একেই বলে স্পিরিট। আমাদের এক প্রতিবেশী ভদ্রলোক, ৭৮-৭৯ বছর বয়েস। বড় মেয়ের সঙ্গে থাকেন। নাতনির সি এস সি পরীক্ষার পরে ছোট মেয়ের কাছে পুনেতে যাওয়ার সব ঠিকঠাক। একদম শেষ মুহূর্তে এসে টিকিট ক্যানসেন করলেন। আমি কত বললাম ফ্লাইটে যাচ্ছেন অসুবিধে কি! চলে যান। যাবেন না। ভদ্রলোকের জন্যে মেয়ে, নাতনীও যেতে পারল না! :-(
@ অরিন-দা
১৭ মার্চ ২০২০ ০১:০২ র মেসেজটা নিলাম। ল্যাপিতে সেভ করলাম।
এখানে রাজ্য সরকার ৩১ তারিখ অবধি ছুটি ডিক্লেয়ার করেছে। গরম তো এখানেও বাড়ছে। শুনেছিলাম গরম বাড়লে (৩২ ডিগ্রি) কম্বে কিন্তু আবার শুনলাম তা নয়। সিঙ্গাপুরে আমার এক কাকা আছেন। ওখানে প্রচুর লোকের ধরা পড়ে কিন্তু সিঙ্গাপুর সরকার দুর্দান্ত ব্যবস্থার জন্যে একজনেরও মৃত্যু হয়নি।
ISKCON হচ্ছে আরেকটা জায়গা, খুব ভয়ংকর!
কাল গোমূত্র এখানেও নাকি বিলি হয়েছে। শুনছি লোকটাকে অ্যারেস্ট করা হবে।
Coronaর জন্যে নাকি রাস্তা ঘাট েপ্রেম বন্ধ হয়েছে। কাল একজন ফেবুতে লিখল ঢাক ুরিয়ালেক শুনশান। :-)
@অমিত বাবু, অস্ট্রেলিয়ার কি খবর?
এটা ওয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে। @Icm :-))
'এখন সেলফ আইসোলেশন এর কথাও বলছে ।' সেটার ওপরেও জোর দিয়েছেন।