এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এই | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২৩:২৬434280
  • আবার শুরু হয়েছে পেখম মেলে ঘোরা। :-D
  • এলেবেলে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২৩:২২434279
  • বন্ধু অধ্যাপক অর্জুনদেব সেনশর্মার দেওয়ালে লেখাটা দেখে এখানে চিপকে দেওয়ার লোভ সংবরণ করতে পারলাম না। আবার রাতের দিকে আসতে পারি। মাধ্যমিকের খাতা আছে, বেজায় চাপ জীবনে!

    *************************

    দেখলাম রবীন্দ্রভারতীতে একটা কবোষ্ণ সাংস্কৃতিক রিভ্যাইভাল হচ্ছে৷ যারা দায়িত্বে আছেন তাদের মূল পাণ্ডা তৃণমূল যখন এল তখন অটো চালাতেন সিঁথি দমদম রুটে।

    অটো একটি রজনীকান্ত টাইপের যান। যার হাতে অটোর গিয়ার সে বহুদূর যেতে পারে। উল্টোডাঙা থেকে কইখালি পর্যন্ত যেতে পারে। তৃণমূল ছাত্র যুব নেতা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অফ দ্যা ইয়ার হতে পারে। এই মূল পাণ্ডা বাপ্পা তা করে দেখিয়েছে। বাপ্পার ঝুলিতে অনেক রেকর্ড। যেমনঃ

    ~শ্লীলতাহানির অভিযোগে হাজতবাস।

    ~ইউনিভার্সিটি চলাকালে মদের বোতল হাতে খালি গায়ে উদোম নাচ।

    ~রেজিস্ট্রেশান করতে মানুষের যে সময় লাগে সেই সময়ও খরচ না করে পিএইচডি অর্জন।

    ~সব্যসাচী স্যারের থেকে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার খেতাব নেওয়া।

    ~বাগান করা, ধমক চমক, বাইকবাজি!

    এই বাপ্পারাজে সম্ভবত রবীন্দ্রনাথ প্রসন্নই হয়েছেন। কেননা তিনি শালীনতার পক্ষে।

    এইসব কিছুই পরের মুখের ঝাল খাওয়া না। আমি বাপ্পার অটোয় চড়েছি। বাপ্পাকে ধমকাতেও দেখেছি। কারণ আমি ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখতে যেতাম। পরবর্তী কালে কাজের সূত্রে এই ঘটনাপরম্পরার দু' একটি নিউজ হেডলাইনও করতে হয়েছে। সে কথায় পরে আসছি। রবীন্দ্রভারতীতে পড়তে গিয়ে দেখেছি, ছাত্রী কী জামাকাপড় পরবে তাই নিয়ে শিক্ষক বারবার কথা বলছেন। তখনও রবীন্দ্রনাথের কোনও ক্ষতি হয়নি কেননা তিনি শালীনতার পক্ষে।

    ২০১৯ সালে রবীন্দ্রভারতীতে গণ ইস্তফার একটি ঘটনা ঘটে। কাজের সুবাদে কথা চালিয়ে জানতে পারি সংস্কৃত বিভাগের অধ্যাপক সরস্বতী কারটেকাকে তিন ঘণ্টা আটকে রেখেছে বাপ্পা ব্রিগেড। জাত তুলে অপমান করে হয়েছে। ভূগোলের অধ্যাপক বিন্দি রাইয়ের গায়ের রং নিয়েও তুমুল বাহাস চলে। তৃণমূলের বড় মাথারা আসরে নেমে ড্যামেজ কন্ট্রোল করে।

    এইসবের কিছুতেই রবীন্দ্রনাথ এতটুকুও ক্ষতিগ্রস্ত হননি। কেউ এগিয়েও আসেনি রবীন্দ্রনাথের জোব্বা বাঁচাতে। হলেন রোদ্দুরের টিটকিরি লোকে গায়ে তোলায়। এতই ক্ষতি যে গেস্টাপোর আশ্র‍য় নিতে হয়েছে। মিলিটারি দেশ মিলিটারি বাপ্পা মিলিটারি রবীন্দ্রনাথ মিলিটারি শিক্ষা। বিদূষণ রুখতেই হবে। এবং পাল্টা খোল দ্বার খোলফোল হচ্ছে দেখলাম।

    এইখানে পুরো ইতিহাসটাই লিখে রাখলাম। বহিরাগত নই। বাল ছিঁড়তেও ইউনিভার্সিটি যাইনি। নিজের বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি৷ কাজ মিটে যাওয়ার পর কখনও ক্যাম্পাসেও যাইনি। কাজেই রাবীন্দ্রিক বাপ্পা ও অতিরাবীন্দ্রিক কালচারকাকুদের জন্যে ওই, চাররাস্তার মাঝে দাঁড়িয়ে আমি যা করার কথা ভাবছি।

  • অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২৩:২০434278
  • ঠাকুর বাড়ির কিছু সদস্য, সদস্যাকে দেখাতে পারলে খুশী হতাম যে তাদের সম্পর্কে এখানকার লোকজন কি ভাবেন! 

    ভাবছি  ওয়াটসঅ্যাপ করে দিই। 

  • অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২৩:১৭434277
  • ঠাকুর বাড়ির জন্যে আমার উইকি টুইকি দরকাত্র হয়না। ঠাকুর বাড়ি আমার আত্মীয়। সম্পর্কে এবপ্নগ আত্মার।

    দ্বারকানাথ জমিদার ছিলেন। তিনি যে সময়ের মানুষ সেই সময়ের বাবু সংস্কৃতির আর পাঁচ জন যা করতেন তাই করেছেন। তার আরো সঙ্গে আধুনিক ব্যবসার পত্তন করেছেন । He was the father of Indian philanthropy. মেডিক্যাল কলেজের জমিটা তাঁর দান। বিলেতে গিয়ে ইংল্যান্ডের সর্বচ্চো মহলে মিশে বুঝিয়ে দিয়েছিলেন ভারতবাসী শুধু ক্রীতদাস নয়। ভারতের প্রথম আধুনিক মানব রামমোহনের নানা সমাজ সেবামূলক কাজে দ্বারকানাথের বিশেষ অবদান ছিল। প্রথা বিরুদ্ধ রামমোহন তখন সামাজিক ভাবে ত্যাজ্য।

    দেবেন ঠাকুর বিতর্কিত মানুষ অবশ্যই। তাঁকে তার কৃতকর্মের জন্যে কাঠগড়ায় দাঁড় করান।
    কিন্তু আবার তিনিই এত গুলো প্রতিভাবান সন্তানের পিতা।

    ঐ বাড়ি থেকে দেশের প্রথম আই সি এসটি লেখেন ‘মিলে সবে ভারতসন্তান’ ।

    জ্যোতি ঠাকুর সঙ্গীত, নাটক, অনুবাদ সাহিত্য, চিত্রাঙ্কন এসব বহুমুখী সৃষ্টিশীল কাজের একজন পথপ্রদর্শক।

    মেয়েরা যখন পোশাকের অভাবে বাইরে বেরোতে পারেনা। এই পরিবারের বউ জ্ঞানদানন্দিনী আবিষ্কার করে ফেললেন মেয়েদের পরে বেরনোর মত পোশাক।

    এই বাড়ির সবচেয়ে উজ্জ্বল ছেলেটি একটি লাল মাটির গ্রামে তৈরি করে ফেললেন দেশের প্রথম মডেল প্রতিষ্ঠান যেখানে প্রাচ্য ও পাশ্চাত্য এক হয়।

    বঙ্গ ভঙ্গ রোধ করতে সবচেয়ে সোচ্চার প্রতিবাদ করে এবং হিন্দু মুসলমান ঐক্য বন্ধনে পালন করে ‘রাখী বন্ধন’ উৎসব।

    জালিয়ানয়ালা বাগ কাণ্ডে যখন জাতির জনক, ‘দেশবন্ধু’ , ‘দেশপ্রিয়’ সবার মুখে কুলুপ তখন তিনিই ফিরিয়ে দেন সবচেয়ে উচ্চমানের ব্রিটিশ টাইটেল।

    বাংলার সশস্ত্র আন্দোলনের বিপ্লবীরা এই বাড়ির সরলা দেবীকে মনে করতেন তাঁদের নেত্রী ।

    ভারতীয় চিত্রকলা পুনরুদ্ধার করেন অবনীন্দ্রনাথ, সঙ্গে গগনেন্দ্রনাথ ।

    গগন ঠাকুর প্রতিষ্ঠা করেন প্রথম ভারতীয় এন জি ও।

    সেই সময়ে কমিউনিজম গুটিকয় যাদের হাত ধরে এসেছিল, তাদের মধ্যে একজন হলেন এ বাড়ির সৌমেন্দ্রনাথ ঠাকুর।

    অনেকেই জানেনা ভারতীয় হ্যান্ডিক্র্যাফটের পথিকৃৎ ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ।

    শর্মিলা ঠাকুর তো রয়েছেন।
  • অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২৩:১৪434276
  • কেউ কেউ এখানে আছে জনিজস্ব কিছু বলার থাকেনা। চাপচিকে, ব্যাঙাচি জানিনা। হঠাৎ হাঁচি দিয়ে চলে যায়। 

    কিছু শুদ্ধ বাংলা উচ্চারণ গারগেলের মত শোনায় ! দিনকাল খুব খারাপ। 

    Corona virus এই ভাবেই ছড়িয়ে পড়ে । 

  • Du | 172.69.***.*** | ০৮ মার্চ ২০২০ ২৩:১৩434275
  • পুরো আলোচনা পড়ি নি। কিন্তু খুবই দুঃখ পেলাম লীলেনের টইয়ের রিমার্ক গুলোকে অশ্লীলতার উদাহরন হিসেবে নেওয়ায়। ওগুলো কারো ভাবাবেগে আঘাত লাগার মত সুক্ষ্ম কিছু ছিল না, প্লেন অ্যান্ড সিম্পল হেট স্পীচ। যে কোন মানুষের বিরুদ্ধে।
  • সে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২৩:০৬434274
  • ভাল লেখা।
  • একলহমা | ০৮ মার্চ ২০২০ ২৩:০০434273
  • ব্রতীন, গুরুতে আমার মতন সদ্য যোগ দেওয়া লোকেদের জন্য গুরুর সুশীল মানুষদের একসাথে অনেককে পাওয়া গেল - এইটা একটা বড় প্রাপ্তি হল।
  • sm | 108.162.***.*** | ০৮ মার্চ ২০২০ ২২:৫৫434272
  • আমি সত্যিই হেসে ফেলছি।খিস্তি দেবার অধিকার, তাও কিনা অধিকার!
    এতো সেই,
    দীনতার অভিমান, তাও অভিমান, তাও মনে পাবে কেন স্থান?
    -কালীদাস রায়।
  • sm | 108.162.***.*** | ০৮ মার্চ ২০২০ ২২:৫২434270
  • সেদিন কোহলির কি ন্যাজে গোবরে অবস্থা!
  • সে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২২:৪৭434269
  • পুরুষমানুষের তো খিস্তি দেওয়ার অধিকার থাকে রে। ম্যাচোম্যান কোহলি, অ্যাংরি ম্যান।
    যাদের অধিকার নেই, যেটুকু আছে তাও কম কম, তাদের মুখে এসব মানায় না।
  • অপু | 172.69.***.*** | ০৮ মার্চ ২০২০ ২২:৩২434268
  • কোহলি খিস্তি আর সুশীল বাঙালী সমাজ - ব্যাখ্যা করো (5)
  • π | ০৮ মার্চ ২০২০ ২২:২৭434267
  • গ্রুপে তো মামুর লেখাটা নিয়ে ধুন্দুমার!
  • sm | 108.162.***.*** | ০৮ মার্চ ২০২০ ২২:২৫434266
  • তাও ভালো,রোদ্দুর রায় এর কার্য কলাপ কে ছ্যবলামি বলেছেন।
    কতজন তো এখানে উহা প্রাতিষ্ঠানিকতার গালে থাপ্পড়,সঠিক কাজ,কেয়া বাত, দূরন্ত, এরকম আরো চাই ;বলে পোস্ট করলো ।কিন্তু আপনি কেমন ছ্যবলামি ধরে ফেললেন দেখেছেন?
    সঠিক পাগলই একমাত্র প্রকৃত পাগল চিনতে পারে।প্রাচীন প্রবাদ।
  • sm | 108.162.***.*** | ০৮ মার্চ ২০২০ ২২:১৭434265
  • এই তো দিন কয়েক আগে কোহলি নিউজিল্যান্ড এর মাঠে একটি গাল দেবার জন্য গুরুতে প্রায় আমসত্ব থেকে আমসী হয়ে গেলো।কতো কি গেলো গেলো রব উঠলো।কতো ব্যাঙ্গের ফুলঝুরি উঠলো।
    দু এক জন মিন মিন করে - ও তো খেলার মাঠ,এসব তো হয়েই থাকে বলতে গিয়ে ছিলো বটে কিন্তু বন্যার তোড়ে এক্কেরে ভেসে গেলো।
    নিজের চোখে দেখা।কি বলবো রে ভাই!
  • r2h | 172.68.***.*** | ০৮ মার্চ ২০২০ ২২:০৮434264
  • হেট স্পিচ, হুমকি ইত্যাদি আর দাঁত কেলিয়ে ছ্যাবলামি এক না।
    দাঁত কেলিয়ে ছ্যাবলামির জন্যে কাউকে আদালতে সোপর্দ করাটা উন্নততর ছ্যাবলামি।

    এই তো, বেসিক জিনিস।

    খিস্তি নিয়ে আমার ডিফেন্সের কিছু নেই। দেখুন পারেন কিনা পৃথিবী থেকে খিস্তি তুলে দিতে।
    রবিগান নিয়েও নেই। বিশ্বভারতী আধমরা করেছে, বাকিটা আপনারা হুজুর মাইবাপ, সাবাড় করে দিন।

    এবার চলি। কাল সোমবার।

    চলো নিয়ম-মতে।
    দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো !
    চলো সমান পথে।
    ‘হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই–
    পাগল ঝর্নাগুলো দক্ষিণপর্বতে।’
    ও দিক চেয়ো না, চেয়ো না– যেয়ো না, যেয়ো না।
    চলো সমান পথে।।
  • sm | 14.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৫৮434263
  • আচ্ছা,এই যে লোকজন এতো কেস খায় ইউ টিউব বা ফেসবুক এ মেসেজ দিয়ে;কেন বলুন তো?পিটি তো একটা উদাহরণ দিলেন ই।
    এটা তো এনক্রিপ্টেড কিছু নয়।
    দুই,আপনি পুরো জাজ বনে গেছেন দেখছি।লোকে রবীন্দ্র সংগীতের কাটা ছেঁড়া নিয়ে আপত্তি জানিয়েছে,এর বেশি তো কিছু নয়।
    তিন,পানু ইন্ডাস্ট্রী রম রম করে চলুক।যে দেখার দেখুক।কিন্তু উহা শিল্প।ওটি শিল্পীর স্বাধীনতা বলা টি বেমানান।যদি পানু ,সিনেমা তে শিল্পের নামে ঢোকানো হয়,তবে সেন্সর বোর্ডের রাইট আছে কাঁচি চালানোর।সাফ যুক্তি।যতোই শিল্পীর স্বাধীনতা নামক ঢাল তুলে ধরুন।
    ইউটিউব ও জনগণের আপত্তি তে,কিছু জিনিষ সম্প্রচার বন্ধ করে।ইউ টিউব কোন অল অর নান নয়।
    চার,খিস্তি নিয়ে নিজের ডিফেন্স সাজান।উহা পুরুষ তান্ত্রিক সমাজের নৃশংসতার বহি :প্রকাশ হিসাবে দেখবেন, নাকি মধুর বচন বলে প্ৰশ্রয় দেবেন।
  • T | 172.69.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৪৮434262
  • হ্যার.. :))
  • dc | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৪৫434261
  • তিতাস হলে কি তিতাস পানু দেখতে যেত?
  • r2h | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৪২434260
  • ইউটিউবে তো ক্লিক না করলে নিজে থেকে কিছু খোলে না।

    T ২১:৩৬ এইটা চরম ক্যাওঃ)
  • সে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৪১434259
  • sm | 108.162.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৪০434258
  • রোদ্দুর রায়, বছর তিনেক ধরে ধাক্কা দিয়ে চলেছে।অক্লান্ত।ওই দাঁত মুখ খিঁচিয়ে গান দেখলে আর ওই সুর শুনলে, কোমার রুগী চোখ চেয়ে তাকাবে।সঙ্গীত জগতের মূর্তিমান অর্ফিউস।
  • সে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৩৯434257
  • T | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৩৬434256
  • হাঃ, একলহমার সংক্ষিপ্ত পানু নামে কেলেঙ্কারী আর কিইই বা অ্যামন! রূপনারাণের তীরে আস্ত একটা পানু সিনেমা হলই ছিল। নাম তিতাস।

    সে কীইই ঝকমারি।
    :))
  • r2h | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ২১:৩০434255
  • একলহমা ২১:২২ ঃ) ঃ) ঃ)

    তবে, কলকাতা যাওয়ার আগে 'পানু' শব্দটা শুনিনি (কলকাতা গেছি স্কুলের গন্ডি পেরিয়ে)। আগে তো পানু নাম হতোই লোকের। আমাদেরই পানুমামা বলে এক মামা আছেন।
  • একলহমা | ০৮ মার্চ ২০২০ ২১:২৮434254
  • সে | 162.158.150.93 | ০৮ মার্চ ২০২০ ২১:০৮
    হেলিকপ্টার শট। ঃ)))))))
  • একলহমা | ০৮ মার্চ ২০২০ ২১:২৫434253
  • r2h | 162.158.166.86 | ০৮ মার্চ ২০২০ ২১:১৯
    পুরোপুরি সহমত।
  • একলহমা | ০৮ মার্চ ২০২০ ২১:২৪434252
  • "আর ঐ মেয়েদের নিয়ে জনতা যা করছে তা জঘন্য। মেয়ের পিঠে কে কী লিখেছে তা নিয়ে তো পিঠের মালিক ভাববে। মেয়ের পিঠের বারোয়ারী ইজারার দাবী কোন দেশী ভদ্রতা?" - এক্কেবারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত