এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫০430470
  • পিকে-র এই খবর আজকের কাগজে কেন? এসব লোককে লাগছেই বা কেন? কেজরি কেন বলেছিলেন যে শাহিনবাগের জমায়েত তিনি লাঠি চালিয়ে তুলে দিতে পারেন? তারপরে পাল্টি খেলেন কেন? ভোট পার্সেন্টেজ কমল কেন? কে জানে!

  • pi | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪২430469
  • এসব কী!
  • g | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৩430467
  • আশুতোষ তো প্রবন্ধ লিখে বলেছিলো, বেশ করছে সফট হিন্দুত্ত্ব করছে।
  • এলেবেলে | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৩430466
  • আমি আর যাই হোক কোনও ভাবেই তিনো নই। আমি বৃহত্তর আঙ্গিকের কথা, বৃহত্তর রাজনীতির কথা বলতে চাইছি আপ প্রসঙ্গে। আপ হচ্ছে আউট অ্যান্ড আউট একটা মিডল ক্লাস পার্টি যে মিডল ক্লাস এই সো কলড উন্নয়ন-টুন্নয়ন খুব ভালো খায়। কিন্তু আপের জয় উন্নয়নের কারণে হয়নি, হ্যাঁ ঠিক পড়ছেন, হয়নি। হলে ২০১৪তে আপের ভোট পার্সেন্টেজ ২০১৯এ প্রায় ২৫% কমে না। হলে ভোটের কিছু আগে পিকে-কে দরকার পড়ে না। শুধু উন্নয়ন দিয়েই জয়ী হওয়া যায়। পাশাপাশি বিজেপির সিট সেভাবে বাড়েনি ঠিকই কিন্তু ভোট পার্সেন্টেজ যথেষ্ট বেড়েছে অর্থাৎ গতবারের তুলনায় প্রায় ৮% বেশি। এটা যথেষ্ট আশঙ্কাজনক কারণ বিজেপি তার লং টার্ম স্ট্র্যাটেজিতে সফল।

    এবার বৃহত্তর রাজনৈতিক আঙ্গিক। বিজেপির ঘোষিত শত্রু মুসলমান ও কমিউনিস্টরা এবং এর বয়স কম-বেশি ১০০ বছর। এই যে ম্যাঙ্গো পাবলিক বিজেপিকে হারিয়ে 'লেসার এভিল' মমতা, নীতীশ, নবীন, কেজরিওয়ালকে বেছে নিচ্ছে এটা মারাত্মক অশনি সংকেত। এর ফলে নীতিগতভাবে যারা বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে সেই বামেরা ক্রমশ প্রান্তিক ও গুরুত্বহীন হয়ে পড়ছে। এবং এই তথাকথিত 'লেসার এভিল'-রা যে যে কোনও মুহুর্তে বিজেপির জোটসঙ্গী হতে পারে (ওপেনলি বা গোপনে) তার একাধিক নজির আছে। এ রাজ্যে রাজীব কুমার তার অন্যতম দৃষ্টান্ত। ফলে আদতে যেটা হচ্ছে সেটা হল রাজ্যগুলোতে লেসার এভিল এবং কেন্দ্রে বিজেপি। পুরোটাই বিজেপির পক্ষে উইন-উইন সিচ্যুয়েশন এবং 'দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে' গেমপ্ল্যান। মনে রাখবেন কেজরিওয়ালের হনুমান মন্দিরে যাওয়ার ব্যাপারটাও। কাজেই যাঁরা মনে করছেন আপ জিতেছে মানে বিজেপি হেরেছে, তাঁরা আরেকটু গভীরভাবে বৃহত্তর প্যাটার্নটা ভাবুন।

    এই আনন্দের বাজারে কিছু তির্যক কথা বলার জন্য দুঃখিত।

    ডিসক্লেমার: আমি আর যাই হোক সিপিএম-ও নই এবং বাম= সিপিএম ফর্মুলায় বিশ্বাসী নই।

  • g | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩২430465
  • হ্যাঁ মজাটা হলো কন্সালট্যান্ট হলে অনেক কিসুই করা যায়, কেজরি কে বললো, আপনি ভজন গান আর হনুমান চালিসা পড়ুন, আর জেতার পরে টুইট করে পি কে নিজে বলছে, থ্যাঙ্ক ইউ দিল্লী ফার সেভিং দ্য সোল্ অফ ইন্ডিয়া :-) সোল্ কথা টিও ভেবে বলা , 'আইডিয়া' র সঙ্গে কন্ট্রাস্টেড। :-)))

    এক্টিভিজম এ তো কেউ নিলই না, কানছালটিং ও নিলো না। আমাদের দু পয়হা হলো না রে একক। :-)))
  • রৌহিন | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৯430463
  • কেজরি পিকের কথাতেই চুপ ছিলেন, তবে কাশ্মীর নিয়ে ওনার অবস্থান একটুও সমর্থন করি না। তবুও এই বাজারে বিজেপির প্রতিটা পরাজয়ই ভাল খবর। 

    কিন্তু এতে বাংলায় বিশেষ কিছু এসে যাবে কি না আমার সন্দেহ আছে - বিশেষতঃ বইমেলায় পুলিশ যা দেখাল, তারপরে। এরা গন্ধ চেনে। একটাই ভরসা, বাংলায় বিজেপির মুখ বলতে এখনো ওই দিলীপ ঘোষ বা রাহুল জাতীয় আবালেরা। দেখাই যাক

  • S | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২০:২২430462
  • দুবার পোস্ট হল কেন?
  • S | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২০:২১430461
  • পাই এর বক্তব্যটাই সঠিক। এটা স্ট্রাটেজিকাল পস্চারিং ছিল। শাহীনবাগ নিয়ে পক্ষে-বিপক্ষে কিছুই বলবোনা। কিন্তু শাহেনবাগে (ওখলা) আপের যিনি ক্যান্ডিডেট, তিনি তো শাহেনবাগে ছিলেন মনে হয়। ঐ কেন্দ্রে সত্তর হাজারের বেশি ভোটে জিতেছে। আমানুতুল্লা বললেন যে তার মানে হিন্দু ভোটও প্রচুর আপের পক্ষে পড়েছে, ওখানেও ডিভাইসিভ পলিসি কাজ করেনি। শাহীনবাগ নিয়েও প্রচুর সাপোর্টার আছে। অনেকেই গালাগালি খাওয়ার ভয়ে সবার সামনে চুপ করে থাকে।

    প্রশান্ত কিশোর নিজে এনারসি-ক্যা এর বিরোধীতা করেছে। একটা ইন্টারভিউতে বলেছিল যে এই দুটোকে একসঙ্গে দেখতে হবে ইত্যাদি। আমার ধারণা ক্যা বিরোধী বেশ কিছু মীম ইত্যাদি ঐ বা ওর লোকই বানিয়েছে।

    ৬২-৮ দারুন রেজাল্ট। স্পেশালি সেকেন্ড টাইম। ৫৩.৭% ভোট পেয়েছে। অ্যান্টি ইনকাম্বেসি কাজ করেনি। ডিভাইসিভ অ্যাজেন্ডা চলেনি। কিন্তু বিজেপি সেসব মানতে রাজী নয়। হেট ক্যাম্পেইন চলবে। কারণ ওরা এর থেকে বেশি কিছু জানেও না।
  • :-& | 108.162.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৫430460
  • এলেবেলে ১৯.৩২ আর অপু ১৯.৪৬ — স্বাভাবিক। দুটি একসঙ্গে হয়্না। হয় ঐসব মিছিল মিটিন করবে যেমন পবতে হচ্ছে, অথবা কাজ করবে যেমন দিল্লীতে হয়েছে। জনতা তেমনটাই পাবে যেমনটা তারা ডিসার্ভ করে।
  • pi | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৩430459
  • আমার ধারণা এই ভোটের কথা মাথায় রেখে কেজরিওয়াল খুব ট্যাক্টফুলি কোন অবস্থান নেয়নি। শাহিনবাগের বিরুদ্ধেও কিন্তু কিছুই বলেনি। ক্যা র পক্ষেও না। আমি আ আপ এর কিছু নেতাদের ইন্টারভ্যু শুনেছিলাম, ওই জানু শুরু নাগাদ, সরাসরি না বললেও কোন একটা ধর্মকে আইসোলেট করা অনুচিত, এ জাতীয় কথাবার্তা বলছিলেন। মুসলিম ভোট তো পুরো আপ ই পেয়েছে মনে হয়! শাহিনভাগে আতানউল্লাহ খান জিতলেন। বিজেপি র অভিযোগ শাহিনবাগের পিছনে আসলে উনি আছেন, এর কিছু সত্যতা থাকলে অবাক হবনা। আপ সামনাসাম্নি আসতে চায়নি, ভোটের কথা ভেবে, এটাই মনে হয়।

    ভাল কথা,এই বাংলাহান্টটা কারা বের করে জানেন? ডেইলিহান্ট তো নানা পোর্টালের নিউজ একজায়গায় করপ্র
    https://banglahunt.com/polls-latest-news-bjp-aap-congress/
  • | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ২০:০০430458
  • ব্রতীন , কেজরিওয়ালের কাছে কৃতজ্ঞতা ল দিনে ও আমার শত্রূ দেশে ছাপা আপ সংক্রান্ত প্রবন্ধ টি পড়তে দিলাম, এটা যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষূ দের তাড়ানোর আগে, বা এককের বলা ইসু গুলো র আগেকার কথা।

    https://www.google.com/amp/s/www.thenews.com.pk/tns/amp/554477-genesis-aap
  • | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৪430457
  • কোন সন্দেহ নেই।
  • অপু | 172.68.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৬430456
  • কেজরী একার চেষ্টায় দিল্লী কে বদলে দিয়েছে। এরকম কোয়ালিফায়েড, হনেস্ট আর দূরদৃষ্টি সম্পন্ন নেতা আমাদের আরো অনেক দরকার ।
  • g | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৩430455
  • এবং এটা কে লেফটিস্ট "ওয়েস্টেড ইউজলেস টক" বা পোক্ত করে টক স বললে কোন আপত্তি নাই।
  • এলেবেলে | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩২430454
  • এই আনন্দের সময়ে আপ সম্পর্কে দুটো তথ্য মাথায় রাখায় ভালো।

    ১. কেজরিওয়াল ৩৭০ সমর্থন করেছেন এবং ক্যা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এবং এক দিনের জন্যও শাহিনবাগে যাননি।

    ২. ভোটের বোধহয় মাস দেড়েক আগে হাত মিলিয়েছেন প্রশান্ত কিশোরের সঙ্গে।

    সেই হিসেবে কিন্তু মমতার অবস্থান কেজরিওয়ালের তুলনায় বেশি বিজেপি-বিরোধী।

  • g | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৬430453
  • কেজরি র নতুন সরকার শাহীন ব্যাগ এর মহিলা দের , অল্প বয়সী অর্গানাইজার দের , জামিয়া, জে এন ইউ এর ছেলে মেয়ে দের নতুন প্রসিকিউশন থেকে আটকাতে পারলে এই জয় টা ভালো লাগবে বেশি। কারণ রাশট্র কে শুধু ইউটিলিটি সার্ভিস হিসেবে দেখার কিছু স্বাভাবিক সীমাবদ্ধতা আছে। তবে আপাতত এতে খুশি।
  • Hh | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১০430452
  • এই যে তৃণমূল এসে মুসলমানদের মাথায় তুলেছে এটা আচ্ছা লোকেদের থেকে শুনে প্রতিবাদ করতে করতে আজকাল আর আমাকে বাড়িতে ডাকেনা। শুধু তাই নয় CAA র বিরোধিতা করি বলে এক্জনতো আমায় বললেন সিভিল ওয়ার লাগাবার চক্রান্ত করছি বলে। এও বল্লেন সেরকম হলে উনিও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন - এই তো মধ্যবিত্তদের অবস্থা
  • Diptangshu | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৯430451
  • Kejriwal has proved that if you work properly for the common people, common people will not disappoint you! He has not worshipped a specific family like congress leaders, he has not delivered communal propaganda and hatred like BJP! He has not wasted time on useless talks like the so-called leftists! He was totally concentrated on his duties and responsibilities. He knows that to improve the living standard of common people, he has to improve the education and health system at first and he has devoted the government totally on this! He and his party has destroyed these two corrupt parties in Delhi! I express my deep respects to this "common man" who has worked really for the common people!
  • অপু | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৫430449
  • বইমেলায় মাং স আর আলুর দম তন্বী দির আনা। আমি সবাই কে সার্ভ করছিলাম :))
  • PM | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩০430448
  • "এইসব কথায় কথায় বললেন তৃণমূল এসে মুসলমানদের খুব মাথায় তুলেছে। লে হালুয়া।" এইটাই কারন এই রাজ্যে বিজেপির বার বারন্তের। বেশীর ভাগ নতুন বিজেপি ভোটার ( এক্স তিনো বা এক্স বাম) এই ভাবেই ভাবছে। অবাক হবেন না ।

    পোলারসিসেসন করার হন্য এটা পরিকল্পিত ভাবে তোল্লই দেওয়া হচ্ছে
  • অর্জুন | 172.68.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৬430447
  • @অপু ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৬

    হা হা হা :))। কত দুরদৃষ্ট সম্পন্ন বলো! এটা সকালে রাঁধা। রবিবার মাংস কেনা ছিল। বইমেলার জন্যে সময় পাইনি। আজ সকাল সকাল রাঁধলাম বেরোবার আগে। আমার মোবাইল ক্যামেরা অনেককাল কাজ করেনা। তাই বাবাকে বলেছিলাম ছবিটা তুলে আমায় ওয়াটসঅ্যাপে পাঠিও। বাবা পাঠাল আর আপের জয়ের খবপ্র পেতে থাকলাম।

    ওলওয়েজ ওয়েলকম। :-)

    বইমেলার মাংসটাও দারুণ ছিল।
  • quark | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৫430446
  • উচ্চশিক্ষিত এবং তথাকথিত রাজনীতিতে দীক্ষিত নয় এমন একজনের হাত ধরে সমকালে লুপ্তপ্রায় সত্যিকারের জনমুখী রাজনীতির এই প্রত্যাবর্তন আশা জাগায় বৈকি। খেয়াল রাখতে হ'বে একদিকে দিল্লী রাজ্যের বেশিরভাগই শহুরে মানুষে ভরা যাঁরা মনে করেন "সরকারী হাসপাতাল/স্কুলে কারা যায়?" এও খেয়াল রাখতে হ'বে কয়েকদিন আগেই বলা হচ্ছিল শাহিনবাগ এলাকার মানুষ আন্দোলনের ওপর ক্ষুব্ধ ইত্যাদি প্রভৃতি।

    মেলা / খেলা / মন্দির / মসজিদ না ক'রে স্কুল, হাসপাতাল বানালেও মানুষ ভোট দেয় - এই ব্যাপারটা যদি কিছু লোকের মাথাতেও ঢোকে।
  • অপু | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৪430445
  • /38 জনের মধ্যে জনা 12
  • অপু | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩১430444
  • আমাদের বি ম র গ্রুপে 5 জন বিজেপি সমর্থক মুহ্যমান। বাকি 38 জন জনা 12 ওদের চাটাচাটি করছে :)))
  • .. | 14.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৬430443
  • আলোকিত সমাজ আজ শক্ড।।
  • r2h | 172.69.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২২430442
  • আমিও করি না। আমার বই কেউ কেনে না, বা কিনলেও কেউ সই চায় নি সে অন্য কথা।
    একটা বইয়ে অবশ্য করেছিলাম, মে জুন মাসে কখন একটা আগরতলা যাচ্ছিলাম, কাকা বললো তুই নাকি বই লিখেছিস, একটা নিয়ে আসিস। বই নিয়ে যাওয়ার পর ইজি চেয়ারে শুয়ে শুয়ে কাকা বললো, বুক শেল্ফের ওপরের তাকে পেছন দিকটায় রেখে দে। ও আর লিখে দে কাকুকে সায়ন। আর আজকের তারিখ দিস না, বইমেলার সময়ের তারিখ দে। আমি যথাবিহিত ঐসব করে টরে নির্দিষ্ট জায়গায় বই রেখে দিলাম। ঐ আমার একমাত্র সই করা বই।
  • .. | 162.158.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২১430441
  • আজ সব হোয়া গ্রুপে দেখছি টোটাল সাইলেন্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত