sm | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১৪:০৪437672
দ্রি | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১৩:৫৮437670
দ্রি | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১৩:৫৪437668
sm | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১৩:৪৪437665 sm: "ধরাযাক উত্তর ইতালি তে সংক্রমণ বেশি।দক্ষিণ ইতালির লোকজন অধিকাংশ আন ইন ফেকটেড।
এবার কড়া কড়ি শিথিল হলে তো দক্ষিণ ইতালির আন ইনফেকটেড লোকজনের মধ্যে ছড়িয়ে পড়বে। চীন এর কথাই ধরুন যে যে অঞ্চল গুলোতে ইনফেকশন ছড়ায় নি বা মিনিমাম,সেখানে তো আবার করোনা ঘুরে আসতে পারে?"
সেটা নির্ভর করবে লকডাউনের সময় কি করা হয়েছিল ও কখন লকডাউন শিথিল করা হচ্ছে। লকডাউন করে সবাইকে ঘর বন্দী বা Quaranatine বা হাসপাতালে পাঠিয়ে ট্রানসমিশানটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে । তার সঙ্গে অবশ্যই টেস্টিং ও চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। এবার যারা রিকভার করল, তাদের দ্বারা তো আর নতুন করে ইনফেকশন ছড়াবে না। কিনতু আপনি যে সিনারিও দিলেন, তাতে বাকী susceptible লোকের মধ্যে infection ছড়াতে পারে, সে ইনফেকশন কোথা থেকে আসছে সেটা জানা জরুরী, এবং এইখানে Herd Immunity'র একটা ভূমিকা থেকে যায়। ধরুন SARS এর হিসেব অনুযায়ী (এখন অবধি ওইটাই benchmark), 60-70% Herd Immunity হলেই নতুন করে ইনফেকশন না ছড়ানো উচিৎ, তবে নিশ্চিত করে কিছু বলা মনে হয় না এই মুহূর্তে সম্ভব, সবটাই কিন্তু স্পেকুলেশন।
<<দুই, আফ্রিকার প্রায় গোটা ত্রিশ দেশে,এখনও কোন সংক্রমণ হয় নি।এটা কি উষ্ণ আবহাওয়ার জন্য? >>
মনে হয় না, সংক্রমণ "না হওয়ার" কারণ এরা যথষ্ট পরিমাণে টেস্টিং করায়নি, হয়ত আছে, হয়ত নেই, কতটা আছে বা নেই কেউ নিশ্চিত করে জানেনা। তাছাড়া, হয়ত বাইরের দেশ থেকে যাতায়াত কম হয়ে থাকতে পারে, সে কারণে imported ইনফেকশনের রেটটাই কম। চীন ছাড়া অন্য সব দেশেই প্রথমে imported তারপর কমিউনিটি ট্রানসমিশন হয়েছে। একমাত্র চীনদেশেই গোড়া থেকেই কমিউনিটি ট্রানসমিশন ।
<< তিন,ব্রিটেন বা আমেরিকা যা স্টেপ নিয়েছে বুঝলাম;জাস্ট ঘিরে বসে থাকো 14 দিন।কারোর কোন টেস্ট এর দরকার নেই।যদি খুব অসুস্থ বোধ করে কেউ বা ইচ্ছুক ব্যক্তির জন্যেই টেস্ট এর ব্যবস্থা।এতে তো মোট ইনফেকশন এর পরিসংখ্যান ই পাওয়া যাবে না। >>
পরিসংখ্যান পাওয়া যাবে না, কিন্তু আপাতত ট্রানসমিশন কমবে। যেহেতু টেস্ট করিয়ে পজিটিভ এলে তখন অন্য রকমের চিকিৎসা করতে হবে, এবং এখন টেস্টিং এর ওপর চাপ, তাই হয়ত এরকম করেছে । এ সেই অনেকটা ভিক্ষে চাই না মশাই কুকুরটাকে সামলান কেস।
<<চার,জার্মানির,ডেথ রেট তুলনা মূলক ভাবে ভীষণ কম। জাপান ও তাই।ঠিক কি মেজার তারা নিয়েছে?>>
জাপান ও জারমানির কেসটা এক নয়। জাপান ২০০৩ এর সারস এপিডেমিকের পর অনেকটাই প্রস্তুত ছিল, ফলে প্রথম থেকে কিছুটা গাফিলতি করলেও টেস্টিং আইসোলেশন, চিকিৎসা করে সামলে নিয়েছে। জারমানীর কেসটায় এরা অন্য রকমের তৈরী, যেমন ইনটেনসিভ কেয়ার, অল্প বয়েসীদের মধ্যে বেশী, প্লাস জারমানী কিন্তু আমি এক জায়গায় পড়লাম যে সব ডেথ পোস্টমরটেম করেনি বা আন্ডার ডায়াগনোস করেছে, সেটা বিশ্বাসযোগ্য কিনা জানি না, তা যদি হয়, তাহলে ডেথের স্ট্যাটস জারমানীর ক্ষেত্রে হয়ত আনডাররিপোরটেড হতে পারে ।
অর্জুন | 172.69.***.*** | ২২ মার্চ ২০২০ ১৩:২৭437663'Expect 300- 500 million cases in India before July'
- Ramanan Laxminaryan
S | 108.162.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৫৬437660
S | 108.162.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৫৩437659
sm | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৫২437658
অর্জুন | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৫১437657ট্রেন বন্ধের ডাক ঠিকই করেছে। কাল রমণন লক্ষ্মী নারায়ণ বললেন এখন যদি টোটাল শাট ডাউন না হয় তাহলে এর পরে কয়েক মাস শাট ডাউন রাখতে হবে।
হখগ | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৪৬437656
sm | 172.69.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৪৩437655
হখগ | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৪২437654
হখগ | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৪১437653
dc | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৪০437652
হখগ | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৩৯437651
sm | 172.69.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৩৮437650
ন্যাড়া | ২২ মার্চ ২০২০ ১২:৩৭437649গান শুনুন।
হখগ | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৩৫437648
dc | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৩৩437647
হখগ | 162.158.***.*** | ২২ মার্চ ২০২০ ১২:৩০437646