Biden’s lies & record are bad enough, but the biggest risk is his obvious cognitive decline. He said he’s running for Senate, confused wife & sister, forgot Obama’s name etc. This isn’t going away. If Dems close their eyes & keep pushing Joe, it’ll be an agonizing 8 months ahead.
জিল স্টেনের টুইট। খ এর জন্য দিলাম। :-)
অভিধান তো আদপে শব্দ ভাণ্ডার। অনেকটা রান্নার উপকরণের মতন। রাঁধুনি উপযুক্ত উপকরণ তুলে নিজের মনের মত রান্নাটি রাঁধবেন। সেই রান্নাটিতে আরেকজন যদি বিছুটি পাতা বা বুনো ঘাস বেটে মিশিয়ে দেয় তখন এত পরিশ্রমের রান্নাটি পুরোই ফেলে দিতে হয়।
এই জন্যেই বলেছে
too many cooks spoil the broth
তাই অন্যের রান্নায় নজর না দিয়ে যে যার স্বাদানুযায়ী নিজের রান্নাটি রাঁধাই ভাল। :-)
খুব হাস্যকর একটা ব্যাপার চলছে। একটি শব্দ অভিধানে নেই বলে অভিধানও তুচ্ছ বলে গণ্য হচ্ছে। ব্যাকরণের বা কি দরকার! যেমন খুশী লিখলেই তো হয়!
ডিকশেনারি পড়তে আমারও খুব ভাল লাগে। একটা শব্দের কত রকম অর্থ থাকে। রবীন্দ্রনাথ ডিকশেনারী পড়তেন।
নিয়ম ভাঙা আর 'যা করেছি বেশ করেছি' দুটো আলাদা ব্যাপার।