এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:৩৭438273
  • তাতিন। একদম। এটাই বলতে যাচ্ছইইলাম। কাল নানা জায়গায় ক্লোজড কেস দেখছিলাম। ভয়নকর রেট।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৯:৩৭438272
  • "ওয়ার্ল্ড মিটারে দেখাচ্ছে ইতালিতে ৬০৭৭ মৃত মোট ৬৩,৯২৭ জনের মধ্যে - ১% না, প্রায় ১০%"

    দুটো ব্যাপার মাথায় রাখতে হবে এখানে, একটা Case Fatality Rate - মানে যতজনকে পরীক্ষা করে পজিটিভ পাওয়া গ্যাছে, তাদের মধ্যে কতজন মারা গেলেন (কনফার্মড কেস ধরে) । এই ব্যাপারটা আর মৃত্যুহার (Death Rate ), অর্থাৎ এই মুহূর্তে বা এই টাইম পয়েন্টে কতজন জনপ্রতি কোরোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন, সেই হিসেবে কিন্তু আলাদা । দুটোর তফাৎ Denominator এর ওপর নির্ভর করবে । একটাতে কত জনের পরীক্ষা হয়েছে, অন্যটাতে মোট বয়সভিত্তিক জনসংখ্যা কত । তাছাড়াও মৃত্যুহার হিসেবে করার আরো কিছু ঝামেলা আছে, সেগুলো টেকনিক্যাল ।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:৩৬438271
  • আর লসাগুদা যা বললেন, কিছু কিছু অঞ্চলে ২৫%। ভারতে এটাই ৫০-৬০% হতে পারে। বা বেশি। এও যদি উজাড় না হয় তো কি।

    ত্রিপুরায় এক বছর ম্যালেরিয়া এপিডেমিকে ৬০০০০ প্রায় আক্রান্ত হলেন, মরলেন অন্তত ৩০০-৪০০ ( সরকারি মতে ১০০, সে আলাদা কথা, সেসব নিয়ে আর বেশি না বলাই ভাল), তারপর থেকে প্রতি বছর মৃত্যু যাতে ১০-২০ কিছুতে না ছাড়ায়, কেস ১০০ র কমে এনে ০ কীকরে করা যায় তার জন্য এত প্রাণপন চেষ্টা চলে, সেখানে এই এত মৃত্যু, এত অসুস্থতা নিয়ে লোকে আলাদা কিছু করবেনা, ভাবলেই কেমন অসুস্থ লাগে।
  • তাতিন | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৩৩438270
  • একচুয়াল ডেথ রেট বুঝতে গেলে ক্লোজড কেসগুলোর মধ্যে হিসেব নেওয়া উচিৎ।
    সেক্ষেত্রে ওয়ার্ল্ডমিটার হিসেবে-
    117,167
    Cases which had an outcome:
    101,065 (86%) Recovered / Discharged
    16,102 (14%) Deaths
  • Amit | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৩৩438269
  • তবে গত কয়েক দিনে নিজের অফিসে এ বা চেনা জানা সার্কলে এ এটা অন্তত দেখছি যে লোকের মনে কোরোনার থেকেও বেশি আতঙ্ক চেপে বসেছে চাকরি বাকরি হারানোর এই লক ডাউন বা স্লো ডাউন র জেরে। ইকোনমি র তো এক্কেবারে হাড়ির হাল। অলরেডি সব কোম্পানি জমানো ছুটি নিয়ে নিতে জোর করছে, এর পরের স্টেপ সবাই জানে মোটামুটি। ২০০৮ এ বা ২০১৬ ও দেখাই গেছে।

    গভট থেকে ছোট বিসনেস কে স্টিমুলাস দেওয়ার চেষ্টা করছে যদিও, কিন্তু ওসবের প্রসেস সব সময় ই অনেক লম্বা। কোনোটাই সহজ নয়। হটাৎ করে একটা চালু বিসনেস বন্ধ হয়ে গেলে অনেক লোকই বাজে ভাবে এফেক্টেড হয়ে যায়, এবার তাদের ফ্যামিলি সাপোর্ট, মর্টগেজ, মেডিকেল বিল , ইন্সুরেন্স ইত্যাদি সমস্যা তো আছেই।

    একটু অফ ট্র্যাক হয়ে গেলো যদিও, তবে সবই করোনা বাবার দয়া আর কি। এবার এই সব আতঙ্কে বা ডিপ্রেশন এ বেশ কিছু লোক হার্ট আটক এ মরলে বা ডিপ্রেশন এ সুইসাইড করলে সেগুলো করোনা ডেথ কাউন্ট এ যায়না ঠিক-ই, তবে আল্টিমেট ডেথ কাউন্ট সব মিলিয়ে হয়তো হরে দরে একই দাঁড়াতে পারে। কে জানে।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:৩২438268
  • আরে বললামই তো, আমি ১০% কে ১% ভেবেছিলাম। ০ য় গোলমাল।

    তাতে অবশ্য বাকি পয়েন্টগুলো অবসলিট হয়ে যাচ্ছেনা। ইতালি, স্পেন ছাড়া অন্যান্য জায়গায় হিসেবগুলো ঠিকই করেছিলাম। মৃত্যু হার বেশ কম।
  • হখগ | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৩০438267
  • **হলে
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৯:৩০438266
  • @Ishan , @dc সুন্দর করে লিখেই দিয়েছেন, তাও একটা গ্রাফ দেখাই ,

    tyler-vigen

    তার মানে কি যে লোকটা বেশি বেশি করে চীজ খায় সে গলায় বিছানার চাদর আটকে মারা যাবে, তা তো নয় । এইরকম। মানে গড়ে দেখা যাচ্ছে যে যাদের বয়েস ৫৫'র নিচে তাদের কোরোনাভাইরাস আক্রমণ হলেও মৃত্যুর হার কম, বরং বৃদ্ধ ও অশক্ত মানুষদের অনেক বেশি ।

    কিন্তু সেটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে নিশ্চিত করে খাটবে না ।
  • হখগ | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:২৯438265
  • ভারতে তো টেস্টিং কিসু ই হয়নি।

    পাই, নন‌টেকনিকাল ড়লে আমি অনুবাদ করে দেব দে, আমার এমনিতেই বাড়ির বুড়োদের চিন্তা য় ঘুম নেই।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:২৬438264
  • ৬০০০+ /৬০০০০ = ১%?
    আচ্ছা।
  • হখগ | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:২৬438263
  • ঈশ্বর জানেন এই বাক্যের কি অর্থ । কিন্তু ইনফাইনাইট লকডাউন চলে নাকি, কিছু দিন পরেই সরকার বলবে আসুন আসুন ইকোনমি করি, করে ইন্ডাস্ট্রি বেল আউট ঘোষণা করবে
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:২৫438262
  • ইতালিতে এক্স্যাটলি এটাই হয়েছে হেলথকেয়ার সিস্টেম ইনফ্লেকশন পয়েন্ট পার করে গেছে। তাই ওটা ১ নয় ১০, ভারতে ওটা ১৫ কি ২০ শতাঙ্গশও হতে পারে।
  • lcm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:২৫438261
  • আরে, ইতালির বার্গামো-তে আমার এক কাজিন থাকে, বলল অবস্থা খারাপ, কফিন লাইন দিয়ে রয়েছে, ফিউনারেল ব্যাকড আপ
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:২৩438260
  • পর্যাপ্ত ট্রিটমেন্ট না দিতে পারলে করোনায় ক্রিটিকাল কণ্দিশনের (২০%) যেকেউ মারা যেতে পারে।

    হেল্থকেয়ার ইনফ্লেকশন পয়েন্টে পৌছে গেলে ওটা আর ১%থাকবে না, হুহু করে বাড়বে।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:২৩438259
  • ই বাবা । আমি অত বড় একটা প্রবন্ধ লিখলাম, ১০% কে ১% ভেবে? :-)
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:২১438258
  • "এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ৫৫ বছরের নিচে মারা যাবার চান্স কম বলা হচ্ছে, তার মানে এই নয় যে ব্যক্তিবিশেষের চান্স কম, বা মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই।"
    এইটার মানে বুঝিনি। চান্স কম মানে তো চান্স কমই। তার মানে তো মৃত্যুর সম্ভাবনা নেই নয়, কিন্তু চান্স কম ই।
  • dc | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:২১438257
  • "এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ৫৫ বছরের নিচে মারা যাবার চান্স কম বলা হচ্ছে, তার মানে এই নয় যে ব্যক্তিবিশেষের চান্স কম, বা মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই। এরকম ধরণের চিন্তা একধরণের ফ্যালাসির কারণ হয়ে দাঁড়ায় (ইকোলজিকাল ফ্যালাসি), যে যা ব্যাপার সামগ্রিক প্যাটার্ন দিয়ে দেখছি, সেটা বুঝি ব্যক্তিমানুষের ক্ষেত্রেও খাটে । এই চিন্তা থেকে একটু সাবধান থাকা এই আর কি ।"

    এটা তো সেই বেসিয়ান ফ্যালাসি। এমনিতে ধরুন ১% প্রোবাবিলিটি মরার, কিন্তু যে মরলো তার জন্য প্রোবাবিলিটি ১ ঃ-)
  • lcm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:২০438256
  • ঈশান,
    ওয়ার্ল্ড মিটারে দেখাচ্ছে ইতালিতে ৬০৭৭ মৃত মোট ৬৩,৯২৭ জনের মধ্যে - ১% না, প্রায় ১০%
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৯:১৮438255
  • "হ্যাঁ। কারণ কলোনির জনঘনত্ব। কোন আইসোলেশন এর সুযোগ নেই। প্রচুর লোকের রিস্কি কন্ডিশন আছে।
    ইন্ডিয়াতে পরশু যিনি মারা গেলেন, বয়স ৩৮"

    এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ৫৫ বছরের নিচে মারা যাবার চান্স কম বলা হচ্ছে, তার মানে এই নয় যে ব্যক্তিবিশেষের চান্স কম, বা মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই। এরকম ধরণের চিন্তা একধরণের ফ্যালাসির কারণ হয়ে দাঁড়ায় (ইকোলজিকাল ফ্যালাসি), যে যা ব্যাপার সামগ্রিক প্যাটার্ন দিয়ে দেখছি, সেটা বুঝি ব্যক্তিমানুষের ক্ষেত্রেও খাটে । এই চিন্তা থেকে একটু সাবধান থাকা এই আর কি ।

    বাকি পাই যেটা লিখেছে খুবই ঠিক কথা । টেস্ট, আইসোলেশন, হাত/নিঃস্বাস হাইজিন এইসব না ঠিকমতো করতে পারলে একবার ইনফেকশন হয়ে গেলে কিন্তু ভারী মুশকিল, গড় হিসেবে আপনার বাঁচার চান্স যায় হোক, আসলে কি ঘটতে চলেছে কেউ বলতে পারবে না ।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:১৮438254
  • "ইতালিতে আক্রান্তদের ১২-১৫% মারা গেছেন।"

    আমি যে দেখলাম ১%?

    https://www.worldometers.info/coronavirus/country/italy/ -- এইটা কি ভুল? অন্য সমস্ত দেশের ডেটা এর চেয়েও কম।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:১৬438253
  • কিন্তু লকডাউন হবে বলে এ যে এত্ত লোক এত্ত ভিড় গাদাগাদি করছন, এতে পুরোই হিতে বিপরীত হয়ে গেল মনে হচ্ছে।
  • lcm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:১৬438252
  • ইতালির বার্গামো-তে অনেকে বুঝতেই পারে নি, সাধারণ ফ্লু ভেবেছিল, যাদের ওখানে হয়েছিল তাদের মধ্যে সিরিয়াস কন্ডিশনে গেছে নাকি ২৫-৩০% , এখনো অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছে। যে কোনো দেশেই এটা সম্ভব, ভারতেও ।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:১৫438251
  • আপনি যেটা বলছেন, সেটা এরকমঃ

    ১। সবাইকে ঘরে বন্ধ রাখো কিছুদিন।

    ২। এর মধ্যে যাদের সিমটপ ডেভেলাপ করল, তাদের পরীক্ষা করো।

    ৩। যদি পজিটিভ হয়, এদের সংযোগে যারা এসেছে, তাদের সবার পরীক্ষা করো।

    ৪। যাদের পজিটিভ এল, তাদের সবাইকে আইসোলেশনে রাখো।

    এইটা কি ঠিক বুঝলাম?
  • dc | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:১৪438250
  • আপনারা এতো ভয় পাচ্ছেন, এদিকে ইন্ডিয়ান সামার আসছে। চল্লিশ ডিগ্রি ভার্সাস করোনা, দেখা যাক কে জেতে।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:১৪438249
  • ইতালিতে আক্রান্তদের ১২-১৫% মারা গেছেন।
    ভারতে ৫-১০ লাখ আক্রান্ত হলে কতজন মরতে পারেন, ইতালির থেকে ১০ গুণ খারাপ হাস্পাতাল আইসিইউ পরিকাঠামো নিয়ে?

    সব মানুষ না মরে ১ লাখ মানুষ মরবে, তাও ৫৫+ কি অন্য রোগ থাকা, সে ঠিক আছে, আর কী করা যাবে, ভাবলে কী আর আছে।
  • b | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:১২438248
  • অর্জুনের লিংক টা খুব ডিস্টার্বিং। এদিকে টেলিগ্রাফ লিখেছে যে শেষ অবধি সব বোঝানো গেছে।
    এই সব কেস গুলোতেই মনে হয় রামকৃষ্ণ মিশন ও অন্যান্য ভলান্টারি অর্গানাইজেশনের এগোনো উচিত।
  • Amit | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:১১438247
  • ইতালি তে ডেথ রেট যদি কমতে শুরু করে, তাহলে একটা ভালো লক্ষণ। সব কটা দেশেই তাই হবে হয়তো, একটা পিক এ উঠে পড়তে শুরু করবে হের্ড ইমিউনিটি র কারণে, পিক টা যত নিচে হয় আর যত তাড়াতাড়ি হয়, ততই মঙ্গল।

    এটা সত্যি যে এর কোনো আশু , বেনেভোলেন্ট সমাধান নেই। যেদিকেই যাওয়া যাক না কেন, সব লোকের সব ভোগান্তি এড়ানো জাস্ট সম্ভব হচ্ছে না।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৯:১০438246
  • "তাহলে ভয়টা কীসে পাচ্ছি আমরা? আমি সত্যিই বুঝছিনা। হাল্কা করে আইসোলেশন, বুড়োদের সাবধানে রাখা, আর মেডিকেয়ারে প্রচুর টাকা ঢাললেই তো হয়। যেন খুব দ্রুত না ছড়ায় আর হাসপাতালে চিকিৎসা হয়, এইই তো চাই।"

    ভয়ের তো সত্যি কিছু নেই, প্যানিক এর কোনো কারণ নেই ।
    এই হালকা করে আইসোলেশন, বুড়োদের সাবধানে রাখা, যাদের প্রয়োজন তাদের চিকিৎসার টাকা বরাদ্দ এগুলো করতেই হবে ।
    এই অবধি ঠিক আছে ।
    কিন্তু এইটা তো একটা এপিডেমিক, তাকে নিয়ন্ত্রণে আনার জন্য কিছু কাজ কর্ম করার আছে, তার তিনটে অঙ্গ:

    ১) এপিডেমিক সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সমস্ত লোককে টেস্ট করে ও তাদের ডায়াগনসিস করে আলাদা করে ফেলা (সারা পৃথিবী জুড়ে এখন যেটা চলছে, বিদেশ থেকে ঘুরে এসেছেন, কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, টেস্ট করতে হবে ) | যত বেশি টেস্ট করতে পারবেন তত ভালো | কিন্তু এ টেস্ট খরচ ও সময়সাপেক্ষ, অতএব সবাইকে করা যাবে না, নির্দিষ্ট কিছু মানুষের জন্যে ঠিক করা হয়েছে
    ২) কন্টাক্ট ট্রেস করতে হবে , যারা যারা আক্রান্ত হতে পারে, তাদের লাইন লিস্ট তৈরী করে ধরে ধরে টেস্ট করা
    ৩) সবাইকে আলাদা করে দিয়ে জীবাণুর ট্রান্সমিশন কে খতম করে দেয়া ।

    এবার একবার কমিউনিটি ট্রান্সমিশন শুরু হলে আর কারো বোঝার ক্ষমতা থাকে না যে কে কথা থেকে ছড়াচ্ছে, তখন পুরো সিস্টেম শাটডাউন করে নতুন করে reboot না করলে আর কিছু করার থাকবে না। এখন সেই ব্যাপারটাই চলছে |

    মানুষ নিজে থেকে যত ধৈর্য্য ধরে এই আইসোলেশন আর লক ডাউন করে রাখলে দেখবেন অল্প দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ।
  • lcm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:১০438245
  • যা দেখা যাচ্ছে এছাড়া তো আর উপায় নেই, যতদিন না ওষুধ বেরোচ্ছে, এবং সহজলভ্য হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত