গোলাপের দেশ হল কাশ্মীর। জুলাই মাসেও দেখলাম কত রকমের গোলাপ ফুটে আছে।
ইয়েসসস। স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এই রবীন্দ্রনাথের ইংরেজি সুরে গানগুলোর ক্যাসেট বের করেছিলেন। খুব হিট হয়েছিল।
গানগুলো শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ @i
অরিন-দা আবার 'আপনি' কেন?
@i ও @অর্জুন, :-), দারুণ লিখেছেন।
@i, গানগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ! ভারি ভালো লাগল।
এই কবি অবশ্যই রবার্ট ("রবি") বার্নস, বাংলার "রবি" রবীন্দ্রনাথের অনবদ্য অনুবাদে পুরনো সেই দিনের কথা (""auld lang syne") আর ফুলে ফুলে ঢোলে ঢোলে ("ye banks and braes o' bonnie doon") আমাদের অনেকের প্রিয় । আসলে আজ সকালে @Atoz এর গোলাপের গল্প পড়ার পরই বার্নসের সেই গানের কথাটা মাথায় ঘুরছিল, "My love is like a red red rose" ( ) । গানটা বব ডিলানের সবচেয়ে প্রিয় গান।
ছবিটা এ সপ্তাহে ডুনেডিনে তুলেছি। ডুনেডিনে গেলেই সিটি সেন্টারে এই বিশাল আবক্ষমূর্তিটির কাছে আমি হাঁ করে দাঁড়িয়ে থাকি। জন্মের ২৫০ বছর পরেও আজকের দিনে বার্নসের গান কবিতা মন ভরিয়ে দেয়।
ছবিটা,
ফুল আর কবিতা নিয়ে দারুণ লেখা দেখছি। কুইজ, ছবির ভদ্রলোকটির মূর্তি ডুনেডিনের সিটি সেন্টারে দেখবেন। গুগল না করে, কে ইনি ও বাঙালির সঙ্গে এনার কিসের সম্বন্ধ (কবিতা সংক্রান্ত)?