এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কবিতার রান্নাঘর— (শ্রীমল্লার বলছি) 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ১৭ জুন ২০২৫ | ৪৬৩৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উড়িছাদ
    এরই মধ্যে ঢুকে গ্যাছে,
    গোপনগন্ধকিছু।

    গোপনই আমার ভাল। গোপনেই, উড়িছাদ।
     
     
    ঘনিষ্ঠজড়াব
    সেকথা আমি ভুলতে পারব না।
    ভুলতে চাইও না।
    যখন পড়বে মনে–

    তখন একটিবার, ঘনিষ্ঠজড়াব! 
     
     
    এখন বড় হ’য়ে গেছি
    বাজারমুদিখানাসাইকেল—

    যেতে আসতে হাসিবিনিময়।

    এখন বড় হ’য়ে গেছি, পারব না ছোট হতে তাই।
     
     
    ধ্বংস, ধ্বংসই
    জলের ছাপ। কালরাতে ধ্বংস এসেছিল।

    ধ্বংস যখনই আসে,
    আমরাও ভাবি লড়ে জিতব।

    ধ্বংস একাই পারে–

    ক’রে দিতে আমাদের ধ্বংস! 
     
     
    বিপদপ্রস্তুতি
    আকাশছাদ, আকাশলোক।
    বারান্দা, পুজোর ঘর।
    মাথায় ছাদ,
                আচমকা আচমকা আচমকা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ১১ অক্টোবর ২০২৫ ১২:১৩734808
  • পর্বে পর্বে কবিতা: ২৩৭ 
    অনুবাদ 
    কোনও ঝগড়া চাইনি, চাইনি কোনও অশান্তি। 

    আমি তো বলেওছিলাম, সমস্যা ব’লে কিছু হয় না। 
    যদি কিছু হয়ই, তা আসলে আমার অভ্যেস...

    দুপুরে ভাত খেয়েছিলাম, সন্ধেবেলায় চা—
    একবারও আমাকে বলোনি, বলোইনি: 
    ‘কই কবিতার খবর কী?’

    আমার জানার দরকার নেই আজ কে কী লিখছে
    আমার পড়ার দরকার নেই কাল যা লেখা হয়েছিল

    আমার লেখা কেউ পড়ুক, আমিও চাই না 

    আর চাই না ব’লেই অন্ধকারকে জড়িয়ে 
    ধরেছিলাম

    আমি জানতাম, বেঁচে থাকতে কোনওদিন স্বীকৃতি পাব না
    আমি জানতাম, মৃত্যুর পরে মানুষ আমাকে জানবে
    কিন্তু আমি সেটা জানতে পারব না 

    আমার হেমন্ত গেছে, শীতও যাবে— 
    আর কোনও মিথ্যে শুনতে চাই না 
    বলতে চাই না আর কোনও সত্যিও...
     
  • শ্রীমল্লার বলছি | ১১ অক্টোবর ২০২৫ ১৬:৩৪734812
  • পর্বে পর্বে কবিতা: ২৩৮ 
    অলস
    কেবল একটা শীত লেগেছে 
    দিচ্ছে হাওয়া সামান্যই 
    ঘুরতে এলাম টিকিট কেটে, 
    তোমার নামের লাবণ্যয়
     
    কেবল একটা রোদ লিখেছি
    ভাবছি প্রকাশ করব না 
    এমনিতে তো অলস আমি, 
     
    আজ ঘুমোলে উঠব কাল 
  • শ্রীমল্লার বলছি | ১১ অক্টোবর ২০২৫ ২০:৫৯734820
  • পর্বে পর্বে কবিতা: ২৩৯ 
    Bedroom 
    খ্যাতির পাশে ঈর্ষা বসে
    চোখের পাশে দৃশ্য
    মাথায় যত ভাবনা ছিল,
    খাতায় এসে নামল

    গালের পাশে আদর বসে
    কানের পাশে গল্প
    অভিযোগকে পাত্তা দিলেই,

    কথাবার্তা বন্ধ
  • শ্রীমল্লার বলছি | ১২ অক্টোবর ২০২৫ ১৪:৫৮734837
  • পর্বে পর্বে কবিতা: ২৪০
     
    ছুটি, রোববার
    নাক দিয়ে শীত ঢোকে অল্প 
    থমথমে রোদ নেভে পাড়াতে 
    জানলার কাজ নেই, বন্ধ–
    চুপচাপ ঘুমোচ্ছে আরামে
     
     
  • শ্রীমল্লার বলছি | ১২ অক্টোবর ২০২৫ ২০:৩৪734843
  • পর্বে পর্বে কবিতা: ২৪১
     
    শেষ চিঠি
    চলে যাওয়ার সময় এল 
    এখন আমায় যেতে দাও
    অনেক হেঁটে ক্লান্ত দেহ 
    মৃত্যু কেমন দেখতে চাই 
     
    শেষের দিকে নিজের প্রতি
    নিজের ছিল সমর্থন
    মনে মুখে তফাত কঠিন
    হওয়া শক্ত আজন্ম 
     
    চলে যাওয়ার সময় এল
    এখন আমায় যেতে দাও
    যেতে যখন হবেই চলে,
     
    তখন কেন হাত বাড়াও? 
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৩ অক্টোবর ২০২৫ ০৯:৩৩734858
  • পর্বে পর্বে কবিতা: ২৪২
     
     
    ঘুমের গন্ধ।
     
     
    স্বপ্নের আকস্মিকতা। 
     
     
    ভয়ের আগমন। 
  • শ্রীমল্লার বলছি | ১৩ অক্টোবর ২০২৫ ১৫:০৯734861
  • পর্বে পর্বে কবিতা: ২৪৩
     
    রেড জ়োনে
    একটা দেশে চায়ের দোকান 
    বন্ধ কলেজ ক্লাস নেই 
    খুব কুচুটে ফ্লাইওভার 
    শীত শুকোচ্ছে কঙ্কালে 

    একটা ছাদে কঠিনক্ষতি
    চঞ্চলতায় সুর ছোটেই
    চোখের কোণে শুকনো নদী—
     
    জড়িয়ে পড়ল রেড জ়োনে
     
  • শ্রীমল্লার বলছি | ১৩ অক্টোবর ২০২৫ ২১:২৭734875
  • পর্বে পর্বে কবিতা: ২৪৪
     
    ফুটছে লাল 
    লেখার স্রোতে ভেসে যাচ্ছে, 
    গ্রামীণ নগরসভ্যতা...  
    ঘুমিয়ে পড়ছি আস্তে আস্তে 
    খারাপ কথা শুনব না।
     
    অবচেতন দুলতে দুলতে, 
    ছাড়িয়ে নামছে বিশ্রামে... 
    কখনও সে গন্ধ শুঁকছে
    ‘মানুষ’ নামের আবদারে। 
     
    এসব গল্প জমছে, কিন্তু–
    সম্পাদককে ছুঁচ্ছে না... 
    একলাঅল্প হাঁটছে বৃদ্ধ, 
     
    অন্ধকারে ফুটছে লাল 
  • শ্রীমল্লার বলছি | ১৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৪734880
  • পর্বে পর্বে কবিতা: ২৪৫
     
    বিয়ে 
    ভয় কাটাতে সময় লাগে বছর পাঁচ  
    মন গোছাতেও 
    কিশোর বয়েস পেরিয়ে যায় 

    বন্ধু হওয়ার প্রথম শর্ত: ‘শত্রু চাই’ 
    আজ ক্ষতি হোক, 
    লাভ জেনেই বা কীসের কাজ? 

    মায়ের মধ্যে বাবা বিদেশ ঘুরতে যায় 
    থাকবে ক’দিন, 
    ঝগড়া ঘিরে ধ’রবে না 

    এইভাবে ঠিক প্রেমে পড়বে বাবা মা’র 
    জামাই এল, 
    মায়ের ভেতর বাজছে শাঁখ 
     
  • শ্রীমল্লার বলছি | ১৪ অক্টোবর ২০২৫ ১৭:১৯734896
  • পর্বে পর্বে কবিতা: ২৪৬
     
    সাক্ষী
    সন্ধে হচ্ছে।

    ধূপকাঠি আলো দিচ্ছে কোনওরকমে,

    এই দৃশ্য দেখতে দেখতে
    সন্ধে নামছে কৃষ্ণনগরে...
  • শ্রীমল্লার বলছি | ১৪ অক্টোবর ২০২৫ ২১:২৫734906
  • পর্বে পর্বে কবিতা: ২৪৭
     
    অধিকার
    তিনমাত্রা আগুন দিচ্ছি, 
    দু’মাত্রা ছাই উড়িয়ে এসো। 
     
    উড়িয়ে এসো, এবং বলো–
    ধ্বংস তোমার কেমন লাগে? 
     
    এখন কেবল তুমিই পারো, 
     
    বাবার মুখে আগুন দিতে... 
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৪৮734926
  • পর্বে পর্বে কবিতা: ২৪৮
     
    দ্বন্দ্ব
    কিছু নখে প্রার্থনা জরুরি
    কিছু চুলে সন্তাপ লাগবে 
    শেষমেশ কাছে এল বৌদি
    দাদা আর পারছে না সেভাবে 

    বৌদিকে দিতে হবে সন্তান 
    খুলেছে কাপড় আর ডাকছে 
    আমিও দ্বন্দ্বে প’ড়ে ভাবছি,

    বৌদিকে সামলাব কীভাবে? 
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ০০:০৬734953
  • পর্বে পর্বে কবিতা: ২৪৯ 
     
    কাউকে আমি দিইনি কথা
    কাউকে তো জোর করিইনি
    ভালবাসা এমন কী আর—
    ভুলতে পারাই আর্টিস্টিক 
     
     
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ১৩:২২734972
  • পর্বে পর্বে কবিতা: ২৫০
     
    সম্পর্ক
    কোনওরকম ধোঁয়াকে ছুঁই 
    ধোঁয়াকে ছুঁই কোনওরকম 
    মাঝেমধ্যে হারিয়ে যাবই 
    হারিয়ে যাবই নিজের মতো

    বিপদ পারি চুল মুছিয়ে 
    চুল মুছিয়ে বিপদ পারি 
    জীবন শেষে সেই দু’দিনের 

    লোকের সঙ্গে জড়িয়ে পড়ি
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ১৪:২৮734976
  • পর্বে পর্বে কবিতা: ২৫১
     
    অন্বেষণ
    যখন লাফায়—
    তখন উঠে উঠে তখন চা চায় 

    স্বভাব বোতাম—
    এগোয় এবং এবং এগোয় ভোঁতা 

    সুতির তারিখ—
    ছিঁড়ে আবার আবার ছিঁড়ে স্বাধীন

    টলটলে দিন—
    খুঁজছে ঝিনুক ঝিনুক খুঁজছে দিদি...
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ১৭:৩২734979
  • পর্বে পর্বে কবিতা: ২৫২
     
    জানতে চাই
    বন্ধু গেল ঘুরতে দূরে 
    টাইম হল বান্ধবীর 
    জীবন তো ওর বড্ড সুখে 
    চলেই যাচ্ছে প্রতিদিন 

    আমার কিন্তু অলীক লাগে,
    কীভাবে হয় সফল প্রেম? 
    আজও যাদের প্রেম এল না, 

    তাদের প্রেমেয় পড়বে কে?
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৫১734982
  • পর্বে পর্বে কবিতা: ২৫৩ 
     
    রোজগার
    সম্মানে ছাড় পায় হাওয়া
    দোলাচলে হিসেবেও ভুল
    যেতে যেতে পথে হল দেখা 
    সংকোচে হার মানে ফুল

    কপালের প্রতিশোধ নীচু 
    গির্জায় আলো জ্বলে কেমন...
    ছায়ারাও দিন শেষে শিশু 

    বেকারের রোজগারে মন
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ২০:২৩734984
  • পর্বে পর্বে কবিতা: ২৫৪
     
    খেতাব 
    আমার বড্ড টাকার গরম
    মায়ের আবার পছন্দ নয়।

    কবিতা তো আছেই, কিন্তু
    স্বীকৃতি কি অতই সহজ?

    কার স্বভাবে জড়িয়ে গেলাম,

    যুক্তি খুঁজি এলোমেলো...

    আমার বড্ড টাকার গরম–
    উড়ে এল কোত্থেকে আজ?
  • শ্রীমল্লার বলছি | ১৬ অক্টোবর ২০২৫ ২৩:৫০734991
  • পর্বে পর্বে কবিতা: ২৫৫
     
    স্বাধীন
    চামড়া দিয়ে গন্ধ ওঠে,
           ছেলেবেলার পরিস্থিতির।
    যুক্তি আবার তর্ক খোঁজে
           কোথায় ছুটছে শুকনো নদী?

    সকল গাছই পড়ল কাটা 
            আঙুল গেল নিরুদ্দেশে—
    এখন যদি শিখবে সাঁতার,
            ডুবতে ডুবতে বৃদ্ধ হবে।

    এমনিতেও ইন্ধনে যায়
            আর্দ্রপিছিল সবুজ হাসি–
    কেমন করে তোমায় বোঝাই,
           হাওয়ারও আজ স্বভাব স্বাধীন...
  • শ্রীমল্লার বলছি | ১৭ অক্টোবর ২০২৫ ১২:৩৫735004
  • পর্বে পর্বে কবিতা: ২৫৬
     
    চমক
    আমরা এলাম দৌড়ে ধুলো 
    কোনওমতে বাচ্চা শিখে।

    রূপকথারও কাজল ছিল,
    সঙ্গে যেত খেলনাবাটি—

    দূরের দিকে ছুঁড়ে দিতাম

    বৃদ্ধ রঙের ময়লা চাবি!
  • শ্রীমল্লার বলছি | ১৮ অক্টোবর ২০২৫ ১৪:৩৯735029
  • পর্বে পর্বে কবিতা: ২৫৭
     
    অনন্যা 
    এ এক অপূর্বদিন বেশ
    সে তাও যত্নবিলাস দান

    যে আজ সত্যিঝিলমিল,

    সে কাল আমার অনন্যা!
  • শ্রীমল্লার বলছি | ১৮ অক্টোবর ২০২৫ ২১:১৩735033
  • পর্বে পর্বে কবিতা: ২৫৮
     
    দৌড়
    পুজো আসছে, পুজো যাচ্ছে
    কিন্তু বুঝতে পারছি না–
    এত লোকে কোথায় ছুটছে?
    ভাবতে ভাবতে অন্ধকার

    মানুষ জন্মে মানুষ মরছে 
    দু’চার জনই বিখ্যাত 
    সময় ফসকে বেরিয়ে যাচ্ছে

    শুরু হচ্ছে আবার দৌড়...
     
  • শ্রীমল্লার বলছি | ১৯ অক্টোবর ২০২৫ ১৩:০৩735061
  • পর্বে পর্বে কবিতা: ২৫৯
     
    ব্রণ 
    মাথায় একটা শব্দ এল
    শব্দ এল মাথায় জোরে—
    পুরনো সেই ইতিহাস তো,

    চলছে ভেসে একই স্রোতে 

    এবার যদি ইচ্ছে করেই
    করেই ইচ্ছে এবার কোনও— 

    থেমে গিয়ে হপ্তাখানেক
    লেখার গালে আঁকব ব্রণ
  • শ্রীমল্লার বলছি | ১৯ অক্টোবর ২০২৫ ২২:৩২735067
  • পর্বে পর্বে কবিতা: ২৬০
     
    যাই একদিন, ঠিক ছেড়ে যাই, যাই—
    কোনওভাবে হই শেষ, ওহ্!
  • শ্রীমল্লার বলছি | ২১ অক্টোবর ২০২৫ ০০:০৫735099
  • পর্বে পর্বে কবিতা: ২৬১
     
    কবিতার পোঁদে নাক রেখে দ্যাখো প্লিজ—
    যে কোনও নেশাও স্বভাবে ত্রৈমাসিক।
  • শ্রীমল্লার বলছি | ২১ অক্টোবর ২০২৫ ১২:৫৯735112
  • পর্বে পর্বে কবিতা: ২৬২ 
     
    বউয়ের যত্ন নিন 
    বউকে ভালবাসুন। জড়িয়ে ধরুন। দু’গালে চুমু খান। ঠোঁটে মশাল জ্বেলে দিন। বউকে বেশি ব্যথা দেবেন না। বউকে অতি অবশ্যই ভাল ভাল রান্না ক’রে খাওয়ান। যদি এও না পারেন, তো এক কাপ গুঁড়ো দুধের চা অন্তত— ক’রে খাওয়ান বউকে। মাথা গরম করবেন না। মন দিয়ে শুনুন বউয়ের কথা৷ কোনও কারণে যদি ইচ্ছেও হয় বউকে চড় মারার, তার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে থুতু ছুঁড়ে আসুন। এসবের পরে শেষমেশ কোনওদিন বউকে ছেড়ে দিতে চাইলে, অন্তত তাঁকে জানিয়ে রাখবেন একবার আগে থাকতেই। হাতে কিছুদিন সময় পেলে তাঁরও ভেবে নিতে সুবিধে হবে এই যে, আপনার বদলে যেতে এত দেরি হল কেন? 
  • শ্রীমল্লার বলছি | ২৩ অক্টোবর ২০২৫ ১৬:২০735210
  • পর্বে পর্বে কবিতা: ২৬৩
     
    শীত, ২৩ অক্টোবর 
    অল্প একটু সবুজ মাঠ
    অল্প আরও হাঁটা
    দেখছি কিছু অপেক্ষার
    সন্দেহরা সাদা

    ধুলোয় ধুলো ভীষণজ্বর 
    শিক্ষণীয় শীত 
    অল্প একটু সবুজ মাঠ,
    রোদের দিকে পিঠ 
     
  • শ্রীমল্লার বলছি | ২৪ অক্টোবর ২০২৫ ১৭:২৮735237
  • পর্বে পর্বে কবিতা: ২৬৪ 
     
    শিল্পী
    বিয়ে হওয়ার কথা ছিল সেদিন 
    চারহাত সেদিন হতেই পারত এক
    অবশেষে ভেস্তে গেল বিয়ে, এখন
    দু’জন কেবল অতীত হ’য়েই থাক—

    অনেক শেষে জানতে পেরেছিলাম,
    ছেলের ছিল কবি হওয়ার দোষ...
    মেয়েটা তবু উচ্চশিক্ষিত, এবার
    মেয়ের বাড়ি চায় ছেলের চাকরি হোক।

    তবু ছেলের তো সেই দেখার মতো জেদ 
    যত কষ্ট হোক না লিখবে কবিতা...
    আজও শিল্পীকে লোক চিনতে করে ভুল,

    তাই শিল্পী হওয়া সহজ ব্যাপার না 
     
  • শ্রীমল্লার বলছি | ২৪ অক্টোবর ২০২৫ ২২:৪৩735247
  • পর্বে পর্বে কবিতা: ২৬৫
     
    আমার আয়ু যত কমতে থাকে,
    কবিতা ততই বেড়ে উঠতে চাই। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন