস্ট করার সুযোগ নেই । অনন্ত কোয়ান্টিটেটিভ ইসিং করতে হবে , কর্পোরেট বেলআউট চাই , প্রচুর বাজে লোন কিনতে হবে। ইন্টারেস্ট রেট নেগেটিভ করতে হবে । কিন্তু এসব যখন শেষ করা হয়েছিল ২০০৭ আর ২০০৮ এ, পাবলিক প্রাইভেটাইজ প্রফিট আর সোসালাইজ লসের খেলাটা বুঝে ফেলেছিলো, কিছুটা, তারপর অকুপাই ওয়াল স্ট্রিট, বার্নি, ওয়েসি হাজার ফ্যাচাং । তার ওপর যদি ডিমান্ড ডিপ্রেস না করা যায়, পলিসি এতো লুস করলে হাইপার ইনফ্লেশন হয়ে যেতে পারে ।

    নব্যকরোনা আমাদেরও কাজে লাগবে । সবাইকে ঘরে পাঠিয়ে ইকোনোমি ক্র্যাশ করে দিয়ে যা খুশি তাই করবো । গভর্নররা পকেটেই আছে, শুধু ট্রাম্পকে একটু বোঝাতে হবে, সেটা সমস্যা হবে না । লক ডাউন করলে রিটেল রেন্ট দিতে পারবে না, কমার্সিয়াল রিয়েল এস্টেট ক্রাশ করলে ট্রাম্পের বন্ধু জামাই পরিষদ রা ডাইম নিকেল দিয়ে টাকার প্রপার্টি কিনতে পারবে । তার ওপর পুলিশ স্টেট আনার আর সিভিল রাইটস শেষ করার উপরি পাওনা । শুধু দুটো কাজ করতে হবে - তিন মাস হাত গুটিয়ে বসে থাকো, নব্যকরোনাকে ছড়াতে দাও, আর সেই সময়টা ইউরোপে প্যানিক তৈরী করতে হবে । চিঙ্কু মরলে আমেরিকানদের ভয় হবে না, সাদাদের মরা দেখাতে হবে । ডিপ স্টেটের ইইউ বিশেষজ্ঞের তাতে সমস্যা নেই, ইতালি আর স্পেন-এ একাউন্টিং প্যানিক তৈরী করতে পারলে মার্কেলের ওপর চাপ দেওয়া যাবে। ডিপ স্টেটের উপমহাদেশ বিশারদের হঠাৎ মনে হলো, ভারতকে এই খেলায় নিলে কেমন হয়? বেচারা মোদী একটু সমস্যায় আছে কিসব NRC CAA নিয়ে । একবার লক ডাউন করলে সব আন্দোলন শেষ । রিসেটও হবে সেনসেক্স আর রিয়েল এস্টেট। ট্রাম্পের ফেব্রুয়ারীর ভারতের টিকেট কাটা হলো ।
  • সিংগল k | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:২১438350
  • আমাদের পাড়ায় বৌবাজার বাজার এবং আশেপাশে প্রচুর স্কুলকলেজ থাকায় প্রচুর খাবারের দোকান চলে। এদের খাবারের একটা বিপুল অংশ সারারাত ফুটপাথ ঘেঁসা রাস্তায় পড়ে থাকে। সেই খাবার থেকে রাস্তার নেড়িকুকুর, কাক, চিল, অন্যান্য পাখি এবং বিশাল ইঁদুরবাহিনীর দিন গুজরান হয়। যে পরিমান খাদ্যদ্রব্য পড়ে থাকে তা বিশালসংখ্যক এইসব প্রাণীর জীবনধারনের প্রয়োজন মিটিয়েও পর্যাপ্ত থাকে। যা সকালে কর্পোরেশনের সাফাইকর্মীরা সাফ করে দেন। সারাদিনে তা আবার জমা হয়। ব্যতিক্রম রবিবার। তাও ররিবারে বাজার এবং বিকেলে রেস্টুরেন্ট খোলা থাকায় এই উদ্বূত্ত খাবারের সাপ্লাই পুরো বন্ধ হয় না, পরিমানটা কিছু কম হয় মাত্র।
    জনতা (পার্টি) কার্ফিউ এবং তত্পরবর্তী করোনাভাইরাসজনিত সার্বিক সুরক্ষা বিধিনিষেধ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) এর ঠেলায় গত শনিবার রাত থেকে আমাদের পাড়ার রাস্তাঘাট ঝকঝক তকতক করছে। থুতু, পানের পিক, গুটকা, সিগেরেটের টুকরো ইত্যাদি থাকলেও খাবার একবিন্দু কোথাও পড়ে নেই।
    আজ সকালে এক বিরল দৃশ্য দেখলাম। এক ভাড়াটে-পুলিশগাড়ী চালক মোড়ের মাথায় দাঁড়িয়ে ঠোঙ্গা থেকে মুড়ি-ডালমুট দিয়ে টিফিন সারছিলেন। তার হাতের ঠোঙ্গা কাক ছোঁ মেরে ফেলে দিল এবং তিনি সরে যাওয়ার পর কাক বাহিনী সেই মুড়ি ডালমুট চেটেপুটে সাফ করে দিল। রাত্রে ইঁদুরদের জন্য আর কিছুই রইল না। এই দেখুন ঐ একই কাক আবার কোথা থেকে কি যোগাড় করে এনে লুকিয়ে খাচ্ছে, যাতে অন্য কাকেরা ভাগ না বসায়---

    আমার ছোটবেলায় কাক আমার হাত থেকে ছোঁ মেরে খাবার নিয়ে যেত, তারপর গত পঞ্চাশ বছরকাল আমি আমাদের পাড়ায় কাকেদের কারো হাত থেকে ছোঁ মেরে খাবার নিতে দেখি নি। আমাদের পাড়ার কাকেরা অত্যন্ত ভদ্র আচরন করে থাকে।

    পথকুকুর দের নিয়ে চিন্তা করার লোক অনেক। তাদের শীতকালে কেউ এসে সোয়েটার পরিয়ে দিয়ে যায়, সকালে বা রাত্রে কেউ এসে বিস্কুট খাইয়ে দিয়ে যায়, কাজেই তারা এই দেখুন , মাংসের দেকানের পাশে পেট উল্টে ঘুমোচ্ছে।

    কালও মাংসের দোকান খোলা ছিল, ফলে এরা এখনও এফেক্ট টের পায় নি। পথকুকুরপ্রেমীরাও নিশ্চয় বসে নেই তাঁরাও কিছু একটা প্ল্যান ছকে ফেলেছেন নিশ্চয়ই। এই পোস্ট লেখার ঠিক আগেই দেখলাম আনন্দবাজার ও পথকুকুরদের দিকে নজর দিয়েছে ও একটি আর্টিকেল বের করেছে।

    আমার চিন্তা ইঁদুরদের নিয়ে। ইঁদুরেরা কিছুটা খাবার তাদের গর্তে স্টোর করে। ফলে এখনই তারা সঙ্কটে পড়বে না। কিন্তু আমাদের এখানে খাবার যেরকম অঢেল পাওয়া যায় তাতে তারা কতটা স্টোর করে রেখেছে এবং যে হারে তারা বংশবৃদ্ধি করে তাতে তাদের কদিন চলবে সে নিয়ে আমার চিন্তা আছে। আরও চারদিন 'সার্বিক সুরক্ষা বিধিনিষেধ’ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) চললে ইঁদুরদের ওপর কি এফেক্ট হয় সেটা চিন্তার বিষয়। আর যদি সার্বিক সুরক্ষা বিধিনিষেধ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) এর সময়সীমা আরও বাড়ে তাহলে ?? তাহলে কালোবাজারীদের ভাঁড়ারগুলোর কপালে দুঃখ আছে। মহামারীর পর ইঁদুর এবং পঙ্গপালের আক্রমনের দীর্ঘ ইতিহাসও রয়েছে।

    এই বাজারে বেড়ালরা কিন্তু কুলকাল আছে। তাদের কোন আশঙ্কার কারন দেখছি না।
  • সিএস | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:১৫438348
  • আমার ধারণা, ইউকের কেসটা ইন্স্ট্রাক্টিভ যে একটি সরকার কীভাবে একটি অবস্থান থেকে প্রায় উল্টোদিকে ঘুরে যায়। প্রথম দিকে সরকারের চীফ সায়েন্টিস্ট বা সেরকম কেউ herd immunity প্রেস্ক্রাইব করেছিল এবং সেটি ছিল সরকারি পথ। মতটির সমালোচনা হয়, ক্রমশঃ সরকার সেখান থেকে সরে এসে কন্ট্রোলের দিকে যায়। দু'দিন আগেও মনে হয় কিছু বিজ্ঞানীরা বলেছে যে কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে কম কর্ফে ৫০-৭০ হাজার মানুষ মারা যাবে। এখন মনে হয় সরকার বলেছে ঠিক চারটি কারণের জন্য বাড়ী থেকে বেরোনো যাবে ! না মানলে পুলিশ ফাইন নিতে পারে ইত্যাদি।
  • ন্যাড়া | ২৪ মার্চ ২০২০ ১২:০২438347
  • যা বুঝেছি সায়েন্টিস্টরা এখনও হাতড়াচ্ছে। অনেক হাইপোথিসিস আসছে, কিন্তু কনফার্ম বা রেফিউট করার মতন এনাফ ডেটা নেই। তাই আপাতত CDC টাইপের সাইটে ভরসা রাখা ছাড়া আর কোন উপায় দেখছি না।
  • b | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:০১438346
  • যাগ্গে। গান শুনুন।
    https://www.radioclassique.ca/
  • সিএস | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১২:০০438345
  • আগের দিন, মোদীর কথা শুনে লোকজন বাড়ীতে বেশীটা বসে ছিল তারপর রাস্তায় নাচতে বেরিয়েছিল। আজকে মনে হয় বাড়ীতে বেশীদিন বসে থাকার গুরুত্ব বোঝাবে।
  • b | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৫৯438344
  • "অরিনদাকে আবার অনুরোধ করছি, ভাটে এই প্রশ্নোত্তর মোডে না থেকে"
    ও হবে নি।
    ১) যতদিন "ভাটিয়ালি" গুরুর ট্যাবে দ্বিতীয় থাকবে, এবং কালার কোডেড থাকবে
    ২) টইপত্তর ট্যাব খুললে প্রথমেই ভাটিয়ালি আসবে

    ততদিন লোকে ভাটেই লিখবে।
  • π | ২৪ মার্চ ২০২০ ১১:৫৮438343
  • ধুত্তেরি। টেস্টারদা, ডেল করে দিলে ভাল হয়।
  • dc | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৫৩438336
  • "মোদী আজকে আবার ৮-টায় কিছু বলবে"

    এবার হার্টফেল করবো ঃ-(
  • sm | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৫২438334
  • আমার সবচে আনন্দ হতো যদি বৈজ্ঞানিক রা বলতে পারতেন ধরুন গিয়ে মাস দুয়েক পর ভাইরাস তীব্রতা হারাবে।
    তাহলে সংক্রমণ কমানোর জন্য কঠোর শাট ডাউন কে আদর্শ মান্ তাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত